Bholahat Farmer Information Service

Bholahat Farmer Information Service "যারা আমাদের অন্ন যোগান দেয়, তাদের সেবায় আমাদের নিবেদিত প্রান।"

16/11/2024
14/03/2024

@ভাসমান বেডে সবজি চাষাবাদ, আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্র, রহমতপুর, বরিশাল

Floating Bed Cultivation, Regional Agricultural Research Centre, Rahmatpur, Barisal

🎋মাঠে দন্ডায়মান গম চাষীদের জন্য করনীয়🎋বর্তমানে প্রতিটি মাঠেই গম ফসল বিদ্যমান রয়েছে।বেশিরভাগ গমের স্টেজ  এখন ফুল এবং নরম ...
22/02/2024

🎋মাঠে দন্ডায়মান গম চাষীদের জন্য করনীয়🎋

বর্তমানে প্রতিটি মাঠেই গম ফসল বিদ্যমান রয়েছে।
বেশিরভাগ গমের স্টেজ এখন ফুল এবং নরম দানা পর্যায়। এই সময়টাতে গমে ব্লাস্ট রোগের আক্রমণ পরিলক্ষিত হয় আবহাওয়া এবং তাপমাত্রার কারনে।

➡️রোগের কারণ : গমের ব্লাস্ট একটি ক্ষতিকর ছত্রাকজনিত রোগ। ছত্রাকটির বৈজ্ঞানিক নাম ম্যাগনাপরথি অরাইজি (পাইরিকুলারিয়া অরাইজি) প্যাথোটাইপ ট্রিটিকাম।

➡️বিস্তার: আক্রান্ত বীজের মাধ্যমে গমের ব্লাস্ট রোগ ছড়ায়। গমের শীষ বের হওয়া থেকে ফুল ফোটার সময়ে তুলনামূলক গরম ও স্যাঁতস্যাঁতে আবহাওয়া থাকলে এ রোগের আক্রমন ঘটতে পারে। বৃষ্টির কারণে গমের শীষ ১২-২৪ ঘন্টা ভেজা থাকলে ও তাপমাত্রা ১৮ ডিগ্রি সেঃ অথবা এর অধিক হলে এ রোগের সংক্রমণ হয় এবং রোগের জীবাণু দ্রুত বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

➡️লক্ষন: প্রাথমিক পর্যায়ে ব্লাস্ট আক্রান্ত গম ক্ষেতের কোনো কোনো স্থানে শীষ সাদা হয়ে যায় এবং অনুকূল আবহাওয়ায় তা অতি দ্রুত সারা ক্ষেতে ছড়িয়ে পড়ে। গমের কিছু শীষের উপরিভাগ শুকিয়ে সাদাটে বর্ণ ধারণ করে যা সহজেই নিম্নভাগের সবুজ ও সুস্থ অংশ থেকে আলাদা করা যায়; আবার কোনো কোনো শীষের প্রায় সম্পূর্ণ অংশই শুকিয়ে সাদাটে হয়ে যায়। এটি গমের ব্লাস্ট রোগের আদর্শ (Typical) লক্ষণ। প্রধানত গমের শীষে ছত্রাকের আক্রমণ হয়। শীষের আক্রান্ত স্থানে কালো দাগ পড়ে এবং আক্রান্ত স্থানের উপরের অংশ সাদা হয়ে যায়। তবে শীষের গোড়ায় আক্রমণ হলে পুরো শীষ শুকিয়ে সাদা হয়ে যায়। আক্রান্ত শীষের দানা অপুষ্ট হয় ও কুঁচকে যায় এবং দানা ধূসর বর্ণের হয়ে যায়।
➡️প্রতিকার:
✅ব্লাস্টমুক্ত গমের ক্ষেত থেকে বীজ সংগ্রহ করতে হবে;
✅অপেক্ষাকৃত কম সংবেদনশীল জাত বারি গম ৩০, বারি গম ৩৩,BWMRI-1,2 3এর চাষ করতে হবে।
✅উপযুক্ত সময়ে (অগ্রহায়ণের ০১ থেকে ১৫)১৫ নভেম্বর -৩০ নভেম্বর এর মধ্যে বীজ বপন করতে হবে যাতে শীষ বের হওয়ার সময় বৃষ্টি ও উচ্চ তাপমাত্রা পরিহার করা যায়।
✅বীজ বপনের আগে প্রতি কেজি বীজের সাথে ৩ গ্রাম হারে প্রোভ্যাক্স ২০০ ডব্লিউপি অথবা ২-৩ গ্রাম অটোস্টিন ছত্রাকনাশক প্রতি কেজি মিশিয়ে বীজ শোধন করতে হবে। ব
✅গমের ক্ষেত ও আইল আগাছামুক্ত করতে হবে।
✅প্রতিষেধক ব্যবস্থা হিসেবে শীষ বের হওয়ার সময় একবার এবং এর ১২ থেকে ১৫ দিন পর আরেকবার ছত্রাকনাশক স্প্রে করতে হবে।

🟣 টেন্স এগ্রোর ডিএন এ /এক্সেল সুপার ০.৮ গ্রাম/ লিটার

🟣 (টেবুকোনাজল +ট্রাইফ্লক্সিস্ট্রবিন)>নাটিভো 75WG/ ডি এন এ 75WG/ অপোনেট ১০ লিটার পানিতে ৬ গ্রাম হারে ৫ শতাংশ জমিতে
অথবা
🟣ট্রাইসাইক্লাজল 75 WG> ট্রুপার 75 WG/ স্টেনজা/ দিফা ৮ গ্রাম ১০ লিটার পানিতে
অথবা
🟣 এজোক্সিস্ট্রবিন+ডাইফেনোকোনাজল 32.5 SC> এমিস্টার টপ 32.5 Sc/ এমিস্কোর ১০ গ্রাম ১০ লিটার পানিতে
অথবা
🟣 অনলাইন ১০ মিলি ১০ লিটার পানিতে স্প্রে করতে হবে সকাল অথবা বিকেলে।

এর সাথে সালফেট অব পটাশ >কুইক পটাশ/বেস্ট পটাশ ৫ গ্রাম প্রতি লিটার পানিতে স্প্রে করলে ভাল ফলাফল পাওয়া যাবে।
সরিষা ফসল ৮০% পরিপক্ক হয়ে গেলে দ্রুত হারভেস্ট করে মাঠে না শুকিয়ে বাড়ির আংগিনা বা উচু নিরাপদ স্থানে সংরক্ষণ করে মাড়াই করে নিতে হবে।
বিস্তারিত আরও পরামর্শ এর জন্য আপনার নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তা গনের সাথে অথবা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন।

12/02/2024

যাদের হাড়ভাঙ্গা পরিশ্রমে উৎপাদিত নিরাপদ ফসল খেয়ে আমরা বেঁচে আছি, তাদের সন্মান দেখাতে আমাদের লজ্জা কিসের....

জাতির পিতা বঙ্গবন্ধুর সুদূরপ্রসারী পরিকল্পনা এবং তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননত্রী শেখ হাসিনা সরকারের কৃষ...
16/11/2023

জাতির পিতা বঙ্গবন্ধুর সুদূরপ্রসারী পরিকল্পনা এবং তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননত্রী শেখ হাসিনা সরকারের কৃষিবান্ধব নীতি, উৎপাদন সহায়তা, সেচ সম্প্রসারণ এবং প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের কৃষি এগিয়ে চলছে এক দুর্বার গতিতে আর এজন্যেই এটি আজ বিশ্বের কাছে এক বিশয়। সমস্ত পৃথিবীতে বাংলাদেশ আজ ধান উৎপাদনে তৃতীয়, পাট উৎপাদনে দ্বিতীয়, সবজি উৎপাদনে তৃতীয়, মাছ উৎপাদনে দ্বিতীয়, পেয়ারা ও আলু উৎপাদনে সপ্তম আর আম উৎপাদনে অষ্টম। উল্লেখ্য, দানাদার ফসল, ফল ও সবজি উৎপাদনের বাংলাদেশ অভূতপূর্ব সফলতা অর্জন করতে পারলেও ভোজ্যতেল উৎপাদনের পরিমাণ চাহিদার তুলনায় মাত্র ১২ শতাংশ। তাই এখনই সময় ভোজ্যতেল উৎপাদনে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করে আমদানি নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা। সেই লক্ষ্যে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কারিগরী সমাবেশের আয়োজন। উক্ত মাঠদিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষি বিভাগের অভিভাবক শ্রদ্ধেয় জনাব ড. পলাশ সরকার, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ, বিশেষ অতিথিঃ জনাব মোঃ শামীম ইকবাল, জেলা বীজ প্রত্যয়ন অফিসার, চাঁপাইনবাবগঞ্জ। জনাব মোঃ সাজ্জাদ হোসেন, মনিটরিং অফিসার, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, ডিএই, রাজশাহী অঞ্চল, রাজশাহী। সভাপতিঃ জনাব তানভীর আহমেদ সরকার, উপজেলা কৃষি অফিসার (অঃ দাঃ), ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ।

Address

Gopinathpur
Nawabganj
6330

Telephone

+8801721381037

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bholahat Farmer Information Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bholahat Farmer Information Service:

Share