Gazi land surveyor

Gazi land surveyor Here we are going to describe you about your land . I am a professional land surveyor. I can describ

19/08/2022

দলিল করতে গেলে যে বিষয় গুলো যাচাই করতে হবে।

11/08/2022

যারা জমি কিনতে চাচ্ছেন কিন্তু জমির কাগজ সম্পর্কে ধারণা কম তাদের জন্য এই ভিডিও টা জরুরী।

10/08/2022

আজ রাত ৯টা-১০টায় এই পেইজ থেকে Live এ আসবো।
ভূমি সংক্রান্ত যে কোন প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন মেসেজে অথবা Live এ
চেষ্টা করবো সমাধান দেওয়ার ধন্যবাদ।

17/07/2022

আমি রিপ্লাই না করা সত্বেও আপনারা যারা নিয়মিত কমেন্টস আর মেসেজ করে যান, রেসপন্স করেন সে জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞতা। তবে আমি সবার কমেন্টস পড়ি এবং নিয়মিত যারা রেসপন্স করেন আমি তাদের চিনি..

এখন ফেসবুকে আসলে ভালো লেখার কদর নাই, দেখা গিয়েছে লেইম পোস্টই মানুষ বেশি রেসপন্স করে।

যার কারনে আমি সে ভাবে লেখালেখি করি না, আর সব থেকে বড় কথা একটা ভালো লেখা লিখলে সেটা হাজার পেজে কপি হয়ে যায়..

তবে আমি সামনে থেকে অবশ্যই ভালো কিছু লিখবো, এবং সবার সাথে কথা বলার চেস্টা করবো।

দয়া করে কেউ আমাকে অহংকারী, ভাব নেই এসব বলবেন না! আমি শুধু ফেসবুক চালাই না, আমার বিভিন্ন কাজ থাকে যার কারণে আমি সে ভাবে সময় দিতে পারি না।

সে জন্য আমাকে মাফ করবেন, এবং অবশ্যই ভালো থাকবে..

14/07/2022

ঢাকার মধ্যে জমি কিনে বিপদে পরছেন?

কাগজ পত্রে সমস্যা অনেক দিন ভুগছেন!

এইরকম কে কে আছেন যোগাযোগ করেন।

পরামর্শ দিয়ে সাহায্য করতে চেষ্টা করবো।

14/07/2022

দেবোত্তর : সম্পত্তি কাকে বলে ?

হিন্দুধর্ম মতে, ধর্মীয় কাজের জন্য উৎসর্গকৃত ভূমিকে দেবোত্তর সম্পত্তি বলে।“ফারায়েজ” কাকে বলে ? ইসলামি বিধান মোতাবেক মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন করার নিয়ম ও প্রক্রিয়াকে ফারায়েজ বলে।

14/07/2022

- ভূমি নিয়ে কোন জটিলতা থাকলে comment অথবা Massage এর মাধ্যমে জানাতে পারেন।

- চেষ্টা করবো সমস্যার সমাধান করে দেওয়ার।

ধন্যবাদ 🙂

14/07/2022

ই-পর্চা কী ?

উত্তর: ই-পর্চা এমন একটি সেবা প্রক্রিয়া যেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে জনগণকে জমি-জমা সংক্রান্ত সেবা প্রদান করা হয়। পূর্বে জমিজমার রেকর্ড সংগ্রহের জন্য জমির মালিকেরা অনেক হয়রানির শিকার হতো। কিন্তু তথ্যপ্রযুক্তির কল্যাণে বর্তমানে দেশের ৬৪টি জেলায় ই-সেবা কেন্দ্র থেকে এই দলিল সহজে সংগ্রহ করা যায়। এ জন্য অনলাইনে আবেদন করে আবেদনকারী জমিজমা-সংক্রান্ত বিভিন্ন দলিল যেমন সিএস, এসএ, বিএস, বিআরএসের নকল/পর্চা/খতিয়ান কিংবা সত্যায়িত অনুলিপি সংগ্রহ করতে পারে।

14/07/2022

দলিল : কাকে বলে ?

যে কোন লিখিত বিবরণ আইনগত সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য তাকে দলিল বলা হয়। তবে রেজিস্ট্রেশন আইনের বিধান মোতাবেক জমি ক্রেতা এবং বিক্রেতা সম্পত্তি হস্তান্তর করার জন্য যে চুক্তিপত্র সম্পাদন ও রেজিস্ট্রি করেন সাধারন ভাবে তাকে দলিল বলে।

14/07/2022

পয়ন্তি : কাকে বলে ?

নদী গর্ভ থেকে পলি মাটির চর পড়ে জমির সৃষ্টি হওয়াকে পয়ন্তি বলে।

14/07/2022

ওয়াকফ : কাকে বলে ?

ইসলামি বিধান অনুযায়ী কোন ভূমি তার মালিক কর্তৃক ধর্মীয় ও সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠানের ব্যয় ভার বহন করার উদ্দেশ্যে কোন দান করাকে ওয়াকফ বলে “মোতয়াল্লী” কাকে বলে? যিনি ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান করেন তাকে মোতওয়াল্লী বলে। ওয়াকফ প্রশাসকের অনুমতি ব্যতিত মোতওয়াল্লী ওয়াকফ সম্পত্তি হস্তান্তর করতে পারে না।

14/07/2022

চান্দিনা ভিটি : কাকে বলে ?

হাট বাজারের স্থায়ী বা অস্থায়ী অকৃষি জমির যে অংশ প্রজার প্রতি বরাদ্ধ দেওয়া হয় তাকে চান্দিনা ভিটি বলে।

Address

Nawabganj
1320

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gazi land surveyor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category