Its Rana

Its Rana News Comedian entertainment

😝❌
27/08/2025

😝❌

04/08/2025
😁😂
25/07/2025

😁😂

25/07/2025

প্রত্যাশার হতাশা দূর হোক, যেখানে যার শান্তি মিলে সেখানেই তার ঠাই হোক।

সেফুদা যে ইন্তেকাল করেছেন,, সেটা তিনি নিজেই ভিডিওর মধ্যে জানিয়ে দিয়েছেন!😶🙄
25/07/2025

সেফুদা যে ইন্তেকাল করেছেন,, সেটা তিনি নিজেই ভিডিওর মধ্যে জানিয়ে দিয়েছেন!😶🙄

25/07/2025

জীবনে কিছু

কষ্ট আসে, বুঝিয়ে দিতে যে তোমার রব ছাড়া আপন কেউ নেই...!

বুকের মধ্যে আগলায়ে রাখা ছোট্ট ফুলের মত বাচ্চাগুলো!!  আজকে থেকে আর কেউ স্কুল থেকে ফিরে বাসায় ঢুকেই "আম্মুউউউউ" বলে ডাক দি...
22/07/2025

বুকের মধ্যে আগলায়ে রাখা ছোট্ট ফুলের মত বাচ্চাগুলো!!

আজকে থেকে আর কেউ স্কুল থেকে ফিরে বাসায় ঢুকেই "আম্মুউউউউ" বলে ডাক দিবেনা!

টুকটুক করে আর কেউ পা ফেলবেনা মাতিয়ে রাখা বাসার ফ্লোরটায়!

বাইরে গেলে কেউ সাথে যাওয়ার বায়না ধরবেনা! কেউ বলবেনা "আম্মু আমার জন্য চকলেট নিয়ে আইসো"!

ঝুড়ি ভর্তি খেলনা , ড্রয়ার ভর্তি জামাকাপড়, অর্ধেক খেয়ে রেখে যাওয়া খাবারের প্লেট , পানির পট , শখের পেন্সিল বক্স , ড্রেসিং টেবিলে বেবি লোশন ,বেবি শ্যাম্পু ,
দেয়ালে হাসি হাসি মুখের দুষ্টু একটা জীবন্ত ছবি, স---ব আছে , স----ব!!

শুধু মানুষটা! সেই ছোট্ট মানুষটা!!

যাকে মুরগির ছানার মত মা আগলে আগলে রেখে এতটুকু বড় করেছে।
খুব আদর করে পরিয়ে দেওয়া পাঞ্জাবি গায়ে বাবা নামাজে নিয়ে গেছে কত শত জুম্মার দিন!

যেই বাচ্চাটা সামান্য একটু ব্যথা পেলে আগে মায়ের চোখে পানি আসত, যেই বাচ্চাটা মায়ের বেনী ছাড়া ঘুমাতো না, যেই বাচ্চাটা বাবা অফিস থেকে ফিরতে দেরী করছে বলে বারবার কল দিত...

ওরা কেউ নাই!!
অপরিসীম তাপ যন্ত্রণায় ছোট্ট নরম শরীর গুলো গলে গেছে ,পুড়ে গেছে! বেবি পাউডার এর ঘ্রাণ যাদের শরীর থেকে সরতো না , আজ সেখানে জায়গা করে নিয়েছে তীব্র পোড়া গন্ধ!

আর রয়ে গেছে শূন্য বাবা মায়ের কোল। খাক হয়ে যাওয়া হৃদয়!
ভয়াবহ দৃশ্য দেখে পানিশূন্য হয়ে যাওয়া কয় জোড়া চোখ!
আর কোনদিন "আম্মুউউউ আব্বুউউউ " ডান শুনবে না সেই কান জোড়া রয়ে গেছে!

আহ!! না জানি কত জোরে আম্মু আম্মু বলে বাচ্চা গুলো চিৎকার করছিল! দম বন্ধ হয়ে আসে ভাবতেই খোদা!

আমার রব! ওদেরকে আপনি জান্নাতের পাখি বানিয়ে দেন।আর ওই সুন্দর দৃশ্যটা সব বাবা মাকে একটা বার হলেও স্বপ্নে দেখায়ে দিয়েন। ওনাদের চোখ থেকে ওই পোড়া সন্তানের যন্ত্রণার দৃশ্য মুছে দেন আমার রব!

তাদেরকে ধৈর্য্য দেন , শোক সইবার শক্তি দেন। ওনাদের চূর্ন হৃদয় গুলো জোড়া লাগিয়ে দেন।আল্লাহুম আমিন!

- তুমি কি কষ্ট পাইছিলা??তুমি কি আম্মুকে ডাকছিলা তখন? আনসুউউউউউ.......-.............(No reply)একটি একপাক্ষিক কথোপকথন!!
22/07/2025

- তুমি কি কষ্ট পাইছিলা??
তুমি কি আম্মুকে ডাকছিলা তখন?
আনসুউউউউউ.......

-.............(No reply)

একটি একপাক্ষিক কথোপকথন!!

মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজনছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়েআনতে গিয়েছিল।ফা*য়ার ব্রি'গে'ডের...
22/07/2025

মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজন
ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে
আনতে গিয়েছিল।
ফা*য়ার ব্রি'গে'ডের অ'ফিসার বা'ধা দিয়ে বললেন,
"এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা
যাবে"।

কিন্তু ছাত্রটি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।
মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রি'গে'ডের অ*ফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূ'ল্য নেই।
সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জী"বিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:
❝আমি জানতাম তুমি আসবে❞।

আপনি শিক্ষক জাতির অহং'কার! প্রমাণ করলেন শিক্ষকরা শুধু পাঠদানই করেন না, শিক্ষার্থীদের জীবন বাঁচাতে নিজের জীবনকে উৎ'সর্গও ...
22/07/2025

আপনি শিক্ষক জাতির অহং'কার!
প্রমাণ করলেন শিক্ষকরা শুধু পাঠদানই করেন না, শিক্ষার্থীদের জীবন বাঁচাতে নিজের জীবনকে উৎ'সর্গও করতে পারেন 😥
আল্লাহ আপনাকে জান্নাতের সর্বচ্চো স্থান দান করুক। আমিন। 🤲

বিয়ে ছাড়া উনি ৫ মাসের বাচ্চা নিয়ে ঘুরতেছে 😧
17/07/2025

বিয়ে ছাড়া উনি ৫ মাসের বাচ্চা নিয়ে ঘুরতেছে 😧

বাংলাদেশ এখন মোষ্ট পাওয়ারফুল কান্ট্রি গুলোর মধ্যে একটি। আমাদের আছে পরমাণু গবেষণা কেন্দ্র।। আছে ব্যালিস্টিক মিসাইল ও হাই...
21/06/2025

বাংলাদেশ এখন মোষ্ট পাওয়ারফুল কান্ট্রি গুলোর মধ্যে একটি।
আমাদের আছে পরমাণু গবেষণা কেন্দ্র।।
আছে ব্যালিস্টিক মিসাইল ও হাইপারসনিক মিসাইল।।
এবং দেশের আনাচেকানাচে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।।
কেউ চোখ তুলে তাকালে তার চোখ উপরে ফেলবো হুম 😂🤣

Address

Natore
6432

Alerts

Be the first to know and let us send you an email when Its Rana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Its Rana:

Share

Category