02/12/2025
নাটোরে শিক্ষকদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্মারকলিপি প্রদান
তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে স্মারকলিপি দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) নাটোর জেলার ডিসির মাধ্যমে এ স্মারকলিপি দেন জেলার প্রাথমিক সহকারী শিক্ষক নেতারা।
স্মারকলিপিতে অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ১০ নভেম্বরের সংবাদ বিজ্ঞপ্তি বাস্তবায়নের দাবি তুলে ধরা হয়।
তাদের দাবিগুলো হলো- সহকারী শিক্ষকদের আপাতত ১১তম গ্রেডে উন্নীতকরণ, উচ্চতর গ্রেড সংক্রান্ত সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।
এছাড়া স্মারকলিপিতে গত ৮ নভেম্বরে ঢাকায় শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের হামলায় আ.হ.ত শিক্ষকদের রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসার ব্যবস্থা এবং ওইদিন আহত হয়ে পরে মৃ.ত্যু.বরণ করা শিক্ষিকা ফাতেমা আক্তারের পূর্ণ পেনশন দেওয়ার দাবি জানানো হয়।
নাটোর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়ার নেতৃত্ব দেন, প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের জেলা সভাপতি মো. আব্দুল জব্বার ও সাধারণ সম্পাদক মো. সেলিম শেখ।
স্মারকলিপি প্রদানের আগে তারা নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন।
🎄
🎄
🎄
🎄
🎄