Poly Datta

Poly Datta I'm a professional Digital Marketer.

এক কোম্পানীতে ছিলো এক পিপড়া। সে প্রতিদিন ৯টায় অফিসে ঢুকতো। তারপর কারো সঙ্গে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে কাজে বসে যেত।সে ...
21/09/2023

এক কোম্পানীতে ছিলো এক পিপড়া। সে প্রতিদিন ৯টায় অফিসে ঢুকতো। তারপর কারো সঙ্গে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে কাজে বসে যেত।

সে যে পরিমাণ কাজ করত, তাতে কোম্পানির উৎপাদন হতো প্রচুর এবং এর ফলে সে আনন্দের সঙ্গেই জীবন নির্বাহ করত।

ওই অফিসের সিইও সিংহ অবাক হয়ে দেখত, এই পিঁপড়াটি কোনো ধরনের সুপারভিশন ছাড়াই প্রচুর কাজ করছে। সিংহ ভাবল, পিঁপড়াকে যদি কারও সুপারভিশনে দেওয়া হয়, তাহলে সে আরও বেশি কাজ করতে পারবে।

কয়েক দিনের মধ্যেই সিংহ একটি তেলাপোকাকে পিঁপড়ার সুপারভাইজার হিসেবে নিয়োগ দিল। সুপারভাইজার হিসেবে এই তেলাপোকাটির ছিল দীর্ঘদিনের অভিজ্ঞতা, আর সে দুর্দান্ত রিপোর্ট লিখতে পারত।

তেলাপোকাটি প্রথমেই সিদ্ধান্ত নিল, এই অফিসে একটি অ্যাটেনডেন্স সিস্টেম থাকা উচিত।

কয়েক দিনের মধ্যেই তেলাপোকার মনে হলো, তার একজন সেক্রেটারি দরকার, যে তাকে রিপোর্ট লিখতে সাহায্য করবে। … সে একটা মাকড়সাকে নিয়োগ দিল এই কাজে যে সব ফোনকল মনিটর করবে, আর নথিপত্র রাখবে।

সিংহ খুব আনন্দ নিয়ে দেখল যে তেলাপোকা তাকে প্রতিদিনের কাজের হিসাব দিচ্ছে আর সেগুলো বিশ্লেষণ করছে গ্রাফের মাধ্যমে। ফলে খুব সহজেই উৎপাদনের ধারা সম্পর্কে ধারণা নেওয়া যাচ্ছে এবং সিংহ সেগুলো বোর্ড মিটিংয়ে ‘প্রেজেন্টেশন’ আকারে পেশ করে বাহবা পাচ্ছে।

কিছুদিনের মধ্যেই তেলাপোকার একটি কম্পিউটার ও লেজার প্রিন্টার প্রয়োজন হলো এবং এগুলো দেখভালের জন্য আইটি ডিপার্টমেন্ট গঠন করল। আইটি বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ পেল মাছি।

আমাদের কর্মী পিঁপড়া, যে প্রতিদিন অফিসে এসে প্রচুর কাজ করে মনের সুখে গান গাইতে গাইতে বাসায় ফিরত, তাকে এখন প্রচুর পেপার ওয়ার্ক করতে হয়, সপ্তাহের চার দিনই নানা মিটিংয়ে হাজিরা দিতে হয়।

নিত্যদিন এসব ঝামেলার কারণে কাজে ব্যাঘাত ঘটায় উৎপাদন কমতে লাগল, আর সে বিরক্ত হতে লাগল।

সিংহ সিদ্ধান্ত নিল, পিঁপড়া যে বিভাগে কাজ করে, সেটাকে একটা আলাদা ডিপার্টমেন্ট ঘোষণা করে সেটার একজন ডিপার্টমেন্ট প্রধান নিয়োগ দেওয়ার এটাই উপযুক্ত সময়।

সিংহ ঝিঁঝিপোকাকে ওই ডিপার্টমেন্টের প্রধান হিসেবে নিয়োগ দিল। ঝিঁঝিপোকা প্রথম দিন এসেই তার রুমের জন্য একটা আরামদায়ক কার্পেট ও চেয়ারের অর্ডার দিল।

কয়েক দিনের মধ্যেই অফিসের জন্য স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করতে ঝিঁঝি পোকার একটি কম্পিউটার ও ব্যক্তিগত সহকারীর প্রয়োজন হলো। কম্পিউটার নতুন কেনা হলেও ব্যক্তিগত সহকারী হিসেবে ঝিঁঝিপোকা নিয়োগ দিল তার পুরোনো অফিসের একজনকে।

পিঁপড়া যেখানে কাজ করে, সেখানে আগে ছিল চমৎকার একটা পরিবেশ। এখন সেখানে কেউ কথা বলে না, হাসে না। সবাই খুব মনমরা হয়ে কাজ করে।

ঝিঁঝিপোকা পরিস্থিতি উন্নয়নে সিংহকে বোঝাল, ‘অফিসে কাজের পরিবেশ’ শীর্ষক একটা স্টাডি খুব জরুরি হয়ে পড়েছে।

পর্যালোচনা করে সিংহ দেখতে পেল, পিঁপড়ার বিভাগে উৎপাদন আগের তুলনায় অনেক কমে গেছে।

কাজেই সিংহ কয়েক দিনের মধ্যেই স্বনামখ্যাত কনসালট্যান্ট পেঁচাকে অডিট রিপোর্ট এবং উৎপাদন বাড়ানোর উপায় বাতলে দেওয়ার জন্য নিয়োগ দিল।

পেঁচা তিন মাস পিঁপড়ার ডিপার্টমেন্ট মনিটর করল, সবার সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলল। তারপর বেশ মোটাসোটা একটা রিপোর্ট পেশ করল সিংহের কাছে। ওই রিপোর্টের সারমর্ম হলো, এই অফিসে প্রয়োজনের তুলনায় কর্মী বেশি। কর্মী ছাঁটাই করা হোক।

পরের সপ্তাহেই বেশ কয়েকজন কর্মী ছাঁটাই করা হলো। বলুন তো, কে সর্বপ্রথম চাকরি হারাল?

ওই হতভাগ্য পিঁপড়া। কারণ, পেঁচার রিপোর্টে লেখা ছিল, ‘এই কর্মীর মোটিভেশনের ব্যাপক অভাব রয়েছে এবং সর্বদাই নেতিবাচক আচরণ করছে, যা অফিসের কর্মপরিবেশ নষ্ট করছে🥹
সংগৃহীত

"আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না; ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছে তা দিয়ে আমাকে বিচার করো।”– নেলসন ম্যান্ডেল...
13/09/2023

"আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না; ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছে তা দিয়ে আমাকে বিচার করো।”– নেলসন ম্যান্ডেলা

If there is a will, there is a way
04/09/2023

If there is a will, there is a way

চাকরির বা পড়াশোনার পাশাপাশি নিজের স্কিল ডেভেলপ করা খুবই দরকার।
04/09/2023

চাকরির বা পড়াশোনার পাশাপাশি নিজের স্কিল ডেভেলপ করা খুবই দরকার।

Sir, আমার বেতন বাড়ান!😒Boss : সম্ভব না!😢- তাহলে আগামীকাল থেকে আমাকে বিকাল ৫ টার পর ছুটি দিতে হবে!😒Boss : কেন?- আমি সন্ধ্য...
28/08/2023

Sir, আমার বেতন বাড়ান!😒
Boss : সম্ভব না!😢
- তাহলে আগামীকাল থেকে আমাকে বিকাল ৫ টার পর ছুটি দিতে হবে!😒
Boss : কেন?

- আমি সন্ধ্যার পর থেকে মধ্যরাতে, অটো রিকশা চালাবো।
কারণ, বর্তমান দ্রব্য'মূ'ল্যের ঊ'র্ধ্বগতিতে এই বেতন দিয়ে সংসার চালানো খুবই ক'ষ্টকর।😰
তাই আমার পরিবারকে সাপোর্ট দিতে হবে, এনি হাউ!😲

Boss : Okey, তবে অটো চালাতে চালাতে মধ্যরাতে যদি তুমি ক্ষু'ধার্ত হয়ে যাও,😞
কমলাপুর রেলস্টেশনের
দক্ষিণ পাশে আইসো!

- কেন?

Boss : প্রতিদিন মধ্যরাতে আমি ঐখানে পরটা-ভাজি বিক্রি করি.!🙂
©

24/08/2023

22/08/2023

জেনে রাখা ভাল।

শিক্ষনীয়ঃ

⭕ ঘটনা - ১
ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন । তারপর, ভারী গলায় বললেন - বাহ ! তোমার সার্টিফিকেট তো বেশ ভালো ! তোমাকে আর প্রশ্ন করতে চাচ্ছি না ! ধরে নাও তুমি চাকরিটি পেয়ে গেছো ! কিন্তু সমস্যা হচ্ছে বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিতে হবে ! এক সপ্তাহের মধ্যে টাকাটা জমা করে দাও ! তারপর তোমার নিয়োগ হবে ! ছেলেটি ইন্টারভিউ রুম থেকে বের হয়ে বাড়িতে এসে তার বাবাকে জানালো, ৫ লাখ টাকা না হলে তার চাকরিটা হবে না ! গ্রামের সহজ সরল বাবা নিজের ছেলের চাকরির জন্য ভিটা বাড়ি বিক্রি করে ৫ লাখ টাকা জোগাড় করলেন ! তারপর বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিয়ে ছেলেটি চাকরি পেয়ে গেলো !

⭕ ঘটনা - ২
আজ বড় স্যারের ছেলের জন্মদিন ! বাড়িতে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে ! তিনি বাড়িতে ঢুকেই তার ছেলের নাম ধরে ডাকতে শুরু করলেন ! ছেলে কাছে আসতেই বড় স্যার “হ্যাপি বার্থডে মাই সান” বলতে বলতে ছেলের হাতে ৫ লাখ টাকার বাইকের চাবি তুলে দিলেন ! বাইক পেয়ে ছেলেটি খুশিতে আত্মহারা হয়ে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বললো - আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা !

⭕ ঘটনা - ৩
বড় স্যারের ছেলে আজ বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে রাজপথে ছুটে চলেছে বাইক ! হঠাৎ ট্রাকের সাথে ধাক্কা সবকিছু থেমে গেলো ! বড় স্যারের ছেলেকে হাসপাতালে ভর্তি করানো হলো হাসপাতালের বড় ডাক্তার সাহেব জানালেন আপনার ছেলের অবস্থা ভালো না, খুব জটিল একটা অপারেশন করাতে হবে, কাউন্টারে ১০ লাখ টাকা জমা করে দিন ! বড় স্যার কোনও উপায় না দেখে মেয়ের বিয়ের জন্যে ব্যাংকে জমিয়ে রাখা টাকাটা কাউন্টারে জমা করে দিলেন !

⭕ ঘটনা - ৪
বড় ডাক্তার সাহেব আজ খুব খুশি ! ৩-৪ লাখ টাকার অপারেশনের জন্য ১০ লাখ টাকা নিয়েছেন, পুরোটাই লাভ ! খুশিতে তিনি তার একমাত্র মেয়ের জন্য স্বর্ণের নেকলেস কিনে বাসায় ফিরলেন ! বাসায় ঢুকেই তিনি তার কলেজ পড়ুয়া মেয়েকে মামুনি মামুনি বলে ডাকতে শুরু করলেন ! ডাক্তার সাহেবের বউ কাঁদতে কাঁদতে বললেন, তাদের মেয়ে এখনও বাসায় ফেরেনি ! বড় ডাক্তার সাহেব তার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করলেন, কোথাও কোনও খোঁজ না পেয়ে তিনি যখন দিশেহারা হয়ে পড়লেন, ঠিক তখনই অপরিচিত এক নাম্বার থেকে ফোন এলো ! ফোনেও ঐ প্রান্ত থেকে জানালো, আপনার মেয়ে আমাদের কাছে, মেয়েকে ফেরত পেতে হলে মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দিতে হবে ! কথাটা শুনে বড় ডাক্তার সাহেবের স্ত্রী স্ট্রোক করলেন !

⚫🔴 শিক্ষাঃ আপনি অতীতে যা করেছেন, বর্তমানে যা করছেন, ভবিষ্যৎ তার চেয়েও ভয়ঙ্কর রূপে আপনার কাছে ফিরে আসবেই !!
প্রত্যেক ক্রিয়ার-ই একটা সমান ও বিপরীতমূখী প্রতিক্রিয়া আছে! (নিউটনের গতিবিষয়ক তৃতীয় সূত্র)
সুতরাং সময় থাকতেই সাবধান থাকুন!!
সৎ পথে চলার অভ্যাস করতে হবে। ভালো কাজে অংশ গ্রহন ও মানুষের উপকারে আসলেই তাহলে ভালো থাকতে পারবেন।

(সংগৃহীত)

আমাকে দিয়ে কি হবে?  আমি কি পারব?  সকল প্রশ্নের উত্তর এক একটি সফলতার গল্প। ফ্রিল্যান্সিং পেশায় রয়েছে স্বাধীনতা। আপনার ফ্র...
22/08/2023

আমাকে দিয়ে কি হবে? আমি কি পারব? সকল প্রশ্নের উত্তর এক একটি সফলতার গল্প। ফ্রিল্যান্সিং পেশায় রয়েছে স্বাধীনতা। আপনার ফ্রী সময় টা কাজে লাগিয়ে নিজের Skill বৃদ্ধির মাধ্যমে তৈরি করুন নিজেকে। এভাবে হতে পারে আপনার একটি সফলতার গল্প।

Pinterest জুলাই ২০১০ তে বেটা আউট হয়ে আসে। এটি একটি ছবি শেয়ারিং ও সংরক্ষণ ওয়েবসাইট, যেখানে ব্যবহারকারীরা ইন্টারেস্টিং ...
20/08/2023

Pinterest জুলাই ২০১০ তে বেটা আউট হয়ে আসে। এটি একটি ছবি শেয়ারিং ও সংরক্ষণ ওয়েবসাইট, যেখানে ব্যবহারকারীরা ইন্টারেস্টিং ছবি আপলোড করতে পারে এবং তাদের আবেগগুলি টেমপ্লেট ভিত্তিতে বিভিন্ন বোর্ডে সংরক্ষণ করতে পারেন।

Pinterest একটি ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা আপনাদের ইন্টারেস্টে ভিত্তিক বোর্ড তৈরি করতে পারেন এবং তাদের ইনস্পিরেশন সংগ্রহ করতে পারেন। ছবি, ছবির লিংক বা ভিডিও লিঙ্ক পিন করে ব্যবহারকারীরা তাদের আগ্রহের বিষয়গুলি নিয়ে বোর্ড তৈরি করতে পারেন, যা অন্যদের সাথে সাঝা করতে পারেন।

12/08/2023

আপনার প্রোফাইলে অসামাজিক খারাপ পোষ্ট দেখতে না চাইলে এই সেটিংস টি করতে পারেন।

ফ্রিল্যান্সিং নিয়ে ধোঁকাবাজির শেষ নেই⚠️ সাধারণ মানুষ ধোঁকায় পড়ে কয়েকটি কারণে তার মধ্যে কিছু কারণ হলো:-✅ফ্রীতে শিখতে চাওয়...
05/08/2023

ফ্রিল্যান্সিং নিয়ে ধোঁকাবাজির শেষ নেই⚠️ সাধারণ মানুষ ধোঁকায় পড়ে কয়েকটি কারণে তার মধ্যে কিছু কারণ হলো:-
✅ফ্রীতে শিখতে চাওয়া।
✅ফ্রীতে কোর্স করানোর কথা বলা।
✅৯৯ টাকা বা ২০০ টাকায় ফুল কোর্স।
✅১০০০ টাকায় আজীবন সাপোর্ট।
✅ইনকাম করে তারপর কোর্স ফী দেওয়া।
✅শুরু করলেই ইনকাম করা যায়।. ✅সময় লাগে না। মাত্র ২ সপ্তাহ বা এক মাসে কোর্স শেষ করা।
✅৩ মাসেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়।

📵এরকম হলে আপনার জন্য ফ্রিল্যান্সিং না।👨‍💻
🤔আপনি একটা কথা চিন্তা করেন তো একজন ডাক্তার হতে হলে তাকে কতটা পরিশ্রম এবং টাকা পয়সা খরচ করতে হয়।তারপরে গিয়ে তারা মাসে হাজার হাজার টাকা ইনকাম করে।👩‍👩‍👧‍👦
ফ্রিল্যান্সিং করে আপনি ইনকাম করতে চাচ্ছেন কিন্তু ইনভেস্ট করতে চান মাত্র ২০০ টাকা। আপনি ২০০ টাকায় কি শিখবেন একটু ভাবুনতো 🤔🤔🤔

ডক্টর হতে ইঞ্জিনিয়ার হতে কত বছর লাগে তাকি ভেবে দেখেছেন?
আর আপনি ভাবছেন ১ সপ্তাহে আপনি ফ্রিল্যান্সার হয়ে লাখ লাখ টাকা ইনকাম করবেন।একটা ভালোমানের কোর্স করতে নাহলেও ৪-৬ মাস লাগে। তাহলেই আপনি প্রকৃত পক্ষে কিছু শিখতে পারবেন। আর যদি হয় লম্বা কোর্স তাহলে তো কোনো কথাই নাই।

💞তাই সঠিক জায়গায় ইনভেস্ট করে,সঠিকটা শিখুন।
নিজের জন্য ইনভেস্ট করুন। নিজের প্রতি ইনভেস্ট করুন।
জীবনের সবথেকে মূল্যবান ইনভেস্ট হলো নিজের উপর ইনভেস্ট করা।

তাই আজই নিজেকে গড়ে তুলুন।👨‍💻👨‍🎓



Power Point কি?এর ব্যবহার গুলো কি কি?পাওয়ার পয়েন্ট বা Power Point হল মাইক্রোসফট করপোরেশন দ্বারা তৈরি একটি প্রেজেন্টেশন...
04/08/2023

Power Point কি?এর ব্যবহার গুলো কি কি?
পাওয়ার পয়েন্ট বা Power Point হল মাইক্রোসফট করপোরেশন দ্বারা তৈরি একটি প্রেজেন্টেশন সফটওয়্যার। এটি সাধারণভাবে প্রেজেন্টেশন বা স্লাইড শো তৈরি করার জন্য ব্যবহার করা হয়, যেখানে আপনি পাঠকগণকে ভিডিও, ছবি, আলোচনা বা অন্যান্য ধরণের তথ্যের মাধ্যমে প্রেজেন্ট করতে পারি।

PowerPoint ব্যবহার করার ধাপগুলি এই মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে:

✅স্লাইড তৈরি: প্রথমে, আপনি নতুন স্লাইড তৈরি করতে পারেন এবং প্রতিটি স্লাইডে বিভিন্ন ধরণের তথ্য যোগ করতে পারেন।

✅লেআউট কাস্টমাইজ করুন: আপনি প্রতিটি স্লাইডের লেআউট কাস্টমাইজ করতে পারেন যাতে এটি আপনার প্রেজেন্টেশনের সাথে সঙ্গতি থাকে।

✅ছবি, ভিডিও এবং অ্যানিমেশন সংযোজন: আপনি পাওয়ার পয়েন্টে ছবি, ভিডিও অথবা অ্যানিমেশন যুক্ত করতে পারেন যাতে আপনার প্রেজেন্টেশন আরো আকর্ষণীয় ও সার্থক হয়।

✅স্লাইড ট্রান্সিশন: আপনি প্রতিটি স্লাইডে একটি ট্রান্সিশন সেট করতে পারেন যা প্রেজেন্টেশন সময়ে প্রদর্শিত হবে।

✅প্রদর্শন করুন: সব তৈরি হয়ে গেলে, আপনি প্রদর্শন শুরু করতে পারেন যেখানে আপনি আপনার প্রেজেন্টেশন প্রদর্শন করতে পারেন ও দর্শকদের সাথে তথ্য ভাগ করতে পারেন।

Power Point সহজেই ব্যবহার করা যায় এবং ভিডিও, প্রস্তুতি, টিউটোরিয়াল এবং অন্যান্য প্রস্তুতি পাওয়া যায় ইন্টারনেটে।

Address

Nasirabad Zakir Hussain Road Bhuyagoli
Nasirabad

Telephone

+8801857208923

Website

Alerts

Be the first to know and let us send you an email when Poly Datta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Poly Datta:

Share