Though Omi's Eyes

Though Omi's Eyes Stories, Moments, and Memories though the lens of Omi's perspective.

রাজশাহীর মানুষ যে অলস – তার ১০টি প্রমাণ রাজশাহীর মানুষকে ঘিরে বহুদিন ধরেই একটি প্রচলিত কথা শোনা যায়—“এরা একটু বেশি আরাম...
01/06/2025

রাজশাহীর মানুষ যে অলস – তার ১০টি প্রমাণ

রাজশাহীর মানুষকে ঘিরে বহুদিন ধরেই একটি প্রচলিত কথা শোনা যায়—“এরা একটু বেশি আরামপ্রিয়।” যদিও এটি কিছুটা অতিরঞ্জিত, তবে কিছু নিদর্শন সত্যিই এই কথাটিকে মজার রকমেই প্রতিষ্ঠিত করে। নিচে রাজশাহীর মানুষের অলসতার ১০টি রম্যধর্মী প্রমাণ তুলে ধরা হলো:

১. আম- লিচু পাকলে কাজ বন্ধ!

আম লিচুর মৌসুম এলেই দেখা যায়, অর্ধেক মানুষ কাজ-কর্ম ফেলে বাগানে চলে যায়। তারা বলেন, “আম, লিচু খাওয়ার সময়, কাজ পরে হবে।”

২. চা দোকানই আড্ডার মূল কারখানা

রাজশাহীতে চা দোকানে বসে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দেওয়া যেন অলিখিত নিয়ম। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত একেকজন তিনবার করে আসে—কাজের চেয়ে চায়ের প্রেম বেশি!

৩. দুপুরের ঘুম জাতীয় ঐতিহ্য

দুপুর ১টা থেকে ৪টা পর্যন্ত রাস্তায় কাকপক্ষীও নেই। সবাই এমন ঘুমায় যেন রাত্রি ১ টা বেজে গেছে!

৪. ‘আগে দেখি, পরে করব’ দর্শন

নতুন কোনো কাজ শুরু করতে বললে উত্তর মেলে, “আগে দেখি, পরে চিন্তা করব।” আর সেই “পরে” কখনো আসে না!

৫. হেঁটে যাওয়ার বদলে রিকশা – ২ মিনিটের পথেও!

দুই মিনিট হাঁটা লাগলেও রাজশাহীর অনেকেই রিকশা খোঁজেন। শরীরের কষ্ট কেন করবেন?

৬. সকালে বাজার – বিকেলে রান্না!

বাজার করে এসে বিশ্রাম নেওয়া দরকার। তাই রান্না হবে বিকেলে, খাওয়া হবে সন্ধ্যায়।

৭. কাজের কথায় তাড়া নেই, গল্পের সময় ঘড়ি দেখে না

কোনো কাজের ব্যাপারে বললে সময় নেই, কিন্তু গল্পে বসলে সময় কোথায় উড়ে যায় বোঝা যায় না।

৮. ‘কাল করব’ – প্রিয় বাক্য

রাজশাহীর মানুষের প্রিয় বাক্য: “কাল করব।” কিন্তু সেই কাল আজও আসে না।

৯. ছুটির দিনে ঘুম আর সিরিজ – বাইরের জগত বাতিল

ছুটির দিন মানেই মোবাইলে সিরিজ, খাওয়া আর ঘুম। বাইরের দুনিয়ার সঙ্গে সম্পর্ক থাকে না।

১০. হাই তুলেই দিন শুরু – হাই তুলেই দিন শেষ

সকালে উঠেই হাই, রাতে ঘুমাতে যাওয়ার আগে আরেকটা হাই—বুঝে নেওয়া যায়, প্রাণে কাজের চেয়ে বিশ্রামই বেশি পছন্দ।

এই প্রতিবেদনটি সম্পূর্ণ রম্যধর্মী ও মজার ছলে উপস্থাপন করা হয়েছে। রাজশাহীর মানুষের মধ্যে যেমন আরামের প্রতি আকর্ষণ আছে, তেমনি তাদের মাঝে শান্তিপূর্ণ জীবনের প্রতি গভীর ভালোবাসাও আছে। কাজের মানুষ যেমন আছে, তেমনি আড্ডার মানুষও আছে। তাই বলা যায়—

"রাজশাহীর অলসতা, আসলে তাদের নিজস্ব স্টাইল!"
কপি

🔲 জিলহজ্জের ১ম ১০ দিনের আমল চার্টঃ1️⃣ যিকির ও দোয়া(প্রতিদিন) --১.ইস্তেগফার: ২০০০ বার২.ছোট দুরুদ: ৫০০ বার৩.দুরুদে ইব্রাহী...
28/05/2025

🔲 জিলহজ্জের ১ম ১০ দিনের আমল চার্টঃ

1️⃣ যিকির ও দোয়া(প্রতিদিন) --

১.ইস্তেগফার: ২০০০ বার
২.ছোট দুরুদ: ৫০০ বার
৩.দুরুদে ইব্রাহীম: ২০০ বার
৪.দোয়া ইউনুস: ১০০বার
৪.হাওকালা: ১০০ বার
৫.সূরা ফুরকান (আয়াত ৭৪): ৫০ বার
৬.লা ইলাহা ইল্লাল্লহ (তাওহীদের যিকির): ১০০ বার
৭.দোয়া কবুলের মুহুর্ত গুলোতে নিজের ও অন্যের জন্য বেশি বেশি দোয়া করা।

📌 বিঃদ্রঃ উপরের এই যিকির গুলো আপনারা আপনাদের সুবিধা মত কম-বেশি করতে পারেন।
--------

2️⃣ রোযা রাখা --
▪️১ম থেকে ৯ম জিলহজ্জ পর্যন্ত রোযা রাখা মুস্তাহাব বা পছন্দনীয়। যদি এই রোযা গুলো রাখা সম্ভব না হয় তাহলে অন্তত আরাফার দিনের রোযা টা হলেও রাখবেন।
▪️৯ জিলহজ্জ (আরাফার দিন): রোযা রাখলে আগামী ও গত বছর মিলিয়ে ২ বছরের গুনাহ মাফ।

3️⃣ সালাত ও ইবাদাত --
▪️৫ ওয়াক্ত স্বলাত সময়মতো আদায় করা।
▪️সালাতুত-তাওবা: ২ রাকাআত
▪️সালাতুদ-দুহা: ২/৪ রাকাআত
▪️তাহাজ্জুদ: ২ রাকাআত বা যত সম্ভব
▪️কিয়ামুল লাইল: আরাফা রাতে অন্তত কিছু সময়
▪️মোটকথা নফল ইবাদত যত বেশি পারেন, করবেন।

4️⃣ কুরআন তিলাওয়াত --
▪️দৈনিক ১ পারা (অথবা যত সম্ভব)
▪️অর্থসহ বুঝে পড়ার চেষ্টা করা।

5️⃣ দান-সদকা --
▪️প্রতিদিন কিছু না কিছু দান করার চেষ্টা (টাকা, খাবার, পানি, ইত্যাদি)
▪️আরাফার দিন সদকা করলে অনেকগুণ সওয়াব।

6️⃣ ভালো কাজ ও নিয়ত --
▪️আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানো
▪️হারাম থেকে বেঁচে থাকা
▪️অন্যকে রোযা, যিকির, কুরআনের প্রতি উৎসাহ দেওয়া
▪️গীবত/অপবাদ থেকে দূরে থাকা
▪️ বেশি বেশি উপকারী জ্ঞান অর্জন করার চেষ্টা করা (বই কিংবা লেকচার থেকে)
▪️অপরের কাজে সাহায্য করা (সামান্য হলেও)
▪️ঈদ উপলক্ষে প্রিয়জনদের হাদীয়া দিতে পারেন।
▪️আসমাউল হুসনা মুখস্থ না থাকলে প্রতিদিন অল্প অল্প করে মুখস্থ করে নিবেন।
▪️বেশি বেশি সূরা ইখলাস পড়া।

7️⃣ চুল-নখ না কাটা --
▪️যাদের কুরবানি করার নিয়ত আছে তারা জিলহজ্ব মাস শুরুর আগেই চুল,নখ কেটে ফেলবেন।
▪️১ জিলহজ্জ থেকে কুরবানি না হওয়া পর্যন্ত চুল-নখ না কাটা মুস্তাহাব।

⚫ আরাফার দিন (৯ জিলহজ্জ) বিশেষ আমলঃ
▪️বেশি বেশি দোয়া, যিকির, ইস্তেগফার,দরুদ ইত্যাদি।
▪️এই দিনে সর্বোত্তম দোয়া: (বেশি বেশি পড়া উচিত)
"لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ"
-(লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহ'দাহু লা শারীকালাহু,লাহুল মুলকু ওয়া লাহুল হা'মদু ওয়া হুওয়া আ'লা কুল্লি শাইয়্যিন ক্বদীর)
▪️সালাত ও তিলাওয়াতে মনোযোগ বাড়ানো।

⚫তাকবিরে তাশরীক বলা (৯-১৩ জিলহজ্জ)

"الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد"
(আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।)
▪️৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসরের পর পর্যন্ত, প্রতিটি ফরজ সালাতের পর একবার বলা ওয়াজিব।

⚫ ১০ জিলহজ্জ (ঈদের দিন) ও পরে --
▪️ঈদের সালাত আদায়
▪️কুরবানি (যাদের উপর ওয়াজিব)
▪️কুরবানির পশু জবাইয়ের আগে কিছু না খাওয়া সুন্নত
▪️তাকবিরে তাশরীক চালু রাখুন ১৩ তারিখ পর্যন্ত।

🔸রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ্ তা'আলার নিকট যিলহজ্জের প্রথম ১০ দিনের ইবাদত অপেক্ষা অধিক পছন্দনীয় আর কোন ইবাদত নেই।

নিজে আমল করুন, অপরকেও আমলে উৎসাহিত করুন।

🖋️ Peace Of Jannah

24/05/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

21/05/2025

জীবন একটি অনন্য উপহার, যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক দীর্ঘ পথচলা। এতে যেমন সুখ আছে, তেমনি আছে দুঃখ; আছে সাফল্য, আবার আছে ব্যর্থতাও। জীবনের প্রকৃত মানে হলো প্রতিটি মুহূর্তকে যথাযথভাবে উপভোগ করা এবং অর্থবহ করে তোলা। জীবনে লক্ষ্য নির্ধারণ, পরিশ্রম, সততা এবং মানবতার চর্চা একজন মানুষকে প্রকৃত সফলতা ও শান্তির পথে নিয়ে যায়। জীবন কখনো কখনো কঠিন হলেও প্রতিটি চ্যালেঞ্জই আমাদের শেখায় কীভাবে আরও দৃঢ় হতে হয়। তাই জীবনকে ভালোবাসা, মূল্য দেওয়া এবং ইতিবাচক মনোভাব নিয়ে বাঁচা আমাদের সকলের কর্তব্য।

20/05/2025

"ভালোবেসে হারানোর নামই বুঝি জীবন।"

প্রতিক্ষায়...
20/05/2025

প্রতিক্ষায়...

আমি জানি যে- আমি কিছুই জানি না।
19/05/2025

আমি জানি যে- আমি কিছুই জানি না।

হৃদয়ের গভীর সুরে।
19/05/2025

হৃদয়ের গভীর সুরে।

লক্ষ কোটি ফুলের মাঝে..
19/05/2025

লক্ষ কোটি ফুলের মাঝে..

Address

Natore
6410

Website

Alerts

Be the first to know and let us send you an email when Though Omi's Eyes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category