RadioNoman.Com

RadioNoman.Com নামঃ এম এ নোমান সরকার
(প্রতিষ্ঠাতাঃজোনাইল ব্লাড ডোনার এসোসিয়েশন-JBDA)
জোনাইল,বড়াইগ্রাম,নাটোর।
ধন্যবাদ
(1)

আস সালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন।জোনাইল বাসীদের দৃষ্টি আকর্শণ করছি এবং অবগত করা যাচ্ছে। জোনাইলের মধ্য শতভাগ ব্লাড নিশ্চিত করতে, এবং তুচ্ছ নয় রক্ত দান, বাঁচাতে পারে একটি প্রাণ।। উক্তিটি বাস্তবায়নের লক্ষে
★জোনাইল ব্লাড ডোনার এসোসিয়েশন -JBDA™
(সেচ্ছায় রক্ত দানকারী সংগঠন) কাজ করে যাচ্ছে।আপনাদের সবার সহযোগীতা আমাদের একান্ত কাম্য।
ধন্যবাদ

বাবার হাসিটা
12/02/2023

বাবার হাসিটা

নিশ্বপাপ সোনা বাবু মাশরাফি বীন মাহ্দী সরকার(মেহ্ রাজ)
12/12/2022

নিশ্বপাপ সোনা বাবু মাশরাফি বীন মাহ্দী সরকার(মেহ্ রাজ)

04/12/2022
23/11/2022

vut fm কে কে মিস করেন?

16/11/2022

কাতার বিশ্বকাপ এর গান

09/11/2022

একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে রাস্তা দিয়ে হাটতেছি!

এমন সময় পিছন থেকে একটা মেয়ে ডেকে উঠলো,

- আঙ্কেল আঙ্কেল ভালো আছো?
মেয়েটা খুব মিষ্টি! বয়স আনুমানিক চার কি পাঁচ!

আমি দাঁড়িয়ে বললাম, - হ্যা মা ভালো আছি!

কিন্তু কে তুমি? - আমি মিথি! ক্লাস টু,তে পড়ি!

- আমাকে চিনো কিভাবে? - ওই যে মা (হাতে দেখিয়ে) বললো, তোমাকে আঙ্কেল ডাকতে!

. আস্তে আস্তে মিথির মা আমার সামনে আসলো!

বোরকার মুখটা খুলতেই চমকে গেলাম!!! এতো মেঘলা!!!

- ভালো আছো অভি?
(মেঘলা) - অনেক ভালো!
- কিরকম ভালো সেতো দেখতেই আছি!

হাতে সিগারেট, মাথার চুল এলোমেলো! মুখে বিষন্নতার ছাপ!

- হুম!
- আচ্ছা অভি জীবনটাকে একটু সুন্দর করে সাজাতে পারো না?

- সাজিয়েছিলাম তো, হঠাৎ একটা ঝড় এসে সব তছনছ করে দিলো!

- মেঘলা আর কিছু বললো না! আসলে ওর বলার মত কিছু নেই।

ইন্টারমিডিয়েট ফাস্ট ইয়ার থেকে শুরু করে অনার্স ফাস্ট ইয়ার পর্যন্ত আমাদের রিলেশন ছিলো!

অনেক ভালোবাসতাম মেঘলাকে!

একদিন বৃষ্টিতে ভিজে আমার জ্বর হয়ে যায়,

৩দিন কলেজে যেতে পারিনি! তারপর যখন কলেজে গেলাম, তখন মেয়েটা আমাকে আড়ালে ডেকে নিয়ে গেল!

অতঃপর এমন শক্ত করে জড়িয়ে ধরলো যে ওর উষ্ণ পরশে আমার জ্বর একদম ভালো হয়ে গেল!

. জড়িয়ে ধরে মেঘলা কাঁদতে কাঁদতে বলতে লাগলো, - এই হারামি তুমি জানোনা, তোমাকে না দেখলে আমি একদিনও থাকতে পারিনা!

- সেদিনেই বুঝেছিলাম ভালবাসা মানে কি!!!

. . তারপর থেকে মেঘলার প্রতি আমি অসম্ভব দূর্বল হয়ে যায়!

দুজন খুব ভালোই ছিলাম। খুব ভালোই চলছিলো আমাদের দিনগুলো।

হঠাৎ একদিন খবর পেলাম, মেঘলার বিয়ে ঠিক।

ফোন দিলাম, - মেঘলা কি শুনছি এসব? তোমার নাকি বিয়ে ঠিক?

- হুম!
- তুমি রাজি?
- হুম রাজি! রাজি না হয়ে কি করবো বলো? -

মানে?
- দেখো অভি এ পর্যন্ত আমি অনেকগুলো বিয়ে ভেঙ্গেছি শুধু তোমার জন্য!

কিন্তু এখন পর্যন্ত তুমি কোনো চাকরি যোগার করতে পারোনি! আর কত???

- চাকরিটা ই কি সব?
- হুম চাকরিটা ই সব।
কারন আবেগ আর ভালবাসা দিয়ে জীবন চলে না।

. ফোন রেখে দিলাম, সাথে সাথে নাম্বারটাও ডিলিট করে দিলাম।

আর কোনোদিন মেঘলার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করিনি। বহুদিন পর আজ হঠাৎ দেখা!!!

. ঘোর ভেঙে দিয়ে মেঘলা বলে উঠলো, - ইদানিং কি করছো অভি?
- কিছুনা!
- কোনোরকম জব? - হয়েছিলো, ছেড়ে দিয়েছি!

- কেন?
- কার জন্য করবো বলো? দুনিয়াতে মা বাবা, বা আপন বলতে কেউ নেই!

একজন মানুষকে অনেক ভালোবাসতাম সেও আমাকে ছেড়ে চলে গেছে।

এখন চাকরি দিয়ে কি হবে!!! . কথাগুলো শুনে মেঘলার চোখের কোণে জল চলে আসলো!

এমন সময় তার স্বামীর আগমন! পরিচিতি পর্ব শেষে বিদায়...... .

. দোকান থেকে ২প্যাকেট সিগারেট কিনে মেসে চলে গেলাম! আজ সারারাত ঘুম হবে না, পূর্বের স্মৃতিগুলো খুব বেশী মনে পড়বে!!!

08/11/2022

অসাধারণ ক্লেন এটাক coc|class of clan

30/10/2022

সবাইকে শেয়ার করে জানিয়ে দিন।সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ রইলো।ধন্যবাদ

Address

Jonail
Natore
6630

Telephone

+8801794962496

Website

Alerts

Be the first to know and let us send you an email when RadioNoman.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RadioNoman.Com:

Share

Category