Khalid Hasan Rifat

Khalid Hasan Rifat Khalid Hasan Rifat is ready to give you full computer skill and freelancing service.

Good News 😱😱✍️ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং শেখার কথা ভাবতেছেন ?👉  ভাবার আগে নিচের কন্টেন্টটি পড়ুন।🤝 আপনি ফ্রিল্যা...
26/02/2023

Good News 😱😱
✍️ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং শেখার কথা ভাবতেছেন ?
👉 ভাবার আগে নিচের কন্টেন্টটি পড়ুন।
🤝 আপনি ফ্রিল্যান্সিং কেন শিখবেন ?
🤝 কিভাবে শিখবেন ?
🤝 শিখলে আপনার লাভ কতটুকু হচ্ছে ?
🤝 ফিন্যান্সিং করে আপনি আদৌ ইনকাম করতে পারবেন
কিনা ?
🤝 মেয়েদের জন্য ফ্রিল্যান্সিং কেমন হবে ?
🤝 ফ্রিল্যান্সিং হালাল না হারাম ?
🗞️ আরো বিভিন্ন প্রশ্নের উত্তর জানার জন্য আপনি চাইলে
একটা ফ্রি ক্লাস করে জেনে নিতে পারবেন
বিস্তারিত জানতে আমাকে ইনবক্স করুন

★ক্যারিয়ার হিসেবে ফ্রিলান্সিং কেনো চুজ করবেন?★জব থেকে কি ফ্রিল্যান্সিং বেস্ট?★কোন বয়সে শুরু করবেন?★কেনো ফ্রিল্যান্সিং কর...
22/02/2023

★ক্যারিয়ার হিসেবে ফ্রিলান্সিং কেনো চুজ করবেন?
★জব থেকে কি ফ্রিল্যান্সিং বেস্ট?
★কোন বয়সে শুরু করবেন?
★কেনো ফ্রিল্যান্সিং করা দরকার?

বা ফ্রিল্যান্সিং💰শিখতে চান কিন্তু সঠিক 🤔 গাইডলাইন এর অভাবে এখনো ফ্রিল্যান্সিং শুরু করতে পারতেছেন না।
তারা ইনবক্স করতে পারেন,💯

ইনশাল্লাহ হেল্প এ ক্ষেত্রে হেল্প করার চেষ্টা করবো!!!❤️

যারা ফ্রিলান্সিং করতে চান, কিন্তু পরে পিছিয়ে যান তাদের তিনটা সমস্যা খুবই লক্ষনীয় -১.পরিবার চায়না।।২.আমার তো টাকা নেই।।৩....
13/02/2023

যারা ফ্রিলান্সিং করতে চান, কিন্তু পরে পিছিয়ে যান তাদের তিনটা সমস্যা খুবই লক্ষনীয় -
১.পরিবার চায়না।।
২.আমার তো টাকা নেই।।
৩.আমি কি পারব??
তো তাদের জন্য বলছি-
১.পরিবার চায়না:পরিবার চায়না ঠিক আছে কিন্তু পরিবার কে মানিয়ে নিতে হবে।
আচ্ছা আপনি যে মোবাইল ফোন চালান সেই মোবাইল ফোন প্রথম যখন পরিবারের কাছ থেকে চান তখন তাদের reaction কেমন ছিল?
আপনি যে রিলেশন করেন সেটা কি আপনার পরিবার চায়?
আপনি যখন কিছু করবেন তখনই তো আপনার পরিবার আপনাকে Support করবে..তো ঐ যে Support টা ওইটা পাওয়ার জন্যই তো আপনাকে কিছু একটা করতে হবে😊
২.আমার তো টাকা নেইঃ ভাই টাকা তো আমার ও ছিল না আমি তো জোগাড় করছি..আপনাকেও করতে হবে . এখন পরিবার ও support করছে😇।
আপনি বন্ধুদের সাথে পার্টি করার জন্য বা কোনো ট্যুরে যাওয়ার জন্য টাকা যোগাড় করতে পারেন ।
কিন্তু আপনার নিজের ক্যারিয়ার গড়ার জন্য কষ্ট করতে চান না ।
সময় টাকে কাজে লাগান।
৩.আমি কি পারব? এই কথাটা কখনো মাথায় আনবেন না যে আমি কি পারব? সব সময় ভাববেন অন্য কেউ যদি পারে তাহলে আমি কেন পারব না??তার থেকে তো আমার কিছুতে কমতি নেই...শুধু এতটুকু ভাববেন এই ফ্রিলান্সিং সেক্টরে যদি একজন ব্যক্তি সফল হয় তাহলে সেই একজন ব্যক্তিই হবেন আপনি..যদি নিজের প্রতি আর আামাদের প্রতি একটু বিশ্বাস রাখেন তাহলে আপনাকে সফলতার দ্বারে যাওয়া লাগবে না...সফলতা আপনার কাছে এসে ধরা দিবে🥰🥰
তাই যারা এখন ও সিধান্ত নিতে পারছেন না তাদের বলি সময় আছে সময়টাকে কাজে লাগান.....

ফ্রিল্যান্সিং নিয়ে জানার ইচ্ছা থাকলে এখনই এপ্লাই করুন অথবা ইনবক্সে যোগাযোগ করুন....
ধন্যবাদ 💝

🗣️ফ্রিল্যান্সিং সবাই করতে চায় ! কিন্তু ,যখনই শোনে যে 7থেকে 8 হাজার টাকা ভর্তি ফি। তখনই হতাশ হয়ে যায়,  প্রিয়  ভাই ও বো...
13/02/2023

🗣️ফ্রিল্যান্সিং সবাই করতে চায় ! কিন্তু ,যখনই শোনে যে 7থেকে 8 হাজার টাকা ভর্তি ফি। তখনই হতাশ হয়ে যায়, প্রিয় ভাই ও বোন হতাশ হওয়ার কিছুই নেই এখনে !

👉আজকাল মানুষ 7/8 হাজার টাকাকে টাকাই মনে করে না, বিভিন্ন সময় অযথা কাজে অপচয় করে !

🟥 কিন্তু এটাও সত্য যে আবার এই টাকাটাই অনেকের কাছেই বিরাট কিছু কিন্তু ,এই টাকার বিনিময়ে যদি আপনি যোগ্যতা সম্পন্ন হতে পারেন ,এবং লক্ষ টাকা ইনকাম করতে পারেন সমস্যাটা কোথায় ?

🖐️আমরা অহেতুক কত টাকা নষ্ট করে ফেলি যেটা আমাদের কাজে আসে না !
🗣️আর এই টাকাটা ভালো কাজে ব্যয় করলে আমাদের কাজে আসবে, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ হবে ইনশাআল্লাহ।
👉আমরা ১৫/১৭ বছর পড়াশোনা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে ও চাকরির জন্য ছুটে ও চাকরি পাইনা।

🔵আর ফ্রিলান্সং এমন একটি মুক্ত পেশা যেখানে ৪/৫ মাস কাজ শিখে ভালো একটি ক্যরিয়ার গড়া যায় যদি সত্যিই কেউ মন থেকে ফ্রিল্যান্সিং নিয়ে উঠে পড়ে লাগে তো,
🗣️আমি বলবো পড়াশোনার পাশাপাশি নিজের দক্ষতা বৃদ্ধির জন্য ফ্রিলান্সিং এর বিভিন্ন বিষয় শিখা হবে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং চাকরীর বাজারেও দক্ষতা প্রদর্শন করলে চাকরী হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
❤️

🥰

Freelancing profession best profession..!!আপনি কি Facebook,  u tube, imo ব্যবহার করেন?? কতটা সময় ব্যয় করেন?আপনি কি প্রতি...
06/02/2023

Freelancing profession best profession..!!

আপনি কি Facebook, u tube, imo ব্যবহার করেন??
কতটা সময় ব্যয় করেন?
আপনি কি প্রতিদিন অনলাইন ব্যবহার করছেন, নাকি অনলাইন আপনাকে ব্যবহার করছে?
সময় অপচয় না করে নিজের Skill development করে Freelancing এ ক্যারিয়ার গড়ুন।
Digital Marketing কোর্সটি করে সামাজিক মাধ্যমগুলোই হতে পারে আপনার ইনকাম সোর্স...

তো আর দেরি কিসের!!!এখনি ইনবক্স করে সিট কনফার্ম করুন ফ্রী সেমিনারের জন্য।

বেকারত্ব আমাদের দেশের জন্য যেন একটা অভিশাপে হয়ে গেছে। কর্মসংস্থান না পেয়ে লাখো যুবক পথে পথে ঘুরে। চাকরিতে সীমিত পদের জন্...
27/01/2023

বেকারত্ব আমাদের দেশের জন্য যেন একটা অভিশাপে হয়ে গেছে। কর্মসংস্থান না পেয়ে লাখো যুবক পথে পথে ঘুরে। চাকরিতে সীমিত পদের জন্য হাজার হাজার আবেদন পড়ে। এত আবেদনকারীর মাঝে নিজেকে অসহায় লাগে। এমন পরিস্থিতিতে চাকরি না পেয়ে দুশ্চিন্তায় কুরে কুরে খায় অগণিত যুবককে। আর যখন কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষিত হয়ে বের হয় তার জন্য তো আরো বেদনাদায়ক। চিরায়ত প্রবাদ ‘লেখাপড়া করে যে, গাড়ি-ঘোড়া চড়ে সে’ এটাকে এমনভাবে বলাই যেন মানানসই ‘লেখাপড়া করে যে, বেকার বেশে হয় সে।’ এটা থেকে কি বুঝা যায়, এরা কি যোগ্য নয়?

কীভাবে এটার সমাধান হবে? এ সমস্যা কমিয়ে আনার জন্য কিছু পদক্ষেপ নেয়া যেতে পারে। যেমন- এ দেশে কর্মমুখী শিক্ষার খুব অভাব। কর্মমুখী শিক্ষা বাস্তবায়ন করতে হবে। একজন যুবককে শুধু শিক্ষিত হলে হবে না। তাকে হাতে-কলমে কাজ শিখতে হবে। কলেজ, বিশ্ববিদ্যালয়ে কর্মসংস্থান পদ অনুযায়ী ভর্তি করাতে হবে। কার্যকরী শিক্ষা দিতে হবে। চাকরির অপেক্ষা না করে যুবকদের স্বল্প পুঁজি নিয়ে হলেও উদ্যোক্তা হতে হবে। পরনির্ভরশীল না হয়ে আত্মনির্ভরশীল হতে হবে। মনোবল বা আত্মবিশ্বাস বাড়াতে হবে। নিজের উদ্যোগকে ছোট করে দেখা যাবে না। মনে রাখতে হবে ‘বিন্দু বিন্দু করেই মহাসিন্ধু’। পাছে লোকে উপহাস করবে তাতে কান দেয়া যাবে না। শিল্পনির্ভর কাজ করতে হবে। যুবকদের যোগ্যতা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রযুক্তিনির্ভর কর্মদক্ষতা বাড়াতে হবে। ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অনলাইনভিত্তিক কাজ করার মাধ্যমেও কর্মসংস্থান করা যেতে পারে। পরিশেষে, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। কোনো কাজকে ছোট করে দেখলে হবে না। নিজের কাজের প্রতি যত্নবান, শ্রদ্ধাশীল হতে হবে। তাহলে ধীরে ধীরে আমাদের দেশে বেকারত্ব কমিয়ে আনা সম্ভব।

তাই চাকরির আশা না করে ঘরেই বসে শুরু করে দিন ফ্রিল্যান্সিং,, হয়ে উঠুন উদ্যোক্তা 💪💪

Address

Baraigram
Natore
6432

Telephone

+8801569166096

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khalid Hasan Rifat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khalid Hasan Rifat:

Share