S M SaNi

S M SaNi A right woman will stay with you and fix you, no matter how worst you are! 🫂 🥀

যদি চোখে পড়তাম"প্রতিদিন কত মুখ তোমার সামনে আসে, লাবন্য,হয়তো কেউ হেসে যায়, কেউ বলে—"চা খাবে?"তুমি তাকাও, আবার ফিরেও যাও...
02/05/2025

যদি চোখে পড়তাম"
প্রতিদিন কত মুখ তোমার সামনে আসে, লাবন্য,
হয়তো কেউ হেসে যায়, কেউ বলে—"চা খাবে?"
তুমি তাকাও, আবার ফিরেও যাও,
আর আমি?
ভিড়ের বাইরে দাঁড়িয়ে থাকি,
একটা চোখ পড়ার আশায় দিনের পর দিন।
জানি, আমি কোনো গল্পের নায়ক নই,
আমার হাতে ফুল নেই, কথায় কবিতা নেই,
শুধু চোখে তোমার জন্য রাখা
একটা অব্যক্ত অপেক্ষা।
আফসোস শুধু এটুকুই
তুমি চোখ তুলে দেখনি কখনো,
নইলে বুঝতে,
এই চুপ থাকা লোকটার ভিতর
একটা পৃথিবী ছিল, শুধুই তোমার নামে লেখা।

#সুহাসিনী

30/04/2025

Mambo🤙

হাসলেও দোষ🥲
26/04/2025

হাসলেও দোষ🥲

18/04/2025

This "পাকিস্তানি সম্পদ" I want🫣🥳

25/03/2025

বুকের ভেতর যার জন্য হাজার নদীর ঢেউ—
তার জীবনে আমি ধূসর, রঙিন অন্য কেউ।🙃

22/03/2025

Literally it's me & my luck.🙂

Na khush houn na udaas houn, bas khali houn, aur khamosh houn.🪶🖐️

20/03/2025

শোনা যায় — মানুষের হৃদয়ের পুরোনো নীরব
বেদনার গন্ধ ভাসে —
জীবনানন্দ দাশ - Jibanananda Das X Shironamhin

#প্রিয়তমা

07/03/2025

● সময় নিয়ে জিকির গুলো করবেন অনেক ফজিলত পাবেন ইনশাআল্লাহ....

১. সুবহানআল্লাহ (سبحان الله⁦)

২. আলহামদুলিল্লাহ (الحمد لله)

৩. লা ইলাহা ইল্লাল্লাহ (لأ إله إلا الله)

৪. আল্লহু আকবার (الله اكبر)

৫. আস্তাগফিরুল্লাহ (استغفر الله)

৬. আল্লহুম্মাগফিরলি (اللهم اغفر لي)

৭. ইয়া রব্বিগফিরলি”(يا رب اغفر لي)

৮. আল্লহুম্মা আজিরনি মিনান-নার (اللهم اجرني من النار)

৯. সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (صلى الله عليه وسلم)

১০. লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ”(لا هول ولا قوه الا بالله)

১১. লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনায জোয়ালিমিন (لأ إله إلا أنت سبحانك إني كنت من الظالمين)

১২. লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (لأ إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم)

১৩. আল্লহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আ'উযুবিকা মিনান নার (اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ)

১৪. আল্লহুম্মা ইন্নী আস-আলুকাল 'আফিয়াহ(اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَة)

১৫. আল্লহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খ-তিমাহ (اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ حُسْنَ الْخَاتِمَةِ)

১৬. আল্ল-হুম্মা হাসিবনী হিসাবাই ইয়াসীর(اللَّهُمَّ حَاسِبْنِي حِسَابًا يَسِيرًا)

১৭. ইয়া মুক্বাল্লিবাল কুলুব, সাব্বিত ক্বালবী 'আলা দীনিক। (يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ)

১৮. আসতাগফিরুল্লা হাল্লাজি লা- ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কইয়ুম ওয়াতুবু ইলাইহি (أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ)

১৯. আল্ল-হুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াস্ সাদা-দ (اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالسَّدَادَ)

২০. হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল(حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ)

২১. আল্লহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (اللَّهُمَّ صَلَّ وَسَلَّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد)

২২. আল্লহুম্মারযুকনি শাহাদাতান ফি সাবিলিক, ওয়ায'আল মাওতি ফি বালাদি রাসুলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (اللَّهُمَّ ارْزُقْنِي شَهَادَةً فِي سَبِيلِكَ وَاجْعَلْ مَوْتِي فِي بَلَدِ رَسُولِكَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ)

🍀 অনবরত এই সকল জিকির গুলো করার মাধ্যমে নিজেদের আমলনামা ভারী করে নিন (ইনশাআল্লাহ)।

নিশ্চয়ই আল্লাহ তাঁয়ালার স্মরণেই অন্তর সমূহ প্রশান্তি লাভ করে। [সুরা রাদ ২৮]

• আরবি উচ্চারণ দেখে পড়ার অনুরোধ। কারণ আরবি শব্দের হুবহু বাংলা উচ্চারণ লেখা যায় না।

- সংগৃহীত

29/05/2024

:হাজত থেকে ছাড়া পেয়ে আমি সোজা চলে গেলাম নিউমার্কেট কাঁচাবাজার।
:কেন?
:ভাবলাম বৃষ্টি হয়েছে খুব, ইলিশ মাছ ভাজা খেতে তোমার অনেক ভালো লাগবে। এই নিয়ে আসলাম এক জোড়া। তুমি খুশি হওনি?
:খুশি হয়েছি কি-না, এখনো বুঝতে পারছি না। কোনো তরুণী মেয়ের জন্য উপহার হিসেবে কেউ ইলিশ মাছ আনে, এই প্রথম দেখলাম।
:খুবই ভালো ইলিশ। পদ্মার। এক নম্বর।
:থ্যাংক ইউ।
:তোমার জন্যে না আরেকটা জিনিস এনেছি।
:অন্য কোন মাছ? কী মাছ?
:ফালতু টাইপের একটা ফুল। সস্তা। এক টাকায়, এক জোড়া। তুমি রাগ করোনি তো?

-বাদল দিনের প্রথম কদম ফুল (হুমায়ূন আহমেদ)

শুভ জন্মদিন স্যার🫡

V/C:- Sa Ni

Address

Natore
6400

Website

Alerts

Be the first to know and let us send you an email when S M SaNi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share