N Btv 71

N Btv 71 সকল রকম নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ

কাজী মারুফ এবং অপু বিশ্বাস এর জুটিটা দারুন ছিল, একটি সিনেমা করার পর আরও দশটি সিনেমা'র চুক্তি হয়েছিল কিন্তু পলিটিক্স করে...
01/05/2024

কাজী মারুফ এবং অপু বিশ্বাস এর জুটিটা দারুন ছিল, একটি সিনেমা করার পর আরও দশটি সিনেমা'র চুক্তি হয়েছিল কিন্তু পলিটিক্স করে জুটিটা ভে'ঙে দেয়। খুব কষ্ট লাগে যখন ভালো সিনেমা ভালো জুটি অথবা ভালো যে কোন কিছু পলিটিক্স এর স্বীকার হয়। এই জুটি কেমন ছিল সবাই কমেন্টে জানাবেন। Kazi Maruf Apu Biswas

30/04/2024

কুড়িগ্রাম জেলার পাঁচগাছী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মাস্টারপারা গ্রামে এক শিশু বাচ্চা কে ঘরের মধ্যে কু/পি/য়ে হ*ত্যা ।

পরিবারের অমতে বিয়ে অতঃপর ঝুলন্ত মরদেহ উদ্ধারসারাদেশ | 26TH APRIL, 2024 10:21 AMগাজীপুর করেসপনডেন্ট:গাজীপুরের শ্রীপুরের এ...
29/04/2024

পরিবারের অমতে বিয়ে অতঃপর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সারাদেশ | 26TH APRIL, 2024 10:21 AM

গাজীপুর করেসপনডেন্ট:

গাজীপুরের শ্রীপুরের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় টেবিলের ওপর থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়।

শুক্রবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার মুলাইদ গ্রামের মো. ফারুক খানের বহুতল ভবনের নিচ তলার এক কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। জানা গেছে, প্রেমের সম্পর্কে জড়িয়ে গত ৭ মাস আগে তারা পরিবারের অমতে বিয়ে করেন।

নিহত মো. ইসরাফিল (১৭) শেরপুরের ঝিনাইগাতি থানার হলদি গ্রামের মো. মফিজুল হকের ছেলে ও মোছা. রোকেয়া খাতুন (১৫) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার পস্তারি গ্রামের আবুল কাশেমের মেয়ে। ইসরাফিল স্থানীয় একটি ওয়ার্কশপে ও রোকেয়া স্থানীয় একটি কারখানায় কাজ করতেন।

নিহত রোকেয়ার ভাই মো. বোরহান উদ্দিন বলেন, ৭-৮ মাস আগে পরিবারের অমতে তারা বিয়ে করে। তাদের সম্পর্ক ভালোই চলছিল। সম্প্রতি ইসরাফিল তার বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে গিয়েছিল। পরে বৃহস্পতিবার তাদের বুঝিয়ে বাসায় আনা হয়েছিল। সকালে তাদের মৃত্যুর খবর পাই।

নিহত ইসরাফিলের বাবা মফিজুল হক জানান, পাশাপাশি ফ্লাটে বসবাস করতেন তারা। পরিবারের রান্নার কাজ তারা ইসরাফিলের ফ্লাটে করতেন। শুক্রবার সকালে ইসরাফিলের ফ্লাটের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে যান এবং ইসরাফিলকে ওড়নায় পেঁচানো ঝুলন্ত অবস্থায় এবং রোকেয়ার মরদেহ খাটের ওপর বিছানায় দেখতে পান। পরে পাশ থেকে একটি চিরকুট পাওয়া গেছে।

চিরকুটে লেখা ছিল, মা-বাবা আমাকে মাফ করে দিও, আমি তোমাদের সাথে থাকতে পারলাম না। আমার জান আমার জন্য ফাঁসিতে ঝুলেছে। তাই আমি থাকতে পারলাম না। আমি কাউকে দোষারোপ করি না। কারও কোনো দোষ নাই। আমার জান আমার জন্য অপেক্ষা করতাছে। সবাই ভালো থাকবা। মো. ইসরাফিল।

মা আমার পাশে রোকেয়ার কবর দিও মা। মা আমি জানি না আমার জান কেন ফাঁস দিল। তার জন্য সম্পূর্ণ আমি দায়ী। এতে কারও কোনো দোষ নাই।

শ্রীপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রথমে স্ত্রী আত্মহত্যা করেছে। স্ত্রীর আত্মহত্যার বিষয়টি স্বামী সইতে না পেরে তিনিও আত্মহত্যা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নাটোর নিউজতীব্র দাবদাহে অসুস্থ হয়ে পরছে অনেক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।সিংড়া হুলহুলিয়া উচ্চ বিদ্যালয়ে অসুস্থ শিক্ষার্থীকে ...
29/04/2024

নাটোর নিউজ

তীব্র দাবদাহে অসুস্থ হয়ে পরছে অনেক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।সিংড়া হুলহুলিয়া উচ্চ বিদ্যালয়ে অসুস্থ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়।

নাটোরের লালপুরে বৃষ্টির আশায় ব্যাঙের বিয়েসারাদেশে চলছে তাপদাহ। নেই কোনো বৃষ্টির দেখা। অধিকাংশ এলাকায় ভূ-গর্ভস্থ পানির স...
26/04/2024

নাটোরের লালপুরে বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে

সারাদেশে চলছে তাপদাহ। নেই কোনো বৃষ্টির দেখা। অধিকাংশ এলাকায় ভূ-গর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় টিউবওয়েলে পানি উঠছে না। ফলে তীব্র তাপদহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রকৃতিতে পানির জন্য হাহাকার। তাই বৃষ্টির আশায় নাটোরের লালপুরে বাড়ি বাড়ি চাল ডাল তুলে ধুমধাম করে ব্যাঙের বিয়ে দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামে এ আয়োজন করা হয।

সাধারণত ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাস্তার পিচ গলার সম্ভাবনা নাই। যদি বিটুমিন ব্যবহার না করে তাহলে গলার সম্ভাবনা আ...
26/04/2024

সাধারণত ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাস্তার পিচ গলার সম্ভাবনা নাই। যদি বিটুমিন ব্যবহার না করে তাহলে গলার সম্ভাবনা আছে। কারণ, বিটুমিন ১০০ ডিগ্রি তাপমাত্রাতেও গলে না। যদি বিটুমিনের পরিবর্তে 'টার' ব্যবহার করে তবেই এরকম ঘটতে পারে, কারণ 'টার' ৪০ ডিগ্রিতেই নরম বা গলতে পারে।

সাউদি আরব কাতার কুয়েতে প্রায় ৪০~৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও হয়ে থাকে সেখানে পিচ গলেনা কারণ ১০০% বিটুমিন ব্যবহার করা হয়ে থাকে। এখন আপনি হিসেব করে দেখেন আমাদের রাস্তায় বিটুমিনের পরিবর্তে কি ব্যবহার করা হয়েছে !

ভিন্ন তথ্য মোতাবেক, সাউদি, কাতার দুবাই ইউরোপ আমেরিকার চেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল খরচের রাস্তা কিন্তু বাংলাদেশেই হয়ে থাকে ।

নাটোরে সিংড়া চুরি যাওয়া পালসার মোটরসাইকেল উদ্ধার ও দুই চোরকে আটক করেছে পুলিশ৷ আটককৃতরা হলেন, সিংড়া থানার ছোট কালিকাপুর গ...
26/04/2024

নাটোরে সিংড়া চুরি যাওয়া পালসার মোটরসাইকেল উদ্ধার ও দুই চোরকে আটক করেছে পুলিশ৷ আটককৃতরা হলেন, সিংড়া থানার ছোট কালিকাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাশিদুল ইসলাম ও দেবত্তর গ্রামের জেলহক মোল্লার ছেলে আরিফুল ইসলাম।

নাজিরপুর ইউনিয়নের, পশ্চিম ডুবার পাড়া গ্রামের সোহেল রানা কে মৃ,ত  পাওয়া গেল ভুট্টা খেতে।পিতা: সিরাজুল ইসলাম চন্দ্রপুর ...
23/04/2024

নাজিরপুর ইউনিয়নের, পশ্চিম ডুবার পাড়া গ্রামের সোহেল রানা কে মৃ,ত পাওয়া গেল ভুট্টা খেতে।
পিতা: সিরাজুল ইসলাম

চন্দ্রপুর বাজারের পাশে ভূট্টা জমিতে লাশ পাওয়া গেছে।

21/04/2024
বাবা-মায়ের সঙ্গে বাড়ির পাশে মাছের ঘেরে যায় তাদের দুই সন্তান তিন্নি ও তানহা। কাজের ফাঁকে বাবা নূর জালাল ঘের পাড়ের একটু দূ...
21/04/2024

বাবা-মায়ের সঙ্গে বাড়ির পাশে মাছের ঘেরে যায় তাদের দুই সন্তান তিন্নি ও তানহা। কাজের ফাঁকে বাবা নূর জালাল ঘের পাড়ের একটু দূরে এগিয়ে যান। এ সময় সন্তানদের ঘের পাড়ে রেখে তাদের মাও বাড়িতে চলে আসেন।

Address

Natore

Telephone

+8801889104392

Website

Alerts

Be the first to know and let us send you an email when N Btv 71 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to N Btv 71:

Share