Third Eye তৃতীয় চোখ

Third Eye তৃতীয় চোখ ঘটনার পেছনের ঘটনা তুলে ধরায় আমাদের মুল উদ্দেশ্য

17/11/2025

লালপুরের কদিমচিলানে ইটভাটার কাছে একতা বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
হতাহতের তেমন ঘটনা ঘটেনে, তাৎক্ষণিক ফায়ার সার্ভিস টিমের দায়িত্বশীল ভূমিকায় রক্ষা হয়।

16/11/2025

পুতুলের পক্ষে লালপুরে ১০ টি ইউনিয়নে একযোগে নির্বাচনের প্রচারণা।

#ভাইরালভিডিওシ

16/11/2025

লালপুরের কদিমচিলান দাঁইড়পাড়া ইসলামী পাঠাগারে
চাকসু ভিপি ইব্রাহিম রনি


15/11/2025

নাটোরে বিশ্ববিদ্যালয় নেই কেন?
জেলার ছাত্র- ছাত্রীদের ৭০০ কিলোমিটার দূরে গিয়ে লেখাপড়া করতে হয় ___ এটাই বা কেন?
চাকসু ভিপি :ইব্রাহিম রনি

15/11/2025

নাটোরে নব বধুকে ধ/র্ষ/ন বিএনপি নেতাকে জু/তা/র মা/লা পড়িয়ে বে/ধে রাখলো এলাকাবাসী।

14/11/2025

বনপাড়া বাইপাসে স্থানীয় বিএনপি নেতা কর্মীদের, বিরুদ্ধে ব্যাবসায়ীকে কু/পি/য়ে আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।

09/11/2025

Live 🔴
নাটোর বড়াইগ্রামের গড়মাটি ওয়ার্ডে বিএনপি ও জাতীয় পার্টির নেতাকর্মীদের জামায়াতে ইসলামীতে যোগদান।

07/11/2025

লালপুরের বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে:
দলীয় সিদ্ধান্ত না মানলে, আপনি যত বড় নেতায় হোন না কেন, আপনি দল করতে পারবেন না,, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ!




Farzana Sharmin Putul

প্রিয় আপু,আমি নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া)-এর একজন সাধারণ নাগরিক।এই মাটিতেই আমার জন্ম, বেড়ে ওঠা, স্বপ্ন দেখা। 🤎আমি বড় হয়ে...
05/11/2025

প্রিয় আপু,

আমি নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া)-এর একজন সাধারণ নাগরিক।
এই মাটিতেই আমার জন্ম, বেড়ে ওঠা, স্বপ্ন দেখা। 🤎

আমি বড় হয়েছি একটি আওয়ামী লীগ পরিবারে —
আমার বাবা-মা আজও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, মানুষের সেবায় নিয়োজিত।
রাজনীতি আমাদের রক্তে আছে, কিন্তু আমি সবসময় শিখেছি —
মানুষ ও আদর্শই রাজনীতির আসল শক্তি।

আপনি, ফারজানা শারমিন পুতুল আপু,
রাজনীতির ভিন্ন দলে থেকেও আপনার কাজ, আন্তরিকতা আর মানবিকতায় আমাদের মন জয় করেছেন।
আপনার ভদ্রতা, সাহস আর ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের তরুণ প্রজন্মের জন্য সত্যিকারের অনুপ্রেরণা। 🌸

আপনার বাবা ফজলুর রহমান পটল সাহেব ছিলেন এক অত্যন্ত সম্মানিত, সৎ ও সার্বজনীনভাবে গ্রহণযোগ্য রাজনীতিবিদ,
যাকে আমাদের এলাকার মানুষ আজও শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করে।
আপনার মধ্যে আমরা তাঁর গুণাবলির প্রতিচ্ছবি দেখি।

আমরা বিশ্বাস করি, আপনি রাজন ভাইকে সঙ্গে নিয়ে
আমাদের এলাকার উন্নয়ন, ঐক্য ও শান্তির জন্য কাজ করবেন।
আমাদের লালপুর-বাগাতিপাড়া যেন শান্ত থাকে, মানুষ যেন ভালো থাকে — এটাই আমাদের চাওয়া। 🌿

আর আপু, একটা অনুরোধ —
আমাদের এলাকায় গ্যাসের লাইন বয়ে গেলেও এখনো আমরা গ্যাস সুবিধা পাইনি।
এটা আমাদের বহুদিনের দাবি।
আপনার দৃষ্টি ও পদক্ষেপে এই সমস্যা সমাধান হবে, এটাই আমাদের আশা।

ইনশাআল্লাহ, আমার ভোট আপনার জন্যই।
আপনি আরও এগিয়ে যান —
আমাদের নাটোর, আমাদের লালপুর-বাগাতিপাড়ার গর্ব হয়ে থাকুন সবসময় 🤎✨

— সৌগত রাকিব ঋভু

05/11/2025

মা ও বড় ভাইয়ার দোয়া নিয়ে এসেছি, সবাইকে নিয়ে নির্বাচনী প্রচারণা চালাবো:
লালপুর বাগাতিপাড়ার নেতাকর্মীদের সহনশীল থাকার আহ্বান জানালেন! বিএনপি মনোনিত প্রার্থী>>পুতুল

Address

Natore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Third Eye তৃতীয় চোখ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Third Eye তৃতীয় চোখ:

Share