Nur Bhai

Nur Bhai Nur Bhai ফেসবুক পেইজ এ আপনাকে স্বাগতম। ভিডিও ভালো লাগলে পেইজে যুক্ত হয়ে থাকুন ভালো কিছু পাবেন।

02/08/2025

আঘাত যখন ভিতর পর্যন্ত পৌঁছায়,
তখনই মানুষ নিরব হয়ে যায় ।
অবশেষে একাকীত্ব বরন করে নেয়।

কি কি খাওয়া যায় বলে দিলে ভালো হতো আমি ত খু্জে পাচ্ছি না কিছু
27/07/2025

কি কি খাওয়া যায় বলে দিলে ভালো হতো আমি ত খু্জে পাচ্ছি না কিছু

বেশি পাকলে শুধু কলা নয় মানুষের ও এমন হয়ে যায় কখনো,,,
27/07/2025

বেশি পাকলে শুধু কলা নয় মানুষের ও এমন হয়ে যায় কখনো,,,

-মনের অবস্থা লুকিয়ে রাখাও একটা শিল্প..!!
26/07/2025

-মনের অবস্থা লুকিয়ে রাখাও একটা শিল্প..!!

আহ,, খুব মিস করি সময়গুলো,, ছবি সংগ্রহীত
25/07/2025

আহ,, খুব মিস করি সময়গুলো,,
ছবি সংগ্রহীত

ব্যাংক এ লাখ লাখ টাকা রাখে তাদের বিশ্বাস করে অথচ ৫ টাকার কলম দিয়ে তারা বিশ্বাস করে না ছবিটি তার প্রমাণ
25/07/2025

ব্যাংক এ লাখ লাখ টাকা রাখে তাদের বিশ্বাস করে অথচ ৫ টাকার কলম দিয়ে তারা বিশ্বাস করে না ছবিটি তার প্রমাণ

Day and night view of the Royal Clock Tower Makka 🌙
24/07/2025

Day and night view of the Royal Clock Tower Makka 🌙

24/07/2025

সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক।

শাসকরা মুখ ফিরিয়ে নিলেও মিসর ও লিবিয়ার দরিদ্র হৃদয়গুলো বসে থাকেনি। তারা  বোতলে খেজুর-বাদাম ভরে ছুঁড়ে দিচ্ছে ভূমধ্যসা...
24/07/2025

শাসকরা মুখ ফিরিয়ে নিলেও মিসর ও লিবিয়ার দরিদ্র হৃদয়গুলো বসে থাকেনি।
তারা বোতলে খেজুর-বাদাম ভরে ছুঁড়ে দিচ্ছে ভূমধ্যসাগরে—এই আশায়, ঢেউ হয়তো পৌঁছে দেবে গ| য্জার ক্ষুধার্ত উপকূলে!

সুখে থাকতে রাজপ্রাসাদের প্রয়োজন হয় না। ভালোবাসা থাকলে গ্রামের সুন্দর পরিবেশেও সুখে থাকা যায়
24/07/2025

সুখে থাকতে রাজপ্রাসাদের প্রয়োজন হয় না। ভালোবাসা থাকলে গ্রামের সুন্দর পরিবেশেও সুখে থাকা যায়

সেনাবাহিনী কে কেন ক্ষমা চাইতে হবে তার কারন 🙂💔 ★সেনাবাহিনী কে যে কারন গুলার জন্য ক্ষমা চাইতে হবে★১। দ্রুত ঘটনা স্থলে পৌছে...
24/07/2025

সেনাবাহিনী কে কেন ক্ষমা চাইতে হবে তার কারন 🙂💔

★সেনাবাহিনী কে যে কারন গুলার জন্য ক্ষমা চাইতে হবে★
১। দ্রুত ঘটনা স্থলে পৌছে উদ্ধার কাজে অংশ গ্রহণ করার কারনে সেনাবাহিনী কে ক্ষমা চাইতে হবে।
২। ফায়ার সার্ভিসের দায়িত্ব তারা পালন করলো কেন ক্ষমা চাইতে হবে।
৩। দ্রুত মেডিক্যাল ক্যাম্প স্থাপন করার অপরাধে সেনাবাহিনী কে ক্ষমা চাইতে হবে।
৪। নিজেদের চিকিৎসালয় পাবলিকের জন্যে উন্মুক্ত করার অপরাধে ক্ষমা চাইতে হবে।
৫। দেশের বিভিন্ন ট্রাজিডি তে নিজেদের এক দিনের বেতন দেয় কেন ক্ষমা চাইতে হবে।
৬। সারাদেশে অপরাধের বিরুদ্ধে অভিযান করলো কেন ক্ষমা চাইতে হবে।
৭। বন্যার নিজেদের সর্বোচ্চ দিয়ে উদ্ধার অভিযান করার জন্যে ক্ষমা চাইতে হবে।
৮। জুলাইয়ে শিক্ষার্থীদের পক্ষ্যে থাকার জন্যে ক্ষমা চাইতে হবে।
৯। সারা দেশে আইন শৃংখলা পরিস্তিতি ফিরিয়ে আনলো কেনো ক্ষমা চাইতে হবে।
১০।সারা দেশে ডিপলোয় থাকা সেনা সদস্যদের ক্যান্টমেন্ট এ ফিরিয়ে নিতে হবে,🥱🥱
১১। নিজের গায়ের ইউনির্ফম দিয়ে মা,বোনের ইজ্জত ঠেকে কেন রাখছে এর জন্য ক্ষমা চাইতে হবে।

তবেই ছাত্রদের মনের ইচ্ছা পুরন হবে,যাদের ইমোশন কে কাজে লাগিয়ে ভিন্ন দিকে নিয়ে যাওয়া হচ্ছে অথচ তারা বলির পাঠার মতো টের পাচ্ছে না।তাই বলি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিলেন না। আমরা যদি ক্যান্টনমেন্টে ফিরে যাই তাহলে এক সেকেন্ডের জন্যও মাঠের টিকে থাকতে পারবেন না। আজ ত যখন যা মন চায় তাই করতেছেন ?

জুনায়েদ পলক। তরুন বয়সে এমপি এরপর মন্ত্রী।  এখন জেলখানায়!  চোখে পানি!  গতকাল আমি খুলনা নতুন জেলখানার ভেতরে ঘুরে দেখলাম। ক...
23/07/2025

জুনায়েদ পলক। তরুন বয়সে এমপি এরপর মন্ত্রী।

এখন জেলখানায়! চোখে পানি!
গতকাল আমি খুলনা নতুন জেলখানার ভেতরে ঘুরে দেখলাম। কেমন দম বন্ধ লাগছিল৷ অথচ এই রকম একটা জেলের একটা ছোট্ট খোপে বন্দি হতে হয়েছে এই মন্ত্রীর। সেখানে কথা বলার মত মানুষ নেই, মোবাইল নেই! দিন রাতের হিসাব নেই!
কত বছর থাকতে হবে তার ঠিক নেই! হয়তো বাবর সাহেবের মত বৃদ্ধ বয়সে.. তারপর দল থেকে বাতিলের খাতায়!

একটাই ত জীবন! কি নিদারুন অপচয়!

ক্ষমতায় থাকাকালীন কি ছিল না?
গাড়ি,বাড়ি,লোকজন, কর্মী, ক্ষমতা, টাকা -- এখন প্রিয় স্ত্রীও নেই৷

এই ছবিটি একটা চরম শিক্ষা! এখন যারা ক্ষমতায়, আগামীতে যারা,ক্ষমতায় আসবেন তাদের জন্য।
কত প্রভাবশালীরা এখন চুপসে গেছে। কেউ সালাম দেয় না, ভালমন্দ জিজ্ঞেস করে না। অথচ আগে কি সম্মান!!

এই পলক যাদের জন্য করেছে তারা গুষ্টিশুদ্ধ দেশ ছাড়া। তাদের একজন আত্মীয়ও গ্রেফতার নেই,আটক নেই।

এর আগে লূৎফুজ্জামান বাবর কে দেখেছিলাম! কি প্রভাব! স্বরাষ্ট্র মন্ত্রী!
সে এখন কারামুক্ত হলেও দলের কোথাও নেই। চিকিৎসার জন্য এদেশ সেদেশ!

@ রাজনীতি বড়ই কুটিল খেলা!
Collected

Address

Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nur Bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nur Bhai:

Share