04/03/2023
এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁ*সি - মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী। Ek Kalemay Ruti Ruji ar ek Kalemai Fasi Maolana Muhaddis Amirul Islam Belali
বিবরণ:
আলোচিত গজল "এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি!" মানতে নারাজ হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা এর দাবী এই গজলের মাধ্যমে কালেমাকে বিভক্ত করা হচ্ছে, এর প্রেক্ষিতে নাশীদটির আসল ব্যাখ্যা দিলেন মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী, সাতক্ষিরা তিনি আরো বলেন, যার এই কথা সহ্য হয় না সে একটা ভন্ড!।
"তরঙ্গ মিডিয়া" ফেসবুক পেজে আপলোডকৃত সমস্ত ভিডিও এই পেজের নিজস্ব। "তরঙ্গ মিডিয়া" চ্যানেলের বা ফেসবুক পেজে কোন ভিডিও সম্পূর্ণ বা আংশিক কোন ইউটিউব চ্যানেল বা অন্য কোন সোশ্যাল মিডিয়ায় আপলোড করা সম্পূর্ণ নিষিদ্ধ। ভিডিওটি ভাল লাগলে শেয়ার করে ইসলাম প্রচারে শরীক হবেন।
This Product © all the Copyright reserved by “Taranga Media”. Any unauthorized reproduction, redistribution, or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!