04/10/2025
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু
আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন অসুন আজকে আমার ১টি ছোট গল্পের মাধ্যমে শিখবো কিভাবে দান করলে আমাদের মহান আল্লাহ তা'আলা সবথেকে বেসি খুসিহয়
গল্পটির নাম হচ্ছে “ছোট্ট একটি দান”
এক গ্রামে এক দরিদ্র মানুষ বাস করত। তার সংসারে অভাব-অনটন লেগেই থাকত। একদিন মসজিদের ইমাম সাহেব ঘোষণা করলেন, “আমাদের মসজিদের জন্য সামান্য দান দরকার, যে যেটুকু পারে আল্লাহর পথে খরচ করুক।” লোকেরা যে যার সামর্থ্য অনুযায়ী দান করল— কেউ টাকা দিল, কেউ চাল দিল, কেউ বা কাপড় দিল। দরিদ্র মানুষটি চিন্তা করল, “আমার তো দেওয়ার মতো কিছুই নেই।” হঠাৎ তার চোখ পড়ল ঘরে রাখা এক মুঠো খেজুরের দিকে। সে ভাবল, “এটাই আমার সাধ্যমতো দান, আল্লাহর জন্য দিলে মূল্যহীন হবে না।” সে লজ্জা নিয়ে মসজিদে গিয়ে এক মুঠো খেজুর ইমাম সাহেবের হাতে দিল। সবাই প্রথমে হাসল, “এতটুকু জিনিসে আবার কী হবে?” কিন্তু ইমাম সাহেব বললেন: “ভাইয়েরা, মনে রেখো, আল্লাহ মানুষের দান নয়, দানের পিছনে থাকা নিয়তকে দেখেন। এই সামান্য খেজুর হয়তো আল্লাহর কাছে পাহাড়সম দানের থেকেও বড় হয়ে যাবে।” এরপর থেকে সেই দরিদ্র মানুষ আর কখনো দান করতে সংকোচ করল না। তার বিশ্বাস ছিল— “সৎ নিয়ত নিয়ে অল্প হলেও দিলে আল্লাহ তার অসীম পুরস্কার দেবেন।” শিক্ষা: আমাদের সামাওর্থ্য যতটুকু হোক না কেন, যদি তা খাঁটি নিয়ত নিয়ে আল্লাহর পথে খরচ করি, তবে আল্লাহ তা কবুল করেন এবং অসংখ্য গুণ বৃদ্ধি করে দেন।
গল্পটির মূল শিক্ষা এক কথায় হলো: আমাদের সামর্থ্য যতটুকু হোক না কেন, যদি তা খাঁটি নিয়ত নিয়ে আল্লাহর পথে খরচ করি, তবে আল্লাহ তা কবুল করেন এবং অসংখ্য গুণ বৃদ্ধি করে দেন।
তাই হে আল্লাহ, আপনি আমাদেরকে খাঁটি নিয়ত নিয়ে আপনার রাস্তায় দান করার তাওফিক দান করুন। আমিন।”