Air Squad

Air Squad Hey Welcome To AIR Squat

01/11/2025
সব দোষ ছিল সাকিব ভাইয়ের আর এখন সব দোষ শিশির  ভাবির 😁
31/10/2025

সব দোষ ছিল সাকিব ভাইয়ের
আর এখন সব দোষ শিশির ভাবির 😁

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন।তিন ম্যাচের ওয়...
24/10/2025

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মোট ১২ উইকেট শিকার করে তিনি ভেঙে দিয়েছেন আফগান স্পিনার রশিদ খানের রেকর্ড।

২০২৩ সালে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে ১১ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন রশিদ খান। এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেছেন রিশাদ, হয়ে উঠেছেন তিন ম্যাচের সিরিজে স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারি।

🔹 প্রথম ওয়ানডে: ৩৫ রানে ৬ উইকেট
🔹 দ্বিতীয় ওয়ানডে: ৪২ রানে ৩ উইকেট
🔹 তৃতীয় ওয়ানডে: ৫৪ রানে ৩ উইকেট

তিন ম্যাচ মিলিয়ে ১২ উইকেট নিয়ে এখন রিশাদই শীর্ষে।
রশিদ খান, অ্যাডাম জাম্পা ও ইমরান তাহিরদের পেছনে ফেলে নতুন উচ্চতায় পৌঁছেছেন বাংলাদেশের এই লেগস্পিনার।

🏆 রিশাদের আগে শীর্ষে ছিলেন যারা

1️⃣ রশিদ খান – ১১ উইকেট – বনাম বাংলাদেশ (২০২৩)
2️⃣ অ্যাডাম জাম্পা – ১১ উইকেট – বনাম ইংল্যান্ড (২০১৯)
3️⃣ রশিদ খান – ১০ উইকেট – বনাম ওয়েস্ট ইন্ডিজ (২০১৮)
4️⃣ ইমরান তাহির – ১০ উইকেট – বনাম জিম্বাবুয়ে (২০১৯)

16/10/2025

বিমানবন্দরে ক্রিকেটারদের হেনস্থা, জড়িতদের ধরতে আইন–শৃঙ্খলা বাহিনীর সাহায্য চেয়েছে বিসিবি।
বিসিবি কে ও হেনস্তা করা উঠিত। জনগনের টাকায় চলও আবার বড় বড় কথা বলে।

দেশে এত বড় একটা সিন্ডিকেট  স্কোয়াড করল হেড কোচ কাবরেরা তারপরও সে বলে যে কি যে স্কোয়াড করা হয়েছে সেটা নাকি ঠিক স্কোয়াড...
15/10/2025

দেশে এত বড় একটা সিন্ডিকেট স্কোয়াড করল হেড কোচ কাবরেরা তারপরও সে বলে যে কি যে স্কোয়াড করা হয়েছে সেটা নাকি ঠিক স্কোয়াড করা হয়েছে,, এইটা দেখলে ফুটবল আলট্রাস এবং ফুটবল ভক্তদের মাথা কি ঠিক থাকবে?

এখনই সময় সবাই জাগ্রত হন ফুটবলকে বাঁচান সিন্ডিকেট হটান হেড কোচ কাবেরেরা এবং মামুন,, দেশের ফুটবলটাকে শেষ করে ছাড়লো কাবরেরার পদ্ধতি চাই ,,

সমীত সোম যেটা বলেছে একদম ঠিক কথা বলেছে,,

দেশে ডিফেন্ডার তাদের কোন দলের ভিতরে কোন ডিফারেন্ট করতে আমাদের দর্শকরা পারছে না নতুন বিদেশী ডিফেন্ডার নিয়ে দল সাজাক এটাই ঠিক আছে,,,

দেশে যতজন বিদেশি প্লেয়ার আসছে কোন প্লেয়ারই খারাপ কিছু করেনি সবাই আশানুরূপ ভালো রেজাল্ট করেছে শুধু দেশি প্লে আর সিন্ডিকেট বসুন্ধরার প্লেয়ার এদেরকে খেলিয়ে কোচ আমাদের দেশের ফুটবলটাকে বারোটা বাজিয়ে ছাড়লো আর কত হতাশ হবে ফুটবল ভক্তরা

সামনে আনিসুর রহমান জিকো কে দলে ফেলাতে হবেই হবে

সিন্ডিকেট ফটো বাংলাদেশের ফুটবল বাঁচাও বাফুফের অফিস ঘেরাও করা লাগবে নতুবা এরা সিন্ডিকেট করে চাটবে আমরা ফেসবুকে যতই লাফালাফি করি কোন লাভ হবে না,,,,

কথা একটাই কাবরেরার চাই ,,,,

Tabith Awal

রিপন মিয়া সবার আবেগের উপ্রে জাস্ট মুইতা দিলো৷ বাকি সবার থেকে ওরে একটু বেশি আলাদা ভাবতাম৷ আজকে ওরে নিয়া নিউজটা দেখার পর ন...
15/10/2025

রিপন মিয়া সবার আবেগের উপ্রে জাস্ট মুইতা দিলো৷ বাকি সবার থেকে ওরে একটু বেশি আলাদা ভাবতাম৷ আজকে ওরে নিয়া নিউজটা দেখার পর নিজেই বেক্কল হই গেলাম৷

মানে কেমনে পারে মানুষ? এই লোকটা অনলাইনে নিজেকে যা দেখাল বাস্তবে পুরোটাই ভিন্ন৷ এ যেন আরেক মরিয়ম মান্নান কেস৷

তাই বলে অনলাইনে পরিচিত পেয়ে নিজের বাবা মাকে ভুলে যাবে? নিজের বউরে বানাইছে ভাবী ৷ সবাইকে বলতো সে অবিবাহিত অথচ সে দু বাচ্চার বাপ৷

আর যদি অনলাইনে কাউকে বিশ্বাস করি তাহলে আমি চড়ুই পাখির গু খাই :)

- Rahat Ahmed Tulon

কানাডা সুপার সিক্সটির ফাইনালে ১২ বলে ২৯ রান করেছেন সাকিব আল হাসান
14/10/2025

কানাডা সুপার সিক্সটির ফাইনালে ১২ বলে ২৯ রান করেছেন সাকিব আল হাসান

কমেন্টস বক্সে জার্সি নাম্বার দিয়ে বুঝিয়ে দিন আপনার পছন্দের ক্রিকেটার কে ?
12/10/2025

কমেন্টস বক্সে জার্সি নাম্বার দিয়ে বুঝিয়ে দিন আপনার পছন্দের ক্রিকেটার কে ?

বাংলাদেশ ক্রিকেট  দল ও ফুটবল দলের জন্য খুব কঠিন চ্যালেঞ্জ হয়ে গেছে 😪তারপরও আমরা আশা করি দুইটা দল আরো ভালো ও শক্তিশালী হ...
11/10/2025

বাংলাদেশ ক্রিকেট দল ও ফুটবল দলের জন্য খুব কঠিন চ্যালেঞ্জ হয়ে গেছে 😪
তারপরও আমরা আশা করি
দুইটা দল আরো ভালো ও শক্তিশালী হবে❣️❣️

এই ছেলেটার নাকি  ডেব্যু ম্যাচ, নামার পর একটার পর একটা ক্রস। কি ফাস্ট রান মেক করে ঢুকে বল ডেলিভার। সামিতের গোলটাও এসেছে ত...
10/10/2025

এই ছেলেটার নাকি ডেব্যু ম্যাচ, নামার পর একটার পর একটা ক্রস। কি ফাস্ট রান মেক করে ঢুকে বল ডেলিভার।
সামিতের গোলটাও এসেছে তার আদায় করা কর্ণারে।

অথচ এই ক্যাবরেরা তাকে না নামিয়ে খেলায় সাদ উদ্দিনকে, যে কিনা প্রেস তও দূরের কথা, নড়তেই পারে না।সেমল্যাস একজন কোচ।
জায়ান আহমেদের মতো ট্যালেন্টকে দলে রেগুলার খেলানো উচিত, হোয়াটে ট্যালেন্ট হি ইস🫰।
©

ভাই এই মাঠে কি এর আগে বাংলাদেশের কেউ ক্যাপ্টেন্সি করেছে...!এটি অনুষ্ঠিত হচ্ছে এমন এক ভেন্যুতে, যেখানে ফুটবল ইতিহাসের বিশ...
10/10/2025

ভাই এই মাঠে কি এর আগে বাংলাদেশের কেউ ক্যাপ্টেন্সি করেছে...!
এটি অনুষ্ঠিত হচ্ছে এমন এক ভেন্যুতে, যেখানে ফুটবল ইতিহাসের বিশ্ব মাতানো লিওনেল মেসি ও টমাস মুলার সহ আরও বড় বড় তারকারা ফুটবল খেলেছেন। এইতো কয়েকদিন আগেই খেলে গিয়েছেন লিওনেল মেসি,টমাস মুলারের দলের হোম ভেন্যু এটি!

Address

Narsingdi
BURHANUDDIN

Telephone

+8801716055903

Website

Alerts

Be the first to know and let us send you an email when Air Squad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share