05/07/2025
আমি ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে,
প্রতিবারের মতো এবারো তুমি ফিরে আসবে;
কিন্তু কিছুই ঠিক হয়নি -তুমি আর ফিরে আসোনি।
আমি অপেক্ষায় থেকেছি
মাসের পর মাস, বছরের পর বছর,
কিন্তু তোমার দেখা আমি পাইনি।
আজ ভরা পূর্ণিমার রাতে,
আমার মনে কেন গুটগুটে অন্ধকার;
তা যদি তুমি জানতে-
তাহলে হয়তো তুমি ফিরে আসতে।
তুমি যদি জানতে,
একটা মানুষ আজও তোমাকে কতটা ভালোবাসে,
তাহলে বোধহয় তুমি আসতে।
আচ্ছা তুমি কি ফিরে আসবে না?
আমি কি আর তোমার দেখা পাবো না?
মৃত্যুর ঠিক এক মিনিট আগে হলেও,
আমি তোমাকে দেখে যেতে চাই।
জানিয়ে যেতে চাই,
পৃথিবীতে একজন মানুষ ছিলো;
সে কতটা তীব্রভাবে তোমাকে ভালোবেসে ছিলো-
আর কতটা আফসোস নিয়ে চলে গেছে।
— ফাহমিদ হাসান