Islamic Tv Natore

Islamic Tv Natore Islamic tv Natore ❣️...Favorite Quotes
The holy Quran & Sunnah
Our way To jannah.

প্রশ্ন-৬১: আমি ইউনিভার্সিটিতে একটা  গুরুত্বপূর্ণ সাবজেক্টে পড়ি। আমি হিজাব পরিধান করতে পছন্দ করি। কিন্তু ইউনিভার্সিটির পর...
09/08/2025

প্রশ্ন-৬১: আমি ইউনিভার্সিটিতে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টে পড়ি। আমি হিজাব পরিধান করতে পছন্দ করি। কিন্তু ইউনিভার্সিটির পরিবেশ এবং আমার আনুষঙ্গিক অবস্থা এরকম যে, হিজাব পরিধান করে গেলে অনেকে আমাকে টিজ করে, অনেকে আমাকে নিরুৎসাহিত করে, মন্দ কথা বলে। এক্ষেত্রে আমি কী করতে পারি?

উত্তর: বর্তমানে একদিকে অনেক অমুসলিম মহিলা ইসলামের হিজাব দেখেই মুসলিম হচ্ছেন। ইউরোপে, আমেরিকায় সব জায়গাতেই হচ্ছে। আরেকদিকে অনেক মানুষই হিজাব দেখে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছেন। এমনকি অনেক মুসলিমও হিজাবকে ঘৃণা করেন। অমুসলিমরা অনেকেই না বুঝে করেন। এক্ষেত্রে অনেক ̧লো বিষয় করণীয় রয়েছে। তার প্রথম হল, হিজাব বিষয়ে আমাদের সচেতন হওয়া। আমি অনেক আগে একজন আমেরিকান মহিলা, নাওমি উলফ, তার একটা আর্টিকেল পড়েছিলাম। ভদধমহিলার আর্টিকেলের নাম হল দ্যা ভেইল্ড মডেস্টি (পর্দায় ঢাকা সতিত্ব)। তো উনি এ প্রবন্ধে লেখেছেন, ‘আমরা পাশ্চাতে ̈র মানুষেরা হিজাবকে ঘৃণা করি এবং এটাকে সাগ্রিগেশনের একটা সিম্বল মনে করি। জুলুমের একটা প্রতীক মনে করি। আর আমরা বিশ্বাস করি,কোনো সচেতন নারী হিজাব করেন না। যারা করেন তারা সেকেলে। স্মার্ট না বলেই তারা এ ̧লো ঢেকে ঢুকে চলেন। তবে এই ব্যাপারে একটু ফিল্ড ওয়ার্ক করার জন্য আমি সিদ্ধান্ত নিয়ে উত্তর আফ্রিকার মরক্কো, তিউনেশিয়া, আলজেরিয়া, মিসরসহ বিভিন্ন দেশে সফর করলাম। সে সকল দেশের বাজারে হিজাব পরিহিত মেয়েদেরকে আমি টার্গেট করে তাদের সাথে পরিচয় করে সুযোগমত তাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করলাম। আমার উদ্দেশ ̈ হল, পর্দার বাইরে তারা কেমন, সেটা দেখা এবং তাদের পারিবারিক জীবন সম্পর্কে জানা।’ তিনি বললেন, ‘আমি যখন এসকল মেয়েদের বাড়িতে গেলাম তখন দেখলাম, মেয়ে ̧লোর মোটেও স্মার্টনেসের ঘাটতি নেই। পোশাক-আশাকগুলো, পর্দার নিচে যেটা, এটা স্মার্ট, ম্যাচিং আছে। তাদের কসমেটিক এর সবই আধুনিক। আধুনিকতার মানে তারা পরিপূর্ণ। তবে এতে প্রমাণ হল যে, আধুনিকতার অভাবে তারা
বোরকা পরছেন না। ভাবতই তারা বোরকা পরছেন।’ তাদের ভেতরে, নাওমি উলফ লেখেছেন, ‘আমি দুইটা জিনিস ব্যতিক্রম পেলাম। একটা হল আমরা পাশ্চাত্যের মেয়েরা যারা খোলা থাকতে ভালোবাসি, আর খোলা থাকার কারণে খোলা দেহটা আমাদের মেকআপ করতে হয়।
ব্যাপকভাবে। এতে কী হয়? মেকআপ না করলে আমাদেরকে ভালো দেখায় না। খুব অড লুকিং লাগে। আর পর্দানশীল মেয়েদেরকে দেখলাম, তাদেরই স্কিন্টা অত্যন্ত কমনীয়। তারা এঞ্জেলিক। অর্থাৎ মেকআপ ছাড়াই তারা যখন বোরখা খোলেন, আমার সামনে স্বাভাবিকভাবে আসেন, তাদের স্কিন্টা অত্যন্ত সুন্দর এবং কমনীয়। তারা ফর্সা না কালো এটা বড় নয়। তাদের স্কিনে যে কমনীয়তা, দেহের যে কমনীয়তা এটা এঞ্জেলিক।
এটা পর্দার কারণেই হয়েছে। আরেকটা হল দাম্পত ̈ জীবনে। আমরা পাশ্চাতে ̈ যেহেতু
খোলামেলা সমাজে বাস করি, সারা দিনেই আমাদেরকে বিভিন্ন নারী পুরুষ একসাথে মিশতে হয়। বিবাহিত জীবন থাকলেও স্বামী-স্ত্রীর মাঝে আকর্ষণ খুবই কম থাকে। একটা নরমাল প্রাতিষ্ঠানিক মনে হয়। অফিশিয়াল মনে হয়। কিন্তু পর্দাশীল পরিবার ̧লোতে স্বামী-স্ত্রীর ভেতরে
সম্পর্কটা আরো অনেক গভীর বলে তার কাছে মনে হয়েছে। পর্দা সম্পর্কে এই যে একজন পাশ্চাতে ̈র নারীর মূল্যায়ন, এটা আমাদের বুঝতে হবে। পর্দার উপকারিতা আমাদের অনুধাবন করতে হবে। পর্দা যে আল্লাহর ফরয বিধান, এর মাধ্যমে আমরা আল্লাহ তা‘আলার সন্তুষ্টি এবং দুনিয়ার নিরাপত্তা লাভ করছি, এটা অনুভব করতে হবে এবং মানুষদেরকে
সুন্দরভাবে বোঝাতে হবে, চেষ্টা করতে হবে। আর দীন পালনের ক্ষেত্রে প্রতিক‚লতা তো আসতেই পারে। মানুষ বুঝে না বুঝে করতেই পারে। এগুলোকে আল্লাহর পক্ষ থেকে দেয়া নিআমত হিসাবে গ্রহণ করতে হবে।

09/08/2025

আমাদের মধ্যে আল্লাহ্‌র ওলিদের আলামত কি?
ডঃ খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ

08/08/2025
04/08/2025

গোনাহ থেকে বাচার উপায়।
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ

যে মুসীবতই আপতিত হয়…
04/08/2025

যে মুসীবতই আপতিত হয়…

03/08/2025

এটির নাম হল ঈমান।
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ.

30/07/2025

আমাদেরকে এটি বাতিল করতে হবে।
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ

25/07/2025

এটির কারনে আল্লাহ্‌ আমাদের পুরো বাড়ির উপর বরকত দিবেন।
ডঃ খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ

Address

Natore
1440

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Tv Natore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic Tv Natore:

Share