Anumoni

Anumoni দয়া করে ভিডিও দেখে কেউ বাস্তব জীবনের সাথে মিলাতে আসবেন না 🙏🙏
(4)

আমি হয়তো নিখুঁত নই, ভুল করি, রাগও করি…তবুও আমি জানি—এই পৃথিবীতে কেউই তাকে আমার মতো ভালোবাসতে পারবে না!!কারণ আমি তার মা 💖
26/09/2025

আমি হয়তো নিখুঁত নই, ভুল করি, রাগও করি…
তবুও আমি জানি—এই পৃথিবীতে কেউই তাকে আমার মতো ভালোবাসতে পারবে না!!
কারণ আমি তার মা 💖

আমি ক্লান্ত... ভীষণ ক্লান্ত" এই অভিনয়ের জীবনে প্রতিদিন হারিয়ে ফেলছি।প্রতিদিন একটা মিথ্যে মুখোশ পরে ঘুরি, যেন কিছুই হয়...
17/09/2025

আমি ক্লান্ত... ভীষণ ক্লান্ত"
এই অভিনয়ের জীবনে প্রতিদিন হারিয়ে ফেলছি।
প্রতিদিন একটা মিথ্যে মুখোশ পরে ঘুরি, যেন কিছুই হয়নি। কিন্তু বুকের ভিতর যে এক একটা ক্ষত চিৎকার করে কাঁদে..!🥺
মিথ্যে মায়ার এই জীবনের ইতি টানতে চাই, এই অভিনয়ের জীবন আর বেশি দিন বয়ে যেতে চাই না। কারণ নিজেকে আজ কাল আর নিজের মধ্যে খুঁজে পাই না, হারিয়ে যাই এক নিঃসঙ্গ জীবনে..!🖤🌸


❤️

~ একটা সময় পর এসে বুঝবেন আপনি একাই কিছু মানুষ কে বড্ড আপন আর নিজের ভাবছেন কিন্তু তারা কখনো আপনাকে তার নিজের ভাবেই নাই!😊
15/09/2025

~ একটা সময় পর এসে বুঝবেন আপনি একাই কিছু মানুষ কে বড্ড আপন আর নিজের ভাবছেন কিন্তু তারা কখনো আপনাকে তার নিজের ভাবেই নাই!😊

বিনা কারনে যারা আমার জীবনে, দুঃখের গল্প তৈরি করেছে তাদের আমি অভিশাপ দেব না কিন্তু,আমার প্রতিটা দীর্ঘ শ্বাসের কাছে তারা ক...
12/09/2025

বিনা কারনে যারা আমার জীবনে, দুঃখের গল্প তৈরি করেছে তাদের আমি অভিশাপ দেব না কিন্তু,আমার প্রতিটা দীর্ঘ শ্বাসের কাছে তারা কখনোই ক্ষমা পাবে না!😊❤️‍🩹

অনেকেই ভাবে, সংসার মানেই শুধু দায়িত্ব, সন্তান আর টাকার হিসাব।কিন্তু আসল সত্য হলো—একটা সম্পর্ক টিকে থাকে ভালোবাসা আর সময়ে...
11/09/2025

অনেকেই ভাবে, সংসার মানেই শুধু দায়িত্ব, সন্তান আর টাকার হিসাব।
কিন্তু আসল সত্য হলো—একটা সম্পর্ক টিকে থাকে ভালোবাসা আর সময়ের উপর।

একজন স্ত্রী দিনের শেষে শুধু চায়, স্বামী তার পাশে বসুক, তার কথা মন দিয়ে শুনুক।
আবার একজন স্বামীও চায়, স্ত্রীর একটু হাসি, একটু খোঁজখবর, একটুখানি প্রশান্তি।

এগুলো খুব বড় কিছু নয়—
☕ একসাথে এক কাপ চা খাওয়া,
💬 দিনের গল্প শোনা,ছোট ছোট প্রশংসা
🌸 সপ্তাহে অন্তত একদিন একসাথে কোথাও বেড়িয়ে আসা

কারন,টাকা পয়সা কাজ দায়িত্ব যায় হোক না কেন দিন দেশে একজন সঙ্গীর সব থেকে বড় চাহিদা হচ্ছে ভালবাসা ও সময়

টাকা-পয়সা একদিন ফুরিয়ে যায়, দায়িত্ব একদিন শেষ হয়, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ককে যে সময় আর যত্ন দিয়েছেন, সেটাই সম্পর্ককে বাঁচিয়ে রাখে আজীবন।
❤️

নিজের স্বপ্নগুলো থামিয়ে তার ভবিষ্যতের জন্য নতুন করে স্বপ্ন আঁকা...—প্রথমবার যখন তাকে বুকে নিলাম, মনে হলো—এই ছোট্ট প্রাণ...
09/09/2025

নিজের স্বপ্নগুলো থামিয়ে তার ভবিষ্যতের জন্য নতুন করে স্বপ্ন আঁকা...

—প্রথমবার যখন তাকে বুকে নিলাম, মনে হলো—এই ছোট্ট প্রাণটাই আমার পুরো পৃথিবী।
সেদিন থেকে প্রতিটা সকাল শুরু হয় তার মুখ দেখে, আর রাত শেষ হয় তার ঘুমন্ত নিঃশ্বাসের শব্দ শুনে।

মা হওয়া কখনো সহজ নয়।
কখনো রাতভর জেগে থাকতে হয়, কখনো নিজের খাবার ঠান্ডা হয়ে যায় তাকে খাওয়াতে গিয়ে।
হাজার ব্যথা, ক্লান্তি, অবসাদের মাঝেও যখন সে মুচকি হেসে তাকায়—তখন সব কষ্ট যেন মিলিয়ে যায়।

মা মানে শুধু জন্ম দেওয়া নয়—
মা মানে প্রতিটা মুহূর্তে তার জন্য নিজের সবটুকু দিয়ে দেওয়া।
নিজের স্বপ্নগুলো থামিয়ে তার ভবিষ্যতের জন্য নতুন স্বপ্ন আঁকা।
নিজেকে ভুলে তার জন্য বাঁচা।

আমি হয়তো নিখুঁত নই, ভুল করি, রাগও করি…
তবুও আমি জানি—এই পৃথিবীতে কেউই তাকে আমার মতো ভালোবাসতে পারবে না।
কারণ আমি তার মা। 💖

❤️

07/09/2025

I got over 500 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

স্ত্রীকে কখনোই বলা উচিত নয় এমন ১০টি কথা1. “তুমি কিছুই পারো না”এমন কথা স্ত্রীর আত্মবিশ্বাস নষ্ট করে এবং তাকে হীনমন্যতায় ভ...
03/09/2025

স্ত্রীকে কখনোই বলা উচিত নয় এমন ১০টি কথা

1. “তুমি কিছুই পারো না”
এমন কথা স্ত্রীর আত্মবিশ্বাস নষ্ট করে এবং তাকে হীনমন্যতায় ভোগায়।

2. “তোমার কারণে আমার জীবন নষ্ট”
এতে স্ত্রী মনে করবে সে আপনার জীবনে বোঝা, যা সম্পর্কের প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা কমিয়ে দেবে।

3. “আমার মায়ের মতো তুমি রান্না/কাজ করতে পারো না”
স্ত্রীকে কারও সঙ্গে তুলনা করা তাকে কষ্ট দেয়, নিজেকে অযোগ্য ভাবতে বাধ্য করে এবং শ্বশুরবাড়ির প্রতি বিরূপ মনোভাব তৈরি করে।

4. “তুমি মোটা/শুকনা/অসুন্দর”
চেহারা নিয়ে কটু কথা স্ত্রীর আত্মসম্মান ও মানসিক শান্তি দুটোই নষ্ট করে।

5. “তোমাকে বিয়ে করাটা ভুল ছিল”
এমন কথা অবিশ্বাসের বার্তা দেয় এবং সম্পর্কের ভিত্তি নড়বড়ে করে তোলে।

6. “তুমি শুধু ঝগড়া করতে জানো”
এতে স্ত্রী নিজেকে দোষী ভাবতে শুরু করে এবং দাম্পত্য সম্পর্কে অযথা উত্তেজনা বেড়ে যায়।

7. “তুমি আমার জন্য কিছুই করো না”
আসলে স্ত্রী অনেক কিছুই করেন, কিন্তু এভাবে বললে তার শ্রম ও ত্যাগকে উপেক্ষা করা হয়।

8. “তুমি আমার কথা শোনো না” (অভিযোগের ভঙ্গিতে)
এভাবে বলা হলে স্ত্রী মনে করবে তার মতামত ও উপস্থিতিকে কখনোই গুরুত্ব দেওয়া হয় না।

9. “তুমি অন্যদের মতো নও”
অন্যের সঙ্গে তুলনা সবসময়ই নেতিবাচক প্রভাব ফেলে এবং স্ত্রীকে ছোট করে তোলে।

10. “আমি চাইলে আরও ভালো স্ত্রী পেতাম”
এটি সবচেয়ে অপমানজনক কথা। এতে স্ত্রী মনে করবে তার কোনো মূল্য নেই, আর ভালোবাসার জায়গায় অভিমান জন্ম নেবে।

---

✅ কারণ: এসব কথা এড়িয়ে চলা উচিত, কারণ এগুলো স্ত্রীকে মানসিকভাবে আঘাত করে, ভালোবাসা ও শ্রদ্ধার জায়গায় অভিমান তৈরি করে এবং সম্পর্কের বন্ধনকে দুর্বল করে তোলে।
👉 মনে রাখবেন, স্ত্রীকে সম্মান আর সুন্দর ভাষায় কথা বললেই সংসার হয় আনন্দময় ও ভালোবাসায় ভরা।

❤️

01/09/2025

Hmmm🫶❤️

অনেকেই ভাবে, সংসার মানেই শুধু দায়িত্ব, সন্তান আর টাকার হিসাব।কিন্তু আসল সত্য হলো—একটা সম্পর্ক টিকে থাকে ভালোবাসা আর সময়ে...
31/08/2025

অনেকেই ভাবে, সংসার মানেই শুধু দায়িত্ব, সন্তান আর টাকার হিসাব।
কিন্তু আসল সত্য হলো—একটা সম্পর্ক টিকে থাকে ভালোবাসা আর সময়ের উপর।

একজন স্ত্রী দিনের শেষে শুধু চায়, স্বামী তার পাশে বসুক, তার কথা মন দিয়ে শুনুক।
আবার একজন স্বামীও চায়, স্ত্রীর একটু হাসি, একটু খোঁজখবর, একটুখানি প্রশান্তি।

এগুলো খুব বড় কিছু নয়—
☕ একসাথে এক কাপ চা খাওয়া,
💬 দিনের গল্প শোনা,ছোট ছোট প্রশংসা
🌸 সপ্তাহে অন্তত একদিন একসাথে কোথাও বেড়িয়ে আসা

কারন,টাকা পয়সা কাজ দায়িত্ব যায় হোক না কেন দিন দেশে একজন সঙ্গীর সব থেকে বড় চাহিদা হচ্ছে ভালবাসা ও সময়

টাকা-পয়সা একদিন ফুরিয়ে যায়, দায়িত্ব একদিন শেষ হয়, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ককে যে সময় আর যত্ন দিয়েছেন, সেটাই সম্পর্ককে বাঁচিয়ে রাখে আজীবন।❤️❤️

❤️

আমি কখনোই আমার সন্তানকে সত্য বলার জন্য শাস্তি দেব না।কারণ শাস্তি পেলে সে সত্য লুকাতে শিখবে, মিথ্যে বলতে শুরু করবে।আজ যদি...
25/08/2025

আমি কখনোই আমার সন্তানকে সত্য বলার জন্য শাস্তি দেব না।

কারণ শাস্তি পেলে সে সত্য লুকাতে শিখবে, মিথ্যে বলতে শুরু করবে।
আজ যদি সেটা শুধু গ্লাস ভাঙা হয়,
আগামীতে সেটা হতে পারে অনেক বড় কিছু—যা সে আমার সাথে শেয়ার করবে না।

তাই সত্য যতই কষ্টের হোক, আমি শুনব, নরম থাকব, আর বলব—
“সত্য বলার জন্য ধন্যবাদ।”

কারণ আমি চাই আমার সন্তান জানুক—
আমার কাছে সে সবসময় নিরাপদ।❤️

❤️

Address

Nawabganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anumoni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share