Safiq

Safiq explore many things whatever i can✅
stay with us🙏✅ u can also visit my YouTube channel https://www.
(4)

আমার কলিজার ছোট ভাই গুলো, এখানে আশরাফুল গ্রুপ টা খুব মিস করছি🥰🥰
06/08/2025

আমার কলিজার ছোট ভাই গুলো, এখানে আশরাফুল গ্রুপ টা খুব মিস করছি🥰🥰

আল্লাহ তুমি আমার এই পথ চলা সহজ করে দিও🥰🥰 AD Shireen Shely আপা নরসিংদী সদর ১ ইনশাআল্লাহ 🥰 ইনকিলাব জিন্দাবাদ ✊✊
20/07/2025

আল্লাহ তুমি আমার এই পথ চলা সহজ করে দিও🥰🥰 AD Shireen Shely আপা নরসিংদী সদর ১ ইনশাআল্লাহ 🥰 ইনকিলাব জিন্দাবাদ ✊✊

"সত্য পথের তীর্থ পথিক ভয় নাই, নাহি ভয়"বৃষ্টিকে উপেক্ষা করে জুলাই পদযাত্রার সপ্তদশতম দিনে ফরিদপুরে জনতার উচ্ছ্বাস। জনতা...
17/07/2025

"সত্য পথের তীর্থ পথিক ভয় নাই, নাহি ভয়"

বৃষ্টিকে উপেক্ষা করে জুলাই পদযাত্রার সপ্তদশতম দিনে ফরিদপুরে জনতার উচ্ছ্বাস। জনতার এই জোয়ার ঠেকাবার সাধ্য কারো নেই।

মারতে মারতে উলঙ্গ করেছে। মাথায় পাথর মেরে খুন করেছে। বাট লাশ লুকায়নি। বরং হাত পায়ে ধরে লাশ বাজারের মাঝখানে এসে রেখেছে। তা...
11/07/2025

মারতে মারতে উলঙ্গ করেছে।
মাথায় পাথর মেরে খুন করেছে।

বাট লাশ লুকায়নি।
বরং হাত পায়ে ধরে লাশ বাজারের মাঝখানে এসে রেখেছে।

তারপর স্লোগান দিতে দিতে সেই উলঙ্গ লাশের উপর উঠে নৃত্য করেছে।
যাতে সবাই বোঝে চাঁদা না দেওয়ার পরিণাম কী হতে পারে।

না,দলটার নাম আওয়ামী লীগ না।
দলটার নাম বিএনপি।

যাদের হাতে আমাদের ভবিষ্যত। যাদের হাতে আমাদের দেশ। এখন প্রতিবাদের বাইরে আমার আর আপনার দায়িত্ব কী?

চাঁদার টাকা রেডি করেন।

নাহলে নিজের লাশের উপর নৃত্য করা পর্যন্ত ওয়েট করেন। 🥲

১৪০০ শহীদের জীবন দিয়ে গড়া দ্বিতীয় স্বাধীনতার পরে এমন দেশ চাচ্ছিলাম না।

খুবই দুঃখ লাগে 🥲🥲।
লেখা : Nikkon Saha 💥

সামনে তো নির্বাচন আসছে।ভোট দেওয়ার আগে মনে রাখবেন:-শুধু চাঁদার টাকা না দেওয়ার কারণে, কতটা হিংস্র হলে একজন মানুষকে রাস্তায়...
11/07/2025

সামনে তো নির্বাচন আসছে।
ভোট দেওয়ার আগে মনে রাখবেন:-
শুধু চাঁদার টাকা না দেওয়ার কারণে, কতটা হিংস্র হলে একজন মানুষকে রাস্তায় পিটিয়ে, ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করা যায়!
কতটা পৈশাচিক হলে রক্তাক্ত লাশের ওপর নাচা যায়!

ভোটের কাগজে সিল দেওয়ার আগে যেন এই চিত্রগুলো চোখের সামনে ভেসে ওঠে।

"নিহত সোহাগের বন্ধু মামুন বলেন, গত দুই-তিন মাস ধরে মঈন প্রতি মাসে মোটা অঙ্কের চাঁদা দাবি করত সোহাগের কাছ থেকে। সোহাগ টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রায় দুই মাস আগে দোকানের সামনে এসে হুমকি দিয়ে যায়—তোকে দেখে নেব। আজ সন্ধ্যায় সোহাগকে একা পেয়ে মঈনসহ ৪-৫ জন মিলে তাকে পাথর দিয়ে আঘাত করে এবং উলঙ্গ করে নির্মমভাবে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা কেউ ভয়ে এগিয়ে যেতে পারিনি, কারণ মঈন চকবাজার থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিল।

বিশ্বজিৎ ঘটিয়ে ফেললো ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপি। বলতে পারেন কেন আপনাদের দলেই এইসব পিশাচগুলির জায়গা হয়? যে আসে তাকেই নিয়ে নেন, কোন আদর্শের ভিত্তিতে এদেশে কেউ কোন দলের পদ পেতে পারে তার কি কোন আউটলাইন আছে? নাকি এদের নিয়েই দেশের সর্ববৃহৎ দলের অহংকার করেন?"

Address

Narsingdi
1600

Telephone

+8801779256359

Website

Alerts

Be the first to know and let us send you an email when Safiq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Safiq:

Share