Mahbub Alam

Mahbub Alam Personal Blogs.

আসসালামু আলাইকুম,নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট এর পুনর্মিলনী অনুষ্ঠান ১৫ নভেম্বর, ২০২৫ ইং রোজ: শনিবার। 📅 রেজিস্ট্রেশন সময়...
05/07/2025

আসসালামু আলাইকুম,

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট এর পুনর্মিলনী অনুষ্ঠান ১৫ নভেম্বর, ২০২৫ ইং রোজ: শনিবার।

📅 রেজিস্ট্রেশন সময়সীমা:
🗓️ ২ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত
🔗 পুরো রেজিস্ট্রেশন ও পেমেন্ট প্রক্রিয়া অনলাইন ভিত্তিক।

🌐 রেজিস্ট্রেশন লিংক
🔗 https://www.npi-aa.com/alumni/index

---

💳 রেজিস্ট্রেশন ফি:

🧑‍🎓 প্রাক্তন শিক্ষার্থী: ১০০০/- টাকা

🎓 চলমান শিক্ষার্থী: ৪০০/- টাকা

👥 অতিথি (Guest): ৫০০/- টাকা

👶 ২ বছরের নিচে শিশুদের জন্য কোনো ফি প্রযোজ্য নয়।

---

📌 রেজিস্ট্রেশন সংক্রান্ত নির্দেশনা:

✅ অবশ্যই নির্দিষ্ট ওয়েবসাইটে নির্ধারিত সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
✅রেজিস্ট্রেশনের সময় সঙ্গে সঙ্গেই পেমেন্ট সম্পন্ন করতে হবে। পেমেন্ট ব্যতীত রেজিস্ট্রেশন গ্রহণযোগ্য নয়।
✅অনলাইন রেজিস্ট্রেশন শেষে কনফার্মেশন কপিটি সংরক্ষণ করতে হবে।
✅রেজিস্ট্রেশন ফি অফেরতযোগ্য।
✅রেজিস্ট্রেশন ব্যতীত কেউ পুনর্মিলনীতে অংশগ্রহণ করতে পারবেন না।

---

🎁 রেজিস্ট্রেশন প্যাকেজে যা যা থাকছে:

✔️ গেট এন্ট্রি
✔️ সকালের নাস্তা
✔️ দুপুরের খাবার
✔️ স্মরণিকা ম্যাগাজিন
✔️ টি-শার্ট (গেস্টদের জন্য প্রযোজ্য নয়)
✔️ কমন গিফট
✔️ খেলাধুলা
✔️ বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার
✔️ সাংস্কৃতিক অনুষ্ঠান
✔️ ফটো বুথ, সেলফি স্টেজ ও ড্রোন ভিডিও
✔️ র‍্যাফেল ড্র
✔️ চাকরি মেলা ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

---

🌐 রেজিস্ট্রেশন লিংক ও ওয়েবসাইট এর বিস্তারিত জানতে ভিজিট করুন:
🔗 www.npi-aa.com

✴️ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/share/g/1F67ENaTEH/

আপনার পরিচিত সবাইকে রেজিস্ট্রেশন করার জন্য লিংক শেয়ার করুন, এবং আপনাদের মেসেঞ্জার গ্রুপ থাকলে সেখানেও বেশি বেশি শেয়ার করুন।

ধন্যবাদ 🥰🥰

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট(NPI) এর সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অনলাইন প্লাটফর্ম নরসিংদী পলিটেকনিক ইন্সটিটিউট এ্যালমন...
05/07/2025

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট(NPI) এর সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অনলাইন প্লাটফর্ম নরসিংদী পলিটেকনিক ইন্সটিটিউট এ্যালমনাই এসোসিয়েশন, NPI এর সকল শিক্ষার্থীদের অংশগ্রহনে রি-ইউনিয়ন-২০২৫ এর আয়োজন করতে যাচ্ছে ♥

ইতোমধ্যে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। আপনি যদি NPI এর একজন গর্বিত সদস্য হয়ে থাকেন এখনই নিচের লিংক এ ক্লিক করে প্রয়োজনীয় তথ্য ও নির্ধারিত রেজিস্ট্রেশন ফি প্রদান করে আপনার রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করুন।

https://npi-aa.com/alumni/index

উল্লেখ্য যে, আপনি চাইলে আপনার মা-বাবা,ভাই-বোন,স্বামী-স্ত্রী, আত্মীয়কে নিয়ে আসতেও রেজিষ্ট্রেশন করতে পারেন।

ইনশাল্লাহ!আবারো সেই স্মৃতিতে ঘেরা ক্যাম্পাসে দেখা হবে,আড্ডা হবে ♥

ধন্যবাদ ♥

28/06/2025

🏢 নিয়োগ বিজ্ঞপ্তি – ARTNATURE BANGLADESH LTD.
📍 ঠিকানা: C-16, Bangladesh Special Economic Zone, Araihazar, Narayanganj

✨ জাপানি পরচুলা উৎপাদনকারী প্রতিষ্ঠানে প্রশিক্ষণভিত্তিক শ্রমিক পদে নিয়োগ
🔧 পদবিঃ সহকারী অপারেটর (হেলপার)
💸 প্রশিক্ষণকালীন বেতনঃ ১২,৫০০ টাকা

📈 দক্ষতা অর্জনের পর পদোন্নতি ও বেতন বৃদ্ধি:
জুনিয়র অপারেটর – ১৩,৫৫০ টাকা

অপারেটর – ১৪,২৭৩ টাকা

সিনিয়র অপারেটর – ১৫,০৯৫ টাকা

🎁 অন্যান্য সুবিধাসমূহ:
✅ প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন প্রদান

✅ বছরে ২টি উৎসব বোনাস (মোট বেতনের সমান)

✅ সরকার নির্ধারিত ছুটি ও বার্ষিক ছুটি

✅ দক্ষতা অনুযায়ী দ্রুত পদোন্নতির সুযোগ

📝 যোগ্যতা:
📘 এসএসসি পাস বাধ্যতামূলক (ট্রেইনিং কোর্স করা থাকলে অগ্রাধিকার)

👀 চোখে ভালো দেখার ক্ষমতা

💪 সুস্বাস্থ্যের অধিকারী

🧠 সৎ, পরিশ্রমী ও শৃঙ্খলাবান

🗺️ ঠিকানা:
📍 অফিস: (বড়দা মসজিদের পাশে), সোনারগাঁও, আড়াইহাজার, নারায়ণগঞ্জ
🏭 ফ্যাক্টরি: C-16, বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন, আড়াইহাজার, নারায়ণগঞ্জ

📞 যোগাযোগ (শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য):
📱 01404071375

🌟 সঠিক সিদ্ধান্তই পারে তোমার জীবন বদলে দিতে। সাহস করে সামনে এগিয়ে চলো! 🚀

30/05/2025

আপনার ঐক্যের কাছে শত্রু কিছুই না।

25/01/2025

এটা কি সত্যি ছিলো...?

Celebrating my 9th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
19/10/2024

Celebrating my 9th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

31/03/2024

হজরত আয়েশা (রা.) বলেন, একবার আমি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসুল! আপনি বলে দিন যদি আমি জানতে পারি যে, শবেকদর কোন রাতে হবে, তাতে আমি কী বলব? রাসুল (সা.) বললেন- তুমি বলবে, ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা’ফু আননি।’ (অর্থ) হে আল্লাহ! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাস। অতএব, আমাকে ক্ষমা করো। (তিরমিজি)

বাজারে গেলে বর্তমানে ব্যবসায়ীদের দিকে তাকালে যা দেখি, তা ছবিতে বিদ্যমান।
16/03/2024

বাজারে গেলে বর্তমানে ব্যবসায়ীদের দিকে তাকালে যা দেখি, তা ছবিতে বিদ্যমান।

06/03/2024
শত অভিযোগ কথার আড়ালে, আজও ভাবি তুমি কেন হারালে... 😢
12/02/2024

শত অভিযোগ কথার আড়ালে,
আজও ভাবি তুমি কেন হারালে... 😢

Address

Narsingdi
1620

Alerts

Be the first to know and let us send you an email when Mahbub Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahbub Alam:

Share