Kaniz Fatema Bindu

Kaniz Fatema Bindu "বাড়ির আঙিনায় করবো চাষ,সতেজ খাবো বারো মাস"।

কৃষি বিষয়ক সকল তথ্য,পরামর্শ ও উন্নত কৃষি ব্যবস্থাপনার নির্ভরযোগ্য উৎস।

26/04/2025

জাপানীদের জীবন ধারণ খুবই অদ্ভুত। অনেক বেশি পরিশ্রম করে তারা। ভবিষ্যতে গাড়ি-বাড়ি ফ্ল্যাট করতে হবে এমন চিন্তা তাদের মধ্যে নেই। বর্তমান সময়টাকে ওরা প্রাধান্য দেয়, তাই বলে এমন না যে তারা বিলাসিতায় গা ভাসায়। প্রয়োজন ছাড়া তারা একটা পয়সাও কোথাও নষ্ট করে না। যা ইনকাম করে তা খাওয়ার পিছনেই ব্যয় করে।

অনেকেই একই কাপড় বেশিরভাগ সময় পড়ে থাকে। এক জোড়া জুতা যতোক্ষন না নষ্ট হয় ততোক্ষন ওইটাই পরে। অপচয় করাকে তারা অপছন্দ করে। বিনা প্রয়োজনে ঘরের লাইটটা পর্যন্ত ওরা জ্বালিয়ে রাখে না।

আমাদের মতো তাদের গাড়ির বিলাসিতা নেই। জাপানীরা ছোট ছোট গাড়ি ইউজ করে, তাদের কাছে ব্র্যান্ড ভ্যালু নাই। যে গাড়ি চালাতে সুবিধা, ট্যাক্স কম, তেল কম যাবে, বাড়িতে কম জায়গায় রাখা যাবে সেই গাড়ি ইউজ করে।

কারো বাসায় যাওয়ার আগে কমপক্ষে ১ সপ্তাহ আগে ফোন করে জিজ্ঞেস করে ওইদিন যেতে চাই, সমস্যা আছে কিনা। যদিও এরা খুব কমই একজন আরেকজনের বাসায় যায়। যদিও যায় সেখানে খুবই সামান্য পরিমানে জিনিস নেয়। যেমন কিছু আপেল বা ৩০০ গ্রাম আঙ্গুর অথবা যার বাসায় যাবে তার পছন্দের কেক বা মিষ্টি। অনেক আইটেম বা অনেক বেশি করে নেয় না। আবার যার বাসায় যায় সেও শুধুমাত্র চা বা রেডি বিস্কুট বা যেকোনো ফল দিয়ে আপ্যায়ন সারে।

বৃদ্ধ বয়সে তারা কারো ওর নির্ভরশীল হয় না। সন্তান থাকলেও বাবা মা যেমন নিজে একা থাকতে পছন্দ করে তেমনি সন্তানদের পরিবারেও ঝামেলার কারন হতে চায় না। ৬৫ বছরের পর সরকার থেকে দেওয়া দেওয়া ট্যাক্স থেকেই ১০ মান করে ওনাদের দেয়া হয়। সেগুলো দিয়ে জাপানিরা চললেও তারা নিজেরাও কাজ করে যতোদিন পর্যন্ত করতে পারে। প্রয়োজনের অতিরিক্ত কিছুই পছন্দ করে না। বাড়ি থাকলে কেউ আরেকটা বাড়ি কিনতে চায় না। তাদের একমাত্র চাহিদাই হচ্ছে খাওয়া। যে কোন উৎসবের দিন তাদের চাহিদাই হচ্ছে একটু ভালো খাওয়া দাওয়া।

বেশি বেশি চাহিদা আমাদের জীবনটাকে অনেক বেশি কঠিন করে তোলে। জাপানিরা পরিশ্রম করে শরীরকে ঠিক রাখার জন্য কারি কারি টাকার জন্য নয়। ওদের কাছে মনে হয় যে অলস বসে থাকলে শরীর তাড়াতাড়ি খারাপ হয়।
collected

21/04/2025

゚viralfbreelsfypシ゚viral

20/04/2025

ডালিয়া ফুলের কন্দ সংগ্রহ

এখন সব ধরনের শীতকালিন ফুলের সময় শেষ।এই সময়ই সব ধরনের ফুলের বীজ অথবা কন্দ সংগ্রহ করে রাখতে হয়।
🌸🌸ডালিয়া ফুলের ক্ষেত্রে বীজ সংগ্রহ করতে না পারলে কন্দ সংগ্রহ করুন

টবের অথবা বাগানের মাটি আলগা করলেই ডালিয়ার কন্দ পাওয়া যাবে।
এরপর এগুলো এমন জায়গায় পুতে রেখে দেন যেখানে মাটিতে অতিরিক্ত রস না থাকে আবার মাটি বেশি শুকনাও না থাকে।
মাটিতে বেশি রস থাকলে কন্দ পঁচে যাবে।আবার মাটি শুকনা থাকলে কন্দ শুকিয়ে মরে যাবে।

সঠিক ভাবে পরিচর্যা করে কন্দ টিকিয়ে রাখতে পারলেই সেপ্টেম্বর/অক্টোবর মাসে একেকটা কন্দ থেকেই চার পাঁচটা করে চারা বের হবে।এর পর সেগুলো শিকড় সহ কেটে কেটে উঠিয়ে আলাদা আলাদা জায়গায় বসালেই ব্যাস।

কানিজ ফাতেমা বিন্দু
সহকারী শিক্ষক
ফাগুয়াড়দিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বাগাতিপাড়া,নাটোর।

19/04/2025
15/04/2025

চারিদিকে এত কমলা আর বাদামি রঙ কেন?
লাল -সাদা আর দেখতেই পাচ্ছিনা।
চাচা,বৈশাখ এবার কোথায়?

বাঙালিয়ানা শুধু লাল পেড়ে শাড়ি আর পান্তা ভাতেই কেন?মাটির চুলায় রান্না করেও দেখান।শুভ নববর্ষ
14/04/2025

বাঙালিয়ানা শুধু লাল পেড়ে শাড়ি আর পান্তা ভাতেই কেন?মাটির চুলায় রান্না করেও দেখান।শুভ নববর্ষ

13/04/2025

কি একটা অবস্থা!!
ফেসবুকে পরিচিত কাউকে খুঁজতে গেলে পাচ্ছিই না।বেশিরভাগ ই কার্টুন হয়ে গেছে😯

Address

Natore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kaniz Fatema Bindu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kaniz Fatema Bindu:

Share