17/05/2023
সাবধান⚠️
⛔আধুনিক MLM Business!
প্রথমে বলবে ফ্রীলান্সিং শিখাবো বিখ্যাত ফ্রীলান্সারদের মাধ্যমে। ভর্তির পরেই বলবে ফ্রীলান্সিং শেখার পাশাপাশি আর একটা ইনকাম চাইলে করতে পারেন। যারা ফ্রীলান্সিং শিখতে আসে তাদের টাকার অভাব থাকার কারণে বেশিরভাগ তাদের কথায় সাড়া দেয়।
তো ইনকামটা কী?
আপনার মাধ্যমে যদি ভর্তি হয় তাহলে কমিশন পাবেন। এরপর ই খেলা, আপনি প্রমোশন পাবেন, টিম হয়ে যাবে, একটা পর্যায়ে বিদেশ ট্যুর দিতে পারবেন, প্যাসিভ ইনকাম ইত্যাদি।
এরকম লোভনীয় অফারের জন্য তখন সবাই ফ্রীলান্সিং শেখা বাদ দিয়ে লোক ভর্তির দিকে নজর দেয়। তাহলে হলো টা কি? শিখতে আসলো ফ্রীলান্সিং, চলে গেলো MLM Bussiness এর ভেতর, এভাবে সফল খুব কম মানুষই হয়, বেশিরভাগই ঝরে যায়, ফলাফল না হয় ফ্রীলান্সিং না হয় MLM. আশ্চর্য ব্যাপার হলো, এই MLM কেই প্রতিষ্ঠান থেকে ফ্রীলান্সিং নামে বোঝানো হয়, এভাবে একটা শ্রেনীর জন্য ফ্রীলান্সিংকে খুব খারাপ ভাবে উপস্থাপন করা হয়।
-