বন্ধুদের আড্ডা ঘর

বন্ধুদের আড্ডা  ঘর ༉༎🌸💚 –––• শুকরিয়া ঐ রবের প্রতি, যিনি ঘুম নামক মৃত্যু থেকে জাগিয়ে আবার সকাল দেখান!

🌸

15/03/2024

দোকানে গিয়ে দুস্টুমি করে বললাম “৭৪২ টা মুসুর ডাল দিন তো।”
দোকানদার কোন কথা না বলে আমাকে ২০০ গ্রাম ডাল ওজন করে দিয়ে দিল।
অবাক হয়ে বললাম “এখানে ৭৪২ টা আছে?”
দোকানদার বলল “বাড়ি গিয়ে গুনে নেবেন। আমার ছেলে গুনে দেখেছে কেজিতে ৩৭১০ টা হয়। সেই হিসাবে ২০০ গ্ৰামে ৭৪২ টা হবে।"
আপ্লুত হয়ে আমি জিজ্ঞেস করলাম, “কী করেন আপনার ছেলে?”
দোকানদার বলল “আপনার মতোই আকাইম্মা , কলেজ বন্ধ, পাড়ার আড্ডা বন্ধ তাই বাড়িতেই এই সব করে। মুসুর ডাল শেষ করে এখন কালোজিরে ধরেছে!" 🙂🥱🥱🥱

🧐🤔🤔🤔

13/03/2024

রমজানে কারো পরিবর্তন দেখে হাসি তামাশা করবেন না! কারণ রমজান আসেই মানুষকে পরিবর্তন করার জন্য!🖤

08/03/2024

ফেইসবুকের নতুন চমক,
কমেন্টে গিয়ে প্রথমে @ লিখুন, যদি highlight লিখা আসে, তাহলে সেটা কমেন্ট করুন। যদি highlight লেখাটি নীল হয় তাহলে বুঝবেন আপনার আইডি মজবুত আছে এবং সহজে কেউ হ্যাক করতে পারবে না ।

07/03/2024

২ বান্ধবী ট্রেনে যাচ্ছিল এবং তারা গল্প করছে :

তোর কেমন স্বামী চাই ?

কোটিপতি

যদি কোটিপতি না পাস ?

৫০ লাখওয়ালা ২ জন হইলেও চলবে৷

যদি ৫০ লাখওয়ালা ২ জন না পাস ?

তাইলে ২৫ লাখওয়ালা ৪ জন হইলেও চলবে ৷

তাদের কথা শুনে তখন উপরের সিটের যাত্রী বলে উঠলেন : ম্যাডাম, যখন দামাদামী ১০০০ এ পৌঁছাবেন

তখন আমারে জায়গা দিয়েন ৷😜😜

🤣🤣 #আরিয়ান আকাশ🤣🤣

নিয়মিত গল্প পেতে আইডি টা ফলো করুন!!!

07/03/2024

********************

কেল্টু : দোস্ত, কত দিন ধরে ছুটি পাই না। কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছি। কিন্তু বস তো কিছুতেই ছুটি দেবেন না..!

বল্টু:আমি বসের কাছ থেকে ছুটি নিতে পারব, দেখবি?
******
ছাদে একটা রড ধরে ঝুলতে শুরু করল। কিছুক্ষণ পর বস এলেন।
********
বস: এ কী বল্টু! তুমি ঝুলে আছ কেন?
**************
বল্টু খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, স্যার আমি লাইট, তাই ঝুলে আছি
***********
বস ভ্রূ কুঁচকে তাকালেন। কিছুক্ষণ ভেবে বললেন অতিরিক্ত কাজের চাপে তোমার মস্তিষ্ক বিকৃতি দেখা দিচ্ছে। তুমি বরং এক সপ্তাহের ছুটি নাও!
*********
বল্টু কেল্টুর দিকে তাকিয়ে মুচকি হেসে রুম থেকে বিদায় নিল।বল্টু বেরিয়ে যেতেই সেও বল্টুর পিছু নিয়ে বেড় হতেই বস বললো, সে কী! ছুটি তো ওকে দিয়েছি, তুমি কোথায় যাচ্ছো?
**************
কেল্টু : কী আশ্চর্য! লাইট ছাড়া কাজ করব কেম্নে?😜😜

© #আরিয়ান আকাশ

নিয়মিত গল্প পেতে আইডি টা ফলো করুন!!!!!

21/12/2023

༉༎🌸💚 –––• শুকরিয়া ঐ রবের প্রতি, যিনি ঘুম নামক মৃত্যু থেকে জাগিয়ে আবার সকাল দেখান!

🌸𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡🌸

06/12/2023

Address

Gopinath Pur
Natore

Website

Alerts

Be the first to know and let us send you an email when বন্ধুদের আড্ডা ঘর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share