06/11/2025
হে রাসূলুল্লাহ, আপনার দয়ার দৃষ্টিই সেই বরকত,
যার স্পর্শে পাপীও হয় পবিত্র।
আমি এক দরিদ্র, অসহায়, ধূলিধূসর প্রাণ—
আপনার কাছেই চাই আশ্রয় ও শান্তি, হে রাসূলুল্লাহ।
আপনি অন্তরকে দেন প্রশান্তি, মনকে দেন ধৈর্যের শক্তি;
আপনার নূরভরা মুখমণ্ডলের জ্যোতিতে
হৃদয় ফিরে পায় স্বস্তির পরশ, হে রাসূলুল্লাহ।
আপনার সৌন্দর্যের রহমতে আমাকে হারিয়ে দিন
দয়াময় সেই সমুদ্রের গভীরতায়;
বিচ্ছেদের জ্বালায় এই বুক যে কতদিন ধরে দগ্ধ—
তার সাক্ষী আমি নিজেই, হে রাসূলুল্লাহ।
দিন-রাত আপনার পবিত্র রওজার তাওয়াফ করতে চাই,
প্রার্থনার প্রতিটি দ্বারে কড়া নাড়তে চাই;
আপনার দরবারে উপস্থিতির আশাই
আমার প্রাণের আশ্রয়, হে রাসূলুল্লাহ।
প্রেমিকদের দোহাই দিয়ে বলি—
আমাকেও করুন আপনার রহমতের অংশীদার;
আপনার দর্শনের আকুল বাসনায়
হৃদয় আমার ব্যাকুল, হে রাসূলুল্লাহ।
শেষ নিঃশ্বাসের মুহূর্তে
আপনার দর্শন যেন হয় আমার সর্বশেষ প্রাপ্তি;
আপনারই অনুগ্রহে নিবদ্ধ
আমার চূড়ান্ত আশা, হে রাসূলুল্লাহ।
- আল্লামা আবদুর রহমান জামী
অনুবাদক: শাহেদ সানজার
১)
যে রহমতের কুণ্ নজর বর হালে জারম, ইয়া রাসূলাল্লাহ
গরীবম্ বে-নাওয়ায়াম্ খা-কে-সারম, ইয়া রাসূলাল্লাহ।
২)
তুই তস্কীন-এ দিল্, আরাম-এ জান্, সাবর দে করে মন,
রুখ-এ পূর নূর বেনুমা, বে-কাররম্ ইয়া রাসূলাল্লাহ।
৩)
মোরে মাহ্ভ কর জামাল-এ খেশ্, দেখাও রহমতি সম্মান,
বহু হিজ্রে তো, চুনা সীনাহ্ ফাগারম ইয়া রাসূলাল্লাহ।
৪)
ত্বাওয়াফ-এ রাওযা-এ আক্দস্ করি সদা রোজ-ও-শব্,
হুযুরী করুন্ আত্তা, উম্মিদে ওয়ারম্ ইয়া রাসূলাল্লাহ।
৫)
বে-হক্কে আশেকানত্ বরেমন মিস্কী করম্ ফরমা,
কের শওকে দিদে তো, বিসিয়ারেদারম্, ইয়া রাসূলাল্লাহ।
৬)
দম্-এ আখের্ নমা-ই জু-ওয়ে দিদারে জামী রা,
যে লুত্ফে তো—হামা উম্মিদে ওয়ারম্, ইয়া রাসূলাল্লাহ।
- আল্লামা আবদুর রহমান জামী