Darul Quran Ideal Madrasha Chattogram

Darul Quran Ideal Madrasha Chattogram পরিচালক:
দারুল কোরআন আইডিয়াল মাদ্রাসা ও এতিমখানা, চট্টগ্রাম।01816436256

বিদায়ঘন্টা বাজছে নিজামপুরীর!মাওলানা আশরাফ আলী নিজামপুরী। হাটহাজারী মাদরাসার শিক্ষকদের মধ্যে তিনিই একমাত্র ফেসবুক এ্যাক্ট...
16/09/2025

বিদায়ঘন্টা বাজছে নিজামপুরীর!

মাওলানা আশরাফ আলী নিজামপুরী। হাটহাজারী মাদরাসার শিক্ষকদের মধ্যে তিনিই একমাত্র ফেসবুক এ্যাক্টিভিস্ট। যেকোনো সময় ছাড়তে হতে পারে দারুল উলুম হাটহাজারী। সরাসরি কেউ মুখ না খুললেও মৃদু- মন্দ কানাঘুঁষা চলছেই। সম্প্রতি একটি সেমিনারে দেয়া আশরাফ আলী নিজামপুরীর 'হাটহাজারীর হেফাজত হাটহাজারী নিরাপদ' দেয়া বক্তব্য নিয়ে খুব আলোচনা- সমালোচনা হচ্ছে কওমি অঙ্গনে। হেফাজতে ইসলামের দায়িত্বে থাকা ওলামায়ে বিএনপি মোটেও ভালোভাবে নেয়নি মাওলানা নিজামপুরীর এই বক্তব্য। মাওলানা নিজামপুরী কে দ্রুত চাকরিচ্যুত করতে জোর তদবির চালাচ্ছে ঢাকাস্থ ওলামায়ে বিএনপি' এমনই জানিয়েছে হেফাজতে ইসলামের নির্ভরযোগ্য সংশ্লিষ্ট সূত্রগুলো।

হাটহাজারী মাদরাসার শিক্ষকদের জন্য রাজনৈতিক বক্তব্য দেয়া খুবই স্পর্শকাতর। অতিসম্প্রতি হাটহাজারী মাদরাসার শিক্ষক সাঈদ আহমদ পশ্চিমা গনতন্ত্রের স্বরূপ উদঘাটন করতে গিয়ে চাকরি খুইয়েছেন। কোনো নোটিশ ছাড়াই ছাড়তে হয়েছে হাটহাজারী মাদরাসা। এটা হাটহাজারী মাদরাসার ঐতিহ্য। আত্মপক্ষ সমর্থন করার সুযোগ বা নোটিশ কিছুই মিলবে না। আচমকাই ছাড়তে হয় হাটহাজারী মাদরাসা। মাওলানা আশরাফ আলী নিজামপুরীর বক্তব্যে হেফাজতের দায়িত্বশীল পর্যায়ে থাকা ওলামায়ে বিএনপি পড়েছে অস্থিরতায়।হেফাজত কে হাটহাজারীতে ফিরিয়ে নিতে উদ্যোগ গ্রহণ করতে পারে হাটহাজারী মাদরাসা কর্তৃপক্ষ। আর এসবের কলকাঠি নাড়ছে নিজামপুরী এমনটাই ধারণা হেফাজতের দায়িত্বশীল ঢাকাস্থ ওলামায়ে বিএনপির।

হেফাজত কে হাটহাজারী মাদরাসায় ফিরিয়ে নিতে শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী রহ. এর খোলাফাদের একত্রিত করে বড়ো আয়োজন থেকে দাবি জানাতে পারে এমন আশঙ্কা ওলামায়ে বিএনপির।হেফাজত কে ব্যবহার করে বিএনপি থেকে নমিনেশন নিশ্চিত করতে তৎপর হেফাজতের সংশ্লিষ্ট মহল খুবই বেজার পরবর্তী প্রতিশোধ নিতে মরিয়া এই মাওলানা নিজামপুরীর উপর। মাওলানা নিজামপুরী হাটহাজারী থাকাটা তাদের জন্য অনিরাপদ এমনই ভাবনা তাদের। তবে ছাত্রদের কাছে ব্যাপক জনপ্রিয়, বহু গ্রন্থ প্রণেতা এই প্রবীণ শিক্ষক কে বিদায় দিতে গেলে হিতে বিপরীত কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা কাসীর। হাটহাজারীর বাইরেও মাওলানা আশরাফ আলী নিজামপুরী একজন সুবক্তা, লেখক ও গবেষক হিসেবেও দারুণ পরিচিত!

ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ

১০ দিনেও সন্ধান মিলেনি মাওলানা আমির হোসাইন নাছিরী ভাতিজারবাঁশখালীর জালিয়াঘাটা নিবাসী ইসলামী আন্দোলন নেতা মাওলানা আমির হো...
04/09/2025

১০ দিনেও সন্ধান মিলেনি মাওলানা আমির হোসাইন নাছিরী ভাতিজার

বাঁশখালীর জালিয়াঘাটা নিবাসী ইসলামী আন্দোলন নেতা মাওলানা আমির হোসাইন নাছিরীর ভাতিজা গত ২৫ আগস্ট বাঁশখালীর চাম্বল মাদরাসা থেকে বাড়ি আসার পথে নিখোঁজ হন।
সে চাম্বল বড় মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। কোন ভাই বন্ধু তার সন্ধান পেলে নিম্মের নাম্বারে জানাতে অনুরোধ করা হয়েছে।

মাওলানা আমির হোছাইন নাছিরী
মোবাইল, 01813562118

চরমোনাই'র পীর ফয়জুল করীম সাহেবের ব্যাপারে কিছু বলবো বলবো বলে মনে মনে ঠিক করে রাখছিলাম কিন্ত সময় হয়ে উঠে নি। আজ লিখছি।...
24/08/2025

চরমোনাই'র পীর ফয়জুল করীম সাহেবের ব্যাপারে কিছু বলবো বলবো বলে মনে মনে ঠিক করে রাখছিলাম কিন্ত সময় হয়ে উঠে নি। আজ লিখছি।

ইদানীং উনার কথা বার্তা বেশ ভালোই ভাইরাল হচ্ছে এবং খুব সুন্দর ভাবে উপস্থাপন করছেন। লীগের আমলে আর কেউ স্বীকার করুক আর নাই করুক আমি করছি উনি লীগের আমলেও সত্য কথা বলতেন বলিষ্ঠ কন্ঠে যাতে হাসিনার সব ধুয়ে দিতেন এমন কি অযাচিত ভাষায়'ও বলতেন কিন্ত হাসিনা তাকে জেলেও নেয়নি আবার তাকে হেনস্থাও করে নি এর কারণ আমি জানিনা তবে উনি যে প্রকাশ্য কথা বলতেন এতে তো কোন সন্দেহ নাই। আরও অনেকেই বলছেন কিন্ত তাদের জেল জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছিল একমাত্র উনিই জেলে যাননি হাসিনার আমলে।

তবে অনেকেই বলেন যে উনারা লীগের সাথে আতাত করে চলতো এই জন্যই নাকি জেল জুলুমে যেতে হয়নি। তবে এটা বিশ্বাসযোগ্য না।

তবে একটি বিষয় না বলে পারছি না এই মূহর্তে বিএনপির বিরুদ্ধে অনেক আলেম সমাজ'ই চুপ শুধুমাত্র উনি ব্যতিত। এমন কি জামায়াতের বড় বড় আলেম'রা পর্যন্ত চুপ কিন্ত উনি অকপটেই উত্তর দিয়ে যাচ্ছেন। কথা বলে যাচ্ছেন উনার বুকে দম আছে। যেখানে সবাই তাদের পা চাটার জন্য বেকুল হয়ে আছে আর সেখানে তিনি বলিষ্ঠ কন্ঠস্বরে কথা বলে যাচ্ছেন। উনার ৫ ই আগষ্টের পর বিভিন্ন কথা বার্তা আর বক্তব্যে সত্যিই আমি মুগ্ধ।

আমার মন বলে জামায়াত আর উনারা একসাথে কাজ করলে একদিন উনাদের হাতে রাষ্ট্রের ক্ষমতা আসবেই আসবে ইনশাআল্লাহ।

01/08/2025

💥আদর্শ তালিবে ইলমের আদর্শ ছুটি।
( আবু তাহের মিসবাহ)

💟 আমাদের কথা 💟

আলহামদুলিল্লাহ । কাওমী মাদরাসার জন্য সংশােধিত নিছাব প্রণয়নের যে মহতি পদক্ষেপ মাদরাসাতুল - মাদীনাহ গ্রহণ করেছে তার একটি গুরুত্বপূর্ণ অংশ ।
“ আদর্শ তালিবে ইলমের আদর্শ ছুটি ”
তৈরী হয়ে প্রকাশিত হলো । প্রতিবছর আমাদের তালিবে ইলম ভাইয়েরা বিভিন্ন পর্বে বেশ কিছুদিন বাড়ীতে ছুটি ভােগ করে থাকে । যতদিন তারা মাদরাসায় অবস্থান করে ততদিন মােটামুটি তা'লিম ও তারবিয়াতের নূরানী পরিবেশেই তাদের সময় কাটে এবং আসাতিযায়ে কিরামের সযত্ন তত্ত্বাবধানে তাদের জীবনের মূল্যবান সময়গুলাে কাজে লাগানাের চেষ্টা করা হয় ।
কিন্তু দুঃখের বিষয় যে , তাদের ছুটির দিনগুলাে এক রকম অপচয়ই হয়ে যায় । যদিও বা মৌখিক কিছু প্রয়ােজনীয় উপদেশ দিয়ে দেয়া হয় কিন্তু বাড়ীর ভিন্ন পরিবেশে এবং ছুটির আনন্দ কোলাহলের মাঝে স্বাভাবিক ভাবেই তা হারিয়ে যায় । আমরা মনে করি , এ অবস্থার পিছনে বড় কারণ হলাে মাদরাসার আসাতিযায়ে কিরামের সাথে অভিভাকদের ঘনিষ্ঠ যােগাযােগ এবং উভয় পক্ষের সমন্বিত প্রচেষ্টার অভাব । যদি আমরা অভিভাবকদের প্রত্যক্ষ সহযােগিতায় ছুটির দিনগুলােতে ছাত্রদেরকে জীবনগঠনমূলক কিছু সুনির্দিষ্ট কর্মসূচী দিয়ে দিতে পারি । তাহলে আল্লাহর রহমতের কাছে আশা করা যায় যে , এই ছুটির সময়টাই তখন তালিবে ইলমদের ইলম ও আমল এবং জীবন ও চিন্তা সব কিছুতে গুণগত পরিবর্তন আনয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে ইনশাআল্লাহ !
এ চিন্তা থেকেই “ আদর্শ তালিবে ইলমের আদর্শ ছুটি ” কর্মসূচীটি প্রণীত হয়েছে । প্রতিটি দ্বীনী মাদরাসাই আমাদের জন্য প্রাণতুল্য সম্পদ এবং প্রত্যেক তালিবে ইলমই আমাদের আখেরাতের সঞ্চয় । সুতরাং সকল মাদরাসার সকল তালিবে ইলমের কল্যাণে এ কর্মসূচী কাজে লাগুক এটাই আমাদের আন্তরিক কামনা ।
আশা করি আমাদের সম্মানিত আরবাবে মাদারিসে কাওমিয়া বিষয়টি গভীরভাবে বিবেচনা করে দেখবেন । আল্লাহই উত্তম তাওফিকদাতা ।

আরজগুয়ার:
💖আবু তাহের মিছবাহ💖

💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

সম্মানিত অভিভাবক !
একজন তালিবে ইলমের আদর্শ জীবন গড়ার ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবক উভয়েরই দায়িত্ব অপরিসীম ।
আপনার সন্তান যতদিন মাদরাসার পরিবেশে ছিলাে , আমরা তার তালীম ও তারবিয়াতের জন্য সাধ্যমত চেষ্টা করেছি।
এখন ছুটিতে সে বাড়ীর পরিবেশে আপনাদের কাছে ফিরে যাচ্ছে ।
এ সময়টাও যাতে সে আদর্শ তালিবে ইলমের মতাে তা'লিম ও তারবিয়াতের মধ্যে কাটাতে পারে সেজন্য কিছু সুনির্দিষ্ট কর্মসূচী তাকে দেয়া হলাে ।
আশা করি আপনি ও আপনারা সকলে ছুটির দিনগুলােতে আপনার সন্তানের জন্য পর্যাপ্ত সময় ব্যয় করবেন এবং প্রদত্ত কর্মসূচী সঠিকভাবে পালন করার ব্যাপারে প্রয়ােজনীয় সহযােগিতা দান করবেন।
এবং প্রতিটি কাজ প্রতিদিন পালিত হচ্ছে কিনা তা তদারক করবেন ।
আশা করি এভাবে একটা নির্দিষ্ট কর্মসূচীভিত্তিক সুশৃংখল ছুটি কাটানাের মাধ্যমে আপনার সন্তানের মূল্যবান সময়গুলাে তার উজ্জ্বল ভবিষ্যত গড়ার কাজে সার্থক ভাবে কাজে লাগবে ।
ছুটির কর্মসূচীটির শেষ দিকে আপনার জন্য সংরক্ষিত ঘরগুলাে অনুগ্রহপূর্বক আপনার সুচিন্তিত মতামত দ্বারা পূর্ণ করুন ।
মেহেরবান আল্লাহ আমাদের এ সামান্য মিহনত কবুল করুন । তিনিই উত্তম তাওফিক দাতা ।
💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟

প্রিয় ছাত্র ! আল্লাহ তােমাকে তালিবুল ইলম হওয়ার সুযােগ দিয়েছেন । দ্বীনের ইলম হাছিল করার সৌভাগ্য দান করেছেন এবং দ্বীনের উপর যথাসম্ভব আমল করার তাওফিক দিয়েছেন । তােমার জীবন ধন্য । তুমি বড় ভাগ্যবান । তােমার সমবয়সী অন্য ছেলেদের দিকে তাকিয়ে দেখাে ; ওরাও লেখাপড়া করে হয়ত ।
কিন্তু ওরা কি কোরআন বুঝতে পারে ? আল্লাহর কালাম এবং তাঁর প্রিয় রাসূলের হাদীছ বুঝতে পারে ? ওরা কি আল্লাহর হুকুম আহকাম মেনে চলে ? তাহলে তুমি নিশ্চয় বুঝতে পারছাে যে , আল্লাহ কত বড় সৌভাগ্য তােমাকে দান করেছেন । আর কত বড় সৌভাগ্য থেকে ওরা বঞ্চিত হয়েছে । সুতরাং অন্তরের অন্তস্থল থেকে তুমি আল্লাহর শােকর আদায় করাে ।
বলো
حمدا لك يا رب وشكرا

আর আল্লাহর কাছে দু'আ করাে ।

মনপ্রাণ ঢেলে দু'আ করাে , আল্লাহ যেন , ওদেরকে তােমার মতাে বানিয়ে দেন । যে মহাসৌভাগ্য তুমি পেয়েছে ওরাও যেন তা লাভ করতে পারে । তােমার কোন বে - কদরির কারণে আল্লাহ তােমাকে যেন ওদের মতাে না করে দেন । ওদের মতাে তােমাকেও যেন ইলম থেকে , আমল থেকে মাহরূম না করেন । আমীন।
এতদিন তুমি মাদরাসার ঈমানী ও দ্বীনী পরিবেশে ছিলে । তালিবুল ইলম হিসাবে জীবন যাপন করা তােমার জন্য সহজ ছিলাে । দ্বীনের উপর এবং আমলের উপর চলা তােমার জন্য আসান ছিলাে । এখন তুমি ছুটিতে বাড়ী যাচ্ছো ।
কিছুদিনের জন্য মা বাবার কাছে ফিরে যাচ্ছে । বেশ কিছুদিন সমাজের পরিবেশে , সমাজের মানুষের মাঝে তুমি থাকবে । সে প্রতিকূল পরিবেশে দ্বীনের উপর চলা হয়ত কঠিন । কিন্তু আল্লাহর মদদ ও তাওফীক হলে কিছুই অসম্ভব নয় ।💟
আশা করি সমাজ - পরিবেশে যে ক'দিন তুমি থাকবে আদর্শ তালিবে ইলমের মতাে থাকবে ।
তােমাকে দেখে যেন তােমার মা বাবার মন জুড়ায় । চোখ শীতল হয় , আর তােমার সমবয়সীরা যেন ভাবতে বাধ্য হয় ; আহা , আমরা যদি ওর মতাে হতা‌‌ম !
মনে রেখাে , তুমি হলে ভবিষ্যতের আলিম ।
হিদায়াতের বাতি জ্বেলে সমাজের অন্ধকার তুমি দূর করবে ।
আল্লাহর যমিনে তুমি আল্লাহর দ্বীন কায়েমের মিহনত ও জিহাদ করবে । ছুটির এ দিনগুলাে যেন হয় তােমার ভবিষ্যত জীবনের সেই মহান সংগ্রাম সাধনার পূর্বপ্রস্তুতি ।
ছুটির দিনগুলো কিভাবে কাটালে তােমার জীবনের এ মহান উদ্দেশ্য সফল হবে , সে বিষয়ে তােমাকে সাহায্য করার জন্য এ সংক্ষিপ্ত কর্মসূচী তােমার হাতে তুলে দেয়া হলাে ।
আশা করি ছুটির প্রত্যেকটা দিন এ কর্মসূচী অনুসরণ করেই তুমি কাটাবে । তাহলে ইনশাআল্লাহ তােমার জীবন হবে আদর্শ জীবন ।
আর বিশ্বাস করাে ভাই ! তােমার সর্বাঙ্গীন কল্যাণই আমাদের আন্তরিক কামনা। তােমার দুনিয়ার সংক্ষিপ্ত জীবন এবং আখিরাতের অনন্ত জীবন সুখ শান্তিময় হােক এই আমাদের লক্ষ্য । আল্লাহুম্মা আমীন ।
💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟

মৃত্যু চিন্তা:
মৃত্যু চিন্তা হলো শয়তানের বিরুদ্ধে মুমিনের প্রধান হাতিয়ার । প্রতিদিন যে মৃত্যুর কথা ভাবে , কবরের জিন্দেগীর কথা চিন্তা করে , তার দ্বারা কোন গােনাহ হতে পারে না । কেননা তার অন্তরে সর্বদা আল্লাহর ভয় জাগ্রত থাকে । সুতরাং নেক আমল করা তার জন্য সহজ হয় । তাই নবী আকরাম ছাল্লাল্লাহু আলাইহি বলেছেন
أكثروا ذكر هاذم اللذات الموت
এ হাদীছের উপর আমল করে তুমি কি আজ মৃত্যুর কথা চিন্তা করেছে ? চিন্তা করাে, দিনের বিভিন্ন সময় এবং রাত্রে শয়নকালে মৃত্যুর কথা চিন্তা করে মৃত্যুর যে বিবরণ এবং কবর , হাশর ও জান্নাত জাহান্নামের যে বয়ান হাদীছ শরীফে এসেছে তা স্মরণ করাে । মৃত্যুর ফিরিশতা একদিন তােমার সামনে হাজির হবেন । মওতের বড় কঠিন যন্ত্রনা হবে । অন্ধকার কবরে সবাই তােমাকে ফেলে আসবে । ফিরিশতা আসবেন । ছুওয়াল জওয়াব হবে । তারপর কবর হয় জান্নাতের বাগিচা হবে নয়ত জাহান্নামের গর্ত হবে । এভাবে একে একে সব কথা চিন্তা করাে এবং নীচের ঘরে / চিহ্ন দাও ।
🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕

কোরআন তেলাওয়াত:
কোরআন তিলাওয়াত দ্বারা কলবের মরচে দূর হয় । কলৰ পবিত্র হয় । আল্লাহর মুহব্বত বাড়ে ।
হাদীছ শরীফে কোরআন তিলাওয়াতের বহু ফযীলত বর্ণিত আছে ; সেগুলাে স্মরণ করাে এবং প্রতিদিন উল্লেখযােগ্য পরিমাণ তিলাওয়াত করাে।
আল্লাহর কালাম আল্লাহকে শােনাচ্ছাে । আল্লাহ খুশী হয়ে তােমার তিলাওয়াত শুনছেন । একথা চিন্তা করে ভক্তি মুহব্বতের সাথে তিলাওয়াত করাে এবং নির্দিষ্ট ঘরে চিহ্ন দাও ।

🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕

নামায় :
নামায় আল্লাহর কত বড় হুকুম তা তুমি জানো।
ইহতিমামের সাথে নামায আদায় করলে কি বিরাট পুরস্কার এবং নামাযে অবহেলা করলে কি কঠিন শাস্তি তাও তুমি জানো।
জামাতের সাথে নামায পড়ার ফযীলতও তােমার জানা আছে ।
মাদরাসায় থাকা অবস্থায় আলহামদুলিল্লাহ এগুলাের উপর মােটামুটি আমলও তুমি করেছে ।
আশা করি ছুটির দিনগুলােতেও নামাযের আমলে তােমার কোন ত্রুটি হবে না । এমনভাবে নামায পড়ো যেন আল্লাহকে তুমি দেখতে পাচ্ছে , যদি তুমি তাকে দেখতে না পাও তাহলে তিনি তাে তােমাকে দেখছেন । এমনভাবে নামায় পড়া যেন আজকের এ নামাযই তােমার জীবনের শেষ নামায । প্রতিদিন তােমার খাতায় নামাযের একটি হাদীছ লেখো এবং তােমার প্রতিদিনের নামাযের অবস্থা হিসাবে নীচের ঘরগুলাে পূর্ণ করাে ।

সময় মতাে নামায় কত ওয়াক্ত
🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕

জামাতের সাথে কত ওয়াক্ত
🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕

মিসওয়াকসহ অযু কত ওয়াক্ত
🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕

💟 মা বাবার খিদমত:💟
আমাদের প্রত্যেকের জীবনে আম্মা আব্বার ত্যাগ ও কোরবানী এবং দান ও অবদান অপরিসীম ।
জন্মের পর থেকে আজ এতাে বড় তুমি কিভাবে হয়েছে ভেবে দেখাে । কার দুধ খেয়ে জীবন ধারণ করেছাে ? কে তােমার পেসাব পায়খানা পরিষ্কার করেছেন ? কার উপার্জনের ওছিলায় তােমার ক্ষুধার আহার ও লজ্জার বস্ত্র জোগার হচ্ছে আর তুমি নিশ্চিন্ত মনে ইলম হাছিল করতে পারছাে ?
এ জন্যই কোরআন শরীফে আল্লাহ বারবার আম্মা আব্বার সাথে সদ্ব্যবহার করার আদেশ দিয়েছেন এবং তাদের সামনে ' উফ ' পর্যন্ত বলতে নিষেধ করেছেন ।
হাদীছ শরীফে এসেছে

-الجنة تحت أقدام الأمهات

আম্মা আব্বার খিদমত ছাড়া মানুষের জীবন সুখের হতে পারে না । আম্মা আব্বাকে যারা কষ্ট দেয় দুনিয়া আখিরাতে তাদের দুঃখ কষ্ট অনিবার্য । এমন কি মৃত্যুর সময় কালিমা নছীব না হওয়ার ভয় আছে ।
তাছাড়া ইলম হাছিল হওয়ার জন্যও আম্মা আব্বার নেক দু'আ অপরিহার্য । যে ভাবেই পার প্রতিদিন আম্মা আব্বার কিছু কিছু খিদমত করাে । তাদের দিকে মুহব্বতের দৃষ্টিতে তাকাও ( একটা মকবুল হজ্জের ছাওয়াব হবে । )
তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আচরণ দ্বারা , উচ্চারণ দ্বারা তাদেরকে খুশী করাে এবং তাদের নেক দু'আ লভ করার চেষ্টা করে ।
প্রতিদিন এটা করাে এবং নীচের নির্দিষ্ট ঘরে
🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕

চিহ্ন দাও ।

এবং যখন নীচে -

رب ارحمها كما ربياني صغيرا
আম্মা আব্বার জন্য এ দু'আ করার হুকুম দিয়েছেন আল্লাহ । আজ তুমি এ দু'আ করেছে কিনা ?

🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕

আত্মীয়তা রক্ষা ( ছিলাতুর রিহমি ):

আত্মীয়তা রক্ষার ফজিলত আত্মীয়তা কর্তনের কি শাস্তি তা তুমি পড়েছে , শুনেছে । সেই হাদীছগুলাে স্মরণ করাে । একটি হাদীছ এখানে লেখাে
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

আত্মীয়তা কর্তনকারীর দু'আ কবুল না হওয়া সম্পর্কিত হাদীছটি স্মরণ করাে । ছুটির দিনগুলােতে আশেপাশের নিকটাত্মীয়দের সাথে দেখা করতে যাও । শুধু বেড়াতে যাওয়া নয় , আল্লাহর হুকুম হিসাবে আত্মীয়তা রক্ষা করার নিয়তে যাও ।
কথায় ও ব্যবহারে তাদের প্রতি মুহব্বত প্রকাশ করে । মুরব্বী আত্মীয়দের তাযীম করাে এবং ছােট আত্মীয়দের আদর করে ।
এতে সবাই তােমার প্রতি খুশী হবে এবং তােমার জন্য দু'আ করবে আর আল্লাহ খুশী হবেন এবং কিয়ামতের দিন যখন কোন ছায়া থাকবে না তখন তিনি তােমাকে আরশের নীচে ছায়া দেবেন । নীচের ঘরে লেখাে ,এ বন্ধে কোন কোন আত্মীয়ের সাথে দেখা করেছে ।

আত্মীয়তা রক্ষার আমল করে তুমিও মনে আনন্দ পেয়েছে কিনা ?বলাে ।
💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟

দা'ওয়াত:
দাওয়াতের আমল , অর্থাৎ আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে ডাকা , ভালাে কাজের আদেশ করা এবং মন্দকাজ হতে নিষেধ করা- এটা মুমিনের জিন্দেগীর আসল কাজ ।
রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ,
لأن يهدى اللهبك رجال خير لك من حمر النعم

দাওয়াতের ফায়দা দুটি :
তােমার ঈমান ও আমল মজবুত হওয়া এবং আল্লাহর বান্দাদের হিদায়াত লাভের মাধ্যমে সমাজ ভালো হওয়া।
ইনশাআল্লাহ ! অদূর ভবিষ্যতে তুমি হবে উম্মতের দাঈ ইলাল্লাহ ।
অন্যায় , অনাচার ও পাপাচারের বিরুদ্ধে এবং ন্যায়, কলাণ ও সত্যের পক্ষে তুমি জিহাদ করবে ।
আর এ কথাতাে তুমি জানাে যে , মানুষের মন জয় করা যায় শক্তি দিয়ে নয় ,আদর্শ ও চরিত্র দিয়ে ।
আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাওয়াত দিতেন এবং তার আছর কেমন হতাে স্মরণ কর ।

অদূর ভবিষ্যতের সেই মহান সংগ্রামের প্রস্তুতি হিসাবে এ ছুটিতে তুমিও দা'ওয়াতের কিছু কিছু আমল করাে । নামাযের সময় বড়দেরকে আদবের সাথে এবং ছােটদেরকে স্নেহের সাথে মসজিদে ডাকো ।
পাড়ার সমবয়সীদেরকে নামাযের জন্য তারগীব করাে ।
তাদেরকে মৃত্যুর কথা বলাে । আখিরাতের কথা , জান্নাত জাহান্নামের কথা বলাে । প্রতিদিন অন্তত একজনকে নিজের কালিমা শুনাও এবং তার কালিমা শােনাে । ভুল হলে ইকরামের সাথে শুদ্ধ করে দাও ।
এলাকায় তাবলীগী জামাত আসলে তাদেরকে নােসরত করাে । গাশতের আমলে শরীক হও । তা'লীমের মজলিসে বসাে ।
এভাবে অতি সহজে বর্তমান যুগের সবচে ' মুবরাক দ্বীনী মিহনতের সাথে নিজেকে জুড়ে রাখার সৌভাগ্য লাভ হবে তােমার ।
মােটকথা প্রতিদিন কিছু কিছু দাওয়াতের আমল করাে এবং নীচের নির্দিষ্ট ঘরে
🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕

চিহ্ন দাও চিহ্ন দাও।

ইনফাক ফী ছাবীলিল্লাহ :
আল্লাহর রাস্তায় দান ও দানশীলতা অতি বড় এক গুণ । রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শ্রেষ্ঠ দানশীল । তাঁর দানশীলতার অনন্য ঘটনাবলী নিশ্চয় তুমি জানাে । ছাহাবা কিরাম , তাবিঈন , তাবয়ে তাবিঈন ও হক্কানী ওলামায়ে কিরাম এই উসওয়ায়ে রাসূলের উপর কেমন আমল করেছেন তাও তােমার অজানা নয় ।
একজন তালিবে ইলমকে আবশ্যই দানশীল হতে হবে এবং যুগ যুগের হক্কানী ওলামায়ে কিরামের ন্যায় ইনফাক ফী ছাবীলিল্লাহর মহৎগুণ অর্জন করতে হবে । আল্লাহর রাস্তায় যে দান করে , অভাবী মানুষকে যে সাহায্য করে তার ইলমে বরকত হয়। কলবে ইলমের নূর পয়দা হয়।
সমাজে ‘ আলিম ওলামার ইজ্জত ও
মর্যাদা বাড়ে । ফলে দ্বীনের কাজ করা সহজ হয় । তাছাড়া দানশীলতা দ্বারা রিযিকে প্রশস্ততা আসে । বরকত হয় । অবশ্য দানের পরিমাণ বেশী হওয়া জরুরী নয় । কর্তব্য হলাে সাধ্য মােতাবেক দান করা এবং সুনাম সুখ্যাতি লাভের পরিবর্তে শুধু আল্লাহকে রাজী খুশী করার নিয়ত করা । ভিক্ষুককে এক মুঠ চাল দাও । দশটা পয়সা দাও । গরীব প্রতিবেশীর ঘরে ছােটখাটো হাদিয়া পাঠাও । ক্ষুধার্তকে তােমার অর্ধেক খাবার দান করাে । এভাবে দানশীলতার মশক করাে ।
দান ছদকা দ্বারা জাহান্নামের আগুন নিভে যায় এ হাদীছটি স্মরণ করাে
ادفعوا النار ولو بشق تمر
প্রতিদিন দানশীলতার কিছু কিছু ‘ আমল করাে এবং নীচের নির্দিষ্ট ঘরে চিহ্ন দাও ।

🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕

খিদমতে খালক:
খিদমতে খালক বা আল্লাহর বান্দা হিসাবে মানুষের সেবা করা ইসলামের অতি বড় এক শিক্ষা । মানুষের সেবার মাধ্যমেই আমাদের পূর্বপুরুষগণ পৃথিবীর বিভিন্ন দেশে ইসলাম প্রচার করেছেন । কিন্তু দুঃখের বিষয় যে , আমরা খিদমতে খালকের আদর্শ একেবারেই ভুলে গেছি । ফলে সমাজের মানুষের সাথে আমাদের সম্পর্ক একেবারেই শিথিল হয়ে গেছে । অন্যদিকে সুচতুর খৃষ্টান মিশনারীরা মানুষের সেবার নামে বিভিন্ন উপায়ে প্রতারণা করে মুসলমানদের ঈমান বরবাদ করছে । শুধু ফতােয়া জারি করার দ্বারা কিন্তু ইসলামের বিরুদ্ধে ইহুদি নাছারা ও কাফির মুশরিকদের এসব ষড়যন্ত্র বন্ধ করা যাবে না । বরং ইসলামের শিক্ষা হিসাবে আমাদেরকে খিদমতে খালকের আদর্শ গ্রহণ করতে হবে । আশা করি অদূর ভবিষ্যতে তােমরাই আদর্শ মানবসেবক ও সমাজসেবকরূপে প্রতিষ্ঠা লাভ করবে।
এবং মানুষের সেবার মাধ্যমে মানুষকে দ্বীনের পথে আনবে এবং মানব সেবার নামে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী মিশনারীদের দাত ভাংগা দিতে পারবে । ছুটির দিনগুলােতে খিদমতে খালকের কিছু কিছু আমল করতে পারাে । যেমন মানুষের বােঝা বহন করে দেয়া , পানি এনে দেয়া , রােগীর খোঁজ খবর নেয়া মানুষের উপকারের নিয়তে গাছ রােপন করা ইত্যাদি । এমনকি পথের কষ্টদায়ক জিনিস সরানাে মানুষের সেবা । তবে তােমার সব কাজই হতে হবে আল্লাহকে খুশী করার জন্য । মানুষকে দেখানাের জন্য নয় । এ বন্ধে কি কি ধরণের খিদমতে খালক করেছো উল্লেখ করাে ।

💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟

প্রিয় ছাত্র!
তোমার ছুটির দিনগুলাে প্রায় শেষ হয়ে এসেছে । এবার মাদরাসায় ফেরার পালা । আশা করি একজন আদর্শ তালিবে ইলম হিসাবে তুমি আদর্শ ছুটি কাটিয়েছো এবং আমাদের পরামর্শগুলো যথাসাধ্য পালনের চেষ্টা করেছো । মাদরাসায় আসার আগে নির্জনে একবার মসজিদে যাও এবং নির্জনে আল্লাহর দরবারে মােনাজাত করাে । বলল , হে আল্লাহ ! এ বন্ধে আমার দ্বারা যত নেক কাজ হয়েছে সব তােমারই মেহেরবানীতে হয়েছে । আমার কোন যােগ্যতা ছিলাে না । তুমিই অনুগ্রহ করে তাওফীক দান করেছে । এজন্য অন্তরের অন্তস্তল হতে আমি তােমার শােকর আদায় করি । আর যত ত্রুটি বিচ্যুতি আমার দ্বারা হয়েছে সে জন সর্বাংশে আমিই দায়ী। তুমি তুমি মেহেরবানী করে আমাকে মাফ করে দাও মেহেরবানী করে আমাকে মাফ করে দাও ।
হে আল্লাহ ! তাওফিক দাও যেন গােটা জীবন তােমার এবং তােমার হাবীব ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ অনুযায়ী গড়ে তুলতে পারি । মাদরাসায় গিয়ে যেন ইলমের হক আদায় করে ইলম হাছিল করতে পারি । আমীন ।

এবার ছুটির দিনগুলাে সম্পর্কে তােমার অনুভূতি লেখাে :

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

এবার বইটা তােমার অভিভাবকের হাতে দাও ।
💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟

সম্মানিত অভিভাবক !
আশা করি মানুষ তার মূল্যবান সম্পদ যেভাবে হিফাযত করে আপনার সন্তানকে আপনি সেভাবে সার্বক্ষণিক হিফাযত ও পর্যবেক্ষণে রেখেছেন । এবং আদর্শ ছুটির কর্মসূচীগুলাে পূর্ণাঙ্গরূপে পালনের জন্য তার পিছনে পর্যাপ্ত সময় ব্যয় করেছেন এবং এ বিষয়ে তাকে সর্বোৎভাবে উৎসাহ যুগিয়েছেন ।
এবার আপনার সন্তানের ছুটির দিনগুলাে সম্পর্কে আপনার মতামত ও মন্তব্য আমরা জানতে চাই ।
আপনার সন্তানের তারবিয়াত ও সংশােধনের জন্য এর গুরুত্ব অপরিসীম । আগামীতে তার কল্যাণের লক্ষ্যে প্রয়ােজনীয় পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে এটা আমাদের জন্য বিশেষভাবে সহায়ক হবে ইনশাআল্লাহ ।
১। আপনি কি ছুটির কর্মসূচী পালনের বিষয়টি প্রতিদিন তদারক করেছেন ?

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
২। আপনার সন্তানকে প্রতিদিন কতটা সময় দিয়েছেন ?

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
৩। এব্যাপারে তাকে কি কি ধরণের সহযােগিতা করেছেন ?
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

৪। নামাযের ও জামাতের প্রতি সে কতটা যত্নবান ছিলাে ?

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
৫। আম্মা আব্বার সাথে তার আচরণ কেমন ছিলাে ?

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
৬। ছিলাতুর রিহম ( আত্মীয়তা রক্ষা ) এর জন্য সে কি কি করেছে ?

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
৭। প্রতিদিন দাওয়াতি আমল কেমন করেছে ?

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
৮। ছুটির দিনগুলােতে সে কাদের সাথে উঠাবসা করেছে ।

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
৯। খিদমতে খালকের প্রতি তাকে কিভাবে উৎসাহিত করেছেন এবং সে কি করেছে ?

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

১০। আপনার সন্তানের আগের ও বর্তমান অবস্থা তুলনামূলক বিচার করে মন্তব্য লিখুন । বইটি খামে ভরে মুখ বন্ধ করে আমাদের কাছে দেওয়ার জন্য আপনার সন্তানের হাওয়ালা করুন ।
💟💟💟💟💟💟💟💟💟💟💟💟
সিপি

একান্তভাবে বাঁশখালী উপজেলার সর্বস্তরের ওলামায়ে কেরামের উপস্থিতি কামনা করছি, আল্লাহ তা'আলা সবাইকে কবুল করুন আমীন।
11/07/2025

একান্তভাবে বাঁশখালী উপজেলার সর্বস্তরের ওলামায়ে কেরামের উপস্থিতি কামনা করছি, আল্লাহ তা'আলা সবাইকে কবুল করুন আমীন।

25/06/2025

📌 সচেতন অভিভাবকদের প্রতি আমাদের বিনীত আহ্বান

আমরা যারা মাদ্রাসায় শিক্ষা দিই, প্রতিদিন ভোর ৩:৩০ থেকে রাত ১০ টা পর্যন্ত একটানা পরিশ্রম করি — শুধুমাত্র আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আশায়। দিনের পর দিন, বছরের পর বছর, আমরা তার ভবিষ্যতের ভিত রচনায় নিয়োজিত থাকি।

কিন্তু একসময় আমাদের এই প্রচেষ্টা অনেকটাই ব্যর্থ হয়ে যায়, যখন...

🔹 ছুটি শুরুর আগেই নানা অজুহাতে সন্তানকে বাড়ি নিয়ে যাওয়া হয়।
🔹 ছুটি শেষ হলেও মাদ্রাসায় পাঠানো হয় কয়েকদিন পর।

আমরা বলি না, ছুটি কাটাবেন না। কিন্তু আপনার সন্তান যখন বারবার পড়াশোনার ধারাবাহিকতা হারিয়ে ফেলে, তখন সে অনেকটাই পিছিয়ে পড়ে — এবং সেই ক্ষতি সহজে পূরণ করা যায় না।

একবার ভেবে দেখুন —
যদি বিদেশ যাওয়ার জরুরি ফ্লাইট থাকতো, কিংবা সরকারি কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকতো, তাহলে কি আপনি টিকিট না পেয়ে বসে থাকতেন? না কি আপনি শারীরিকভাবে অসুস্থ থাকলেও হাজিরা দিতেন?

তাহলে সন্তানের শিক্ষা কেন এতোটা হালকাভাবে নেওয়া হয়?

👉 আমরা শিক্ষকরা পারিশ্রমিকের জন্য নয়, দায়িত্ববোধ থেকে তার ভবিষ্যতের পেছনে সময় দিই।
👉 আপনি যদি মাত্র তিনদিন ভোর ৩:৩০ থেকে রাত ১১টা পর্যন্ত নিজের সন্তানের পড়াশোনায় সময় দেন, বুঝবেন আমরা কী পরিমাণ শ্রম দিই প্রতিদিন।

🧠 মনে রাখবেন, আপনার সন্তানকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন — কিন্তু তার সাময়িক আনন্দের জন্য যদি আপনি দীর্ঘমেয়াদি ক্ষতির পথ বেছে নেন, তাহলে ভবিষ্যতে আফসোস করা ছাড়া উপায় থাকবে না।

আমরা বুঝি, আপনি সন্তানকে ভালোবেসেই এসব করেন। কিন্তু ভালোবাসা তখনই পূর্ণতা পায়, যখন তা ভবিষ্যতের কথা ভেবে যুক্তিবুদ্ধির সঙ্গে প্রকাশ করা হয়।

🌱 তাই আসুন, আপনি-আমরা মিলে শিশুটির ভবিষ্যৎ গড়ি — যাতে সে এই সমাজে মাথা উঁচু করে টিকে থাকতে পারে, একটি আদর্শ জীবন গড়তে পারে।

📝 বি:দ্র: এই বার্তাটি সকল অভিভাবকের উদ্দেশ্যে নয়। যারা সময়মতো সন্তানকে পাঠান, নিয়ম মেনে চলেন, তাঁদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও সম্মান রইলো।

26/05/2025

ভিডিওটা দেখে অবাক হলাম!
তারেক মনোয়ার সাহেব এরকম কাঁচা মিথ্যা কথা কেমনে বলে বুঝলাম না। তা/লি/বা/নরা মাওলানা মওদুদীর অনুসারী! তারা জামায়াতের আরেক ভার্সন!! এরকম জঘণ্য কথাবার্তা কেমনে বলেন উনি? সাথে এদেশের আলেমদের অবমাননাকর শব্দ ও ব্যবহার করলেন!

অথচ তা/লি/ বানরা আফগান জামায়াত নেতা বোরহান উদ্দিন রাব্বানীকে ক্ষমতাচ্যুত করেছে নজীবুল্লাহর সাথে সাথে। এই ইতিহাস তো আন্তর্জাতিক বিষয়ে নূন্যতম খবর রাখা মানুষও জানার কথা।
বর্তমানেও আহলে হাদীস আর জামায়াত দুটোই আফগানিস্তানে নিষিদ্ধ সংগঠন।
তারা সম্পূর্ণ দেওবন্দী শিক্ষা ব্যবস্থায় লেখাপড়া করা খাঁটি কট্টর মাওলানা। এখানে নো ডাউট।

19/04/2025

কিভাবে ছাত্রদের পড়াবেন, হেফজখানার শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ।

নছিহত করছেন:- হাফেজ মাওলানা আব্দুর রহমান, দা.বা.।
শিক্ষা পরিচালক :- আল জামেয়া ইসলামিয়া আরবিয়া নজিরপুর বেগমগঞ্জ নোয়াখালী।

প্রাইভেট মাদরাসা এসোসিয়েশন হাটহাজারী এর উদ্যোগে বয়ান, শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া মাহফিল থেকে সরাসরি সম্প্রচার।

স্থান-দারুল আরমান তাহফিযুল কুরআন মাদরাসা মেখল রোড, বাসস্ট্যান্ড, হাটহাজারী পৌরসভা, চট্টগ্রাম।

আগামী পহেলা রমযান থেকে-ঐতিহ্যবাহী বন্দরনগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদ খুলশী এলাকায় মনোরম পরিবেশে অবস্থিত দারুল কোরআন আ...
28/02/2025

আগামী পহেলা রমযান থেকে-ঐতিহ্যবাহী বন্দরনগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদ খুলশী এলাকায় মনোরম পরিবেশে অবস্থিত দারুল কোরআন আইডিয়াল মাদ্রাসা ও এতিমখানায়-
পবিত্র মাহে রমযান উপলক্ষে মাস ব্যাপি ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

28/02/2025

এতিমকে লালন-পালনকারীরা জান্নাতি হবেন, শুধু তাই না তারা জান্নাতে রাসূল (সাঃ) এর সাথে থাকবেন।

27/01/2025

ভর্তি চলছে.....................

হিফয ছাত্রদের কে মাশক্ব করানোর শীট দিলাম।আশা করি সবাই সংগ্রহ করে রাখবেন, কাজে আসবে!
12/01/2025

হিফয ছাত্রদের কে মাশক্ব করানোর শীট দিলাম।
আশা করি সবাই সংগ্রহ করে রাখবেন, কাজে আসবে!

Address

Nasirabad

Telephone

+8801816436256

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darul Quran Ideal Madrasha Chattogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Darul Quran Ideal Madrasha Chattogram:

Share