23/09/2025
                                            আজ নারীবাদীরা কোথায়??
নারীবাদীরা আগামী কয়েকদিনের জন্য বাংলাদেশ থেকে ছুটি নিয়েছেন🙄🙄
সবাই কি ঘুমের টেবলেট খেয়ে ঘুম দিছে🙄🙄
যুক্তরাষ্ট্রে তাসনিম জারাকে যে শব্দ চয়ন ও মারমূখি ব্যবহার করা হয়েছে তা কি কোন সভ্য লোক করতে পারে।
আমিতো ভূলেই গেলাম যারা করছে- তারাতো হুজুর বা মোল্লা না। তাই তারা নারীকে ধর্ষণ করলেও নারীবাদীদের কিছু আসে যায় না।
ওদের সীমাবদ্ধ চিন্তা যে, একমাত্র হুজুররা নারীদের অপমান করে। বাকী সব করলেও ওদের কিছু আসে যায় না।
আসলে নারীবাদীরা কার উদ্দেশ্য সার্ভ করে???
আসলে নারীবাদীরা কি নারীর জন্য কাজ করে???
নারীবাদীদের নারী নিয়ে কোন সৃজনশীল কাজ কেউ করছে কোন দিন???
ভাবনার বিষয় নারীবাদীরা কেন পিক এন্ড চুজ করে??? 
বাংলাদেশের নারীবাদীরা আসলেই পুরুষ বান্ধব??? 
আসলে ওরা নিজেরাই জানে যে,  ওরা কি নারীবাদী নাকি অন্য কারো গোলামী করে???
বাংলাদেশে নারীবাদীরা স্পেসিফিক গোষ্ঠীর পারপাস
সার্ভ করে। ওরা আসলেই নারীর জন্য কাজ করে না।