02/04/2023
নাম হনুফা।
বাড়ি বড়াইগ্রাম এর বরকির মোড়।
ইউট্রাস ক্যান্সার। কেমো থেরাপি চলছে। ৯ টা কেমো নিয়েছেন এ পর্যন্ত। প্রতি মাসে ব্লাড দিতে হয়। ব্লাড গ্রুপ 'এ' পজেটিভ। এ মাসের ব্লাড এখনো কালেক্ট করতে পারেনি। কিন্তু যন্ত্রণা বাড়ছে প্রতিনিয়ত। টাকা এবং রক্তের অভাবে ডাক্তারের কাছে যেতে পারছে না। ক্যানসারের চিকিৎসা অনেক ব্যায়বহুল , কিন্তু সবাই তো বেঁচে থাকতে চায়🙂। রক্ত অথবা টাকা যে কোনোটা দিয়ে সাহায্য করতে পারেন উনাকে।
রোগির মোবাইল নাম্বার : 01779492630