Emon Official.TV

Emon Official.TV السلام عليكم ورحمه الله
💞নিয়মিত আলোচনা রাখছেন💞
💞হাফেজ মাওলানা গোলাম ইয়াছিন💞
পেইজ টি ফলো করুন

🤣একটু বিনোদন🤗রাতে বউয়ের সাথে তুমুল ঝগড়া করেছি !!😤ওকে  বলেছি "তুমি যদি মানুষের বাচ্চা হও তাহলে আমার সাথে কথা বলবে না"ব্...
17/03/2024

🤣একটু বিনোদন🤗
রাতে বউয়ের সাথে তুমুল ঝগড়া করেছি !!😤
ওকে বলেছি "তুমি যদি মানুষের বাচ্চা হও তাহলে আমার সাথে কথা বলবে না"

ব্যাস, কাজ হয়েছে,আর কথা বলে না।খালি রাগে ফোলে। সারারাত নাক টেনে কান্না করছে...

না নিজে ঘুমাচ্ছে না আমাকে ঘুমাতে দিচ্ছে।🥲

সকালে খেতে বসে দেখি আজব কান্ড, আমার খাওয়ার পাশে খাতা কলম রাখা।
বললাম এগুলা কি..?🤔

বউ তার খাতায় কি জানি লিখলো
তারপর আমাকে দেখালো!

আমি পড়লাম। তাতে লেখা আছে..."আমি মানুষের বাচ্চা, তাই কোনোও কথা নাই"

আজব কাহিনি___☹️
যাই হোক...... সে আমাকে মাংস দিলো ৩ পিস, আমি খাতায় লিখলাম, "২ পিস দাও"😤🙄

খাওয়ার মাঝে লিখলাম,"পানি দাও"।

রাতে ঘুমানোর আগে আমি শুয়ে আছি,সে গুন গুন করে গান গাইছে আর চুল আঁচড়াচ্ছে।🗣️🧏

কি চমৎকার দৃশ্য আমি খাতায় খস খস করে লিখলাম "প্রিয় জানু, আগামিকাল সকাল ৮ টায় আমার অফিসে একটা জরুরী মিটিং আছে,🙂

প্লিজ সকাল ৭ টায় ডেকে দিও।🥺
চিঠি টা বউয়ের হাতে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম।🧖😕

ঘুম থেকে উঠে দেখি ৯টা ৩৫,😳
চিৎকার দিয়ে উঠে বসছি। এইটা কি......? 🤔

পাশ ফিরে দেখি বউ নাই।😲

বউয়ের জায়গায় একটা চিঠি,📝
তারাতাড়ি করে খুলে দেখি,বউ চিঠিতে লেখে রেখেছে-- ওগো শুনছো সকাল সাড়ে ৭টা বা"জে প্লিজ উঠো তোমার দেরি হয়ে যাচ্ছে!!!😂

স্বামী: বেহুশ🙄

🤗🤗🤗

আল্লাহ বলেন, আমি ৬টি জিনিসকে লুকিয়ে রেখেছি *৬টি স্থানে। কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়।১. আমি দ্বীন ইসলামক...
15/03/2024

আল্লাহ বলেন, আমি ৬টি জিনিসকে লুকিয়ে রেখেছি *৬টি স্থানে।
কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়।

১. আমি দ্বীন ইসলামকে রেখেছি ক্ষুধা, দারিদ্রতা ও ধৈর্যের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে উদরপূর্তি ও দুনিয়ার স্বচ্ছলতার মধ্যে।

২. আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে, কিন্তু মানুষ খোঁজে, শাসক ও ক্ষমতাবানের সাহচর্যে।

৩. আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে, কিন্তু মানুষ তা খোঁজে দুনিয়াতে।

৪. আমি বড়ত্ব রেখেছি বিনয় ও নম্রে, কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে।

৫. আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে, কিন্তু মানুষ তা খোঁজে লোভ- লালসার মধ্যে।

৬. আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে হারাম উপার্জনে।

আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন,
আ-মীন।

12/03/2024

দুষ্টু বন্ধুদের অবস্থা কেরে কেরে কেরে ✌️😍
আল্লামা শায়েখ ফখরুল আশেকী ঢ়াকা
Everyone Emon Official.TV

আলহামদুলিল্লাহ প্রথম তারাবির নামাজ আদায় করলাম 💞💞💞
11/03/2024

আলহামদুলিল্লাহ প্রথম তারাবির নামাজ আদায় করলাম 💞💞💞

◁━━━━◈🌸◈━━━━▷─༅༎༅💙🌼🩷༅༎༅─—অপেক্ষা হোক আযানের জন্যভালোবাসা হোক নামাজের জন্য..!!─༅༎༅💙🌼🩷༅༎༅─
08/03/2024

◁━━━━◈🌸◈━━━━▷

─༅༎༅💙🌼🩷༅༎༅─—
অপেক্ষা হোক আযানের জন্য
ভালোবাসা হোক নামাজের জন্য..!!
─༅༎༅💙🌼🩷༅༎༅─

08/03/2024

রোজাদার হয়ে ঘুষ নেওয়ার স্টাইল 😆 আল্লামা শায়েখ ফখরুল আশেকী ঢ়াকা Emon Official.TV

07/03/2024

একেই বলে ন্যায় পরায়ণ শাসক এমন হতে হবে দেশের শাসকদের 💕 হাফেজ মাওলানা ইয়াছিন আলী নাটোরী 💞

🤗একটু বিনোদন🤗করেছিলাম বিয়ে 😊কাবিননামা হারিয়ে গেছে,                            সাক্ষী গেছে মরে। বউয়ের সংগে এখন আমি       ...
04/03/2024

🤗একটু বিনোদন🤗

করেছিলাম বিয়ে 😊
কাবিননামা হারিয়ে গেছে,
সাক্ষী গেছে মরে।
বউয়ের সংগে এখন আমি
চলবো কেমন করে।

কাজীর কাছে ফোন করেছি
বন্দি সেও জেলে
ঘুরতে গেছি বউকে নিয়ে
কাবিননামা ফেলে।

ভাবছি বসে হিসাব কোসে
আবার করি বিয়ে
কাজী অফিসে যাচ্ছি এখন
পুরাতন বউ নিয়ে।
funnypost ゚viral

তোমরা সাহায্য প্রার্থনা কর 💞
27/02/2024

তোমরা সাহায্য প্রার্থনা কর 💞

Address

Dhaka
Natore

Telephone

+8801308302745

Website

Alerts

Be the first to know and let us send you an email when Emon Official.TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share