14/03/2025
একদিন সব ঠিক হয়ে যাবে,তবুও আমার মনে থাকবে,খাবার খেতে বসেও কেঁদেছিলাম,নিজেকে কোন ভাবেই আটকে রাখতে পারেন নি,তবুও আমার মনে থাকবে দুর্দিনে সবচেয়ে কাছের মানুষগুলোই অবহেলায় ছেড়ে গিয়েছিলো,আমার মনে থাকবে কত রাত,আমি এক ফোটাও ঘুমাতে পারেন নি,বিছানায় এপাশ ওপাশ করে কত নির্ঘুম রাত কাটিয়েছি,তবুও আমার মনে থাকবে বিষন্ন বিকেল গুলোতে কেউ আমার পাশে ছিলো না,কেউ না,সব ঠিক হয়ে যাবে,আবার হয়তো হবে না,তবে কিছু মানুষ,তাদের কিছু কথা,ব্যবহার,কিছু মুহূর্ত আমার সারাজীবন মনে থেকে যাবে,আমি খুব করে চাইলেও তা ভুলতে পারবো না,কখনই না ✍️💔