
16/07/2023
মেয়েদেরকে বলছি,
আপনি যে ছেলেটাকে ভালোবাসেন, বিয়ে করবেন বলে স্বপ্ন দেখাচ্ছেন কষ্ট করে হলেও তাকেই বিয়ে কইরেন। যদি বুঝতে পারেন ছেলেটাও আপনাকে খুব ভালোবাসে, যদি ছেলেটা ক্ষমার অযোগ্য কোন ভুল না করে তাহলে তাকে ছেড়ে দ্বিতীয় কোন ছেলের কথা প্লিজ ভাইবেন না।
কিছু ছেলেমানুষ কাদামাটির মত, আপনি ভালোবেসে যে আকার দিবেন তারা সেভাবেই নিজেকে গড়ে তুলবে। আপনার দেখানো টুকরো স্বপ্নতে তারা রাজপ্রাসাদ গড়বে তারপর আপনি যখন ছেড়ে চলে যাবেন মন থেকে ভে/ঙে কাঁচের মত গুড়ি'গুড়ি হয়ে যাবে।
আপনি চলে গেলে হয়ত ছেলেটার জীবনে না চাইতেও নতুন মানুষ আসবে কিন্তু ছেলেটা আপনার সমতুল্য ভালো আর কাউকেই বাসতে পারবে না। এই ছেলে মানুষগুলো একবার যাকে ভালোবাসে তাকে নিজের সবটা দিয়ে বাসে, এই ভালোবাসার রিপ্লেসমেন্ট পৃথিবীর আর কারোর জন্য থাকে না।আপনি হয়ত তারচেয়ে সুন্দর একটা মুখ পাবেন কিন্তু বিশ্বাস করেন ওই মেয়েটার মত নিরেট ভালোবাসা কোথাও পাবেন না। যদি বিয়ে করার ইচ্ছা না থাকে, যদি মায়ায় জড়িয়ে দিন-রাত মানসিক অ'শান্তি দেয়ার ইচ্ছে থাকে তাহলে প্লিজ এদের মন নিয়ে খেলবেন না। এরা সব সহ্য করতে পারলেও প্রিয় মানুষের দেয়া ক'ষ্ট স'হ্য করতে পারে
না।