Jonakir Alo

Jonakir Alo Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jonakir Alo, Digital creator, Natore.

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। যাবতীয় প্রশংসা আল্লাহ তা'আলার, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। যিনি বিচার দিনের একমাত্র মালিক। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য চাই।

07/12/2025
05/12/2025
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
04/12/2025

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

30/11/2025

#যমুনা নদীর বুকে বিচরণ

কাজের জিনিস
29/11/2025

কাজের জিনিস

♥️♥️♥️জুম্মা মোবারক♥️♥️♥️শুক্রবার দুরুদ পাঠের দিন।নিশ্চয় আল্লাহ ও তাঁর ফেরেশতারা নবীর প্রতি রহমত বর্ষণ করেন। হে মুমিনগণ!...
28/11/2025

♥️♥️♥️জুম্মা মোবারক♥️♥️♥️
শুক্রবার দুরুদ পাঠের দিন।

নিশ্চয় আল্লাহ ও তাঁর ফেরেশতারা নবীর প্রতি রহমত বর্ষণ করেন। হে মুমিনগণ! তোমরা নবীর প্রতি দরূদ ও সালাম পাঠ করো।
(সূরা আল-আহযাব, আয়াত ৫৬)

রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন:

পৃথিবীতে যেখানেই তোমরা থাক, আমার ওপর তোমাদের দরূদ আমাকে পৌঁছানো হয়।
— (সুনান আবু দাউদ ২০৪২)

اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ ﷺ

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ

হে আল্লাহ! আমাদের নবী মুহাম্মদ (সাঃ)–এর ওপর রহমত ও শান্তি বর্ষণ করুন।

চান্দু স্টেডিয়াম, বগুড়া
28/11/2025

চান্দু স্টেডিয়াম, বগুড়া

আল্লাহ হেফাজত করুন, আমিন।
25/11/2025

আল্লাহ হেফাজত করুন, আমিন।

✨ লবঙ্গ গ্লাস স্কিন স্লিপিং মাস্ক ✨রাতে মাত্র ১ মাস্কেই ত্বক হবে গ্লোয়িং, মসৃণ ও দাগহীন! 🌙💧🧴 উপকরণ:গ্লিসারিন – ২–৩ চামচ...
22/11/2025

✨ লবঙ্গ গ্লাস স্কিন স্লিপিং মাস্ক ✨
রাতে মাত্র ১ মাস্কেই ত্বক হবে গ্লোয়িং, মসৃণ ও দাগহীন! 🌙💧

🧴 উপকরণ:

গ্লিসারিন – ২–৩ চামচ

লবঙ্গ – ৮–১০টি

গোলাপ জল – ১ চামচ

অ্যালোভেরা জেল – ১ চামচ

👉 সব উপকরণ একসাথে মিশিয়ে ঢেকে সারারাত রেখে দিন, যাতে লবঙ্গের গুণ ভালোভাবে মিশে যায়।

💁‍♀️ ব্যবহারের নিয়ম:
1️⃣ রাতে ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন।
2️⃣ তোয়ালে দিয়ে হালকা চাপ দিয়ে পানি মুছে নিন।
3️⃣ তৈরি করা স্লিপিং মাস্কটা মুখে পাতলা করে লাগান (চোখ ও ঠোঁটের চারপাশে নয়)।
4️⃣ সারা রাত রেখে সকালে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
5️⃣ টানা ৭ দিন ব্যবহার করলে স্কিনে স্পষ্ট পরিবর্তন দেখবেন! 💫
6️⃣ ফ্রিজে রেখে ৫–৬ দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে।

⚠️ সতর্কতা:

প্রথমবার ব্যবহারের আগে প্যাচ টেস্ট করুন ।

যাদের ত্বক অতিরিক্ত সেনসিটিভ বা লবঙ্গে অ্যালার্জি আছে, তারা ব্যবহার থেকে বিরত থাকুন ।

চোখে লাগতে দিবেন না, জ্বালা করলে সাথে সাথে ধুয়ে ফেলুন ।

ব্রণ ইনফ্লেমড বা ব্যথাযুক্ত হলে আগে ডাক্তারের পরামর্শ নিন ।

গর্ভবতী বা স্তন্যদানকারী মা হলে নতুন কিছু ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নিন।

দিনে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করেন, তবেই রেজাল্ট স্থায়ী হবে। ☀️

22/11/2025

এভাবেই এক মহাকম্পন মহাপ্রলয়ে রূপ নেবে একদিন।

সেদিন সম্পর্কে মহান আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ংকর ব্যাপার (সূরা হাজ্জ: ১)।

ভূমিকম্পের মাত্রা আরেকটু বেশি হলেই হয়তো আমাদের অনেকের জীবনের শেষ দিন হতো আজ।

আজকে ভূমিকম্প অনেক বড় সতর্কবার্তা রেখে গেল আমাদের জন্য।

আসুন, বিলম্ব না করে আল্লাহর দিকে সমর্পিত হই। তাওবা করি। প্রস্তুত হই।🙏🙏🙏🙏

জবা ফুল (জবা) চুলের জন্য বেশ উপকারী এবং এটি চুল পড়া কমানো, খুশকি দূর করা এবং চুল নরম ও উজ্জ্বল করতে সাহায্য করে। জবা ফু...
21/11/2025

জবা ফুল (জবা) চুলের জন্য বেশ উপকারী এবং এটি চুল পড়া কমানো, খুশকি দূর করা এবং চুল নরম ও উজ্জ্বল করতে সাহায্য করে। জবা ফুলের উপকারিতা এবং ব্যবহারের উপায় নিচে দেওয়া হলো:
উপকারিতা:
চুল পড়া রোধ: জবা ফুল এবং পাতা অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ যা চুলকে মজবুত করে এবং পড়া রোধ করে।
চুলের বৃদ্ধি: এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে, যা চুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে।
খুশকি নিয়ন্ত্রণ: জবা ফুলের অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য খুশকি এবং মাথার ত্বকের চুলকানি নিয়ন্ত্রণে সহায়তা করে।
চুল কন্ডিশনিং: এতে প্রাকৃতিক কন্ডিশনিং বৈশিষ্ট্য রয়েছে যা চুলকে নরম, মসৃণ এবং পরিচালনাযোগ্য করে তোলে।
অকাল পাকা রোধ: জবা ফুল চুলের প্রাকৃতিক রঙ বজায় রাখতে সাহায্য করে এবং অকাল পেকে যাওয়া রোধ করে।
ব্যবহারের উপায়:
জবা ফুল বিভিন্নভাবে চুলে ব্যবহার করা যেতে পারে:
জবা ফুলের তেল:
একটি পাত্রে নারকেল তেল বা জলপাই তেল নিন।
এতে কয়েকটা জবা ফুল ও পাতা যোগ করুন এবং তেল গরম করুন যতক্ষণ না ফুলগুলো কালো হয়ে যায়।
তেল ঠান্ডা হলে ছেঁকে নিন এবং একটি বোতলে সংরক্ষণ করুন।
এই তেলটি নিয়মিত মাথার ত্বকে ম্যাসাজ করে লাগান এবং কয়েক ঘণ্টা বা সারা রাত রেখে দিন।
পরদিন সকালে হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
জবা ফুলের হেয়ার প্যাক:
কয়েকটা জবা ফুল ও পাতা পিষে একটি মসৃণ পেস্ট তৈরি করুন।
এই পেস্টের সাথে দই, মেথি গুঁড়া বা অ্যালোভেরা জেল মিশিয়ে নিন।
মিশ্রণটি চুল এবং মাথার ত্বকে ভালো করে লাগান।
৩০-৪৫ মিনিট রেখে দিন।
তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন এবং শ্যাম্পু করুন।
জবা ফুলের জল দিয়ে চুল ধোয়া (হেয়ার রিনস):
কিছু জবা ফুল ও পাতা জলে ফুটিয়ে নিন।
জল ঠান্ডা হলে ছেঁকে নিন।
শ্যাম্পু করার পর এই জল দিয়ে শেষ ধোয়া হিসেবে চুল ধুয়ে নিন। এটি চুলকে কন্ডিশন করবে।
নিয়মিত ব্যবহারে আপনি চুলের স্বাস্থ্য এবং টেক্সচারে উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করতে পারেন।

Address

Natore
6400

Telephone

+8809638170817

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jonakir Alo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jonakir Alo:

Share