25/08/2025
মাঝে মাঝে মনে হয়—এমন জীবনই আসলে সবচেয়ে সুন্দর।
একটা জীবন, যেখানে নেই অকারণ ঝামেলা,
নেই অতিরিক্ত চাওয়া-পাওয়ার ক্লান্তি।
শুধু আছে—নিজের ভেতরে নিজেকে খুঁজে পাওয়ার
এক বিশাল সুযোগ।
কল্পনা করো তো—
যেখানে ভোরের শিশির ভেজা মাঠে হেঁটে বেড়ানো যায়,
আকাশ ভরা পাখির ডাক শুনে দিন শুরু হয়,
আর সন্ধ্যার বাতাসে নিঃশব্দে ডুবে যাওয়া যায় নিজের ভেতরে।
কোনো দৌড় নেই, প্রতিযোগিতা নেই,
শুধু শান্তি…
শুধু প্রশান্তি।
আমরা কত কিছু চাই জীবনে—
কত স্বপ্ন দেখি, কত আশা গড়ে তুলি।
কিন্তু যখন সবকিছু ভেঙে চুরমার হয়,
তখন আমরা নিঃস্ব হয়ে যাই।
তারপর আবার দৌড়াই, আবার চেষ্টা করি,
কখনো সফলও হই,
আর সেখানেই শুরু হয় নতুন এক দুঃস্বপ্ন—
অর্থ, খ্যাতি আর সম্পদের লোভ।
এই লোভে দৌড়াতে দৌড়াতে
আমরা ধীরে ধীরে ভুলে যাই—
আমাদের আসল পরিচয়টা আসলে কে!
শান্তি খুঁজতে খুঁজতে,
আমরা শান্তির পথটাই হারিয়ে ফেলি।
আর শেষে বেঁচে থাকি শুধু একরাশ ক্লান্তি নিয়ে।
জীবন তখন হয়ে যায় তিক্ত।
আমরা চাই পৃথিবীর সবচেয়ে উঁচুতে উঠতে,
চাই এমন উচ্চতায় দাঁড়াতে
যেখানে অন্য কেউ পৌঁছাতে পারবে না।
তখন সাধারণ মানুষদের সাধারণ জীবনকে তুচ্ছ মনে হয়।
কিন্তু যখন সে উচ্চতায় পৌঁছাতে পারি না,
যখন হেরে যাই জীবনের যুদ্ধে,
তখন ক্লান্ত মন চায় ফিরে আসতে
সেই সাদামাটা, সরল জীবনে।
কিন্তু আফসোস—
তখন সেই জীবন আর সহজে ফেরা যায় না।
কখনো কি ভেবেছো—
আমরা এই পৃথিবীতে কেন এসেছি?
কি করার জন্য এসেছি, আর কি-ই বা করছি?
এ প্রশ্নের জবাব কি আমাদের কাছে আছে?
না।
আমাদের কাছে আছে শুধু অভিযোগ,
হাজারো আক্ষেপ আর অপূর্ণতা।
একটা জিনিস চাই, সেটা পেলেই আরেকটা চাই।
আবার চাই।
আমাদের চাওয়ার সীমা নেই।
আর সেটা পেতে গিয়ে কত অন্যায়, কত অন্যায়ই না করি—
তবুও বুক একটুও কাঁপে না।
অথচ দেখো—
একজন গ্রাম্য ছেলেকে,
যে হয়তো স্কুলের খাতার অক্ষরই চেনে না।
তার তবুও কোনো অভাব নেই।
সে সুখী—
খুবই সুখী।
কারণ সে খুঁজে পেয়েছে নিজেকে।
যেখানে আমরা সুখের খোঁজে সারাজীবন ছুটি,
সে নিজেকে খুঁজেই সুখ খুঁজে পেয়েছে।
তাই তার কাছে পৃথিবীর সব আনন্দ এসে ধরা দিয়েছে।
জীবনটা আসলেই অদ্ভুত নয় কি?
মনে হয়—কি দরকার এত পড়ালেখা করার?
এভাবেই তো জীবন সুন্দর হতো।
পরিবারের সাথে কাটতো দিন,
দল বেঁধে মাঠে কাজ করতাম,
তারপর নদীতে ঝাঁপিয়ে পড়তাম হাসি-খুশির কলতানে।
ঘরে ফিরে দু’মুঠো ভাত খেয়ে
শান্তিতে ঘুমিয়ে যেতাম।
না থাকত নাম-যশের পেছনে পাগলামি,
না থাকত অযথা প্রতিযোগিতা।
সেই সাদামাটা জীবনেই হয়তো খুঁজে নিতাম সুখ।
বিশ বছর বয়সেই হয়তো বিয়ে করে
গড়ে তুলতাম ছোট্ট সংসার,
ভালোবাসার পরিবার।
আজকের মতো অর্ধেক জীবন
শুধু পড়াশোনার নামে ফুরিয়ে যেত না।
দায়িত্ব-চাপ এসে আনন্দকে গ্রাস করত না।
তাহলে বলো তো—
সেই সাদাসিধে, সরল জীবনের চেয়ে
সত্যিকারের সুখী জীবন আর কিই বা হতে পারে?
✍️ ABM MAHI