24/08/2024
৫০ হাজার টাকা সংগ্রহ করে একটা গাড়ি নিয়ে ৬ জনের টিম গিয়ে ৩০ হাজার টাকা ভাড়ায় খরচ করে ২০ হাজার টাকা ত্রাণ সহায়তা দেওয়ার বিষয়টা খুবই বিব্রতকর, কারণ এদেশে অসংখ্য ট্রাস্টেড জায়গা আছে টাকা দেওয়ার। সেগুলোতে দিয়ে দিলেই হয়। কিন্তু তা না করে এই বন্যাট্যুর খুবই বিরক্তিকর!
আস সুন্নাহ ফাউন্ডেশনে দিতে পারেন, তারা ত্রান সেনাবাহিনীর কাছে পৌছে দেয়, সেনাবাহিনী সেটা ডিস্ট্রিবিউট করে।পারফেক্ট ম্যানেজমেন্ট। সেনাবাহিনী ছাড়া দুর্গম এলাকাগুলোতে যাওয়াও অসম্ভব।
আর যদি যাওয়ার ই হয় যাওয়া-আসা থাকা-খাওয়া এগুলো নিজেদের টাকায় করলে ভালো হয়। না পারলে সংগ্রহকৃত টাকা গুলো কোন ট্রাস্টেড ফান্ড বা যারা অলরেডি ওখানে আছে ট্রাস্টেড তাদের দিয়ে দিলে ভাল হয়।
মনে রাখবেন, আপনার একজনের আসা-যাওয়া ও থাকা-খাওয়ার খরচ দিয়ে একটি পরিবারের খাবারের ব্যবস্থা হয়ে যাবে।
(সংগৃহিত)
আল্লাহ আপনি আমাদের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার সামর্থ্য ও সার্বিক নিরাপত্তা দান করুন,আমিন।