
26/05/2024
১২ মাসী শিমের বীজ পাচ্ছেন মাত্র ৩০০ টাকায়
এখন শিম খাবেন বারোমাস, আগাম জাতের কেরালা শিম বারোমাস চাষ উপযোগী।
কেরালা শিম বৈশিষ্ট্য সমূহঃ
শিমের রং গাঢ়ো সবুজ মাংশ পুরু ও সুস্বাদু
রান্না করলে শিম নরম হয়ে যায়
বাজারে চাহিদা বেশি ও কেজি প্রতি
১০-১৫ টাকা বেশি।
এ জাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল গাছের গোড়ার প্রথম গিট থেকে শুরু করে প্রত্যেক গিটে সীম ধরে।
সীমের সাইজ ৬–৭ ইঞ্চি, ফুলের রং সাদা
বারোমাস চাষ উপযোগী।
সারাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া হয়।
হোম ডেলিভারি চার্জ ৫০ টাকা।
এক্ষেত্রে বীজ হতে পাওয়ার আগে আপনাকে অগ্রিম টাকা দিতে হচ্ছে না
এছাড়া অর্ডার করলেই পাচ্ছেন আকর্ষণীয় গিফট এবং বীজ থেকে চারা তৈরির পূর্ণ নির্দেশনা
সাথে থাকবে বীজ থেকে চারা তৈরির পূর্ণ নির্দেশনাসহ আর্কষনীয় গিফট