Shabnam Pia

Shabnam Pia Don't trust people blindly.... because people take it’s advadvantage.Choose friend very carefully....
(28)

তোকে সেই ছোট্ট থেকে অনেক আদর যত্নে মানুষ করেছি। কোনদিন তোর চোখে পানি আসতে দেয়নি।যখন যেটা চেয়েছিস সেটা দেওয়ার সর্বোচ্চ চে...
21/11/2024

তোকে সেই ছোট্ট থেকে অনেক আদর যত্নে মানুষ করেছি। কোনদিন তোর চোখে পানি আসতে দেয়নি।যখন যেটা চেয়েছিস সেটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছ। শেষ যেই জিনিসটা চেয়েছিলি সেটা আমার মনের বিরুদ্ধে গিয়ে তোর খুশির জন্য পুরন করেছি। এখন সেই খুশি যদি না থাকে তাহলে পৃথিবী উলোটপালোট করে দিবো আমি। এতোদিন সবাই ভালো রূপটা দেখেছে এখন ভয়ংকর রুপটা দেখবে। সবসময় হাসিখুশি থাক আল্লাহর কাছে এটাই দোয়া করি ❤️❤️❤️। তোর চোখের পানির কারন কাউকে হতে দিবোনা।
মনে রাখবি তোর পাশে ছিলাম আছি আর সারাজীবন থাকবো ইনশাআল্লাহ ❤️❤️❤️।

সবাইকে জুম্মা মোবারক
15/11/2024

সবাইকে জুম্মা মোবারক

15/11/2024

এটা আমার নতুন পেজ। সবাই ভালোবাসা দিয়ে পাসে থাকবেন 🥰❤️

Good morning ☀️☀️☀️
14/11/2024

Good morning ☀️☀️☀️

12/11/2024

ছোট বোন স্কুল থেকে এসে কেন কান্না শুরু করলো???

যারা অপেক্ষা করে তাদের জন্য সময় খুব ধীর, যারা ভয় করে তাদের জন্য খুব দ্রুত, যারা দুঃখ করে তাদের জন্য খুব দীর্ঘ, যারা আন...
11/11/2024

যারা অপেক্ষা করে তাদের জন্য সময় খুব ধীর, যারা ভয় করে তাদের জন্য খুব দ্রুত, যারা দুঃখ করে তাদের জন্য খুব দীর্ঘ, যারা আনন্দ করে তাদের জন্য খুব ছোট, কিন্তু যারা ভালোবাসে তাদের জন্য সময় অনন্তকাল।

শুভ দুপুর 🥰🥰🥰।যে রাঁধে সে চুলো বাঁধে ,না বলে বলতে হতো যে চুল বাঁধে সে রাঁধে।  অনেকে মনে করি আমি কোন কাজ পারিনা কিন্তু আল...
09/11/2024

শুভ দুপুর 🥰🥰🥰।
যে রাঁধে সে চুলো বাঁধে ,না বলে বলতে হতো যে চুল বাঁধে সে রাঁধে। অনেকে মনে করি আমি কোন কাজ পারিনা কিন্তু আলহামদুলিল্লাহ রান্না বান্না আমার ভিষণ ভালো লাগে 🥰🥰🥰।

Good Night Everyone ❤️❤️❤️
08/11/2024

Good Night Everyone ❤️❤️❤️

শুভ সকাল ❤️🥰❤️
08/11/2024

শুভ সকাল ❤️🥰❤️

শুভ মধ্যাহ্ন 🥰🥰🥰
06/11/2024

শুভ মধ্যাহ্ন 🥰🥰🥰

আহা সেই দিনগুলো 😭😭😭।
04/11/2024

আহা সেই দিনগুলো 😭😭😭।

03/11/2024

সেই শিশির ভেজা ভোর ,
শিউলি তোলা ঘোর।
সেই মধ্য রাতের লুকোচুরি ,
মহলারই শোর।
সেই পদ্ব ফোটা ঝিল ,
মাছ রাঙাদের বিল।
সেই গোলাছুট খেলা ,
নিঝুম দুপুর বেলা।
সেই মিষ্টি মধুর খুনসুটি সব,
বৈচি ফুলের মালায়।

যদি রূপ চাও,আমি শূন্য।আর যদি ভালোবাসা চাও,আমি পরিপূর্ণ।শুভ সকাল ☀️☀️☀️
31/10/2024

যদি রূপ চাও,
আমি শূন্য।
আর যদি ভালোবাসা চাও,
আমি পরিপূর্ণ।

শুভ সকাল ☀️☀️☀️

আসসালামু আলাইকুম। শুভ সকাল ☀️☀️☀️।
30/10/2024

আসসালামু আলাইকুম। শুভ সকাল ☀️☀️☀️।

মাঝে মাঝে মনেহয় যারা আমার অনুপস্থিতিতে আমাকে নিয়ে সমালোচনা করে তাদের জিহবা টা কাঁচি দিয়ে কুচ করে কেটে ফেলি 😬😬😬।
29/10/2024

মাঝে মাঝে মনেহয় যারা আমার অনুপস্থিতিতে আমাকে নিয়ে সমালোচনা করে তাদের জিহবা টা কাঁচি দিয়ে কুচ করে কেটে ফেলি 😬😬😬।

Address

Dhaka
Nawabganj

Telephone

+8801793543218

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shabnam Pia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shabnam Pia:

Share