03/10/2021
"অনুমান করে বলছি ( সিরিয়াস ভাবে না নেওয়ার অনুরোধ করছি )।"
বাংলাদেশে ক্লিন ফিড ছাড়া বিদেশী চ্যানেল আর চলবে না। এতে ক্যাবল অপারেটর ব্যবসায়ীক ভাবে চরম ক্ষতিগ্রস্ত হবে - এটা নিশ্চিত, তবে সাময়িক সময়ের জন্য।
ক্যাবল অপারেটরদের জন্য পরামর্শ :
১- ধৈর্য্য ধারণ করুন। গ্রাহকদের বলুন যে আপনারা শুধু সরকারী নির্দেশনা অনুসরণ করছেন। ক্লিন ফিড বাস্তবায়ন হলে গ্রাহক যে বিজ্ঞাপন মুক্ত চ্যানেল দেখতে পারবে তা আশ্বস্ত করুন। গ্রাহকদের বোঝান যে এতে তারা বেশি লাভবান হবে।
২- আপনাদের বুঝতে হবে যে - ক্লিন ফিড না চলার কারনে দেশের অর্থনীতি, শিল্প, শিল্পী, সংস্কৃতি ও মিডিয়া ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই, দেশের স্বার্থে সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সহযোগি হতে হবে।
৩- আপনি সরকারী নির্দেশনা পালন করছেন, কিন্তু পাশ্ববর্তী ব্যবসায়ী আইন ভঙ্গ করছে ? ক্লিন ফিড চালাচ্ছে না ? ভিডিও চ্যানেল চালাচ্ছে ? প্রশ্রয় দেবেন না। প্রশাসনের নিকট অভিযোগ করুন। মনে রাখবেন - আইন সবার জন্য সমান।
৪- ক্লিন ফিড সংক্রান্ত নির্দেশনা নতুন নয়। ক্যাবল অপারেটর আইন ২০০৬ ও ২০১০ এ অন্তর্ভুক্ত। আমরাই এতদিন আইন অনুসরণ করিনি। সরকার কে দোষারোপ করার চেষ্টা করা অনর্থক।
৫- যারা ২০০/৩০০ চ্যানেলের ডিজিটাল কন্ট্রোল রুম করেছেন - তাদের জন্য ভবিষ্যৎ বানী, সরকারী নির্দেশনা ব্যতিত কোন চ্যানেল সরবরাহ করতে পারছেন না। চ্যানেল সংখ্যা আপাতত ১০০ চ্যানেলের নিচে হওয়ার আশু সম্ভাবনা।
৬- স্বয়ং সম্পূর্ণ হতে হলে আমাদের প্রথমে পরনির্ভরশীলতা বর্জন করতে হবে। আমাদের আধুনিক স্যাটেলাইট থাকা সত্ত্বেও কেন আমরা হতাশ হচ্ছি !!! আমাদের দেশেও গুনগত মান সম্মত চ্যানেল সংযোজন হবে। বাংলাদেশী টেলিভিশন চ্যানেল অবহেলা করার মত নয়।
মন্তব্য : আমার কথাগুলো গুরুত্বের সহিত বিবেচনা না করার অনুরোধ করছি।
Copied