22/07/2025
বুকের মধ্যে আগলায়ে রাখা ছোট্ট ফুলের মত বাচ্চাগুলো!!
আজকে থেকে আর কেউ স্কুল থেকে ফিরে বাসায় ঢুকেই "আম্মুউউউউ" বলে ডাক দিবেনা!
টুকটুক করে আর কেউ পা ফেলবেনা মাতিয়ে রাখা বাসার ফ্লোরটায়!
বাইরে গেলে কেউ সাথে যাওয়ার বায়না ধরবেনা! কেউ বলবেনা "আম্মু আমার জন্য চকলেট নিয়ে আইসো"!
ঝুড়ি ভর্তি খেলনা , ড্রয়ার ভর্তি জামাকাপড়, অর্ধেক খেয়ে রেখে যাওয়া খাবারের প্লেট , পানির পট , শখের পেন্সিল বক্স , ড্রেসিং টেবিলে বেবি লোশন ,বেবি শ্যাম্পু ,
দেয়ালে হাসি হাসি মুখের দুষ্টু একটা জীবন্ত ছবি, স---ব আছে , স----ব!!
শুধু মানুষটা! সেই ছোট্ট মানুষটা!!
যাকে মুরগির ছানার মত মা আগলে আগলে রেখে এতটুকু বড় করেছে।
খুব আদর করে পরিয়ে দেওয়া পাঞ্জাবি গায়ে বাবা নামাজে নিয়ে গেছে কত শত জুম্মার দিন!
যেই বাচ্চাটা সামান্য একটু ব্যথা পেলে আগে মায়ের চোখে পানি আসত, যেই বাচ্চাটা মায়ের বেনী ছাড়া ঘুমাতো না, যেই বাচ্চাটা বাবা অফিস থেকে ফিরতে দেরী করছে বলে বারবার কল দিত...
ওরা কেউ নাই!!
অপরিসীম তাপ যন্ত্রণায় ছোট্ট নরম শরীর গুলো গলে গেছে ,পুড়ে গেছে! বেবি পাউডার এর ঘ্রাণ যাদের শরীর থেকে সরতো না , আজ সেখানে জায়গা করে নিয়েছে তীব্র পোড়া গন্ধ!
আর রয়ে গেছে শূন্য বাবা মায়ের কোল। খাক হয়ে যাওয়া হৃদয়!
ভয়াবহ দৃশ্য দেখে পানিশূন্য হয়ে যাওয়া কয় জোড়া চোখ!
আর কোনদিন "আম্মুউউউ আব্বুউউউ " ডান শুনবে না সেই কান জোড়া রয়ে গেছে!
আহ!! না জানি কত জোরে আম্মু আম্মু বলে বাচ্চা গুলো চিৎকার করছিল! দম বন্ধ হয়ে আসে ভাবতেই খোদা!
আমার রব! ওদেরকে আপনি জান্নাতের পাখি বানিয়ে দেন।আর ওই সুন্দর দৃশ্যটা সব বাবা মাকে একটা বার হলেও স্বপ্নে দেখায়ে দিয়েন। ওনাদের চোখ থেকে ওই পোড়া সন্তানের যন্ত্রণার দৃশ্য মুছে দেন আমার রব!
তাদেরকে ধৈর্য্য দেন , শোক সইবার শক্তি দেন। ওনাদের চূর্ন হৃদয় গুলো জোড়া লাগিয়ে দেন।আল্লাহুম আমিন!