Nawabganj,Dhaka - নবাবগঞ্জ,ঢাকা

Nawabganj,Dhaka - নবাবগঞ্জ,ঢাকা নবাবগঞ্জ উপজেলা
সংসদীয় আসনঃ সংসদীয় এলাকা ১৭৪ ঢাকা-০১
পোস্ট কোড:১৩২০

(১) নবাবগঞ্জ সদর (কলাকোপা, বক্সনগর, বাহ্রা,ও যন্ত্রাইল ইউনিয়ন
(২) চুড়াইন( চুড়াইন,গালিমপুর ও আগলা ইউনিয়ন)
(৩) নয়নশ্রী( নয়নশ্রী, ও বান্দুরা ইউনিয়ন)
(৪) পাড়াগ্রাম( কৈলাইলও শোল্লা ইউনিয়ন)
(৫) জয়কৃষ্ণপুর( জয়কৃষ্ণপুর, বারুয়াখালী ও শিকারীপাড়া ইউনিয়ন।

(গ) মৌজার সংখ্যা : এস, এ১৭৮টি আর এস ১৭৪টি।
(ঘ) গ্রামের সংখ্যা : ৩০৫ টি।
(ঙ) হোল্ডিং সংখ্যা

: ১,২৩,৪৫০টি।
(চ) খতিয়ান সংখ্যা : ৫৬,৬৮১টি।
(ছ) মোট জমির পরিমান : ৫৮,২৮৪.০২ একর।
(জ) মোট কৃষি জমির পরিমা : ৫৪,০৫৫.৯৫ একর।
(ঝ) বাণিজ্যিক জমির পরিমান : ২৬.০২ একর।
(ঞ) আবাসিক জমির পরিমান : ১,১৯৪.২০ একর।
(ট) ভূমি উন্নয়ণ কর আদায়যোগ্য জমির পরিমান: ৫৫,৩৩০.০৪ একর।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রবীন আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব আজ বিকেল ৪.১০ মিনিটে দুনিয়ার সফর...
04/05/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
প্রবীন আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব আজ বিকেল ৪.১০ মিনিটে দুনিয়ার সফর শেষ করে আল্লাহ'র জিম্মায় চলে গেছেন।
May Allah be pleased with our beloved brother Barrister Abdur Razzaq and grant him the highest place in Jannah Al-Firdous, Ameen. May He enable his family, friends and well wishers to adopt sabran Jameela, Ameen.

জামায়াত মনোনীত ঢাকা ০১ (দোহার নবাবগঞ্জ) আসনের এমপি প্রার্থী ব্যারিষ্টার নজরুল ইসলাম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
26/03/2025

জামায়াত মনোনীত ঢাকা ০১ (দোহার নবাবগঞ্জ) আসনের এমপি প্রার্থী ব্যারিষ্টার নজরুল ইসলাম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রিয় মুফাসসির ড.মিজানুর রহমান আজহারীর আগামীকালের মাহফিলে কার কার যাবার নিয়ত আছে কমেন্ট করে জানান।
07/02/2025

প্রিয় মুফাসসির ড.মিজানুর রহমান আজহারীর আগামীকালের মাহফিলে কার কার যাবার নিয়ত আছে কমেন্ট করে জানান।

দরবেশ বাবা একাই লুটেছেন ৫৭ হাজার কোটি টাকা। বিস্তারিত কমেন্টে দেওয়া হল
08/01/2025

দরবেশ বাবা একাই লুটেছেন ৫৭ হাজার কোটি টাকা।
বিস্তারিত কমেন্টে দেওয়া হল

ওলিকুল শিরোমনি শাহ্ ক্বারী মু. ইসমাঈল (র.) কর্তৃক প্রতিষ্ঠিতঐতিহ্যবাহী সোনাহাজরা মুফিজিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসাখালপাড়,...
07/01/2025

ওলিকুল শিরোমনি শাহ্ ক্বারী মু. ইসমাঈল (র.) কর্তৃক প্রতিষ্ঠিত

ঐতিহ্যবাহী সোনাহাজরা মুফিজিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা

খালপাড়, নবাবগঞ্জ, ঢাকা-এর

৭ ফেব্রুয়ারি ২০২৫খ্রি:

২৪ মাঘ ১৪৩১ বাংলা শুক্রবার, বাদ- জুম'আ

৮৭ তম বার্ষিক

ওয়াজ মাহফিল

স্থান: মাদ্রাসা প্রাঙ্গণ।

আমন্ত্রিত ওলামায়ে কিরাম

◇ মাওলানা হাসান জামিল

খতীব, সায়েন্স ল্যাব জামে মসজিদ।

মাওঃ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ্

খতীব, মসজিদুল জুম'আ, মিরপুর।

◇ মাওলানা সাদিকুর রহমান আযহারী

খতীব, মুগদা জামে মসজিদ।

ড. মুফতি জাকারিয়া নূর

খতীব, বাইতুন নূর জামে মসজিদ, বিজয় নগর।

মাওলানা মোঃ ওলিউল্লাহ্ বিক্রমপুরী

সহঃ অধ্যাপক, সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ।

মাওলানা মিজানুর রহমান ফরিদী (ফরিদপুর)

আয়োজনে: অভ্যর্থনা কমিটি ও এলাকাবাসী।

সার্বিক যোগাযোগ :

০১৭১৪-৯৯৪৮২৩, ০১৩০৯-১০৮৩১৩

বিঃ দ্রঃ মহিলাদের জন্য পর্দাসহ বসার সু-ব্যবস্থা

01/01/2025
বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ পূর্ব থানার ২০২৫-২০২৬ শেষনের জন্য আমীর নির্বাচিত হয়েছেন নবাবগঞ্জ উপজেলার কৃতি সন্তান জ...
01/12/2024

বাংলাদেশ জামায়াতে ইসলামী
নবাবগঞ্জ পূর্ব থানার ২০২৫-২০২৬ শেষনের জন্য আমীর নির্বাচিত হয়েছেন নবাবগঞ্জ উপজেলার কৃতি সন্তান জজ কোর্টের সহকারী সরকারি কৌশুলী (এজিপি), ঢাকা জেলা দক্ষিণ শিবিরের সাবেক সভাপতি, সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট ইব্রাহিম খলিল।

01/12/2024

আজ রবিবার
০১ ডিসেম্বর ২০২৪
২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
১৬ অগ্রহায়ণ ১৪৩১
-------------------
ফজর- ৫:০৫ মিনিট
জোহর- ১১:৫২ মিনিট
আসর- ৩:৩৫ মিনিট
মাগরিব- ৫:১৪ মিনিট
ইশা- ৬:৩২ মিনিট
--------------------
আজ সূর্যাস্ত- ৫:১১ মিনিট
আজ সূর্যোদয়- ৬:২৩ মিনিট

বণিক সমিতির নির্বাচনে মনোনয়নপত্র কিনলেন মামুনুর রশীদ চৌধুরীব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বণিক সমিতি। ঢাকা নবাবগঞ্জ উপজেলার বাগ...
29/11/2024

বণিক সমিতির নির্বাচনে মনোনয়নপত্র কিনলেন মামুনুর রশীদ চৌধুরী

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বণিক সমিতি। ঢাকা নবাবগঞ্জ উপজেলার বাগমারা বাজার ব্যবসায়ীদের বণিক সমিতির
নির্বাচনে সহ-সভাপতি পদে আজ সকালে নির্বাচন অফিস কার্যালয়ে নিজের মনোনয়ন পত্র তুলেন চৌধুরী ক্রোকারিজ
এর কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী মামুনুর রশীদ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ এর নবাবগঞ্জ উপজেলা শাখার আমির ও সরকারের সহকারী কৌসুলি এডভোকেট ইব্রাহিম খলিল,সেক্রেটারী মাওলানা মোহাম্মদ আলী, নবাবগঞ্জ পশ্চিমের সেক্রেটারি জনাব মোস্তাক আহমেদ সহ শীর্ষ ব্যবসায়ীরা মনোনয়ন পত্র সংগ্রহের সময়
উপস্থিত ছিলেন।

আয়োজকদের সফলতা কামনা করছি। মাহফিল কে আল্লাহ কামিয়াবি দান করুন।
24/11/2024

আয়োজকদের সফলতা কামনা করছি। মাহফিল কে আল্লাহ কামিয়াবি দান করুন।

উঠতি বয়সে প্রায় সব মেয়েদেরই প্রচন্ড বিয়ের মোহ থাকে। সারাক্ষন দু’চোখ দিয়ে চারপাশে শুধু সুন্দর ছেলে খুঁজে বেড়ায়। এ বয়সে মে...
24/11/2024

উঠতি বয়সে প্রায় সব মেয়েদেরই প্রচন্ড বিয়ের মোহ থাকে। সারাক্ষন দু’চোখ দিয়ে চারপাশে শুধু সুন্দর ছেলে খুঁজে বেড়ায়। এ বয়সে মেয়েরা প্রেমে পড়লেই বিয়ের জন্য ব্যাকুল হয়ে উঠে। এমন কি পালিয়ে বিয়ে করতেও এক পায়ে প্রস্তুত থাকে তারা।

কিন্তু যদি না কারো সাথে দীর্ঘ ও গভীর কোন এফেয়ার থাকে, বয়স বাড়লে, শিক্ষিত হলে, বিয়ের প্রতি তাদের অধিকাংশেরই একটা অনীহা জন্ম নেয়। বাবা মা তাদের জন্য বিয়ের সম্বন্ধ আনলে তারা প্রতিবাদে নাকের জল চোখের জল এক করে ছাড়ে। জগতটাকে দেখবার, বয়সটাকে উপভোগ করবার, অভিজ্ঞতাটাকে সমৃদ্ধ করবার, পড়ালেখা করে ক্যারিয়ার গড়বার এক দুরন্ত জেদ চেপে বসে তাদের মনে। সে সময়ে অনেক ছেলেকে ভালো লাগলেও পছন্দ করবার মতো যোগ্য ছেলেটিকে তারা তখন আর খুঁজে পায় না কিংবা খোঁজার গরজও বোধ করে না।

ইউনিভার্সিটি পাশ করতে করতে বয়স পঁচিশ ছাব্বিশ পার হয়। বিসিএস কিংবা অন্য কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে পুরুষদের পাশাপাশি যোগ্যতার প্রমান দেয়ার প্রচন্ড নেশা চাপে তাদের। সে পরীক্ষায় অনেকে সাফল্যও পায়। তারপর চলে নিজের পায়ে দাঁড়াবার, স্বাবলম্বী হবার সংগ্রাম, নিজেকে গুছিয়ে নেয়ার সংগ্রাম।

কিন্তু ততদিনে পদ্মা মেঘনা যমুনার জল গড়িয়ে যায় অনেক। মেঘে মেঘে হয়ে যায় অনেক বেলা। খরচ হয়ে যায় আয়ুর সোনালী অধ্যায়।

বিয়ের বাজারে নিজের চাইতে যোগ্য ছেলে খুঁজে পাওয়া তখন দুস্কর হয়ে দাঁড়ায় তাদের জন্য। প্রচন্ড মেধাবী যে মেয়েটি অনার্স মাস্টার্স পাশ করে এমফিলও শেষ করে ফেলে, কিংবা হয়ে যায় বিসিএস ক্যাডার, বিয়ের বাজারে তারচে অধিক যোগ্যতাসম্পন্ন পাত্রের খোঁজ করতে গিয়ে এক বিশাল ধাক্কা খায় সে—তিরিশ প্লাস যোগ্য পাত্রগুলি তার তিরিশ প্লাস বয়সটার দিকে আড়চোখে তাকিয়ে মুখ ঘুরিয়ে নেয়। পাত্রের স্বজনরা তাকে আধুনিক হৈমন্তী’র মর্যাদা দিয়ে বসে।

একুশ বাইশ বয়সের যুবতীর বর্ণিল স্বপ্নগুলি তিরিশ পেরিয়ে বিবর্ণ হয়ে পড়ে। তার একদা উপচে পড়া চকচকে যৌবনের কোথাও কোথাও গোপন মরচে পড়ে। তার বিশাল আর আলো ঝলমলে পৃথিবীতে রাত নামতে থাকে। পুরুষতান্ত্রিক এই পৃথিবীতে একটা নিরাপদ আশ্রয় আর অবলম্বন ছাড়া যে সে ভীষন অসহায় এতদিন পর এই নির্মম সত্য অনুধাবন করে সে কাঁপতে থাকে ভয়ে আর অনিশ্চয়তায়। স্বামী সন্তান নিয়ে একটা ছোট্ট সংসারের জন্য সে সারা জীবনের কষ্টার্জিত সকল ডিগ্রী ও যোগ্যতা বিসর্জন দিতেও প্রস্তুত হয়ে পড়ে।

পাত্রী খোঁজার সময় আমি নিজে এ ধরনের দুর্ভাগা কিছু নারীর দেখা পেয়েছি। এমনই আরো কিছু দুঃখজনক ঘটনা উঠে এসেছে আমার পরিচিত এক ফেইসবুক ফ্রেন্ডের নীচের স্ট্যাটাস থেকে।
============================
০১- ফ্রেন্ড লিস্টের একজন নারী বিসিএস কর্মকর্তা আছেন যিনি ৩৪ বছর বয়সে এসে 'যোগ্য' পাত্র খোজা বন্ধ করে এখন 'মোটামুটি' মার্কা পাত্র খুঁজছেন।

০২- ফ্রেন্ড লিস্টের একজনের বড় বোন ডাক্তার। ৬ বছর ধরে 'যোগ্য' পাত্র খুজতে খুজতে তিনি নিজেই অযোগ্য হবার যোগাড় হয়েছেন। বয়স ৩৫ চলছে। ওনার পরিবারের প্রথম টার্গেট ছিল ডাক্তার পাত্র ছাড়া বিয়ে করবে না। ২৯ বছর বয়সে যখন বিয়ের সিদ্ধান্ত নিল তখন কিছু সিনিয়ার অবিবাহিত ডাক্তার পাত্র পাওয়া যাচ্ছিল কিন্তু সেগুলো তাদের পছন্দ হচ্ছিল না। পাত্র খুজতে খুজতে বয়স এখন ৩৫ এ এসে দাঁড়িয়েছে। এখন আর ডাক্তার পাত্র পাচ্ছে না। মনে হয় আর পাবেনও না। এখন 'অডাক্তার' ছেলে পেলেও চলবে। ইভেন জুনিয়ার কোন ব্যাপার না।

০৩- এই আপু একজন উচ্চ শিক্ষিতা, বিদেশে উচ্চতর ডিগ্রী নিতে গিয়ে বিয়ের বয়স পার হয়ে গেছে। ওনার জীবনের লক্ষ্যই ছিল উচ্চতর ডিগ্রী নেয়া। সেই লক্ষ্য পূরণ হয়েছে কিন্তু ততক্ষনে বিয়ের বয়স পার হয়ে গেছে। এখন এত এত ডিগ্রী সত্বেও পাত্র পাচ্ছেন না। ওনার বয়স এখন ৩৮/৩৯।

০৪- ফ্রেন্ড লিস্টের এই আপু আমাকে ধরেছেন ওনার ঘটকালী করার জন্য। আমার সাথে মাঝে মাঝেই কথা হয়। বয়স ৩৮ চলছে। পারিবারিক কী এক ঝামেলার কারনে এখনো বিয়ে করতে পারেন নি।

আসলে সময়ের কাজ সময় থাকতেই করতে হয়। লেখাপড়া, ক্যারিয়ার ইত্যাদির জন্য অনেক মেয়ে বিয়ের ব্যাপারে উদাসীন থাকেন। কিন্তু যত বড় ক্যারিয়ার থাকুক না কেন ছেলেরা চাইবে তার চাইতে মিনিমাম ৫/৬ বছর জুনিয়র মেয়েকে বিয়ে করতে। সেই হিসেবে শিক্ষিত সমাজে সবচেয়ে বেশি ডিমান্ডের মেয়েরা হয় ১৬ থেকে ২২ বছর বয়সী।

অফিসে এক সিনিয়র কলিগ কইলো,
"একটা সময় টাকার অভাবে চুলে শ্যাম্পু দিতে পারতাম না, আর এখন চুলের অভাবে শ্যাম্পু দিতে পারি না।"
সুতরাং বিয়ের ব্যাপারে দেরি করতে নেই।

সংগৃহীত

বাঙালি চেনার ২০ টি সাধারণ পদ্ধতিঃ-০১. চা খাবে টোস্ট, বিস্কুট ডুবিয়ে।০২. বেডের তলায় সারিসারি পুরনো পেপার ঢুকিয়ে রাখবে।০৩....
24/11/2024

বাঙালি চেনার ২০ টি সাধারণ পদ্ধতিঃ-

০১. চা খাবে টোস্ট, বিস্কুট ডুবিয়ে।

০২. বেডের তলায় সারিসারি পুরনো পেপার ঢুকিয়ে রাখবে।

০৩. টয়লেটের ফ্লোরে পেশাব করে দেবে।

০৪. স্ত্রী ঘুমাবে দেয়ালের দিকটায় ঘেঁষে।

০৫. ঝাড়ু থাকবে দরজার পেছনে।

০৬. একজন ধনী হয়ে উঠলে, অন্যরা বলবে- নিশ্চয়ই সুদ/ঘুস/চুরির টাকা।

০৭. কেউ বুড়ো হতেই, অন্যরা অবাক হবে─ এখনো বাঁইচা আছে!

০৮. গোসল করলে, একে-একে জিজ্ঞেস করতে থাকবে─ কোথাও যাচ্ছ নাকি?

০৯. অতিথিদের জন্য থালাবাটি, কাপ, চামচ আলাদা করে তুলে রাখবে।

১০. মাংসের টুকরা গুনে রাখবে।

১১. এদের স্বাভাবিক মৃত্যু নেই, সব মৃত্যুতেই কারণ খুঁজবে, কারণ না-পেলে সমস্বরে বলবে─ সব আল্লার ইচ্ছা।

১২. এটিএম থেকে টাকা তুলে আবারও গুনবে, কারও উপরেই বিশ্বাস নেই।

১৩. কেউ সুন্দর মেয়ে বিয়ে করলেই, অন্যরা কানাঘুষা করবে─ চইদ্দ লম্বর মাইয়া। বাঙালি আজন্ম পরশ্রীকাতর।

১৪. মাছ, মাংসের বিশেষ কিছু অংশ স্বামীর জন্য আলাদা করে রাখবে, যেমন─ মাছের মাথা, মুরগির রান।

১৫. কাদায় হাঁটার সময় জুতো খুলে হাতে ঝোলাবে, তারপরও এঁকেবেঁকে চলবে যেন জুতোয় কাদা না-লাগে।

১৬. ঈদে,পূজায় নতুন কাপড় কিনবে, তারপর সারাবছর আফসোস করবে─ টাকাপয়সা নাই।

১৭. মাইক্রোফোন হাতে পেলে পয়লা একটা বিকট ফুঁ দিয়ে দেবে, তারপর আঙুল দিয়ে ঠুস করে একটা টোকা মারবে, ঠিক আছে কিনা পরীক্ষা-নিরীক্ষা। যদিও, যার হাত থেকে মাইক্রোফোনটি পেয়েছে, সে এতোক্ষণ ঠিকই কথা বলছিল ওটা দিয়ে।

১৮. অতিথি আসার সম্ভাবনা থাকলে পুরো ঘরবাড়ি, উঠান, এমনকি ছাদও, ঝাড়ু দিয়ে দিবে।

১৯. ওয়ান-ওয়ে রাস্তা পার হওয়ার সময়ও ডানে আর বামে চোখ ঘুরিয়েফিরিয়ে তাকাবে।

২০. পান করা শেষে খালি বোতলটি সযত্নে রেখে দিবে, ভবিষ্যতে ব্যবহারের জন্য।

১টি বোনাস: বাসের মধ্যে কোনো বিদেশীর পাশে বসতে পারলে, না-নামা পর্যন্ত গর্বে বুকটা ঢোলের মতো ফুলিয়ে রাখবে।

Address

Nawabganj Road
Nawabganj
1320

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nawabganj,Dhaka - নবাবগঞ্জ,ঢাকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share