Qalander Baba Jahangir BD

Qalander Baba Jahangir BD চেরাগে জান শরিফ বিনয়ের সম্রাট ডা. কালান্দার বাবা জাহাঙ্গীর বা-ইমান আল সুরেশ্বরী ❤️

20/11/2025

মারেফতের গোপন কথা বইয়ের বাণী 💯

আজ পবিত্র ২রা অগ্রহায়ণ, ১৯ নভেম্বর । মাওলাউল আলা, শামসুল উলামা, সুলতানুল আউলিয়া,  হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ আলী ...
19/11/2025

আজ পবিত্র ২রা অগ্রহায়ণ, ১৯ নভেম্বর । মাওলাউল আলা, শামসুল উলামা, সুলতানুল আউলিয়া, হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ আলী ওরফে বাবা জানশরীফ শাহ্ সুরেশ্বরী (রাঃ) বাবার ১৬৯ তম আবির্ভাব দিবস এবং ১০৬ তম ওফাত দিবস।
এই মহিমান্বিত দিবসে সকল ভক্ত-আশেকের প্রতি খোদার রহমত বর্ষিত হোক।

Sanai Ahmed

10/11/2025

🔴 খুব কম আলিম এ হাদিসটি নিয়ে কথা বলতে সাহস করেছেন। বিশ্ববরেণ্য শায়খ ইমরান নাজার 'হাদিস মিশকাত ২৭৬' হাদিসটি নিয়ে নিম্নোক্ত বক্তব্যটি প্রদান করেছেন-

সে সময়টি বেশি দূরে নয়, যখন ইসলামের নাম ছাড়া আর কিছুই ধ্বংসের বাকী থাকবে না।

রাসুল (সঃ) তাঁর শেষ জামানার উম্মত নিয়ে কথা বলেছেন। শেষ জামানার অনুসারীরা ইসলামের সাথে সম্পর্ক ত্যাগ করবে। তখন কোরান নিয়ে তারা চিন্তা গবেষণা করবে না, শুধু তেলাওয়াত করবে। বর্তমানে শুধু মেশিনের মত কোরান তেলাওয়াত করা হয়। বর্তমান দুনিয়ায় কেউ কোরআন নিয়ে গবেষণা করতে চায় না। এ কথাই সত্য! কোরান নিয়ে পড়াশোনা করা গবেষণা করা মানুষ ছেড়ে দিয়েছে। সবাই শুধু মেশিনের মত কোরান তেলাওয়াত করে। মসজিদে মানুষ নামাজ পড়তে যাবে কিন্তু তাদের অন্তরে ইমান থাকবে না, রাসুল (সঃ) এর জামানায় মসজিদ ছিল মাটির তৈরি, তখন বৃষ্টি পড়লে খেজুর পাতার ছাদ দিয়ে পানি পড়ত। আজকের মসজিদগুলো কোটি কোটি ডলার দিয়ে তেরি করা হয় অত্যাধুনিক স্টীল আর মসজিদের ভিতরে ফ্রেশ কার্পেট বিছানো থাক। এটাকে মাওলানারা উন্নতি মনে করে। কিন্তু রাসুল (সঃ) বলেছেন সেই মসজিদগুলো মানুষের ইমান তৈরি করতে পারবে না। এই হাদিসের কথা আজ প্রমাণিত। তাই ভাইরাসের কারণে মসজিদ বন্ধ হবার পরে আমি কান্না করি নাই। রাসুল (সঃ) এই হাদিসের শেষে যে কথাটি বলেছেন সেটা মনযোগ দিয়ে শুনুন। শেষ জামানার ইসলামের উলামাগন হবে আসমানের নীচে সর্বনিকৃষ্ট প্রাণী। তখন ইসলামের নাম ছাড়া ধ্বংসের আর কিছুই বাকী থাকবে না। তখন কোরান নিয়ে গবেষণা করা মানুষ ছেড়ে দেবে। তখন মসজিদগুলো সুসজ্জিত হবে। কিন্তু মানুষকে ইমান শিক্ষা দিতে পারবে না। তখন ইসলামের উলামাগন হবে আসমানের নীচে সর্বনিকৃষ্ট প্রাণী। কারণ তখন ইসলামের উলামাগন থেকেই ইসলামে বিভক্তি ফিতনা ফাসাদ তৈরী হবে। উলামারাই আজ মুসলমানদের বিভিন্ন দলে বিভক্ত করছে। এর মূল কারণ হচ্ছে উলামারা সবাই কোরন নিয়ে চিন্তা গবেষণা করা ছেড়ে দিয়েছে। যে কারণে ইসলামের স্কলারগন মানুষকে ইমান শিক্ষা দিয়ে সঠিক পথ দেখাতে পারছে না।

সংগ্রহীত

08/11/2025

🔴✨মুর্শিদের দয়াতেই মুক্তি: এক অনন্য আধ্যাত্মিক বক্তব্য - শাহ্ সুফি সৈয়দ মেজর ইউসুফ রেজা (অবঃ) 🤲

♦️ https://youtu.be/VTv7K4UVa4A
♦️ Qalander Baba Jahangir BD

১।মারেফতের গোপন কথা
২।মারেফতের গোপন আলাপ
৩।মারেফতের বানী
৪।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-১ম খন্ড
৫।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-২য় খন্ড
৬।সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ-৩য় খন্ড
৭।ইতিহাস নয় সুফিবাদের রহস্য
৮।নিহ্নবে চিত্তদাহ সুফিবাদ সার্বজনীন
৯।শরিয়তি শয়তান মারেফতি শয়তান
১০।কোরানের দৃষ্টিতে নামাজ ৮২ বার
১১।গান বাজনার দলিল
১২।ফকিরির আসল কথা
১৩।ফকিরির গোপন কথা
১৪।শরিয়তি সেজদা মারেফতি সেজদা
১৫।কোরানুল মাজিদ ১৫ পারা (হুবহু অনুবাদ ও কিছু ব্যাখ্যা)
১৬।মারেফতের গোপন দর্শন অনেকের অজানা
১৭।মারেফতের গোপন ভেদ-রহস্য
১৮।মারেফতের গোপন আলোচনা
১৯।রোজা ইফতার হজ্জ জাকাত ও কোরবানী
২০.মারেফতের গোপনেরও গোপন কথা
২১.সুফিবাদের গোপনেরও গোপন কথা [উক্ত তালিকার ১২,১৩,১৬,১৭ও ১৮ নং এই পাঁচটি বই একসাথে]
২২.ফকিরির গোপনেরও গোপন কথা [সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ ১,২,৩ ও ৪ খন্ড একসাথে]

এ সকল বই গুলো পেতে কল করূন এই
নাম্বারেঃ
০১৭১৭৬৩৬৩৫৩, ০১৯১১৫৯৭৭৮০

#বি_দ্র: বই পড়ে যদি ভালো না লাগে উক্ত নাম্বারে কল দিয়ে আপনার টাকা বুঝে নিন।

♦ কালান্দার বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী

🌈 আমাদের ফেসবুক পেইজ=https://www.facebook.com/Qalander-Baba-Jahangir-BD-828883977478903/

#কালান্দার_বাবা_জাহাঙ্গীর
#পিলে_চমকানো_ওয়াজ!
#মারেফতের_গোপন_কথা
#সুফিবাদ
#মারেফত
#মারেফতের_বানী
#সুফিবাদ_আত্মপরিচয়ের_একমাত্র_পথ
#নিহ্নবে_চিত্তদাহ_সুফিবাদ_সার্বজনীন
#কালান্দার_বাবা_জাহাঙ্গীর
#বাবা_জাহাঙ্গীর

07/11/2025

ফকিরের কোন জাত থাকে না, থাকলে সে ফকির নয়! ফকিরের কোন ধর্ম থাকে না, থাকলে সে ফকির নয়! ফকির ধর্মীয় কোন অনুষ্ঠানের গণ্ডির সীমায় আবদ্ধ নয়, আবদ্ধ থাকলে সে ফকির নয়! ফকির সর্বজনীনতার এক মহা নিদর্শন! ফকির কূপমণ্ডূকতার বৃত্তে বন্দী নয়, ফকির মহান একক অখণ্ড অদ্বিতীয় সয়ম্ভু স্বত্তার এক মহাবিস্ময়, এক মহাবিস্ফোরণ! ফকির আনাল হক-এর জীবন্ত উদাহরণ, ফকির মুই তুই- তুই মুই এর রহস্য! ফকির মানুষের মাঝে পরমমানুষের উদ্ভাবনকারী, ফকির অনুমানে ইবাদত করে না, ফকির দৃশ্যমান খোদার ইবাদতকারী, ফকির নিজে কেবলা, ফকির নিজে কাবা! ফকিরের শান জীবন এবং মৃত্যুর বাইরে অবস্থান করে। ফকির সর্বশক্তিমানের পাক জাতের প্রকাশ এবং বিকাশ।

✍🏻 শাহেদ সানজার

06/11/2025

হে রাসূলুল্লাহ, আপনার দয়ার দৃষ্টিই সেই বরকত,
যার স্পর্শে পাপীও হয় পবিত্র।
আমি এক দরিদ্র, অসহায়, ধূলিধূসর প্রাণ—
আপনার কাছেই চাই আশ্রয় ও শান্তি, হে রাসূলুল্লাহ।

আপনি অন্তরকে দেন প্রশান্তি, মনকে দেন ধৈর্যের শক্তি;
আপনার নূরভরা মুখমণ্ডলের জ্যোতিতে
হৃদয় ফিরে পায় স্বস্তির পরশ, হে রাসূলুল্লাহ।

আপনার সৌন্দর্যের রহমতে আমাকে হারিয়ে দিন
দয়াময় সেই সমুদ্রের গভীরতায়;
বিচ্ছেদের জ্বালায় এই বুক যে কতদিন ধরে দগ্ধ—
তার সাক্ষী আমি নিজেই, হে রাসূলুল্লাহ।

দিন-রাত আপনার পবিত্র রওজার তাওয়াফ করতে চাই,
প্রার্থনার প্রতিটি দ্বারে কড়া নাড়তে চাই;
আপনার দরবারে উপস্থিতির আশাই
আমার প্রাণের আশ্রয়, হে রাসূলুল্লাহ।

প্রেমিকদের দোহাই দিয়ে বলি—
আমাকেও করুন আপনার রহমতের অংশীদার;
আপনার দর্শনের আকুল বাসনায়
হৃদয় আমার ব্যাকুল, হে রাসূলুল্লাহ।

শেষ নিঃশ্বাসের মুহূর্তে
আপনার দর্শন যেন হয় আমার সর্বশেষ প্রাপ্তি;
আপনারই অনুগ্রহে নিবদ্ধ
আমার চূড়ান্ত আশা, হে রাসূলুল্লাহ।

- আল্লামা আবদুর রহমান জামী
অনুবাদক: শাহেদ সানজার

১)
যে রহমতের কুণ্‌ নজর বর হালে জারম, ইয়া রাসূলাল্লাহ
গরীবম্‌ বে-নাওয়ায়াম্‌ খা-কে-সারম, ইয়া রাসূলাল্লাহ।

২)
তুই তস্কীন-এ দিল্‌, আরাম-এ জান্‌, সাবর দে করে মন,
রুখ-এ পূর নূর বেনুমা, বে-কাররম্‌ ইয়া রাসূলাল্লাহ।

৩)
মোরে মাহ্‌ভ কর জামাল-এ খেশ্‌, দেখাও রহমতি সম্মান,
বহু হিজ্‌রে তো, চুনা সীনাহ্‌ ফাগারম ইয়া রাসূলাল্লাহ।

৪)
ত্বাওয়াফ-এ রাওযা-এ আক্‌দস্‌ করি সদা রোজ-ও-শব্‌,
হুযুরী করুন্‌ আত্তা, উম্মিদে ওয়ারম্‌ ইয়া রাসূলাল্লাহ।

৫)
বে-হক্কে আশেকানত্‌ বরেমন মিস্‌কী করম্‌ ফরমা,
কের শওকে দিদে তো, বিসিয়ারেদারম্‌, ইয়া রাসূলাল্লাহ।

৬)
দম্‌-এ আখের্‌ নমা-ই জু-ওয়ে দিদারে জামী রা,
যে লুত্‌ফে তো—হামা উম্মিদে ওয়ারম্‌, ইয়া রাসূলাল্লাহ।

- আল্লামা আবদুর রহমান জামী

05/11/2025

প্রেম নৃত্য | ডা. কালান্দার বাবা জাহাঙ্গীর সুরেশ্বরী

Address

Sufi Meditation Centre/সুফি ধ্যান সাধনার স্কুল
Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Qalander Baba Jahangir BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category