05/07/2025
                                            আসসালামু আলাইকুম,
নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট এর পুনর্মিলনী অনুষ্ঠান ১৫ নভেম্বর, ২০২৫ ইং রোজ: শনিবার। 
📅 রেজিস্ট্রেশন সময়সীমা:
🗓️ ২ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত
🔗 পুরো রেজিস্ট্রেশন ও পেমেন্ট প্রক্রিয়া অনলাইন ভিত্তিক।
🌐 রেজিস্ট্রেশন লিংক 
🔗 https://www.npi-aa.com/alumni/index
---
💳 রেজিস্ট্রেশন ফি:
🧑🎓 প্রাক্তন শিক্ষার্থী: ১০০০/- টাকা
🎓 চলমান শিক্ষার্থী: ৪০০/- টাকা
👥 অতিথি (Guest): ৫০০/- টাকা
👶 ২ বছরের নিচে শিশুদের জন্য কোনো ফি প্রযোজ্য নয়।
---
📌 রেজিস্ট্রেশন সংক্রান্ত নির্দেশনা:
✅ অবশ্যই নির্দিষ্ট ওয়েবসাইটে নির্ধারিত সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
✅রেজিস্ট্রেশনের সময় সঙ্গে সঙ্গেই পেমেন্ট সম্পন্ন করতে হবে। পেমেন্ট ব্যতীত রেজিস্ট্রেশন গ্রহণযোগ্য নয়।
✅অনলাইন রেজিস্ট্রেশন শেষে কনফার্মেশন কপিটি সংরক্ষণ করতে হবে।
✅রেজিস্ট্রেশন ফি অফেরতযোগ্য।
✅রেজিস্ট্রেশন ব্যতীত কেউ পুনর্মিলনীতে অংশগ্রহণ করতে পারবেন না।
---
🎁 রেজিস্ট্রেশন প্যাকেজে যা যা থাকছে:
✔️ গেট এন্ট্রি
✔️ সকালের নাস্তা
✔️ দুপুরের খাবার
✔️ স্মরণিকা ম্যাগাজিন
✔️ টি-শার্ট (গেস্টদের জন্য প্রযোজ্য নয়)
✔️ কমন গিফট
✔️ খেলাধুলা
✔️ বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার
✔️ সাংস্কৃতিক অনুষ্ঠান
✔️ ফটো বুথ, সেলফি স্টেজ ও ড্রোন ভিডিও
✔️ র্যাফেল ড্র
✔️ চাকরি মেলা ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার
---
🌐 রেজিস্ট্রেশন লিংক ও ওয়েবসাইট এর বিস্তারিত জানতে ভিজিট করুন:
🔗 www.npi-aa.com
✴️ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/share/g/1F67ENaTEH/
আপনার পরিচিত সবাইকে রেজিস্ট্রেশন করার জন্য লিংক শেয়ার করুন, এবং আপনাদের মেসেঞ্জার গ্রুপ থাকলে সেখানেও বেশি বেশি শেয়ার করুন।
ধন্যবাদ 🥰🥰