30/07/2025
যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তোমার হৃদয়কে তাদের মজলিসের কাছাকাছি রাখো। হতে পারে এর ফলে তোমার হৃদয়ের গাফিলতি কেটে যাবে এবং তা জেগে উঠবে। আর তোমার সত্ত্বাকে নেককারদের সেবায় নিয়োজিত রাখো। হতে পারে এর ফলে তোমার সত্ত্বা রব্বুল আলামীনের আনুগত্যে অভ্যস্ত হবে।
— আবু আল-আব্বাস ইবনে আতা (রহ.)
[সূত্র : হিলয়াততুল আউলিয়া, ১০/৩৩০]