Nila নীলা

Nila নীলা Welcome to our page. Our aim is to give you something new and good quality videos and reels.
(2)

আমাদের ইউটিউব চ্যানেল
14/08/2023

আমাদের ইউটিউব চ্যানেল

আমার সুন্দর মুহূর্ত গুলো

আমাদের YouTube চ্যানেল থেকে ঘুরে আসুন
07/08/2023

আমাদের YouTube চ্যানেল থেকে ঘুরে আসুন

আমার আগুনের চাই জমে জমে, কতো পাহাড় হয়ে যায়।

প্রাকৃতিক অপরুপ সৌন্দর্য গুলোর মধ্যে রংধনু একটি 💞💝
04/08/2023

প্রাকৃতিক অপরুপ সৌন্দর্য গুলোর মধ্যে রংধনু একটি 💞💝

আমাদের নতুন ভিডিও https://youtu.be/NxdJ2D1JZvI
09/10/2022

আমাদের নতুন ভিডিও

https://youtu.be/NxdJ2D1JZvI

শুধু তুই, শুধু তুই | Shudhu Tui Lyrics | Bangla Romantic Seen | Romantic Video

https://youtu.be/dJ5i-e8RkQg
08/10/2022

https://youtu.be/dJ5i-e8RkQg

আজকে আকাশের অবস্থা দেখে ভিডিও না করে পারলাম না । গ্রামের আকাশ । Village Video

07/10/2022

ঝর্ণা যেমন মিশে নদির সাথে । জীবনটা রেখে দিলাম তোমার হাতে 🥰🥰❤️❤️💜

07/10/2022

কথাটা হাস্যকর হোলেও সত্য ...!!!

06/10/2022

বলব কবে কাছে ডেকে, আমি তোমাকে ভালোবাসি। করেছে পাগল আমাকে, ওগো তোমার ওই মিষ্টি হাসি।

মুছে যাক গ্লানি,ঘুচে যাক জরা।
13/04/2022

মুছে যাক গ্লানি,
ঘুচে যাক জরা।

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন! 🇧🇩❤️
18/03/2022

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন! 🇧🇩❤️

16/03/2022

কিছু কিছু মানুষের কক্ষনো রিপ্লেসমেন্ট হয়না, কক্ষনো না। জীবন চলার পথে কত মানুষের সাথে আমাদের পরিচয় হয়। কেউ মনের গভিরে জায়গা করে নেয়। যার কারণে কখনো তারা জীবন থেকে সরে গেলে তাদের জায়গা খালিই থেকে যায়। তাদের জায়গা কেউ নিতে পারেনা।

আমাদের ইউটিউব চ্যানেলঃ https://youtu.be/rFQhkwxhJbU

15/03/2022

ছোট থেকেই আমরা একাডেমিক পড়াশোনাসহ সবখানেই একটা বিষয় পাই, যা হলো আমাদের জীবনের লক্ষ্য কি। তবে বেশির ভাগ সময়েই দেখা যায় আমরা পরিবার ও অন্যান্যদের চাওয়াসহ বইয়ের পাতাতেও ঘুরে ফিরে সেই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার লক্ষ্যেই আটকে যাই।

তবে আসলেই সবার পক্ষে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব? সকলের আগ্রহ, আকর্ষণ কিন্তু একই বিষয়ের উপর থাকে না। তাহলে কিভাবে লক্ষ্য নির্ধারণ করা উচিত? ভিডিওটি দেখুন ও কথাগুলো মাথায় রাখুন।

আজ পয়লা ফাল্গুন। কাল ভ্যালেন্টাইনস ডে। ===========================আজ পয়লা ফাল্গুন। কাল ভ্যালেন্টাইনস ডে। আমি এমনিতে এস...
14/03/2022

আজ পয়লা ফাল্গুন। কাল ভ্যালেন্টাইনস ডে।
===========================

আজ পয়লা ফাল্গুন। কাল ভ্যালেন্টাইনস ডে। আমি এমনিতে এসব দিনে খুব যে ভাবে থাকি তা নয়। নীল ঢিলে-ঢালা,আজানুলম্বিত একটা টিশার্ট,তাতে একটা থাম্বস-আপ চিহ্ন দেয়া। এটা পরেই বসন্ত-বরণে নামলাম ঢাকার রাজপথে। আজ নাহয় মনটা বসন্তের রঙ্গে রাঙ্গুক। দেহে শীতের বিদায়ের নীল। বাহ,পোশাক বিষয়ক ছোট এই জটিলতায় দামি দামি সব ভাবনা ভেবে নিলাম। অদিতির এই জামাটা একদমই পছন্দ না; পারলে পুড়িয়ে দেয়। সিদ্ধেশ্বরীর খন্দকার গলির সামনে দাড়িয়ে একটা ফোন দিলাম গাধাটাকে।

-অদিতি বাসায় তুই? -হুম -১৫ মিনিটের মধ্যে বেইলি রোডের প্রিয়দর্শনের নীচে আয়। -আমার রেডি হতেই তো ১৫ মিনিট লাগবে। -অতসত বুঝি না। ১৫ মিনিটের মধ্যে তর ভূগোল দেখতে চাই।

-আচ্ছা আসতেছি। এটুকু বলেই আমি রওনা হলাম আবার। ছোট-খাটো এই মেয়েটাকে কখন বলতে শুনিনি আমার ব্যাপারে একটা ভাল কথা বলতে। তাও ওকে কতটা ভাল লাগে তার পরিমাণটা কখনই হিসেব করা হয়নি। এসব ভাবতে ভাবতে বইঘর-মনোয়ারা হাসপাতাল একে একে পার করলাম। ঢাকার এই দিকটায় নারী জাতির আনাগোনা প্রবল। তাদের অনেকেই নিদাঘ হরিণী। এই বিশ্ব সুন্দরীদের কেউই আমাকে তাদের পটলচেরা চোখের আওতায় আনে বলে আমার মনে হয় না। আর কেউ আনলেও তা আমার কাকের নীড়ের মত চুলগুলোর জন্য। হাঁটতে হাঁটতে ভিএনসির কলেজগেটের সামনে পৌঁছলাম। এখানে ময়লার একটা বিশাল ডিপো আছে। সেখানে অজস্র কাক। একনাগারে বায়স পর্যবেক্ষণের এক পর্যায়ে আবিষ্কার করলাম কাকের কালটা অনেক বেশি বেপরোয়া। এই রঙ্গা জামা কোনো মেয়ে পরলে তার উরে যাবার অবস্থা হওয়ার কথা। কিন্তু বেচারা কাক এই রঙ নিয়েই বিপদে। আজ কাকের কা-কা শব্দটা বেশ ভাল লাগছে। খুব সম্ভবত পাখিগুলো তের পেয়েছে আজ বসন্ত। ধীরে ধীরে আর সামনে এগিয়েই যাচ্ছিলাম-হঠাৎ টান খেলাম।

-এখানে কি করিস? -কাক দেখি। -বসন্ত কোকিলের। -সেটা তো কাকের জন্যই হয়।

-হাইপোথেটিকাল কথা বলবি না একদম। মাইর খাবি।

-আচ্ছা। হঠাৎ খেয়াল করলাম অদিতি আজ একটা ময়ুর-রাঙ্গা ড্রেস পরেছে। মনে মনে ভাবলাম,বাহ মেয়েটার রুচি বেড়েছে। ভাবতে ভাবতে ময়ুর-কাকের মাঝে একটা অদৃশ্য প্রতিযোগিতা দাড় করে ফেলছিলাম। হঠাৎ আবার ডাক খেলাম।

-রিকশা নিয়েছি। আয়। আমি সুবোধ বালকের মত গিয়ে উঠলাম। -কই যাচ্ছি? -ধানমণ্ডি। -রাগ করেছিস? -না, আমার ফেইসটাই এমন।

-হ্যাঁ, এটা ঠিক, তুই দেখতে ভাল না। হাসলে হনুমানের মত লাগে। হঠাৎ হেসে উঠল ও। অর এই হনুমানবিক হাসিটা এক অদ্ভুত তৃষ্ণা জাগায়। ওকে কখনো বলা হয়নি। ভাবছি একদিন সাহস করে বলে দিব। আবার বললাম, -ভাল দেখা যাচ্ছে। -তোকে একদম জঘন্য।

-থ্যাংকস। তোর সাথে উঠেছি। আমাকে আর কে দেখবে।

-বিশ্ব-বাজারে তেলের অনেক দাম। স্বলপ মাত্রার বোল্ড হয়ে একটা কথাই বললাম-‘আচ্ছা’। এরকম হাবিজাবি বলতে বলতে রবীন্দ্র সরোবর থেকে একটু দূরে এসে নামলাম। বেইলি রোড থেকে ধানমণ্ডি-প্যারিস থেকে রোম। এখানকার বাতাসে নাইট্রোজেন আর অক্সিজেনের চেয়ে প্রেমের ঘনত্ব বেশি। আমি জিজ্ঞেস করলাম, -সবাই কি আমাদের কাপল ভাবছে?

-কে কি ভাবলো তাতে কি আসে যায়? -ভাবলে অবশ্য আমার স্ট্যান্ডার্ড বাড়ে।

-তোর স্ট্যান্ডার্ড বিএসটিআই ও বাড়াতে পারবে না। নগদে এই পচানি খেয়ে আমার মোটা চামড়ার মনের খানিকটা উঠে গেল। বাকি সারাটা দিন দুজন মিলে এখানে ওখানে ব্রাউনীয় গতিতে ঘুরাঘুরি করলাম। সন্ধ্যায় রিকশা করে ফিরে আসছিলাম। হঠাৎ ও বলল, -তোকে একটা গিফট দিব,নিবি?

-দে।

-আগে বল নিবি? -সন্দেহজনক। আচ্ছা দে। হঠাৎ ব্যাগ থেকে মোবাইল বের করে কী যেন করল। তারপর আবার ব্যাগে রেখে দিল। -কী গিফট বল? এর মধ্যেই মোবাইল ভাইব্রেট করে উঠল। মেসেজ এসেছে। আগ্রহভরে ওপেন করলাম। একটা মাত্র লাইন লেখা। “৪৮ কেজির এই বিশাল মানুষটা তোকে দিয়ে দিলাম।“ অবাক হলাম। ও ভাবছিলাম মেয়েটাকে আজ-কালের মধ্যেই বলে দিব। শেষ পর্যন্ত মেয়েটাই সাহস করে ফেলল। ওর দিকে একবার তাকালাম। সোডিয়াম আলোতে অদিতিকে মায়া-হরিনীর মত লাগল। উত্তর দেয়ার ভাষা হাতড়াতে থাকলাম। উহু, পেলাম না। তখন ভাষা ছেড়ে হাসি দিয়ে কাজটা সেরে নেয়ার চেষ্টা করলাম। সেটাও পারলাম না। ইচ্ছে করছিল মেয়েটার সরু কব্জিটা ধরে বসে থাকি। পরক্ষনেই ভাবলাম, “নাহ, হাত ধরাটা না হয় কালকের জন্যেই রেখে দেই।'

---বক্ররেখা

13/03/2022

জীবনে চলার পথে আমরা কত রকম ভুলই তো করে থাকি। কিন্তু এক সময় এমন কিছু ভুল আমাদের জীবনকে তছনছ করে দেয়। সবকিছু হারিয়ে নিজেকে বড্ড একা মনে হয় সেই সময়। মনে রাখতে হবে, জীবন যেহেতু একটাই, তাই ভুল যেটাই হোক জীবন সেখানেই শেষ হয়ে যায় না। বরং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে একই ভুল না করে এগিয়ে যাওয়ায় প্রধান লক্ষ্য হওয়া উচিত।

Follow us to be treated with more lessons like this.❤️

10/03/2022

ভালোবাসা কালো বিড়ালের মতো
- হুমায়ুন ফরিদী

Address

Natore, Rajshahi
Natore
6420

Alerts

Be the first to know and let us send you an email when Nila নীলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nila নীলা:

Videos

Share


Other Digital creators in Natore

Show All