Jibon lifestyle vlog's

Jibon lifestyle vlog's This is official page (Ayat)
(1)

19/12/2024

Together 🤣

❤️আলহামদুলিল্লাহ কন্যা সন্তানের বাবা হলাম☺️🤲
16/10/2023

❤️আলহামদুলিল্লাহ কন্যা সন্তানের বাবা হলাম☺️🤲

16/09/2023

শুক্রবারে নাটোর ষ্টেশনের একি অবস্থা🤷‍♂️

14/03/2023
22/12/2022

🪧সাধারণ মানুষ চিন্তা করে শুধু সময় কাটানোর কথা, মহৎ মানুষ ভাবেন ব্যবহার করার কথা।🥀

03/11/2022

এক নজরে নাটোর
আয়তন ১৮৯৬.০৫ বর্গ কিলোমিটার
জনসংখ্যা (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী) ১৭০৬৬৭৩ জন; পুরুষ ৮৫৪১৮৩ জন,
মহিলা ৮৫২৪৯০ জন,
মুসলিম ১৫৯০৯১৯ জন (৯৩.২২%),
হিন্দু ১০৩৭৪৭ জন (৬.০৮%),
খ্রিস্টান ৮০৫৮ জন (০.৪৭%),
বৌদ্ধ ৭ জন (০.০০%),
অন্যান্য ৩৯৪৬ জন (০.২৩%),
বার্ষিক জনসংখ্যার বৃদ্ধির হার ১.৪০%,
বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার অনুযায়ী ২০১৬ সালের অনুমিত জনসংখ্যা ১৮২৬১৪০ জন
নির্বাচনী এলাকা ০৪টি;
(৫৮) নাটোর-১
(লালপুর-বাগাতিপাড়া),
(৫৯) নাটোর-২
(নাটোর সদর - নলডাঙ্গা),
(৬০) নাটোর-৩
(সিংড়া),
(৬১) নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম)
মোট ভোটার সংখ্যা ১০৫০২৭৩ জন;
পুরুষ ৫১৪১৮৬ জন,
মহিলা ৫৩৬০৮৭ জন
উপজেলা ০৭টি; নাটোর সদর, সিংড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম, লালপুর, বাগাতিপাড়া, নলডাঙ্গা
থানা ০৭টি; নাটোর সদর, সিংড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম, লালপুর, বাগাতিপাড়া, নলডাঙ্গা
পৌরসভা ০৮টি;
নাটোর (ক-শ্রেণী),
সিংড়া (ক-শ্রেণী),
গুরুদাসপুর (ক-শ্রেণী),
বড়াইগ্রাম (খ-শ্রেণী),
বনপাড়া (গ-শ্রেণী),
গোপালপুর (গ-শ্রেণী),
বাগাতিপাড়া (গ-শ্রেণী),
নলডাঙ্গা (গ-শ্রেণী)
ইউনিয়ন ৫২টি;
নাটোর সদর-৭টি,
সিংড়া-১২টি,
গুরুদাসপুর-৬টি,
বড়াইগ্রাম-৭টি,
লালপুর-১০টি,
বাগাতিপাড়া-৫টি,
নলডাঙ্গা-৫ টি
গ্রাম ১৪৩৪টি
সিটি কর্পোরেশন নাই
স্কুল প্রাথমিক বিদ্যালয় (সরকারি ও বেসরকারি)-৬৫৮টি,
নিম্ন মাধ্যমিক-৬৩টি,
মাধ্যমিক-২৫৮টি,
দাখিল মাদ্রাসা-১২১টি,
কমিউনিটি বিদ্যালয়-৩৭টি
কলেজ সরকারি ও বেসরকারি-১০৬টি,
মাদ্রাসা (আলিম, ফাজিল, কামিল)-২৬টি
মৌজা ১২৬৫টি
নদ-নদী
নন্দকুঁজা, বারনই, গোধাই, বড়াল, গুনাই, নারদ নদ
বদ্ধ জলমহাল ৬৬৯টি (২০ একরের উর্ধ্বে ও অনুর্ধ্ব ২০ একর)
উন্মুক্ত জলমহাল ১৪টি
হাট বাজার ১৭০টি
মোট জমি ফসলী জমি ৩০১৮৫৬ হেক্টর
মোট আবাদি জমি ১৫০৮৩৮ হেক্টর,
এক ফসলী ৩৪৬৭৫ হেক্টর,
দুই ফসলী ৮১৫১৫ হেক্টর,
তিন ফসলী ৩৪৪৪১ হেক্টর
ইউনিয়ন ভূমি অফিস ৫২টি
পাকা রাস্তা ৬৫৬.০০ কিলোমিটার
কাঁচা রাস্তা ২২৫১.৫০ কিলোমিটার
আবাসন/আশ্রায়ন প্রকল্প ০৯টি
আদর্শ গ্রাম ২৮টি
খেয়াঘাট/নৌকাঘাট ১১টি
দর্শণীয় স্থান
দিঘাপতিয়া রাজবাড়ী (উত্তরা গণভবন),
নাটোর রাজবাড়ী,
চৌগ্রাম জমিদার বাড়ী
আদিবাসী জনগোষ্ঠী ২০৫৩০ জন
জনসংখ্যার ঘনত্ব -
সংসদীয় আসন ০৪টি
ভৌগলিক অবস্থান ও আয়তন উত্তরে বগুড়া ও নওগাঁ জেলা,
পূর্বে সিরাজগঞ্জ ও পাবনা জেলা,
দক্ষিণে পাবনা ও কুষ্টিয়া জেলা,
পশ্চিমে রাজশাহী জেলা।
আয়তন ১৮৯৬.০৫ বর্গ কিলোমিটার

02/11/2022

স্ত্রী'র রাগ ভাঙ্গানো যদি
আপনার কাছে বিরক্তি'কর মনে হয়!!😶

তাহলে বাদ দেন ভাই!!🌸
স্বামী হওয়ার যোগ্যতা আপনার নাই!!❤️,🚫

25/10/2022

_"আপনার আজকের সবর..!!
আগামীকাল আপনার সাফল্যের কারণ হবে..!!!

_"ইনশাআল্লাহ!🌸🖤

22/10/2022

❤️❤️❤️Alhamdulillah❤️ ❤️❤️
Happy 1st Marriage Anniversary 🌺

সুখে দুঃখে কেঁটে গেলো ১টি বছর। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আল্লাহ যেনো এই ভাবে বেঁধে রাখেন সারাজীবন ৷😊
জীবনে প্রথম-দ্বিতীয় বলতে কিছু নেই; জীবনের শেষ প্রান্ত অব্দি যে থাকে সেই প্রথম!❤️

তুমি বরং আমায় বৃদ্ধ বয়সে ভালোবেসো, আমার সাথে না হয় তুমি শেষ হাসিটা হেসো 😊🥀😇

ধৈর্য, সম্মান, বিশ্বাস, ঠাট্টা, সুখ-দুঃখ আর মান অভিমান ভাগাভাগি করে পথ চলতে চলতে আল্লাহর রহমতে ১ টি বছর অতিক্রম করলাম ❤️🌺

Happy Marriage Anniversary wishes for my cutey queen❤️মা ফাতিমার অনুসারী -আল্লাহ তোমাকে কবুল করুক

"অসাধারণ কাউকে ভালোবাসার চেয়ে এমন এক সাধারণ মানুষকে ভালোবাসুন, যার কাছে আপনি অসাধারণ হয়ে থাকবেন"

❤️কোনো একটা অপূর্ণতা কষ্ট পাচ্ছি দুজনেই ❤😔আল্লাহ ভরসা❤️🥀

আল্লাহ পাক রাব্বুল আলামীন জীবনের শেষ মুহূর্তে পযন্ত আমাদের একসাথে থাকার তৌফিক দান করুক।
আমিন🤲🤲

সবাই আমাদের জন্য দোয়া করবেন..!❤️🤲

একটা প্রতিশ্রুতি 🥀
নিজেকে ইসলামের আলোতে আরো আলোক্রিত করো 🤲 আর সারাজীবন হাতটা শক্ত করে ধরে রাখার! 🖤🌺

ভালোবাসি --কলিজা❤️

❤️❤️❤️

21/10/2022

সুবহানআল্লাহ
পৃথিবীতে মোট
২২৮ টি দেশ নিয়ে পৃথিবী।
পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়।
ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। আল্লাহু আকবর।
প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই,ব্যাটেল জুইস এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি।
আল্লাহ তায়ালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন।
পৃথিবীর সবচেয়ে দ্রতগামী যান Apollo 11.
সেকেন্ডে চলে ১১ কিঃমিঃ বেগে।
মিনিটে চলে ৬৬০ কিঃ মিঃ বেগে
ঘন্টায় চলে ৩৯ হাজার কিঃমিঃ বেগে।
যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই Apollo 11 তে চড়ে যেতে চায়, সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর। যাহা কোন ক্রমেই সম্ভব নহে।
গ্যালাক্সি, সুপার নোভা,ব্লাক হোল এগুলো ১ম আকাশ নয়,
১ম আকাশের মহাশুন্য।
তারপর ১ম আকাশ।
তারপর ২য় আকাশের মহাশুন্য,
তারপর ২য় আকাশ।
তারপর ৩য় আকাশের মহাশুন্য,
তারপর ৩য় আকাশ।
তারপর ৪র্থ আকাশের মহাশুন্য,
তারপর ৪র্থ আকাশ।
তারপর ৫ম আকাশের মহাশুন্য,
তারপর ৫ম আকাশ।
৬ষ্ঠ আসমানে একটা গাছ আছে।
গাছটির নাম সিদরাতুলমুনতাহা।
বিশ্ব নবী( সাঃ) বলেছেন,তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়,বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর ২য় আসমানের তুলনায় ১ম আসমান ততো ছোট। আল্লাহু আকবর। ৭ম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ।
আরশের ভিতর আছে আল্লাহর কুরশি, আল্লাহর সিংহাসন।
আল্লাহর সিংহাসন কত বড়?
আল্লাহর সিংহাসনের উপর যদি সাত আসমান, সাত জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে, সাত আসমান, সাত জমিনও তদ্রূপ হারিয়ে যাবে।
আল্লাহু আকবর।
মালিক তোমার সৃষ্টি সম্পর্কে জানা ও বোঝার তাওফিক নসিব করো।

17/10/2022

বিয়ের ক্ষেত্রে নারী নিজেই পুরুষকে প্রস্তাব দেয়া সুন্নত!🙂

হযরত মোহাম্মদ (সাঃ).🖤


08/10/2022

দ্বীনি ভাই ও বোন বিয়ে টা করে ফেলুন ইনশা-আল্লাহ বরকত দিবেন আল্লাহ- তায়ালা💚❤️🥰




your lifeline🫢

06/10/2022

আলহামদুলিল্লাহ I am তো বিবাহিত ❤️🥰



"কুল্লু নাফসিন জাইকাতুল মাউত"!!"প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে,কেউ বাদ যাবে না"!!🌿"------[সূরা আল-ইমরান...
02/10/2022

"কুল্লু নাফসিন জাইকাতুল মাউত"!!
"প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে,কেউ বাদ যাবে না"!!
🌿"------[সূরা আল-ইমরান]
"Every soul shall taste Death"!!

একাকীত্ব হলে কেন যে, সবচেয়ে বেশি স্মরণ হয় 😓
🌸হঠাৎ একদিন ডাক চলে আসবে....চলে যাবো না ফেরার দেশে🙂
যদি কখনো চলে যাই ওপারে,
হাদিয়া হিসাবে দোয়া পাঠিয়ে দিও আমার কবরে।💝এছাড়া আর কিছু চাওয়ার নাই🌸🥀🌿
𝐈 𝐋𝐨𝐯𝐞 𝐀𝐥𝐥𝐚𝐡 - أنا أحب الله

Follow Page :👉 Jibon BD 360

Address

Natore

Website

https://www.facebook.com/profile.php?id=100082919335494

Alerts

Be the first to know and let us send you an email when Jibon lifestyle vlog's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jibon lifestyle vlog's:

Share

Category