08/09/2025
সেশন ৩৯...
৩১ তম ব্যাচ
বিক্রয়ে সফলতার জন্য দরকার শুধু নেটওয়ার্ক বাড়ানোঃ
যার নেটওয়ার্ক যত বড়, তিনি তত শক্তিশালী!
সব সময় নেটওয়ার্ক বৃদ্ধি ও ভলান্টিয়ারিং এর উপর গুরুত্ব দিবেন। কলেজ, বিশ্ববিদ্যালয়, কর্মস্থান, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী, পাড়ার ক্লাব, অন্যান্য ভলান্টিয়ার ক্লাব, গ্রুপ, ফোরাম, এ্যাসোসিয়েশন, ফাউন্ডেশন ইত্যাদি সব জায়গায় যুক্ত থাকবেন (যে গুলো পজিটিভ ও এফেক্তিভ) – এতে আপনার নেটওয়ার্ক বড় হতে থাকবে। তবে নেটওয়ার্ক মেন্টইন করতে হয়, চুপচাপ ওখানে পরে থাকলে হবে না, আপনাকে সবাই চিনতে হবে।
তাই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন ৬৪ জেলায়, ৪৯২ টি উপজেলায় ও ৫০ টি দেশে আপনার পরিচয় তৈরি করার ও নিজেকে ব্র্যান্ডিং করার সেরা স্থান।
ব্যবসা শুরু করার পর ৭ দিনেও যদি কোন সেল না হয়, হতাশ হবেন না। প্রয়োজনে ৭ মাস লেগে থাকুন, কাস্টমার পাবেনই, যদি প্রোডাক্ট মানসম্পন্ন হয় এবং সেই পণ্যের বাজারে চাহিদা থাকে।
অনেক বড় বড় কোম্পানি শত কোটি টাকা বিনিয়োগ করেও প্রথম যখন বাজারে আসে, প্রথম ১০ দিন তাদের ছিল জিরো সেল। আমার কোম্পানির সেল শুরু হয় কোম্পানি শুরু করার প্রায় ১৮০ দিন পর, তাও খুবই পুওর সেল!
আমাদের বেশীর ভাগ উদ্যোগ ৯০% পর্যন্ত শেষ হবার পর অর্থাৎ ১০০ দিনের মধ্যে ৯০ দিন টিকে থাকার পর আর পারবে না বা আর সম্ভব না ভেবে ছেড়ে দেয়া হয় (Give up)। অথচ আর ১০ দিন যদি টিকে থাকতে পারতো, তবে সেই উদ্যোক্তাটা বা সেই বড় সেলটা করে ফেলতে পারতো !
কাস্টমারের কাছে পোঁছানোর জন্য নাম্বার বাড়ান, দিনে ১০ জনের কাছে গিয়ে যদি ১ টাও সেল না হয় তবে একদিনে ২০ জনের কাছে পোঁছান, প্রয়োজনে ২০০ জনের কাছে যান... সেল হবেই যদি আপনার প্রোডাক্ট মান সম্মত হয়।
মনে রাখবেন, আপনি তখনই জিতবেন যখন দেখবেন আপনার পণ্য বা সার্ভিস কিনে কাস্টমার জিতেছে এবং একটা স্মাইল দিয়েছে।
- ইকবাল বাহার
#উদ্যোক্তা
#নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন