Ridoy Freelancer

Ridoy Freelancer Digital Marketer #

কোম্পানীর বা ব্যাবসার জন্য প্রফেশনাল ও ইউনিক LOGO ডিজাইন ৷ 💥ফেসবুক পেজের কভার এবং ইউটিউব ব্যানার ডিজাইন ৷ 💥🌼🌼 সার্ভিস সম...
24/10/2024

কোম্পানীর বা ব্যাবসার জন্য প্রফেশনাল ও ইউনিক LOGO ডিজাইন ৷ 💥
ফেসবুক পেজের কভার এবং ইউটিউব ব্যানার ডিজাইন ৷ 💥
🌼🌼 সার্ভিস সমূহঃ
☘️ লোগো ডিজাইন।
☘️ টি শার্ট ডিজাইন।
☘️ বিজনেস কার্ড ডিজাইন ।
☘️ ফেসবুক কভার ডিজাইন ।
☘️ ইউটিউব চ্যানেলের ব্যানার এবং থামনেল ডিজাইন
☘️ ফ্লায়ার এবং পোস্টার ডিজাইন ।
☘️ ব্যানার এবং বিলবোর্ড ডিজাইন ।
বিস্তারিত জানতে এবং অর্ডার করতে ইনবক্স করুন।

ফ্রিল্যান্সিং শিখে ইনকাম করবো কোথায় থেকে!🤔এই প্রশ্নটা অনেকেই করে থাকেন?😕আপনি পড়াশুনা শেষ করার পর যখন চাকরি করবেন তখন যেক...
19/09/2024

ফ্রিল্যান্সিং শিখে ইনকাম করবো কোথায় থেকে!🤔
এই প্রশ্নটা অনেকেই করে থাকেন?😕

আপনি পড়াশুনা শেষ করার পর যখন চাকরি করবেন তখন যেকোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাকে চাকরি করতে হবে।
ঠিক তেমনি ফ্রিল্যান্সিং এর উপর স্কিলড হয়ে আপনি ইন্টারন্যাশনাল & লোকাল মার্কেটপ্লেসে কাজ করতে পারবেন।
👉টপ মার্কেটপ্লেস গুলো হচ্ছে-
১. ফাইবার
২.আপওয়ার্ক
৩.ফ্রিল্যান্সার.কম
৪.পিপল পার আওয়ার
আরও বিভিন্ন মার্কেটপ্লেস রয়েছে,এবং লোকাল মার্কেটপ্লেস থেকেও ইনকাম করতে পারবেন।
বিস্তারিত জানতে ইনবক্স করুন।

⚡ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিশিং অ্যাপলিকেশনস এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (C...
28/08/2024

⚡ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিশিং অ্যাপলিকেশনস এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS), যা পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরিকৃত ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার। ওয়ার্ডপ্রেস প্রথম পর্যায়ে একটি ফ্রি ব্লগিং প্লাটফর্ম ছিল যা পরবর্তীকালে একটি ইঞ্জিন তৈরি করে এবং বিনামূল্যে তা ডাউনলোড করে যেকোনো ব্লগারকে ব্যবহারের সুবিধা দিতে শুরু করে . ওয়ার্ডপ্রেস দ্বারা কোনো প্রকার পিএইচপি, মাইএসকিউএল বা এইচটিএমএল জ্ঞান ছাড়াই একটি প্রোফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করা সম্ভব। ✅♥️

#অজুহাত_কখনো_জীবন_পরিবর্তন_করতে_পারে_না

🤔🤔ফেইসবুক চালানো যদি হয়ে থাকে আপনার নিত্যদিনের নেশা। ফেইসবুককে বানিয়ে ফেলুন আপনার উপার্জনের পেশা। এখন আমাদের অনেকের প্রশ...
21/08/2024

🤔🤔ফেইসবুক চালানো যদি হয়ে থাকে আপনার নিত্যদিনের নেশা। ফেইসবুককে বানিয়ে ফেলুন আপনার উপার্জনের পেশা। এখন আমাদের অনেকের প্রশ্ন কিভাবে? ফেইসবুক দিয়ে ইনকাম করা যায়।

হুম ফেইসবুক দিয়ে আপনার মতো মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে।আপনি শুধু ফেইসবুক চালান বিনোদন নেওয়ার জন্য। কিন্তু আপনার মতো হাজারো মানুষ আছে যারা ফেইসবুককে কাজে লাগিয়ে কর্মজীবনের উন্নয়ন করতেছে।🥰🥰


 #অজুহাত_কখনো_জীবন_পরিবর্তন_করতে_পারে_না ❌১/ আমাকে দিয়ে হবে না?২/আমি পারবো না?৩/ আমার হাতে সময় নেই?৪/ আমার কাছে টাকা নেই...
14/08/2024

#অজুহাত_কখনো_জীবন_পরিবর্তন_করতে_পারে_না ❌

১/ আমাকে দিয়ে হবে না?
২/আমি পারবো না?
৩/ আমার হাতে সময় নেই?
৪/ আমার কাছে টাকা নেই?

- এই শব্দগুলো আপনার জীবন আর ভবিষ্যৎ অন্ধকার করে দিবে🔰
যখন বুঝবেন, তখন অনেক সময় চলে যাবে।

🗣️তাই আমি বলবো এখনি আপনাদের মূল্যবান সময়টাকে কাজে লাগান। নিজেকে ইচ্ছা ও ধৈর্য শক্তির মাধ্যমে তৈরি করুন। আশা করি একদিন সফলতা আসবে।🥰




♦️ছোট একটা সিন্ধান্ত বদলে দিতে পারে আপনার জীবন তাই আর দেরি না করে আজই সঠিক সিন্ধান্ত নিয়ে শুরু করুন সফলতার পথে চলা ইইনশা...
13/07/2024

♦️ছোট একটা সিন্ধান্ত বদলে দিতে পারে আপনার জীবন তাই আর দেরি না করে আজই সঠিক সিন্ধান্ত নিয়ে শুরু করুন সফলতার পথে চলা ইইনশাআল্লাহ 🥰🌺🌺

ফ্রিল্যান্সিং ফিজিক্যালি কোর্স করবো নাকি অনলাইন কোর্স করবো? বর্তমান সময়ে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি ফিজিক্যালি কোর্স কর...
10/07/2024

ফ্রিল্যান্সিং ফিজিক্যালি কোর্স করবো নাকি অনলাইন কোর্স করবো?

বর্তমান সময়ে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি ফিজিক্যালি কোর্স করার চেয়ে হাজার গুন ভালো অনলাইন কোর্স করা।

কারন-

🔴OFFLINE COURSE :ফিজিক্যালি কোর্স করলে এক সপ্তাহে বা এক মাস আগের ক্লাসে স্যার কি করিয়েছিলো তা মনে রাখা অসম্ভব। আপনি মার্কেটপ্লেসে একটা কাজ পেলে বারবার স্যারের কাছে দৌড়ানো লাগবে যে কিভাবে আপনি ওই কাজটা করবেন।

🟢ONLINE COURSE :কিন্তু আপনি অনলাইন কোর্স করলে সরাসরি ক্লাস করার সুযোগ তো পাচ্ছেনি ই! সাথে সাথে ঐ দিনের ক্লাস রেকর্ডটাও দিয়ে দেওয়া হয়।যার ফলে আপনি এক বছর বা দশ বছর পরেও কোন ক্লাসে স্যার কি পড়িয়েছিলো তা আপনি যখন ইচ্ছা তখন রেকর্ডিং অন করে দেখতে পারবেন।

🔴OFFLINE COURSE :কোর্স চলাকালিন কোন একটা সমস্যার কারনে আপনি একটা ক্লাস মিস করলে ওই ক্লাসট। আপনাকে কোখনোই করানো হবে না।

🟢ONLINE COURSE :কিন্তু অনলাইন কোর্স এ আপনি কোনো একটা সমস্যার কারনে একটা ক্লাস মিস করলে আপনার ফ্রি সময়ে রেকর্ডিং দেখে ওই ক্লাস মেকাপ করা সহজ।

🔴OFFLINE COURSE :অনেক সময় ঝড়-বৃষ্টি বা অন্য কোনো প্রাকৃতিক সমস্যার কারনে আপনি হয়তো ক্লাসে উপস্থিত হতে পারবেন না।

🟢ONLINE COURSE :কিন্তু অনলাইন কোর্স এ আপনি যেকোনো প্রতিকুলতার মধ্যে ঘরে বসে ক্লাস চালিয়ে যেতে পারবেন।
তাছাড়া আপনার কাছে রেকর্ডিং থাকায় আপনি একটা ক্লাস বারবার টেনে টেনে দেখতে পারবেন এর ফলে ছোটখাটো বিষয়গুলি আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে।

আরো অনেক সুবিধার কারনে বর্তমান সময়ে ফিজিক্যালি কোর্স করার চেয়ে অনলাইন কোর্স করা অধিকতর সহজ এবং দ্রুত সাফল্যের উপায়।

06/07/2024

Promise Freelancer Society 🥰💪

অনেক ধরনের স্কিল রয়েছে, বর্তমানে আপনি আপনার কাজ বা ইন্টারেস্টের উপর নির্ভর করে স্কিল ডেভেলপ করতে পারেন।👨‍💼বর্তমান যুগে শ...
21/06/2024

অনেক ধরনের স্কিল রয়েছে, বর্তমানে আপনি আপনার কাজ বা ইন্টারেস্টের উপর নির্ভর করে স্কিল ডেভেলপ করতে পারেন।👨‍💼

বর্তমান যুগে শিক্ষাগত যোগ্যতা ছাড়াও কিছু টেকনিক্যাল স্কিল জানা থাকলে কর্মক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়।🙂

•ডিজিটাল মার্কেটিং
•এসইও
•ভিডিও এডিটিং

এই সকল স্কিল গুলোর মধ্যে যদি আপনি যেকোন একটি সেক্টর নিয়ে আপনার স্কিল ডেভেলপ করেন, তাহলে কর্ম ক্ষেত্রে আপনি অনেক এগিয়ে থাকবেন অন্যদের চেয়ে। 🕗

এছাড়াও আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে অন্যদের চেয়ে অনেক এগিয়ে থাকবেন।💪

আলহামদুলিল্লাহ🥰🥰

Address

Natore
6420

Telephone

+8801703653971

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ridoy Freelancer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share