
21/11/2024
তোকে সেই ছোট্ট থেকে অনেক আদর যত্নে মানুষ করেছি। কোনদিন তোর চোখে পানি আসতে দেয়নি।যখন যেটা চেয়েছিস সেটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছ। শেষ যেই জিনিসটা চেয়েছিলি সেটা আমার মনের বিরুদ্ধে গিয়ে তোর খুশির জন্য পুরন করেছি। এখন সেই খুশি যদি না থাকে তাহলে পৃথিবী উলোটপালোট করে দিবো আমি। এতোদিন সবাই ভালো রূপটা দেখেছে এখন ভয়ংকর রুপটা দেখবে। সবসময় হাসিখুশি থাক আল্লাহর কাছে এটাই দোয়া করি ❤️❤️❤️। তোর চোখের পানির কারন কাউকে হতে দিবোনা।
মনে রাখবি তোর পাশে ছিলাম আছি আর সারাজীবন থাকবো ইনশাআল্লাহ ❤️❤️❤️।