The Shahadat

The Shahadat Top Rated Freelancer in Fiverr and Upwork Tech Shahadat is a Tech Channel.

There Has Lot`s Of Tips & Tricks About Pc or Mobile`s. & There also has many more About Internet Problems & Other Problems Solution... So Please Watch My Channel & Videos. & Don`t Forget to Like, Comment, Share & Subscribe.

$300 Order Review on Fiverr
24/03/2025

$300 Order Review on Fiverr

এখন থেকে গেম খেলে ফিডব্যাক শেয়ার করেও ফাইভার থেকে টাকা ইনকাম করা যাবে।ফাইভারের সম্পূর্ণ একটি নতুন সার্ভিস ক্যাটাগরি। কম...
15/07/2024

এখন থেকে গেম খেলে ফিডব্যাক শেয়ার করেও ফাইভার থেকে টাকা ইনকাম করা যাবে।

ফাইভারের সম্পূর্ণ একটি নতুন সার্ভিস ক্যাটাগরি। কম্পিটিশন খুবই কম এবং অলরেডি বাংলাদেশের কয়েকজন এই ক্যাটাগরিতে গিগ তৈরি করেছে এবং অর্ডারও পাচ্ছে

আলহামদুলিল্লাহ! Fiverr এ ১০০০ রিভিউ কমপ্লিট হলো ১৩০০+ অর্ডারসহ।
11/06/2024

আলহামদুলিল্লাহ! Fiverr এ ১০০০ রিভিউ কমপ্লিট হলো ১৩০০+ অর্ডারসহ।

আলহামদুলিল্লাহ! অবশেষে ফাইভার থেকে প্রো সেলারের ইনভাইটেশন পেলাম। আমি যেই ক্যাটাগরিতে কাজ করি অর্থাৎ ওয়ার্ডপ্রেস, সেই ক্...
04/06/2024

আলহামদুলিল্লাহ! অবশেষে ফাইভার থেকে প্রো সেলারের ইনভাইটেশন পেলাম। আমি যেই ক্যাটাগরিতে কাজ করি অর্থাৎ ওয়ার্ডপ্রেস, সেই ক্যাটাগরির মধ্যে বাংলাদেশে এখন অব্দি শুধুমাত্র 5 জনই আছেন যারা কিনা প্রো সেলার।

সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ আমিও একজন প্রো সেলার হবো খুব শীঘ্রই। সকলের কাছে দোয়াপ্রার্থী

আমার কয়েকটা গিগেই Fiverr's Choice ব্যাজ দেওয়া আছে. এইটা অনেকটা সোনার হরিণের মতো 😃Fiverr’s Choice recommends services tha...
17/05/2024

আমার কয়েকটা গিগেই Fiverr's Choice ব্যাজ দেওয়া আছে. এইটা অনেকটা সোনার হরিণের মতো 😃

Fiverr’s Choice recommends services that people love for superb work and delivery.

রাজশাহী কমিউনিটির একাংশ ভাইব্রাদারগণ মিলে ওয়ার্ডক্যাম্প সিলেট ২০২৪ এ অংশগ্রহণ।
11/05/2024

রাজশাহী কমিউনিটির একাংশ ভাইব্রাদারগণ মিলে ওয়ার্ডক্যাম্প সিলেট ২০২৪ এ অংশগ্রহণ।

🎯 ফেইক ক্লায়েন্ট কিভাবে চিনবেন?✴️ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ও সোশ্যাল মিডিয়া তে এখন ফ্রিল্যান্সিং করার নামে প্রচুর ফেইক...
03/05/2024

🎯 ফেইক ক্লায়েন্ট কিভাবে চিনবেন?

✴️ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ও সোশ্যাল মিডিয়া তে এখন ফ্রিল্যান্সিং করার নামে প্রচুর ফেইক ক্লায়েন্ট/বায়ার আছে।

অনেক প্রোফাইল কিংবা ডিভাইস হ্যাক হচ্ছে।
অনেকে অনলাইনে ইনভেস্ট করে প্রতারিত হচ্ছেন।

⬇️ আসুন জেনে নেই এদের কে কিভাবে চিনবেন!

⭕ টেলিগ্রাম এর স্ক্যাম:

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যেমন আপওয়ার্ক বা ফাইভে অনেক জব পোস্ট এ দেখা যায় ক্লায়েন্ট টেলিগ্রাম বা হোয়াটসএপ বা অন্য কোনো সোশ্যাল চ্যানেল এ যোগাযোগ করতে বলছে।

দূরে থাকুন এই সব ক্লায়েন্ট থেকে। সাধারণত এরা টেলিগ্রাম এ নিয়ে আপনাকে প্রথমে কিছু ছোট কাজ করিয়ে পেমেন্ট প্রদান করলেও পরবর্তীতে আপনাকে ইনভেস্ট করতে বলবে।

অনেকসময় স্প্যাম লিংক এর মাধ্যমে আপনার সোশ্যাল মিডিয়া কিংবা কম্পিউটার হ্যাক করার চেষ্টা করবে।

⭕ বড় বাজেট এর কাজ :

যব এর মার্কেট প্রাইজ থেকে বাজেট অনেক বেশি। আপনি জানেন সিম্পল একটা ওয়েবসাইট এসইও করতে ১৫০-২০০ ডলার যথেষ্ট।

আপনি দেখলেন ক্লায়েন্ট এর এস্টিমেটেড বাজেট ২০০০-৩০০০ ডলার। দূরে থাকুন এই ক্লায়েন্টদের থেকে।

সাধারণত এরা বড় বাজেট এর প্রলোভন দেখিয়ে আপনার কাছ থেকে ফ্রি তে কাজ করিয়ে নেয়ার চেষ্টা করবে।

⭕ আগে কাজ পরে টাকা :

অনেক সময় ক্লায়েন্ট বলে আগে কাজ করে দিতে পরে পেমেন্ট করবে। দূরে থাকুন এই ক্লায়েন্ট দের থেকে।

৮০% ক্ষেত্রেই তারা আপনাকে কাজ করিয়ে চলে যাবে পেমেন্ট না দিয়ে। সাধারণত south asian ক্লায়েন্টরা এমন বেশি করে।

আমরা যদি মার্কেটপ্লেস এ কাজ করি তাহলে অবশ্যই অর্ডার নেয়া ছাড়া কাজ করবো না, যদি বাইরের ক্লায়েন্ট হয় কিংবা সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট পেয়ে থাকেন ৫০% পেমেন্ট আগে এ নিয়ে নিবেন।

⭕ ডোমেইন / HOSTING কিংবা THEME প্লাগিন কিনে দেওয়া:

রিসেন্টলি এই মজার স্ক্যামিং শুরু হয়েছে, ফাইভার কিংবা আপওয়ার্ক এ ক্লায়েন্ট আপনাকে knock করে বলবে তার ওয়েবসাইট এর জন্য ডোমেইন কিংবা হোস্টিং কিনে দেয়ার জন্য।

কিংবা কোনো থিম বা প্লাগিন কিনে দিতে বলবে, তিনি ওই এমাউন্ট এর অর্ডার ও করবে, পরে ডোমেইন ট্রান্সফার করে দিলে আপনার অর্ডার ক্যানসেল করে দিবে কিংবা রিফান্ড নিয়ে নিবে।

তাই আপনার কার্ড দিয়ে কোনো ক্লায়েন্ট কে কিছু কিনে দিতে যাবেন না।

⭕ অনলাইন ইনভেস্টমেন্ট স্ক্যাম:

আরেক ধরনের নতুন একটা স্ক্যাম হলো পার্ট টাইম ইনকাম অপরচুনিটি।

অনলাইন ইনভেস্টমেন্ট স্ক্যাম, ধরুন বাংলাদেশি কেও আপনাকে ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ এ মেসেজ দিয়ে বললো, “আপনার জব কিংবা বর্তমান কাজের পাশাপাশি অল্প কিছু সময় দিয়ে ছোট কিছু কাজ করলে প্রতিদিন/সপ্তাহে ২০০০-৩০০০ টাকা ইনকাম করতে পারেন, কাজ জানার প্রয়োজন নেই, যা লাগবে শিখিয়ে নেয়া হবে।”

আপনি কি ভাববেন? ভালোই তো …. হাতে যথেষ্ট সময় থাকেই, মন্দ কি যদি এক্সট্রা কিছু ইনকাম করা যায়। রাজি হয়ে গেলেন।

প্রথমেই আপনাকে কয়েকটি ইউটুব ভিডিও এর লিংক এ ক্লিক করে ভিডিও গুলো লাইক করার মতো কিছু সিম্পল কাজ করতে বলা হলো, কাজের স্ক্রিনশট পাঠিয়ে দেয়ার সাথে সাথে ২০০ টাকা পেমেন্ট ও চলে এলো আপনার বিকাশ এ।

এভাবে ছোট ছোট আরো ৫টি কাজ দেয়া হলো, আপনি সময়মতো করলেন, কয়েকদিনের মধ্যে আপনি ৪০০০-৫০০০ টাকা ইনকাম করে ফেললেন।

এরপর আপনাকে ৩টি অপসন দেয়া হলো। এবার এলো ইনভেস্টমেন্ট অপসন, ১০০০ টাকা ইনভেস্ট করলে (আপনি পাবেন কমিশন সহ ১২০০ টাকা), ৩০০০ টাকা ইনভেস্ট করলে (আপনি পাবেন কমিশন সহ ৩৬০০ টাকা), ৫০০০ টাকা ইনভেস্ট করলে (আপনি পাবেন কমিশন সহ ৬০০০ টাকা),
টেলিগ্রাম এ গ্রুপ একটিভিটি, অনেকটা বাইনান্স ট্রেডিং এর মতো একটি ওয়েবসাইট তৈরী করে প্রায় ১০০+ মেম্বার মিলে একসাথে কাজ করা।

ছোট ছোট গ্রুপ করে দেওয়া হয় যেখানে ১ জন ইন্সট্রাক্টর ও থাকেন। এবার মিনিমাম ১৫,০০০-২০,০০০ টাকা ইনভেস্ট করতে হবে।

আসলে গ্রুপ এর প্রতিটি মেম্বার ছিল স্ক্যামারদের প্রশিক্ষিত সাজানো মেম্বার।

যাইহোক আপনাকে কাজ দেওয়া হলো binance এর মতো সাজানো ওয়েবসাইট এ যেখানে ট্রেডিং করার অপসন রয়েছে, সিগন্যাল দেখা যাচ্ছে, ইনস্ট্যান্ট buy sell এর অপসন রয়েছে।

স্বভাবতই ক্রিপ্টো, ট্রেড নিয়ে যারা কাজ করেন না তাদের জন্য এ এক অন্য জগৎ, কাজ হলো আপনাকে USDT Buy করতে হবে, নিদৃষ্ট একটা রেট পেলে Coin Buy করতে হবে, আবার Current মার্কেট এ সেল দিতে হবে।

আপনার Wallet এ জমা হচ্ছে টাকা। এভাবে আপনাকে ইনভেস্ট করে যেতে হবে।

এবার উইথড্র করার পালা, কিন্তু টাকা উইথড্র করতে গেলে আপনি দেখছেন লক করা। আপনি টাকা উঠানোর জন্য রিপ্রেসেন্টেটিভকে নক করলেন।

তিনি বললেন উইথড্র লক খুলতে আরো ১ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে, আদতে আপনি কোনো টাকা এ পেলেন না। পুরো টাকা আপনার লস। খবর নিয়ে দেখলেন যিনি আপনাকে knock করেছিলেন তিনি দুবাই কিংবা দেশের বাইরের কেও।

সাধারণত ফেইসবুক কিংবা Whats app এ knock করে এই ধরণের স্ক্যাম গুলো বেশি হচ্ছে।

অনলাইন ইনভেস্টমেন্ট রিলেটেড স্ক্যাম থেকে দূরে থাকুন। নতুন অবস্থায় আপনি যদি অনলাইন জগতে এসে থাকেন, মনে রাখবেন “আপনি কাজ করবেন, আপনি টাকা পাবেন, আপনাকে কেন ইনভেস্ট করতে হবে?

⭕ PHISHING লিংক ও RANSOMWARE:

অনেক সময় জব ডেসক্রিপশন এ আপনাকে বলা হচ্ছে কোনো অপরিচিত লিংক এ ক্লিক করতে কিংবা কোনো ফাইল ডাউনলোড করতে।

বার বার বলা হচ্ছে লিংক এ বা ফাইল এ ক্লিক করে ডাউনলোড করতে, ধরে নিন ইনি কোনো মালিসিয়াস লিংক দিয়ে আপনার ব্রাউসার এ কুকি হাইজ্যাক বা কম্পিউটার এ Ransomware বা ভাইরাস এটাক করে আপনার কম্পিউটার হ্যাক করতে চাচ্ছে।

কিংবা Phishing লিংক এর মাধ্যমে আপনার ফেইসবুক, লিঙ্কেডিন কিংবা সোশ্যাল মিডিয়া একাউন্ট করার চেষ্টা করে এরা।

আর লিংক দেখেই বুঝতে পারবেন এটা স্প্যাম লিংক। কিংবা Rat / Virus যুক্ত ভিডিও/ অডিও ফাইল এ ক্লিক করতে বলা হয়।

সাধারণত এই Ransomware এর মাধ্যমে পুরো কম্পিউটার এর অপারেটিং সিস্টেম হ্যাক করা হয়। তখন ব্রাউসার এ থাকা আপনার ফাইভার, আপওয়ার্ক, Payoneer কিংবা সোশ্যাল মিডিয়া সব তার নিয়ন্ত্রণে চলে যায়।

সাধারণত এই Ransomware গুলো নিদৃষ্ট অপারেটিং সিস্টেম এর হয়ে থাকে, mainly windows এর জন্য তৈরী করা থাকে, সেক্ষেত্রে আমরা ভার্চুয়াল মেশিন ব্যবহার করে linus সার্ভারে ওই ফাইল ওপেন করে দেখতে পারি যদি প্রয়োজনীয় ফাইল হয়।

27/04/2024

আপনারা যদি চান তাহলে ফ্রিল্যান্সিং নিয়ে একটি লাইভ ভিডিও করতে পারি। সেখানে আপনারা সবাই আপনাদের ফ্রিল্যান্সিং নিয়ে যদি কোন প্রশ্ন থেকে থাকে সেটা জিজ্ঞেস করতে পারবেন। ইনশাআল্লাহ সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো!

যদি ভালো রেসপন্স পাই তাহলে আগামীকাল রাতে বা অন্য কোন সময় লাইভ ভিডিওটি করবো। তাই যারা যারা ইচ্ছুক কমেন্ট করে জানাতে পারেন

ভুলেও কেউ এই ধরনের লিংকে ক্লিক করবেন না! আপনার একাউন্ট হ্যাক হয়ে যেতে পারে!
18/04/2024

ভুলেও কেউ এই ধরনের লিংকে ক্লিক করবেন না! আপনার একাউন্ট হ্যাক হয়ে যেতে পারে!

এইরকম বায়ারের রিভিউগুলো সত্যিই কাজের অনুপ্রেরণা অনেক গুণ বাড়িয়ে দেয়! সবসময় ক্লায়েন্ট এর কাজকে নিজের কাজ মনে করে কর...
18/04/2024

এইরকম বায়ারের রিভিউগুলো সত্যিই কাজের অনুপ্রেরণা অনেক গুণ বাড়িয়ে দেয়! সবসময় ক্লায়েন্ট এর কাজকে নিজের কাজ মনে করে করলে সফলতা পাবেন ইনশাআল্লাহ! 😊

কেননা এমন হতে পারে যে, শুধুমাত্র একটি ক্লায়েন্ট থেকেই আপনার মাসের টার্গেট পূরণ হয়ে যেতে পারে। 😊

আপনাকে কভার লেটার লেখার ক্ষেত্রে সর্বপ্রথম কয়েকটা জিনিস আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে! ১. ক্লায়েন্টের জব ডিসক্রিপশন পড...
12/04/2024

আপনাকে কভার লেটার লেখার ক্ষেত্রে সর্বপ্রথম কয়েকটা জিনিস আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে!

১. ক্লায়েন্টের জব ডিসক্রিপশন পড়ে তার একটা শর্ট সামারি তৈরি করে ওইটাকে প্রথম লাইনে লিখতে হবে।

২. কাজটাতে যে আপনি দক্ষ বা কাজটা যে আপনি সঠিকভাবে করে দিতে পারবেন এইটা ক্লাইন্টকে বোঝাতে হবে এবং এই লেখাটাও খুব অল্প কিছু কথার মাধ্যমে বুঝাতে হবে।

৩. কাজ রিলেটেড পোর্টফোলিও বা ইমেজ বা অন্য কোন স্যাম্পল ফাইল অবশ্যই সাথে অ্যাটাচ করে দিবেন।

৪. অলমোস্ট প্রতিটা ক্লাইন্টি তার কাজটা তাড়াতাড়ি করে নিতে চায় তাই আপনিও কত তাড়াতাড়ি কোয়ালিটি মেইনটেইন করে কাজটা ডেলিভারি করে দেবেন সেটাও উল্লেখ করে দিবেন।

এগুলো হচ্ছে আমার পার্সোনাল সাজেশন! ২০১৮ সাল থেকে ফ্রিল্যান্সিং করতেছি এবং সেই আলোকেই ওপরে সাজেশন গুলো দেওয়া।

আমি নিজেও যখন কাউকে Upwork এ হায়ার করি এ বিষয়গুলো খেয়াল করে তারপরে করি এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যতজনকে দিয়ে কাজ করিয়ে নিয়েছি তারা সবাই কোয়ালিটিফুল ফ্রিল্যান্সার ছিলেন

যদি কারো ভালো লাগে তাহলে এপ্লাই করবেন না হলে নাও করতে পারেন!

ধন্যবাদ সবাইকে,

নাম্বারের শুরুতে এরকম +99 অথবা +92 নাম্বার থেকে কল আসলে ভুলেও কেউ রিসিভ করবেন না। রিসিভ করলেই পিনকোড পাসওয়ার্ড সব নিয়ে ন...
12/04/2024

নাম্বারের শুরুতে এরকম +99 অথবা +92 নাম্বার থেকে কল আসলে ভুলেও কেউ রিসিভ করবেন না। রিসিভ করলেই পিনকোড পাসওয়ার্ড সব নিয়ে নিতে পারে।

ফোন রিসিভ করলেই মহাবিপদ, এড়িয়ে চলুন এই দুই নম্বর | https://goo.gl/sNmTXyfor late...

Address

Natore
6400

Alerts

Be the first to know and let us send you an email when The Shahadat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share