13/05/2025
সদরপুরে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
ফরিদপুরের সদরপুরে কৃষ্ণপুর ইউনিয়নের মটুকচর বাজার এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদরপুর থানা পুলিশ।
গতকাল (১২ মে) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে, সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসানের দিকনির্দেশনায় ও এসআই মামুনুর রশিদের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত বাবুল মল্লিক উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবি গ্রামের মোসলেম মল্লিকের পুত্র।
মঙ্গলবার দুপুর ১২টায় আটককৃত মাদক ব্যবসায়ীকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতে প্রেরণ করে পুলিশ।
সদরপুর থানার ওসি নাজমুল হাসান জানান, "মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ প্রশাসন সর্বদা সক্রিয় রয়েছে।"