মহামান্য আদালত

মহামান্য আদালত I am not Beautiful 🙂
I am not perfect 🙆‍♂️
I am not intelligent,,🧠👀 That's Maybe Truth 🥰
But i am not fake😇💝💪🥀

লালপুরে আজ বৃহস্পতিবার ২৬ জুন বাবা ও মেয়ে একসাথে HSC পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর আগে দুজনই একসাথে SSC পরীক্ষা দিয়েছেন.,,,! ...
28/06/2025

লালপুরে আজ বৃহস্পতিবার ২৬ জুন বাবা ও মেয়ে একসাথে HSC পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর আগে দুজনই একসাথে SSC পরীক্ষা দিয়েছেন.,,,!

আলহামদুলিল্লাহ! মিস হওয়া পরীক্ষা দিতে পারবেন সেই শিক্ষার্থী! 🙂❤️
27/06/2025

আলহামদুলিল্লাহ! মিস হওয়া পরীক্ষা দিতে পারবেন সেই শিক্ষার্থী! 🙂❤️

প্রথম পিরিয়ডেই হারিয়ে গেল একটি জীবন — কে নেবে এই দায়?কুমারী একটি মেয়ে, বয়স মাত্র তেরো কিংবা চৌদ্দ। জীবনের প্রথম পিরিয়ড শ...
27/06/2025

প্রথম পিরিয়ডেই হারিয়ে গেল একটি জীবন — কে নেবে এই দায়?

কুমারী একটি মেয়ে, বয়স মাত্র তেরো কিংবা চৌদ্দ। জীবনের প্রথম পিরিয়ড শুরু হয়েছিল কিছুদিন আগে। শুরু থেকেই তার শরীর দুর্বল হয়ে পড়ছিল ধীরে ধীরে। জ্বর, পেটে ব্যথা, অবিরাম রক্তপাত—সব মিলিয়ে সে প্রায় দশ দিন ধরে বিছানায় পড়ে ছিল। পরিবারের লোকজন প্রথমে বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি। ভাবছিল, "মেয়েদের এমন তো হয়ই!"

কিন্তু অবস্থার অবনতি ঘটতেই শুরু হয় দুশ্চিন্তা। একসময় এমন জায়গায় গিয়ে পৌঁছায়, যখন আর কিছু করার থাকে না। বাধ্য হয়ে মেয়েটিকে বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক জানালেন—মেয়েটি মারাত্মক রক্তশূন্যতায় ভুগছে। জরুরি ভিত্তিতে রক্ত দরকার, তার ব্লাড গ্রুপ AB+।

রক্ত জোগাড় করে রাত ১টার দিকে তাকে রক্ত দেওয়া হয়। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। তার শরীর সেই রক্ত নিতে পারেনি। কারণ, সেই ছোট্ট মেয়েটি এরই মধ্যে নিঃশব্দে প্রাণ হারিয়েছে—রক্তশূন্যতার কারণে।

ঘটনাটি সুন্দরবনের একেবারে কোলঘেঁষা, প্রত্যন্ত একটি গ্রামের। মেয়েটির বাড়ি থেকে জঙ্গল মাত্র ২০ গজ দূরে, মাঝখানে শুধু একটি নদী। পল্লিবিদ্যুৎ এসেছে মাত্র চার বছর আগে। এখনো নেই পাকা রাস্তা, নেই কোনো আধুনিক চিকিৎসা ব্যবস্থা।

এই অঞ্চলে ‘মাসিক’ শব্দটি এখনো উচ্চারণযোগ্য নয়। এটি যেন এক অপবিত্র, লজ্জাজনক, নিষিদ্ধ কোনো ঘটনা। এখানকার মেয়েরা এখনো পিরিয়ডকালীন সময়ে স্যানিটারি প্যাডের পরিবর্তে ব্যবহার করে নোংরা, বারবার ব্যবহৃত ন্যাকড়া। স্বাস্থ্য সচেতনতার অভাব এতটাই, যে একজন কিশোরী পিরিয়ডের সময় অবিরাম রক্তপাতেও সাহায্য চাইতে পারেনি।

হয়তো অনেকে বলবেন, পরিবারের দোষ। তারা কেন বুঝল না? কেন গুরুত্ব দিল না? তাদেরও যদি জিজ্ঞেস করা হয়, উত্তর আসবে—তারা জানেই না এসব ব্যাপার। এই অঞ্চলে শিক্ষার হার বলতে গেলে ২ শতাংশেরও কম। এখানকার মহিলারা আধুনিকতা বা শহরের সুযোগ-সুবিধা দেখেছে কেবল টেলিভিশন বা মোবাইল ফোনের পর্দায়।

আমরা আজ ২০২৫ সালে বাস করছি—যেখানে চাঁদের বুকে ঘর বানানোর স্বপ্ন বাস্তব হতে চলেছে, নারীরা মহাকাশে যাচ্ছে, প্রযুক্তি পৌঁছে গেছে আঙুলের ডগায়। অথচ এমন এক সময়ে, এমন উন্নত বিশ্বের পাশে—একটি কিশোরী মারা যায় শুধুমাত্র পিরিয়ডের সময় যথাযথ যত্ন না পাওয়ার কারণে।

পিরিয়ড কোনো অভিশাপ নয়। এটি একটি মেয়ের জীবনের এক গৌরবময় সূচনা—নারীত্বের পথে প্রথম পদক্ষেপ।

পরীক্ষার কেন্দ্র পরিদর্শন  ছাত্রদল নেতার।নাটোরে পরিক্ষা কেন্দ্রে জনসাধারণের প্রবেশ নিশেধ থাকলেও থেমে নেই ছাত্রদল নেতার প...
26/06/2025

পরীক্ষার কেন্দ্র পরিদর্শন ছাত্রদল নেতার।
নাটোরে পরিক্ষা কেন্দ্রে জনসাধারণের প্রবেশ নিশেধ থাকলেও থেমে নেই ছাত্রদল নেতার পরিক্ষা কেন্দ্র পরিদর্শন।
জানা যায়, নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের পরিক্ষা চলাকালীন সময়, ছাত্রদলের বনপাড়া পৌর যুগ্ম আহবায়ক রাকিব সরদার, পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) ছবি ভাইরাল হওয়ার পরে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পাটোয়ারী ফিলিং স্টেশন সংলগ্ন বনলতা মসলা মিলের ফাঁকা মাঠ থেকে নিখোঁজের ৬ ঘন্টা পর শিশুর রক্তাক...
26/06/2025

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পাটোয়ারী ফিলিং স্টেশন সংলগ্ন বনলতা মসলা মিলের ফাঁকা মাঠ থেকে নিখোঁজের ৬ ঘন্টা পর শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার।

21/06/2025

বোকা হও অসুবিধা নেই
তবে ৪ অক্ষর হইয়ো না...!!🙂

11/06/2025

ঈদের দাওয়াতে না যাওয়ায় বাড়িতে এসে জামাইকে পিটিয়ে আহত করেছে শ্বশুরবাড়ির লোকজন। এ সময় বাধা দিতে গেলে জামাইয়ের ভগ্নিপতি ও মাকেও পিটিয়েছে তারা । জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ কাঠারবিল গ্রামে এ ঘটনা ঘটে।

বড়াইগ্রাম পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট পাশ,,,,,,,,,নাটোরের বড়াইগ্রাম পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরে ৫১ কোটি ৫৪ ল...
10/06/2025

বড়াইগ্রাম পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট পাশ,,,,,,,,,

নাটোরের বড়াইগ্রাম পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরে ৫১ কোটি ৫৪ লাখ ৮০ হাজার ৪১২ টাকার উন্মক্ত বাজেট পেশ করা হয়েছে। গতকাল রবিবার পৌর মিলনায়তনে আয়োজিত বাজেট সভায় প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস এ বাজেট পেশ করেন। এ সভায় উপ-সহকারি প্রকৌশলি নুরুল ইসলামের সঞ্চালনায় সাবেক মেয়র ও উপজেলা জামাতের সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক,,,,,,পৌর বিএমপির সাবেক সভাপতি ইসাহাক আলি, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

10/06/2025

Breaking News....
ক/রো/ না প্রতিরোধে আবারো অনলাইন ক্লাসে যেতে পারে শিক্ষা প্রতিষ্ঠান ....

নাটোরে জন্ম নিলো এক অদ্ভুত শিশু,। চারটি হাত,,,চারটি পা,,,,দুটি মাথা,,,দুটি চেহারা দুই পাশে,,,,😳
30/05/2025

নাটোরে জন্ম নিলো এক অদ্ভুত শিশু,। চারটি হাত,,,চারটি পা,,,,দুটি মাথা,,,দুটি চেহারা দুই পাশে,,,,😳

26/05/2025

বাংলাদেশ এর দ্বিতীয় স্বাধীনতা কবে,,,????

23/03/2025

Address

Natore

Website

Alerts

Be the first to know and let us send you an email when মহামান্য আদালত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share