
02/05/2025
যদি চোখে পড়তাম"
প্রতিদিন কত মুখ তোমার সামনে আসে, লাবন্য,
হয়তো কেউ হেসে যায়, কেউ বলে—"চা খাবে?"
তুমি তাকাও, আবার ফিরেও যাও,
আর আমি?
ভিড়ের বাইরে দাঁড়িয়ে থাকি,
একটা চোখ পড়ার আশায় দিনের পর দিন।
জানি, আমি কোনো গল্পের নায়ক নই,
আমার হাতে ফুল নেই, কথায় কবিতা নেই,
শুধু চোখে তোমার জন্য রাখা
একটা অব্যক্ত অপেক্ষা।
আফসোস শুধু এটুকুই
তুমি চোখ তুলে দেখনি কখনো,
নইলে বুঝতে,
এই চুপ থাকা লোকটার ভিতর
একটা পৃথিবী ছিল, শুধুই তোমার নামে লেখা।
#সুহাসিনী