Shoyaib's Mom

Shoyaib's Mom Assalamu alaikum. from this page I want to share islamic thoughts , parenting and village life style.

30/07/2025

যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তোমার হৃদয়কে তাদের মজলিসের কাছাকাছি রাখো। হতে পারে এর ফলে তোমার হৃদয়ের গাফিলতি কেটে যাবে এবং তা জেগে উঠবে। আর তোমার সত্ত্বাকে নেককারদের সেবায় নিয়োজিত রাখো। হতে পারে এর ফলে তোমার সত্ত্বা রব্বুল আলামীনের আনুগত্যে অভ্যস্ত হবে।

— আবু আল-আব্বাস ইবনে আতা (রহ.)
[সূত্র : হিলয়াততুল আউলিয়া, ১০/৩৩০]

28/07/2025
28/07/2025

ইসলামিক ভিডিও

28/07/2025

আল্লাহ আপনার হৃদয়কে এমনভাবে খুশি করে, সারিয়ে তুলবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। তিনি আপনাকে অলৌকিকতা দেখাবেন এবং তাঁর অনুগ্রহ দান করবেন তাই এই পর্যায়ে আপনি যত কষ্টে থাকুন না কেন, আপনাকে ভুলে যেতে দিবেন না যে আপনার রব আল্লাহ কতটা দয়ালু, কতটা দয়াবান এবং করুণাময়। আপনার দুঃখের অবসান হবে কেননা আল্লাহ জানেন আপনি খুব ক্লান্ত। জেনে রাখুন যে আপনি একা নন তিনি আপনার সাথে আছেন সবসময়ই!

28/07/2025

ধৈর্য ধরুন ♡

‎আপনার সময় আসবে, আল্লাহ আপনার জন্য আপনার সুখী পরিসমাপ্তি পাওয়ার উপায় তৈরি করবেন। আপনার জন্য আল্লাহ এবং তাঁর পরিকল্পনার উপর আস্থা রাখুন, দুঃখিত এবং অভিভূত হওয়া ঠিক আছে, তবে নিজেকে মনে করিয়ে দিন যে আল্লাহ সর্বদা আপনার জন্য যা ভালো তা করবেন।

‎আপনি যদি পিছনে ফিরে তাকান, আপনি দেখতে পাবেন যে প্রতিটি পরিস্থিতি থেকে আল্লাহ আপনাকে নিয়ে এসেছেন, হয় আপনাকে পরিবর্তন করেছেন, আপনাকে বেড়ে উঠতে সাহায্য করেছেন, আপনাকে শক্তিশালী করেছেন, আপনাকে একটি পাঠ শিখিয়েছেন বা আপনাকে একজন ভালো মানুষ করেছেন। তিনি যা কিছু করেন তাঁর একটি উদ্দেশ্য থাকে।

28/07/2025

চোখ দিয়ে পাপ বেশি করে দেখলে এবং হৃদয়ে পাপ বারবার জায়গা দিলে একটু একটু করে হৃদয় থেকে পাপের ভয়াবহতা দূর হয়ে যায়। একটা সময়ে এসে মানুষ পাপ দেখে, কিন্তু তার মনেই হয় না এগুলো পাপ। কারণ বারবার দেখতে দেখতে তার হৃদয় তাতে অভ্যস্ত হয়ে গেছে।

— ইবনুন নাহ্‌হাস (রাহিমাহুল্লাহ)
[সূত্র : তাম্বীহুল গাফিলীন, পৃ. ৯৩]

26/07/2025

আপনি হয়তো অনেক কষ্টে আছেন, কোন কিছুই ভালো যাচ্ছে না। কিন্তু এটা মনে রাখুন আল্লাহ কখনো কাউকে অকারণে কষ্ট দেন না। হয়তো এই কষ্ট আপনাকে আরও শক্ত করবে অথবা আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করছে তাই নামাজ ঠিকমতো পড়ুন এবং দুআ চালিয়ে যান।

25/07/2025

দরুদ পড়েছেন তো⁉️

‎দরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
‎(আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ)

‎অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রহমত ও শান্তি দান করুন।

‎— (সহীহুত তারগীব ওয়াত তারহীব : ১/২৭৩)

22/07/2025

অনেকদিন পরিত্যক্ত থাকার পর আমাদের বাড়ি যখন সাপের নির্ভয় আবাসস্থল হয়।।।

Address

Rajshahi
Natore
6430

Telephone

+8801322700680

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shoyaib's Mom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shoyaib's Mom:

Share

Category