সোমার ডায়েরী- Somar Diary

সোমার ডায়েরী- Somar Diary দোস্ত, তুই কি জানিস যে তুই আমার বেস্ট ফ্রেন্ড...
(3)

সোমার ডায়েরী গ্রুপ কতৃক পরিচালিত অঙ্গ সংগঠনসমূহ:
--------------------------
১। সোমার ডায়েরী গ্রুপ (অফিসিয়াল ওয়েবসাইট)
(www.somardiary.com)
২। উড়োচিঠি ম্যাগাজিন (অনলাইন)
(www.urochithi.somardiary.com)
৩। সোমা আইটি সলিউশান
(www.somait.somardiary.com)
৪। সোমা একাডেমি
(www.academy.somardiary.com)
৫। রেডিও সোমা-ঠিক যেন আপনার মনের কথা
(www.radiosoma.somardiary.com)
৬। ইয়ে পত্রিকা-নামে নয়, লেখায় পরিচয়
(w

ww.eiapotrika.com)
৭। সোমার ডায়েরী ফেসবুক ফ্যানপেজ
(https://www.facebook.com/somardiary)
৮। সোমার ডায়েরী- অপ্রকাশিত গল্পকথা
(https://diary.somardiary.com)
৯। সোমাচ্যাট- সোশ্যাল অপটিমাইজড ম্যাসেজিং অ্যাপ
(www.chat.somardiary.com)
১০। সোমার ডায়েরী সাহিত্য ও সংস্কৃতি পরিষদ
(https://sahittoporishod.somardiary.com)
১১। রূপকথা- বাংলা লাইফস্টাইল পোর্টাল
(www.rupkotha.somardiary.com)
১২। সাপ্তাহিক শিক্ষা খবর
(https://shikkhakhobor.somardiary.com)
--------------------------
--------------------------
অফিসিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলো লিংকঃ https://play.google.com/store/apps/details...
--------------------------
--------------------------
ই-মেইলঃ
[email protected]
অফিসিয়াল ফেসবুক আইডিঃ
https://www.facebook.com/soma.diary

পজেসিভনেস জিনিস তখনই আসে যখন ভালবাসায় খাঁদ থেকে যায় । আমি তো মনে করি কন্ট্রোলিং শব্দটা আমার কাছে গালির মত । আপনার ভালবাস...
19/06/2025

পজেসিভনেস জিনিস তখনই আসে যখন ভালবাসায় খাঁদ থেকে যায় । আমি তো মনে করি কন্ট্রোলিং শব্দটা আমার কাছে গালির মত । আপনার ভালবাসার মানুষটি যখন আপনাকে কন্ট্রোল করা শুরু করবে তখন বুজতে হবে এটা সম্পর্ক না দাসত্ব । মানুষ নিজের স্পেস চায় , সে চায় তার প্রিয় মানুষ তাকে বিশ্বাস করতে শিখুক ।

একজন মানুষ তার মন থেকে আপনাকে ভালবেসে কিংবা রেসপেক্ট করে আপনার জন্য অন্য কারো দিকে ফিরেও তাকাবে না এর চেয়ে সুন্দর সম্পর্ক আর কিছু হতে পারে না । যে মানুষকে আয়ত্তে রেখে ভালবাসতে হয় সে মানুষ আপনাকে ভালবাসেনি কিংবা আপনি তার ভিতরে কোন ভালবাসার অনুভূতি জাগাতে পারেননি । এটা ভালবাসা না বরং বেধে রাখা ।

আমার তো এটা সবচেয়ে বেশি ভাললাগে যে আপনি যাকে ভালবাসেন সে মেয়েটার ফ্রেন্ড লিষ্টের ১০ জন ছেলে তার প্রেমে পড়ে আছে ৫ জন দেখতে আপনার চেয়েও হ্যান্ডসাম আর তিনজন তারজন্য সব সময়ই রেডি কিন্তু সে মেয়েটা আপনাকে প্রচন্ড ভালবাসে ।তার সমস্ত ভালবাসাটাই আপনি । সে এতটাই লয়্যাল যে আপনি তার জীবনে আছেন তার সমস্ত কাছের মানুষ জানে ।আর অন্যদিকে এমন কোন ষ্ট্যাবল ছেলেকে আপনি ভালবাসেন যে প্রচন্ড সুপুরুষ এবং ক্যারিয়ারিষ্ট এবং জ্ঞানী তার ফ্রেন্ড লিষ্টের সব মেয়েরা হুমরি খেয়ে পড়ে তার সাথে সম্পর্ক করার জন্য অথচ মানুষটার ধ্যান ধারনা জুড়ে আপনি বাস করেন । সে ছেলেটা আপনাকেই কেবল ভালবাসে । এই ভালবাসার চেয়ে সুন্দর কোন সম্পর্ক হতে পারে না ।

মায়ার নামই ভালবাসা , সেখানে হিংসা , সন্দেহ , কন্ট্রোলিং , কিংবা ধরে রাখার ব্যাপার থাকে না । হারানোর ভয় ও তাড়িয়ে বেড়ায় না ।এই প্রেম টিকে কেবল বিশ্বাসে।
মাসুমা ইসলাম নদী

#এসটি

কিছু মেয়ে তার সমস্ত জীবনের যুদ্ধটা নিজে করে নিজের জায়গা করে নেয় । তারা ক্যাসেলে বড় হয় না ঠিকই কিন্তু নিজের জন্য তারা তা...
19/06/2025

কিছু মেয়ে তার সমস্ত জীবনের যুদ্ধটা নিজে করে নিজের জায়গা করে নেয় । তারা ক্যাসেলে বড় হয় না ঠিকই কিন্তু নিজের জন্য তারা তাদের ইচ্ছে মতনই ক্যাসেল তৈরী করে । তাদের প্রতিটা ঠেকে যাওয়া সময় শেখায় নিজেকে কিভাবে বড় মানুষে রূপান্তর করতে হয়। তারা ব্যক্তিগত ভাবে পাখি না কিন্তু নিজেকে নিজে উড়াতে শেখায় ।তারা রিস্ক নেয় সর্বস্ব বাজী রাখে । তারা জিতেও কারন তারা জানে জিততে হবে ।

তবে মাঝে মাঝে তারাও ভেঙ্গে পড়ে কাঁদে নিজের সমস্ত অর্জন হারাতে দেখে চোখের সামনে । নিজেকে যত্ন করে সামলে নেয় ।তারপর আবার ফিনিক্স পাখীর মতন আবার ছাঁই থেকে নিজেকে তৈরী করে ।আপনি সে সব মেয়েদের কুইন ডাকতে পারেন ।

বেশ আত্নঅহম নিয়ে বাঁচে এরা । তাদের নিজের প্রাইড তাদের মুকুটের পালকের মতন । তাদের চোখের জল মানেই ডায়মন্ড যেটা গাল গড়িয়ে পরে তা সে নিজেই সেঁথে রাখে । যাতে যেই কারনে সে কান্না করেছে সেটা দ্বিতীয় বার সে কারন না ঘটে তার জীবনে । সে জানে তাকে কি করতে হবে ।সে জানে তার কৃতকর্মের ফল কি হবে ? সে ভুল করে অগনিত বার কিন্তু ভুল থেকে শিখে ।

সে কাউকে ঘৃনা করে না। কারো দেওয়া করুনা সে নিজের জন্য রাখে না।তারা যে কোন কিছুতে সহজে হার মানে না । যে কোন কিছু যত পরিশ্রমই হোক তারা অর্জন করে নেয় । তারা তাদের সমগ্র অর্জনে তার জীবনে কোন সাধারন পুরুষকে বেছে নেয় না । তার নিজের রাজা হিসেবে সে স্বীকার করে যে পুরুষটা তাকে সম্মান দিতে জানে ।সে পুরুষটার কাছেই সে অনগত্য স্বীকার করে যে পুরুষ সে নারীকে রানীর মতনই ট্রিট করতে পারে ।আর যে পুরুষটাকে সে যোগ্য মনে করে , তাকে তার সবটুকু বিশ্বাস ও মমতা উজার করেই তাকে ভালোবাসে । কেবল ওই একটা জায়গায় এই কুইন টাইপের মেয়ে গুলো কোন তর্ক না করেই নিজেকে গুটিয়ে নেয় । যখন দেখে তার পছন্দের সিলেক্টেড কিং তাকে সেই সঠিক ট্রিটটা দেয় না যেটা সে প্রাপ্য । ব্যস কোন ঘৃনা , রাগ , কোন তর্ক , কোন যুদ্ধ না করেই সে ফিরে যায় ।

কারন সে জানে তার মূল্য কি ।চলতি সব মেয়েদের মতন সে না ।তার অতীত শিক্ষা তাকে শিখিয়েছে তার অহম - অনেক শ্রমে ও ত্যাগে অর্জন যেটা নিলামে তোলা যাবে না।
মাসুমা ইসলাম নদী

#এসটি

এমন কারো কারো প্রেমে পড়ো যে তোমার জন্য অপেক্ষা করতে জানে , যে তোমার প্রতিটি ডিটেলস মনে রাখে । এমন কারো প্রেমে পড়ো যে ম...
19/06/2025

এমন কারো কারো প্রেমে পড়ো যে তোমার জন্য অপেক্ষা করতে জানে , যে তোমার প্রতিটি ডিটেলস মনে রাখে । এমন কারো প্রেমে পড়ো যে মানুষটি তোমাকে প্রজাপতির মত ডানা মেলে উড়তে শিখায় । তোমাকে বড় হতে সাহায্য করে । তোমাকে সম্মান করে এবং সমস্ত দিনশেষে তোমার কাছে নিজেকে শপে দেয় । এমন কারো প্রেমে পড়ো যে মানুষটা ঝগড়া শেষে দুম করে বলে বসে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না ।
মাসুমা ইসলাম নদী

#এসটি

অবহেলা ত্রিশ ভাগ , আর অবসর ত্রিশ ভাগ , আর চল্লিশ ভাগ ফ্যান্টাসি দিয়ে সম্পর্কের যত্ন নিতে হয় , এগুলো আমাকে  মানুষ খুব ধাক...
19/06/2025

অবহেলা ত্রিশ ভাগ , আর অবসর ত্রিশ ভাগ , আর চল্লিশ ভাগ ফ্যান্টাসি দিয়ে সম্পর্কের যত্ন নিতে হয় , এগুলো আমাকে মানুষ খুব ধাক্কা দিয়ে দিয়ে শিখিয়েছে । আমি ভাবতাম সমপর্ক মানেই রিয়েলিটি তুমুল তুমি আমি । তারপর বুজলাম আমার ভ্রম আমাকে ঘিরে । আমি ভাবতাম সমপর্ক মানেই যখন তখন প্রয়োজনে রিজার্ভ ভান্ডার আমার মন খারাপ , অসময়ে খুব দরকারে খরচ করবো । তাই তো এত যত্ন করেছিলাম নিজেকে যত্ন নিতে বেমালুম ভুলে গিয়েছিলাম ।

অবশেষে মানুষ আমাকে পদে পদে ভুল প্রমান করে দিয়ে শিখিয়েছে , সমপর্ক মানে অবসরে টাইম পাস ।কিছু সময়ের বিনোদন ।অসহ্য সংসার থেকে খানিক্ষন মুক্তি পাওয়ার বেভুলা স্বপ্ন ।সম্পর্ক মানে ইমোশনের নিলাম বাজার ।যে যত রিয়েল তাকে ততটাই অভিশাপে ভোগতে হয় ।আর যে বাস্তব সে বেশ গা বাঁচিয়ে নিজেকে রক্ষা করে যেতে পারে । আমি জানতামই না ।

অবশেষে আমি শিখেছি , সম্পর্কে দাড়িয়ে নিজেকে তপ্ত রৌদ্রে কি করে রোদে পুড়ে পুড়ে তামাতে করতে হয় ।আমি শিখেছি সম্পর্কে থেকে ও চোখের জলে ধোয়ে ধোয়ে নিজের অনুভূতি কেমন করে তাজা রাখতে হয় ।

আর দিন শেষে আমি দেখেছি , এই আমিটার আমি ছাড়া কেউ নেই ।
মাসুমা ইসলাম নদী

#এসটি

মানুষের জীবনে হঠাৎ একটা চমৎকার ম্যাজিক্যাল  সময় যায় । কারো জন্য অথবা কারো সাথে কাটানো একটা লম্বা সময় প্রচন্ড মায়া ও অনেক...
19/06/2025

মানুষের জীবনে হঠাৎ একটা চমৎকার ম্যাজিক্যাল সময় যায় । কারো জন্য অথবা কারো সাথে কাটানো একটা লম্বা সময় প্রচন্ড মায়া ও অনেক স্বপ্ন নিয়ে পার করে । আপনার জীবনে এই সময়টা আসা ভীষণ গুরত্ব পূর্ন ফেরী টেইলের মতন পার করা সময় ও আপনার জীবনে অভিজ্ঞতা ।

তারপর একটা সময় যখন বাস্তবতা আপনাকে ফিরিয়ে আনে এই কল্প রাজ্যে থেকে আপনি হয়তবা আগের মতন অবুজ মানুষটা আর থাকেন না । কারন আগের মত স্বপ্ন গুলো আপনাকে সেই অনুভূতি দিতে পারে না ।সেই একই মানুষটা যাকে আপনি আপনার জীবনের সেরা উপহার হিসেবে পেয়েছিলেন তার ব্যবহারের ভিন্নতা ও মুখ ফিরিয়ে নেওয়ার স্বভাব যখন তৈরী হয় তখন তাকে নিয়ে আর কোন ফ্যান্টাসী থাকে না ।নিজের কল্প জগৎ আর বাস্তবতা এক সাথে ক্লেশ করে । আপনাকে শেখায় আপনি যেখানে ডুবে আছেন সেখানে আপনার জন্য জায়গাটা আর নেই । প্রথম প্রথম ধাক্কা লাগে , মন খারাপ হয় , মন ভাঙ্গে , প্রচন্ড খারাপ সময় পার হয় ।

কিন্তু যখন আপনি বুঝতে পারেন পুরো সম্পর্কটা আরেক জন্য বোঝার মতন বয়ে বেড়াচ্ছে তখন আপনি নিজেকে গুটিয়ে নেন । ভারমুক্ত মুক্ত করুন সে মানুষটাকে । অভিযোগ না রেখেও সুন্দর ভাবে ফেরত আসা যায় নিজের কাছে । ক্ষমা করুন ,তার দেওয়া সমস্ত মিথ্যা প্রমিজ থেকে নিজেকে রিয়েলাইজ করান , আপনাকে একটা ঘোরে নিজেকে আটকে নিয়ে ছিলেন ।

এই যে নিজের মাঝে ফেরত আসা কোন লজ্জার না । আপনি কৃতজ্ঞ থাকুন নিজের প্রতি ও মানুষটার প্রতি কারন সে মানুষটা আপনাকে আপনার জীবনের ভীষণ সুন্দর মূহুর্ত উপহার দিয়ে ছিলো বলে । তাকে ভালোবাসুন আগের মতনই কিন্তু সেটা বাস্তবতার মূল্যে নির্ধারন করে । আগে নিজেকে সামলে নেন কারন যে ড্যামেজ সময়টা আপনাকে পার করতে হবে সে পার করা ধাক্কায় অনেকেই ডুবে যায় খুব কম মানুষই নিজের মাঝে ফেরে ।
মাসুমা ইসলাম নদী

#এসটি

আপনি যখন আপনার প্রিয় কাউকে হারান, তখন আপনি নিজের একটি অংশ হারান!😊 #প্রিয়সী
19/06/2025

আপনি যখন আপনার প্রিয় কাউকে হারান, তখন আপনি নিজের একটি অংশ হারান!😊
#প্রিয়সী

মানুষকে কিছু রিয়েলাইজশন ভেঙ্গে দেয় না বরং ঘুরে দাঁড়াতে সাহায্য করে । একজন মানুষ যখন বুঝতে পারে তার প্রচেষ্টা ও শ্রম পুর...
19/06/2025

মানুষকে কিছু রিয়েলাইজশন ভেঙ্গে দেয় না বরং ঘুরে দাঁড়াতে সাহায্য করে । একজন মানুষ যখন বুঝতে পারে তার প্রচেষ্টা ও শ্রম পুরোটাই ব্যার্থ সেটা সম্পর্ক হোক অথবা কর্মক্ষেত্র তখন সে দুটো জিনিস , করে হয়তবা হতাশ হয় অথবা চমৎকার ভাবে এই ভেঙ্গে পড়া সিচুয়েশন পুঁজি করে ঘুরে দাঁড়ায় ।অতীত রিভিউ করে বারে বারে তার ভুল গুলো তাকে নতুন করে শেখায় ।

এই মানুষ গুলো হলো ফিনিক্সপাখি । গল্পের মূল চরিত্র এরা । এদের সততা ও শ্রম দুটোই প্রখর থাকে তাই সৃষ্টিকর্তা এদের নিজের কুদরতি হাতে আবার গড়ে তুলে। নতুন মানুষটাকে যখন গড়ে তুলে তার ভিতরে জমানো কষ্ট গুলো সৃষ্টিকর্তা সুন্দর করে সেথেঁ দেয় । যাতে নতুন কোন ভুল সে করতে না পারে ।এই যে মানুষ গুলো তারা কাউকে অভিশাপ দেয় না বরং তারা জানে তাদের প্রতি করা অন্যায় অবিচার গুলোই অভিশাপ হয়ে জীবনে ধরে দিবে কোন একদিন।
মাসুমা ইসলাম নদী

#এসটি

কাউকে ভালোবাসি বলার চাইতে, তুমি যে তাকে ভালোবাসো  তা কাজের মাধ্যমে প্রমান করো যে তাকে তুমি ভালোবাসো । ভালোবাসি বলাটা আজক...
19/06/2025

কাউকে ভালোবাসি বলার চাইতে, তুমি যে তাকে ভালোবাসো তা কাজের মাধ্যমে প্রমান করো যে তাকে তুমি ভালোবাসো ।

ভালোবাসি বলাটা আজকালকার যুগে বিনা শর্তে কোন মেয়েকে কিংবা ছেলের শরীর ভোগ করার দলিল হয়ে দাঁড়িয়েছে । ভালোবাসি কথাটা বলে , সে উচ্চারন হয় সম্পর্ক হালাল করার চালাকির একটা দলিল মাত্র ।

কাউকে ভালোবাসো ? প্রমান করো তার অসময়ে তার পাশে দাড়িয়েছো । কাউকে ভালোবাসো ? তাহলে তার শাররীক সঙ্গ যেমন ভালোবেসে গ্রহন করো , তার বিপদ আপদ ও তার জীবনের সমস্যা গুলোকেও ভালোবেসে গ্রহন শিখো ।

কাউকে ভালোবাসো তাকে মানসিক শান্তি দিতে শিখো । তার ছোট ছোট খুশির খেয়াল করতে শিখো ।

আর তা যদি না পারো তাকে বলো , আমি ফ্রেন্ড উইথ বেনিফিট সম্পর্ক থাকতে চাই ।তাহলে কোন আশা করবে না তোমার থেকে । ফ্রেন্ড উইথ বেনিফিট সম্পর্ক মানে কি জানো ? কোন মেয়ে কিংবা ছেলের ইচ্ছায় কারো সাথে শরীর ও মন শেয়ার করার সম্পর্ক ।

সেখানে ভালোবাসি বলে ভালোবাসাকে কলংকিত করবে না। বলবা আমি স্বেচ্ছায় তোমার সাথে শু*ই*তে ইচ্ছুক তোমার শরীর ও মনকে একজন মানুষ হিসেবে শেয়ার করতে চাই । ব্যস আমার তাতে কোন দায়িত্ব থাকবে না । যখন মন চায় আমি তোমাকে ছুড়ে ফেলব। তোমাকে সামজিক ও ফিন‍্যান্স ভাবে কোন সাপোর্ট আমি করবো না।
যদি তাই করতে চাও , তাকে বলে সম্পর্কে যাও তাহলে সৎ হও । তাকে বলো আমি তোমার সাথে কোন ভালোবাসাবাসির সম্পর্ক করতে চাই না।

যদি ভালোবাসি বলার জন্য বলে দিলে কিন্তু ভালোবাসার মানুষটাকে বিপদে কাতরাতে দেখে তোমার মন সামান্য মানবিকতা জাগে না , কিংবা তার পাশে দাঁড়ানোর জন্য কখনো তাকে স্বশরীরে সাপোর্ট করতে মন চায় না সেটা কখনো ভালোবাসাই না।

যদি কখনো তাকে একবারের জন্য দেখতে মনে চায় না । যদি তার কষ্ট গুলোকে তোমার অনুভব করতে মনে না চায় । তাকে কখনো বলো না ভালোবাসি। বলবা আমি ভীষণ স্বার্থপর মানুষ , সেল্ফ সেন্টারেড আমি তোমাকে কখনো আমার পৃথিবীতে জায়গা দিবো না। এটা তাকে সম্পর্কের শুরুতে বলে দিবে । চয়েজ তার সে গ্রহন করবে কি , করবে না।

আর যদি কথা গুলো না বলো ,সে মানুষটা নিজের মতো করে তোমাকে নিয়ে হাজারো স্বপ্ন সাজিয়ে বসে থাকবে ।আর তুমি তার ধার কাছেও থাকবে না ।তখন সে মানুষটার যে কষ্ট হবে সে যতটা ভেঙ্গে পড়বে তার দায়ভার কিন্তু তোমাকে ভোগ করতেই হবে । আজ নয়তো কাল । প্রকৃতির কর্মা হলো সেই পাগলা কুকুর যে কাউকে কা*ম*ড়া*তে সে ছাড় দেয় না॥
কারন ভালোবাসি কথাটা মানেই কমিটেড সম্পর্ক ।
মাসুমা ইসলাম নদী

#এসটি

আমি কী এমনিতেই দূরে সরে যাই–দূরে থাকি?তুমি ভালোবাসো না, কথা বলো না, দেখা দাওনা বলেই অভিমানে আমার ভীষণ শ্বাসকষ্ট হয়!আমার ...
19/06/2025

আমি কী এমনিতেই দূরে সরে যাই–দূরে থাকি?
তুমি ভালোবাসো না, কথা বলো না, দেখা দাওনা বলেই অভিমানে আমার ভীষণ শ্বাসকষ্ট হয়!

আমার তো অভিমান।
আর সেই অভিমানে তুমি তোমার ইগো নিয়ে বসে থাকো! অভিমানের আড়ালে ভালোবাসা থাকে। তবে তোমার ইগোর আড়ালে ভালোবাসা নয়, থাকে ঈর্ষা, থাকে অহংকার! আমার অভিমানে তোমার কিছু যায় আসে না৷

তোমার ভালোবাসা কমতি পড়লেই অভিমানে বুকের ভেতর হুহু করে ওঠে! শূন্যতা গ্রাস করে নেয়, একাকিত্ব পেয়ে বসে৷ কোলাহলে থেকেও নিজেকে বড্ড একা লাগে। অথচ তুমি? চারদিকে ভালোবাসার মানুষ ঘিরে থাকে বলেই তোমার ইগো হুহু করে বেড়ে যায়। আমি কথা না বললে, তোমার শ্বাসকষ্ট হয় না, খারাপ লাগে না৷ দিব্যি আমায় ছাড়া তোমার দিন ভালো যায়।

আমার অভিমান দেখো, তোমার ইগো দেখো না?
তোমার উদাসীনতায়, গুরুত্বহীন আচরণে নিজেকে গুটিয়ে নেই অভিমানে। সেই অভিমানের মেঘ সরানোর চেষ্টা করেছো কখনো? করোনি তো।

অভিমানে তোমার প্রতি আরও তীব্র ভাবে আসক্ত হই৷ আর তুমি? ইগো, দাম্ভিকতা আর অবহেলায় সেই অভিমানে আরও বিষ ঢেলে দাও। কাছে টেনে নাওনা, আদর করে “ ভালোবাসি ” বলো না, কাছে এসে মিষ্টি হাসো না। তোমার এমন বেখেয়ালি আচরণ, উদাসীনতা আমাকে আরও দূরে সরিয়ে দেয়!

তুমি ছাড়া কেউ নেই বলেই অভিমানে নিজেকে কষ্ট দেই৷ অথচ আমি ছাড়াও তোমার ভালোবাসার কমতি পড়ে না৷ ভালোবাসার কমতি পড়লে, তুমি ইগো নিয়ে বসে থাকতে না৷ মানুষ যাকে সত্যি ভালোবাসে, তার অভিমানে মানুষ স্বাভাবিক থাকে না!

ভালোবাসলে নত হতে হয়।
মানুষটার সামান্য অভিমানে নিজেকে ঠিক রাখা যায় না। দিনের পর দিন কথা না হলে, দেখা না হলে, ভালোবাসা অনুভব করতে না পারলে অভিমানে ভালোবাসা মাধুর্য হারায়!

আমার তো অভিমান।
ভেঙ্গে গেলেই আরও বেশি উন্মাদ হয়ে যাই, আরও বেশি কাছে পেতে ইচ্ছে করে৷ ভালোবাসার জন্য স্রেফ একটা মানুষ জীবনে থাকলে কেউ তার হৃদয়ে ইগো ধারণ করে না৷ ভালোবাসায় অভিমান হয়, খুনসুটি ঝগড়া হয়, সাময়িক দূরে থাকা হয়৷ তবে তোমার ভালোবাসার ধরণ আজও বুঝিনি আমি।

লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼
#প্রিয়সী

এভাবে পাগল কেন করো, বলো তো?ধীরে ধীরে তোমাতে ডুবে গিয়ে আমি এক পা তোমার দিকে এগুলে, তুমি দশ পা পিছিয়ে যাও...আমি যে রোজ তোম...
19/06/2025

এভাবে পাগল কেন করো, বলো তো?
ধীরে ধীরে তোমাতে ডুবে গিয়ে আমি এক পা তোমার দিকে এগুলে, তুমি দশ পা পিছিয়ে যাও...

আমি যে রোজ তোমার শাড়ির প্রেমে হাবুডুবু খাই।
দু'চোখে গাঢ় কাজল মেখে তুমি যে মন আরও মাতোয়ারা করে দাও, মিষ্টি হেঁসে আমায় উন্মাদ করে দাও....

এভাবে দিনের পর দিন আমায় পাগল করে দিয়ে তুমি তো সেই দূরেই থাকো। তোমাকে ছুঁয়ে দেখার বাসনায় আমি রোজ একটু একটু করে তোমার দিকে অগ্রসর হই। হৃদয়ে প্রেমের ঝড় বয়ে যায়, তোমার অবয়ব ভয়ঙ্করদর্শনে মন আরও উতলা হয়ে যায়।

আমায় ভালোবেসে তো দেখো। পৃথিবীতে কতশত মানুষ ভালোবেসে কাছে আসে, তুমি কেন আসো না? তোমার হাসির কাছে পরাজিত পৃথিবীর জাগতিক সব সৌন্দর্যরা ঈর্ষা করে! অথচ ওরা আমায় ডুবাতে পারেনি, যতটা তোমার মাঝে ডুবেছি।

তোমায় কি করে বোঝাই? এ হৃদয়ে খরা কেটে বর্ষণ শুরু হয়। সেই বর্ষণে উর্বর মস্তিষ্কে প্রেমের বীজ বেড়ে ওঠে। আমি যে তোমায় চাই, খুব কাছে। তোমার হাত দুটো ধরতে চাই, তোমার কাজল চোখে চোখ রেখে আমি ডুবে ম র তে চাই! আমায় মে রে ফেলো সোনা, মে রে ফেলো।

এভাবে পাগল করে দিয়ে কেন দূরে থাকো?
প্রেম তো কাছে এলেই গভীর হয়। কাছে এসে দেখো, এ মন কতটা উতলা হয়ে আছে তোমার জন্য।

লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼
#প্রিয়সী

19/06/2025

যারা বলেন, “ দাম্পত্য জীবনে প্রেম-ভালোবাসার চাইতে দায়িত্ববোধটাই আসল ” তাদের দাম্পত্য জীবন ঠিক সাদাকালো, একঘেয়ে। যেখানে স্রেফ দায়িত্ববোধ নিয়েই সংসার করে যায় স্বামী-স্ত্রী পরস্পর।

দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মাঝে প্রেম না থাকলে সম্পর্ক হয়ে যায় রসহীন! প্রেম-ভালোবাসা থাকলে সম্পর্কে আপনাআপনিই দায়িত্ববোধ চলে আসে। পরস্পর পরস্পরকে ভালো রাখার চেষ্টা এবং পরস্পরের সিদ্ধান্তকে সম্মান করে।

দাম্পত্য জীবনে প্রেম না থাকলে, মানুষ প্রেম করবে টা কোন সময়, কার সাথে? যেখানে দায়িত্ববোধকে প্রাধান্য দিয়ে প্রেমকে তুচ্ছ ভেবে স্বামী-স্ত্রীর সম্পর্কে পরস্পরের মনের সাথে বিশাল ফারাক তৈরি করা হয়!

মনের সাথে মনের বনিবনা না হলে, সেখানে সম্পর্ক হয়ে যায় তিক্ততার! আর মনের সাথে মনের বনিবনা হতে পরস্পরের মাঝে প্রেমের রসায়নের কোনো বিকল্প নেই। যার প্রতি প্রেম-ভালোবাসা জন্মায় না, তার প্রতি দায়িত্ববোধও জন্মায় না। মানুষ প্রেম-ভালোবাসার ব্যাপারটা সবচেয়ে বেশি বৈবাহিক সম্পর্কেই এড়িয়ে যায়। অথচ এই একটা সম্পর্কে স্বামী-স্ত্রী পরস্পর চাইলেই সম্পর্কটাকে আরও বেশি মধুর এবং উপভোগ্য করে তুলতে পারে।

দায়িত্ববোধকে একপাশে রাখুন এবং প্রেম-ভালোবাসাকে অন্যপাশে। প্রেম-ভালোবাসাকে বেছে নিলে দেখবেন, দায়িত্ববোধ আপনাআপনিই তৈরি হবে। আর যদি সঙ্গীর প্রতি প্রেম না আসে, তবে বুঝতে হবে নিজেদের মনের সাথে পরস্পরের মনের কোনো মিল নেই। আর যখন পরস্পরের মনের সাথে মিল থাকে না, তখন দাম্পত্য জীবন তিক্ততায় রূপ নেয়!

দাম্পত্য জীবনে দায়িত্ববোধকে অস্বীকার করা যায় না। আবার প্রেম-ভালোবাসাকেও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আপনি যখন সঙ্গীকে ভালোবাসবেন, তার সাথে প্রেমের রসায়ন জমে যাবে, তখন দাম্পত্য জীবনে সুখ অবধারিত। সঙ্গীর প্রতি তেমনই রসিক মনোভাবের হোন, যেমনটা আপনি তার কাছে প্রত্যাশা করেন। পরস্পর যদি পরস্পরের তরে এগিয়ে না আসেন, তবে প্রেম-ভালোবাসা সৃষ্টি হবে না। আজীবন দায়িত্বের বোঝা টানতে টানতে বৃদ্ধ বয়সে আফসোস করা ছাড়া আর কিছু করার থাকবে না। কথাটা মিলিয়ে নিবেন।

লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼
#প্রিয়সী

মানুষ আশায় বাঁচে। আমি কি নিয়ে বাঁচবো, বলো তো? মন্দ ভাগ্য নিয়ে আশায় বসে থাকাটাও যে পাপ!পৃথিবীতে এই আমার মতো যারা দুখী মান...
19/06/2025

মানুষ আশায় বাঁচে।
আমি কি নিয়ে বাঁচবো, বলো তো? মন্দ ভাগ্য নিয়ে আশায় বসে থাকাটাও যে পাপ!

পৃথিবীতে এই আমার মতো যারা দুখী মানুষ, তারা অন্যের সুখ দেখে শুধু দুঃখ পায়! নিজের সুখ আর উপভোগ করতে পারে কই?

এমন জীবন আর ভালো লাগে না আমার!
অপেক্ষায় আমার ক্লান্তি ভীষণ! অনিশ্চিত অপেক্ষা আমাকে শেষ করে দিচ্ছে! কোথাও এতটুকু নিশ্চয়তা পাচ্ছি না সুখী হওয়ার।

তুমি তো শুধু আমার অভিমান দেখো, দুঃখ দেখো না? কত আঘাত সয়ে সয়ে আমি আজ কবি আর কাঙাল! জীবনের সব অপূর্ণতায় পূর্ণতা বলতে কেবল তোমাকেই বুঝি, সেই তুমি আর আমায় বুঝলে কই?

মানুষ তো আশায় বাঁচে, তবে আমি কোন ভরসায় নিজেকে সামলাই? কেউ একটুখানি গুরুত্ব দিলো না, ভালোবাসলো না, যত্ন নিলো না৷ এত আক্ষেপ নিয়ে, এত অনিশ্চয়তা নিয়ে আমি কি করে ভালো থাকি?

পৃথিবীতে দুখী মানুষ হয়ে জন্ম নেয়াটাও যে পাপ!
কেউ মূল্যায়ন করে না, ভালোবাসে না। অন্যের সুখ দেখে শুধু দুঃখ পেতে হয়!

মানুষ আশায় বাঁচে, আর আমি তো তোমায় নিয়ে বাঁচতে চেয়েছি৷ সেই তুমিই আর আমায় ভালোবাসলে কই? তোমায় পেলেই সুখী হবো ভেবে, এখন দুঃখ নিয়েই যত হা-হুতাশ! মানুষ আশায় বাঁচে, আর আমি নিরাশায়, হতাশায়!

লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼
#প্রিয়সী

Address

Natore
6400

Alerts

Be the first to know and let us send you an email when সোমার ডায়েরী- Somar Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সোমার ডায়েরী- Somar Diary:

Share

Category

সোমাকে লেখা চিঠি

সোমা,

আজ সারারাত তোকে ভেবে কাটিয়েছি। একটুও ঘুমাতে পারিনি। ঘুমাতে গেলেই তোর প্রতারণার কথাগুলি মনে পড়ে যাচ্ছে। খুব অদ্ভুত, তাই না। একসময়ের খুব কাছের তুই আজ আমার থেকে কত দূরে। একসময় প্রতিদিন তোর সাথে দীর্ঘসময় কথা হতো। একদিন কথা না হলে তুই আমার সাখে অনেক রাগারাগি করতি। মনে আছে তোর? এখনতো অবশ্য সপ্তাহ, মাস, বহুদিন পেরিয়ে যায় একমিনিট কথা হয়না। আচ্ছা, এখনকি একটুও রাগ হয়না আমার উপর?

তোর অবহেলা আর প্রতারণার কাছে হেরে গেছে আমার ভালোবাসা। চাইলেও তোকে কাছে টেনে নিতে পারিনা। আমি তো তোকে বাস্তবতায় খুঁজি কিন্তু তুইতো কোন কল্পনাতে মগ্ন। আমি জানি আমার না বলা হাজারটা কথা আর আবেগ মাখানো চিঠির এই ভাষা কোনদিনই তোর কাছে পৌঁছাবেনা।অবশ্য না পৌঁছালেই বা কি? আমার এই সুখ যে আমি ভালবাসি, তোকে ভালবাসতে হবে না। আচ্ছা, প্রতারকরা কি কখনও ভালবাসতে পারে? আমার বিশ্বাস হয়না।

জানিস, ইদানিং চুপ করে থাকতেই ভালো লাগে। শুধু মাঝে মাঝে গভীর রাতে খুব চিৎকার করতে ইচ্ছে হয়। আমার অবস্থা এমন যে, এখন যদি কেউ আমাকে হত্যা করতে চায় তাকে আমি আমি এক বিন্দুও বাধা দিবোনা। আমার যদি অনেক টাকা থাকতো আমি চারটি বরফের পাহাড় ঘেরা একটি নিঃশব্দ বাড়ি কিনতাম। শুনেছি বরফ শব্দ শুষে নেয়, আমি সেখানে নিয়মিত চিৎকার করতাম। চিৎকার করে কাঁদতাম তোর কথা মনে হলেই সকাল, বিকাল, সন্ধ্যা। সভ্য সমাজে যা আমি পারিনা সেখানে আমি তাই করতাম। আমি গলা ছেড়ে কাঁদতাম। একটা সময় আমি জানতাম না মন খারাপ কি? অবশ্য আজ আমি জানি, মন খারাপ আসলে একটা নীরব চিৎকার, যা আমাদের বুকের বাইরে কখনও বেরোতে পারে না।