যত কষ্টই হোক না কেন এটাই করা উচিত। যদি একবার বুঝতে পারো যে সামনের মানুষের কাছে তোমার গুরুত্ব ধীরে ধীরে কমছে তখন দূরত্ব ধীরে ধীরে বাড়িয়ে ফেলাটাই সম্পর্কের জন্য এবং সর্বোপরি নিজের জন্য ভালো.... সম্পর্ক ভেঙে গেলে কষ্ট হয় ঠিকই কিন্তু তার চেয়েও বেশি কষ্টকর হলো যখন সম্পর্কে থাকা মানুষটা প্রকৃত অর্থে তোমার সাথে থাকে না বা তোমার কাছে থাকে না তখন সেটা আরো বেশি কষ্টকর। আরো অনেক অনেক বেশি বেদনাদায়ক।
#এসটি
26/09/2025
দেখবেন কিছু মানুষ আপনার ভুল ধরলেও আপনার খারাপ লাগবে না, মনে হবে আসলেই তো এটা এভাবে তো ভাবি নাই। Constructively ফিডব্যাক দিতে পারা বিশাল বড় intelligence, যেটা সবাই পারে না।
#অনু
26/09/2025
আমার ও ছিল একজন। তার সাথে কোন একসময় সারাদিনে অনেক বার অনেক কথা বলা হতো।। ম্যাসেজ করেও অনেক কথা হতো কথা। কথা বলতে বলতে যেন সে হয়তো হাঁপিয়ে উঠেছিল তাই সে যেন আমার কাছ থেকে সাময়িক বিরতি চেয়েছিল। শেষে সে আমাকে সব জায়গা থেকে block করে বিশ্রাম নিল। যে আমার সাথে একদিন থাকতে পারতো না আমিও তার সাথে কথা না বলে থাকতে পারতাম না সেখানে আমি তার সাথে যোগাযোগ হারিয়ে ফেলি। আমি বুঝতে পারি সম্পর্ক পুরানো হলে তার গুরুত্ব কমে যায়। এখন সে আবার আমার কাছে ফিরেছে কথা হয় সারাদিনে একবার কিন্তূ সেই আগের মত তার সাথে ম্যাসেজ করে আর কথা হয় না। যেন আন্তরিকতা টা যেন হারিয়ে গেছে। এখন তার সাথে বলা কথাটাকে মনে হয় যেন ফর্মালিটি মেনে কথা হয়। এর পর হয়তো আবার কোন একসময়ে দেখবো সে হয়তো আমাকে আবার block করে দিয়েছে। আমি মাঝে মাঝে অবাক হয়ে ভাবি আমি কতটা নির্লজ্জ্ব বেহায়া শুধু মাত্র একটু মনের কথা তার কাছে প্রকাশ করার জন্য কতই না তার কাছে অনুরোধ করেছি যাতে সে আমাকে unblock করে দেয় আমাকে। সে আমাকে দয়া করেছে কথা রেখেছে। শুধু কথাই হয় আর কিছু নয়। আমি বুঝি আমি তার কাছে সস্তা হয়েছি আমি তার কাছে গুরুত্ব হারিয়েছি তাই সে আমাকে সস্তা মনে করে। তাকে ছাড়া অন্য কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না। কেমন যেন মনে মনে চুপচাপ হয়ে গেছিনিজের কাছে। এখন আর কাউকেই বিশ্বাস করতে মন চায় না। ভালো লাগে না সব কিছুই কেমন যেন মেকি মেকি বলে মনে হয়।
সংগৃহীত
#এসটি
26/09/2025
ভালোবাসা.....?
ভালোবাসা কি সুন্দর তাই না, কেউ ধ্বংস হয় আবার কেউ সুন্দর একটা জীবন ফিরে পায়। ভালোবাসার এই অদ্ভুত খেলা একটা জীবনকে শেষ করতে পারে আবার সুন্দর ভাবে গড়ে তুলতে পারে। প্রতিটা চোখের পানি বলে দেয় কারো মায়া কতটা ভয়ংকর। সবাই ভালোবাসতে যানে কিন্তু মায়ায় পড়ে ভেতর ভেতর শেষ হতে কতজন পারে। কারো মায়া যে এতো টা খারাপ যদি মায়ায় না পড়তাম তাহলে বুঝতে পারতাম না, ভালোবাসার মানুষকে নিয়ে বেঁচে থাকার কথা ছিলো কিন্তু তা আর হয়ে উঠে নাই বরং তার স্মৃতি নিয়ে বেঁচে থাকতে হচ্ছে। প্রতিটা রাত এমন ভাবে কেটে যাচ্ছে যে মাঝরাতে তার কথা ভেবে দম বন্ধ হয়ে যায়। তাকে নিয়ে কল্পনা জগৎ সাজিয়ে তুলি যদিও বাস্তবে তাকে পাওয়ার সম্ভাবনা নাই ১%। তবুও তাকে নিয়ে ভাবতে ভালো লাগে। ভালো লাগে তার স্মৃতি মনে করে উপন্যাস লিখতে, ভালো লাগে তার দেওয়া কথা মনে করে আপসোস করতে, তার সব কিছু আমার ভালো লাগলেও তার আমাকে ভালো লাগতো না কখনো, সে তো ভালোবাসা নিতে জানতো দিতে জানতো না তাই।
সংগৃহীত
#এসটি
26/09/2025
তুমি চাইলেই সব হতো,,,,
তুমি চাইলেই সব হতো, অল্প কিছু কথা, অল্প কিছু সময়, আরেকটু আন্তরিকতা।
তুমি চাইলেই আমি থেকে যেতে পারতাম তোমারই গল্পে,তোমার প্রতিদিনে, তোমার ছোট ছোট ব্যস্ততায়।
তুমি চাইলেই আমার যতসব অপেক্ষা একটুখানি গুরুত্ব পেত।
তুমি চাইলেই এই দূরত্বটা থাকতো না, থাকতো না অকারণ ভুল বোঝাবুঝি, থাকতো কেবল আমরা।
সবটা খুব কঠিন ছিল না, শুধু তুমি চাওনি বলেই সব কিছু অসম্পূর্ণ থেকে গেল।
~মারুফ
#অনু
26/09/2025
তোমার মন খারাপ যাকে স্পর্শ করতে পারে না,
তোমার চোখের জল যাকে বিচলিত করতে পারে না,
তোমার নিরবতা যাকে অস্থিরতা দিতে পারে না,
তোমার খারাপ লাগা যাকে সংবেদনশীল করে তুলতে পারে না,
তোমার অনুপস্থিতি যাকে শূন্যস্থান দিতে পারে না,
সে তোমার কেউ না।
কোনোদিন ছিল না।
#এসটি
26/09/2025
যখন তোমার অবহেলা সয্য করার জন্য আমি থাকবো না, তখন তোমার অবহেলারা জমতে থাকবে, জমতে জমতে একদিন ওই অবহেলারা তোমাকে ভীষন-ভাবে পুড়াবে, তুমি আমাকে আবারও খুজবে, তবে,,, তবে সেটা অবহেলা করতে না, অবহেলা পেতে! কারন তখন আমি আর তোমার দিকে ফিরেও তাকাবো না, তুমি হয়ে যাবে অবহেলিত, দেখে নিও!
#এসটি
26/09/2025
জীবনের সবচেয়ে বড় ট্র্যাজিডি হলো আপনি রিয়েলাইজ করতেছেন এটা ভুল, তাও থামছেন না।
#অনু
26/09/2025
যার কথা মনে পড়লে আমাদের বুকটা ফেটে যায় যার অভাবে আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়।
সে কিভাবে নিজেকে ভালো রাখে?
#এসটি
26/09/2025
আমি শব্দহীন এক অভিমান, যার ভাষা কেউ কখনো বুঝেনি । আমি অনুভুতির অতল গহীনে ডুবে থাকা এক নির্বাক কয়েদি । আমি হারিয়ে যাওয়া এক চিঠি,যা পোঁছানোর আগেই ছিঁড়ে ফেলা হয়েছে । আমি এমন এক ফুল যা ফোঁটার আগেই ঝরে গেছে। আমি রঙহীন এক জীবন যেখানে কেউ রঙ ছড়াতে আসেনি । আমি এক শৃন্য কোলাহল যার আওয়াজ কেউ কখনো শোনেনি।
#এসটি
26/09/2025
যদি কেউ একদিন এসে জিজ্ঞেস করে,
What's the one thing you have done the most in life?
আমি একটুও না ভেবে বলব-
I waited...
আমি অপেক্ষা করেছি...
একটা better time এর,,,একটু সুখের, একটু শান্তির,অথবা কোনো একটা miracle moment এর-যা বদলে দিত সবকিছু।
Funny thing is
I never stopped waiting,
because somewhere deep inside… I still believe it’s not over yet.
~মারুফ
#অনু
26/09/2025
আজকে যেই মানুষ গুলোকে পাবার জন্য তোমার এত হাহাকার! সেই মানুষ গুলোকে ৫-৭ বছর পর নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেও তুমি বিন্দু মাত্র কিছু অনুভব করবা না! শুধু মাত্র স্থান, সময় এবং তারিখ হয়তো ভিন্ন। তোমার জায়গায় সে, তার জায়গায় তুমি!'
আমাকে আমার এক বড় আপু বলেছিলেন,"
No matter what, The table will always turn! "
ততটুকুই অ/প/মান, অগ্রাহ্য এবং কষ্ট দিও, যতটুকু সইতে পারো! 🤍
~মারুফ
#অনু
Be the first to know and let us send you an email when সোমার ডায়েরী- Somar Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
আজ সারারাত তোকে ভেবে কাটিয়েছি। একটুও ঘুমাতে পারিনি। ঘুমাতে গেলেই তোর প্রতারণার কথাগুলি মনে পড়ে যাচ্ছে। খুব অদ্ভুত, তাই না। একসময়ের খুব কাছের তুই আজ আমার থেকে কত দূরে। একসময় প্রতিদিন তোর সাথে দীর্ঘসময় কথা হতো। একদিন কথা না হলে তুই আমার সাখে অনেক রাগারাগি করতি। মনে আছে তোর? এখনতো অবশ্য সপ্তাহ, মাস, বহুদিন পেরিয়ে যায় একমিনিট কথা হয়না। আচ্ছা, এখনকি একটুও রাগ হয়না আমার উপর?
তোর অবহেলা আর প্রতারণার কাছে হেরে গেছে আমার ভালোবাসা। চাইলেও তোকে কাছে টেনে নিতে পারিনা। আমি তো তোকে বাস্তবতায় খুঁজি কিন্তু তুইতো কোন কল্পনাতে মগ্ন। আমি জানি আমার না বলা হাজারটা কথা আর আবেগ মাখানো চিঠির এই ভাষা কোনদিনই তোর কাছে পৌঁছাবেনা।অবশ্য না পৌঁছালেই বা কি? আমার এই সুখ যে আমি ভালবাসি, তোকে ভালবাসতে হবে না। আচ্ছা, প্রতারকরা কি কখনও ভালবাসতে পারে? আমার বিশ্বাস হয়না।
জানিস, ইদানিং চুপ করে থাকতেই ভালো লাগে। শুধু মাঝে মাঝে গভীর রাতে খুব চিৎকার করতে ইচ্ছে হয়। আমার অবস্থা এমন যে, এখন যদি কেউ আমাকে হত্যা করতে চায় তাকে আমি আমি এক বিন্দুও বাধা দিবোনা। আমার যদি অনেক টাকা থাকতো আমি চারটি বরফের পাহাড় ঘেরা একটি নিঃশব্দ বাড়ি কিনতাম। শুনেছি বরফ শব্দ শুষে নেয়, আমি সেখানে নিয়মিত চিৎকার করতাম। চিৎকার করে কাঁদতাম তোর কথা মনে হলেই সকাল, বিকাল, সন্ধ্যা। সভ্য সমাজে যা আমি পারিনা সেখানে আমি তাই করতাম। আমি গলা ছেড়ে কাঁদতাম। একটা সময় আমি জানতাম না মন খারাপ কি? অবশ্য আজ আমি জানি, মন খারাপ আসলে একটা নীরব চিৎকার, যা আমাদের বুকের বাইরে কখনও বেরোতে পারে না।
আমি এখনও তোর জায়গায় আর কাউকে বসাতে পারিনিরে। কারণ মন থেকে আর কারো প্রতি ভালবাসতে ইচ্ছে করেনা। কোথায় যেন শুনেছিলাম, মোটামুটি ধরণের ভালোবাসা নিয়ে চল্লিশ বছর পাশাপাশি বাস করার চেয়ে তীব্র ভালোবাসা নিয়ে চার বছর জীবনযাপন করা অনেক ভালো। জানিস সোমা, যখন দেখি দিনশেষে দ্বিধাহীনভাবে 'আমার ভীষণ মন খারাপ' কথাটা বলতে পারার মতো একটা জায়গা আমার নাই, কখন সত্যিই নিজেকে খুব একা মনে হয়।
তুই হয়ত বলতে পারিস, এগুলি আমার ব্যক্তিগত আবেগ। আর আবেগ দিয়ে দুনিয়া চলেনা। তবে শোন, একদম আবেগহীন হওয়া ও উচিৎ নয়। ইদানিং খুব বেশি আবেগহীন হয়ে গেছি,খুব বেশি। সমস্যা সেখানেও না,সমস্যা তখন হয় যখন আমি নিজেও বুঝি এখন খুব বেশি নিষ্ঠুরতা হয়ে যাচ্ছে কিন্তু আমি কিছুতেই আমার মনকে বোঝাতে পারিনা।
দোস্ত তুই কি জানিস ঠিক কতটা দহনে দীপ্ত হলে চোখের জল বেঈমানী করে? ঠিক কতটা অভিশপ্ত হলে ,রাতের সন্ধ্যাতারা গুলো লুকোচুরি খেলে? ঠিক কতটা অসহায় হলে, একজনকে পাশে খুব করে চাওয়ার আকাঙ্খা জাগে শূন্য হৃদয়ে? ঠিক কতটা নিরুপায় হলে, ঢুকরে কেঁদে উঠতে ইচ্ছা জাগে হঠাৎই ? ঠিক কতটা বহ্নি শিখায় জ্বললে,নিজের চোয়ালে আঘাত করে কেউ ? ঠিক কতটা অসহনীয় যন্ত্রনার আভাসে, বুক চাপরে দিতে ইচ্ছা হয় ? ঠিক কতটা নিশ্চুপে, নিঃশ্বাস মনপিন্জরে আটকে যায়? ঠিক কতটা বিশ্বাসঘাতকতার স্বীকার হলে, বিশ্বাস শব্দের প্রতি ঘৃনা জাগে? ঠিক কতটা ধৈর্যের বাধ ভাঙার পর,ধৈর্য্যহীন হওয়া যায়? ঠিক কতটা বেদনায়,নিজেকে নিজের কাছেই বিরক্তিকর,অসহ্য,অসহনীয় মনে হয়? ঠিক আর কতটা?আমি জানি উত্তর দেয়া তোর পক্ষে সম্ভব না। কারণ তোকে তো কিছুই হারাতে হয়নি। আর অদ্ভুত হলেও সত্যি তোর মত প্রতারক-বিশ্বাসঘাতকরা জীবনে খুব সুখী থাকে। কারণ কষ্ট ফিল করার জন্য যে মন দরকার হয় তা তোর মত প্রতারকদের কাছে থাকে না।
জানিস তোর প্রতারণার কথা কাউকে বলতেও কষ্ট হয়। অনুভূতি যার সে বোঝে, অন্যরা তো গল্প খোজে।
খুব খুব খুব খুব বেশি মিস করি এখনও তোকে। কিন্তু শোন, আমি কখনই তোকে ক্ষমা করতে পারব না। হা হা হা।