Farhadwrites

Farhadwrites May be not a good writer but learning to be as good as needed

আপনার কি এখন শুরু করা উচিত? এখনই?   কল্পনা করুন...  আপনি দাঁড়িয়ে আছেন একটা ফাঁকা মঞ্চে।চারপাশে আলো,মাঠ ভর্তি মানুষ,আপনার...
10/07/2025

আপনার কি এখন শুরু করা উচিত? এখনই?

কল্পনা করুন...

আপনি দাঁড়িয়ে আছেন একটা ফাঁকা মঞ্চে।

চারপাশে আলো,
মাঠ ভর্তি মানুষ,
আপনার হাতের মধ্যে মাইক...

তবুও আপনি চুপ।
ভাবছেন—
“ঠিক মতো না বললে কি হবে?”
“সবাই যদি হাসে?
“আরেকটু প্রস্তুত না হয়ে শুরু করলে তো fail করব…”

আর তখনই,
পেছনে আরেকজন এসে সেই মাইকটা তুলে নেয়।
সে বলে ওঠে—
আমি বলবো।”

তার কণ্ঠ হয়তো আপনার মতো শক্তিশালী না,
তবে সে শুরু করলো।

আর মানুষ শুনতে শুরু করলো... **তাকেই।**

🤯 সত্যিটা হলো—

শুরুর আগে কেউই প্রস্তুত না থাকে।
আমরাও না, আপনি-ও না।
প্রস্তুত হতে হতে সময় চলে যায়,
আর “একদিন করবো” বলতে বলতে

বছর কেটে যায়।

Harvard Business Review বলছে,

“Most successful entrepreneurs started before they felt ready.

তারা পারফেক্ট ছিল না।
তারা শুধু “action”-এর দিকে এক ধাপ এগিয়েছিল।

Stanford-এর এক Behavioral Study-তে দেখা গেছে—

যারা “এখনই শুরু” করে, তারা ৩x বেশি progress করে তাদের যারা perfect moment-এর অপেক্ষায় থাকে।

এবার আসল প্রশ্নটা:

আপনার কি এখন শুরু করা উচিত?

না আপনি এখনো ভাবছেন—

* ক্যামেরা নেই…
* স্ক্রিপ্ট ঠিক হয়নি…
* আরও ২-৩ দিন পরে শুরু করব…
* “দেখি একটু আরও ভালোভাবে প্রস্তুতি নিই…”

কিন্তু বাস্তবতা হলো:

Market কাউকে জিজ্ঞেস করে না—তুমি প্রস্তুত তো?
সে শুধু দেখবে—**কে শুরু করেছে?

আপনার যে আইডিয়াটা মাথায় আছে,
সেটা হয়তো আরেকজনও ভাবছে।

আপনি যদি না বলেন,
সে বলবে।

আপনি যদি না লিখেন,
সে লিখবে।

আপনি যদি না শুরু করেন,
সে জিতে যাবে।

একটা গল্প বলি...

২০১৭ সালে,
একজন ছেলে ইউটিউবে ৩ মিনিটের ভিডিও বানিয়ে শুরু করল।
কোনো fancy ক্যামেরা না, কোনো team না।
কেবল নিজের মোবাইল ক্যামেরা আর ১টা বাজে ট্রাইপড।

আজ, তার নাম—m Salman Muqtadir।
বাংলাদেশের ইউটিউব ইতিহাসে অন্যতম পথিকৃত।

তার কথায়—

আমি যদি ৬ মাস দেরি করতাম, হয়তো এই জায়গায় আসতে পারতাম না।

আপনি হয়তো সেরা হবেন না, কিন্তু আপনি যদি না শুরু করেন আপনি কিছুই হবেন না।

তাই জিজ্ঞেস করছি আবার:

আপনার কি এখন শুরু করা উচিত? এখনই?

যদি আপনার মাথায় ১টা আইডিয়া থাকে—শুরু করুন
যদি আপনার ফোন থাকে—রেকর্ড করুন
যদি কিছু বলার থাকে—লিখে ফেলুন

এখনই সময়:

কারণ “ভবিষ্যত” বলতে কিছু নেই,
যদি আপনি “বর্তমান”-কে কাজে না লাগান।

না আপনি প্রস্তুত হবেন,
না সময় আপনার জন্য অপেক্ষা করবে।
না মার্কেট আপনাকে ছুটিতে পাঠাবে।

Let's start. এখনই। আজ। এখান থেকেই।
আপনার মাইক্রোফোনটা আর কাউকে দিয়ে দিচ্ছেন না তো?

To know more follow FarhFarhadwritesarhadwrites

03/02/2022
03/02/2022
03/02/2022

Address

Satrajitpur
Nawabganj
6300

Alerts

Be the first to know and let us send you an email when Farhadwrites posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Farhadwrites:

Share