Anumoni

Anumoni দয়া করে ভিডিও দেখে কেউ বাস্তব জীবনের সাথে মিলাতে আসবেন না 🙏🙏
(4)

25/10/2025

- সব আত্মীয়দের Blo'ck করবেন না,২/১ টারে রেখে দিবেন যাতে খবরাখবর হেড অফিসে পৌঁছাতে পারে!🙂

25/10/2025

প্রেগনেন্সিতে যখন আমি স্বাস্থ্যকর খাবার খাই তখন আমার বেবি🤰🍌 আর যখন আমি অস্বাস্থ্যকর খাবার খাই তখন আমার বেবি🤰🍿

25/10/2025

🎬সিনেমায় প্রেগনেন্সি🤰যেমন হয় আর বাস্তবে যা হয় 🤣🤣🤣🥹🥹

কিভাবে জানব ভালোবাসা আসল কিনাযখন কেউ তোমাকে ভালোবাসে, তুমি জানো এবং তুমি তা অনুভব করবে। প্রমাণ পাওয়া যাবে।নীচে কিছু প্র...
25/10/2025

কিভাবে জানব ভালোবাসা আসল কিনা

যখন কেউ তোমাকে ভালোবাসে, তুমি জানো এবং তুমি তা অনুভব করবে। প্রমাণ পাওয়া যাবে।

নীচে কিছু প্রমাণ দেওয়া হল...

✅ মনোযোগ

যখন কেউ তোমাকে ভালোবাসবে, সে তোমাকে গুরুত্ব দিবে। আমরা যে জিনিস ভালোবাসি সেগুলোকেই গুরুত্ব দেই।

✅ যত্ন নিন

কেউ যখন তোমাকে ভালোবাসবে, তখন সে তোমার ভালোর খেয়াল করবে। যে তোমার মঙ্গলের পরোয়া করে না সে তোমাকে ভালোবাসে না।

✅ যোগাযোগ

যখন কেউ আপনাকে ভালোবাসবে, তখন সে আপনার সাথে যতটা সম্ভব যোগাযোগ করবে। যাকে ভালবাসো তার কন্ঠ শুনলে আনন্দ লাগে।

✅ দান করছি

ভালোবাসার প্রাকৃতিক বহিরঙ্গন হচ্ছে। যখন কেউ তোমাকে ভালোবাসবে, তখন সে তোমাকে দিবে। এটা অর্থ থাকতে হবে না কিন্তু সেখানে দান থাকবে।

✅ একসাথে সময় কাটাচ্ছি

যখন কেউ তোমাকে ভালোবাসবে, তখন সে তোমার সাথে সময় কাটাতে ইচ্ছা করবে এবং অনেক ইচ্ছা করবে। যখন আপনি কাউকে ভালোবাসেন, আপনি তার উপস্থিতি কামনা করবেন। যে তোমার সাথে সময় কাটাতে পছন্দ করে না, সে তোমাকে ভালোবাসবে না।

✅ বলিদান

ভালোবাসার চূড়ান্ত প্রমাণ হলো ত্যাগ। ভালোবাসা মানে আত্মসন্ধানী নয়। ভালোবাসা সবসময় প্রিয় মানুষটির খরচে নিজেকে ব্যয় করে। যে মানুষটি তোমার মন ভালো করার জন্য একবারের জন্য পথ থেকে সরে যাচ্ছে না, সে হয়তো তোমাকে ভালোবাসবে না। ভালোবাসা হলো উৎসর্গীকৃত।

✅ ধৈর্য

যখন কেউ আপনাকে ভালোবাসবে, তখন সে আপনার সাথে ধৈর্য ধারণ করবে। তারা আপনার দুর্বলতা, ডাউন টাইম ইত্যাদিতে ধৈর্য ধারণ করবে।

✅ সুরক্ষা

যখন কেউ আপনাকে ভালোবাসবে, তখন সে আপনাকে ক্ষতি থেকে রক্ষা করার চেষ্টা করবে, সে নিশ্চিত করবে যে আপনি নিরাপদে আছেন।

✅ দয়া

যখন কেউ তোমাকে ভালোবাসবে, তখন সে তোমার প্রতি দয়ালু হবে। ভালোবাসা দয়ালু। কঠোরতা ঘৃণা, অসন্তোষ বা রাগের লক্ষণ ভালোবাসার লক্ষণ নয়।

✅ অশ্লীলতা

যখন কেউ তোমাকে ভালোবাসবে, তখন সে তোমার প্রতি দুর্বল হয়ে পড়বে। তারা তাদের গার্ড হারাবে, তাদের প্রতিরক্ষা বন্ধ করবে, তারা ব্যারিকেড ভেঙ্গে ফেলবে এবং তারা তাদের দুর্বল দিকগুলি আপনাকে দেখাবে আশা করে আপনি তাদের ক্ষতি করবেন না।

✅ সমর্থন করুন

যখন কেউ তোমাকে ভালোবাসবে, সে তোমাকে যত সামর্থ্য দিয়ে সমর্থন করবে। তারা আপনার স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে সমর্থন করবে, তারা আপনাকে আর্থিক, আধ্যাত্মিক, আবেগগতভাবে এবং অন্যথায় সহায়তা করবে।

✅ বিনিয়োগ

যখন কেউ আপনাকে ভালোবাসবে, তারা আপনার সাথে মানসিক, আবেগগতভাবে, অর্থনৈতিকভাবে যতটা না দেখা হয়েছে তার চেয়ে ভাল করার জন্য আপনাকে বিনিয়োগ করবে। ভালোবাসা গড়ে ওঠে।

সুতরাং এইগুলি কিছু লক্ষণ যা দেখায় যে কেউ আপনাকে ভালোবাসে ।

তুমি কিভাবে জানবে যে ভালোবাসা আসল?

✅ সময় দাও

আমি সম্প্রতি রেনো ওমোক্রির কাছ থেকে কিছু পড়েছি যা আমার কাছে অনেক অর্থবহ করেছে। আসলে, আমি যা বলতে চাই তা আমার জন্য নিখুঁত পরিপ্রেক্ষিতে রাখে।

তিনি বলেন, "কোন মাস্ক চিরকাল পরা যায় না। মানুষকে সময় দিন। এদের মুখোশ পড়ে যাবে। ততক্ষণ পর্যন্ত এদের সাথে বিয়ে বা ব্যবসা করবেন না। ভালোবাসুন , কিন্তু সতর্ক থাকুন। "

গর্ভাবস্থা চিরকাল ঢাকা যাবে না, সময়ের সাথে সাথে তা প্রকাশ পাবে সবার দেখার জন্য।

সুতরাং, ব্যক্তিকে সময় দিন। সে বলে তোমায় মন দিয়ে ভালোবাসে ,তুমি তার সকালের তারা,রোদ,চায়ে চিনি,রুটিতে মাখন,তার একমাত্র নারী,কোন সমস্যা নাই। সময় দাও।

যখন সে সেক্স চায় এবং আপনি তাকে বলেন বিয়ে না করা পর্যন্ত সেক্স করবে না, তখনও কি সে প্রেম করেই যাবে?

তুমি যখন নিজেকে খুব কঠিন পরিস্থিতিতে পাবে, হয়তো তুমি গুরুতর অসুস্থ, তখনও কি সে ভালোবাসবে?

সে বলে সে তোমাকে ভালোবাসে , তুমি তার পৃথিবী এবং তুমি তার কাছে সবকিছু। তোমাকে ছাড়া সে বাঁচতে পারবে না বা বাঁচতে পারবে না। তুমি তার অক্সিজেন এবং জীবনশক্তি। কোন প্রবলেম নাই। সময় দাও।

যখন আপনি আপনার চাকরি হারাবেন বা আপনার ব্যবসায় একটি বড় আঘাত পেয়েছেন, সে কি এখনও ভালোবাসবে?

যখন তুমি ভেঙ্গে পড়বে এবং তার আর্থিক চাহিদা পূরণ করতে পারবে না, সে কি তখনও ভালোবাসবে নাকি অন্য ছেলের সাথে অদৃশ্য হয়ে যাবে?

তাড়াহুড়া করবেন না। সময় দাও। সময় একটি প্রকাশকারী। ভালোবাসাটা সত্যি কি না সময়ের সাথে সাথে বুঝা যাবে মানুষটা সত্যি বলছে না মিথ্যা বলছে। ভালবাসা অবিরত থাকে এবং ভালবাসা দীর্ঘ কষ্টের। ভালবাসুন, কিন্তু সতর্ক থাকুন।

"ভালোবাসা সত্যি কি না সেটা সময়ই প্রকাশ পাবে... "

25/10/2025

স্নানের পর বাঙালি বউদের গামছা ছড়ানোর জায়গা😁🤣

আপনার স্ত্রীর মেজাজ  কি সারাক্ষণই খিটখিটে থাকে??ক্ষনে ক্ষনে মত বদলায়, কারনে অকারনে রেগে যায়?? কোনভাবেই কি তার মন যুগিয়ে ...
25/10/2025

আপনার স্ত্রীর মেজাজ কি সারাক্ষণই খিটখিটে থাকে??
ক্ষনে ক্ষনে মত বদলায়, কারনে অকারনে রেগে যায়?? কোনভাবেই কি তার মন যুগিয়ে চলতে পারছেন না??

এক্ষেত্রে আপনাকে কিছু ব্যাপার মনে রাখতে হবে।

১)যদি দেখেন মেজাজের সাথে সাথে তার মাসিক অনিয়মিত এবং মাথার চুল পড়ছে, তাহলে আপনি প্রথম ক্লুটা পেয়ে গেছেন।
২)যদি দেখেন চুল শুধু পড়ছেই না, বরঞ্চ নতুন চুলও গজাচ্ছে না, তাহলে আরেকটা ক্লু যোগ হল।
৩)তার ঘন ঘন খেতে ইচ্ছা করে কিনা এবং খাবারে দেরি হলে হাত পা কাপে কিনা?? এটাও ঠিক হয়ে থাকলে আরেকটা ক্লু যোগ হল।
৪)মাথার তাপমাত্রা মাঝে মাঝে হাত দিয়েই বোঝার চেষ্টা করবেন, এরপর পায়ের তালুর তাপমাত্রা বোঝার চেষ্টা করবেন। মাথা গরম ও পা ঠান্ডা কিনা, লক্ষ্য করবেন।

এই সবগুলো ক্লু যদি ঠিক থাকে, সম্ভাবনা আছে আপনার স্ত্রীর মেজাজের ভারসাম্যহীনতা মূলত হরমোনাল ইমব্যালেন্স থেকে হচ্ছে।

আমাদের চেম্বারে প্রায়ই নারীরা এসে অভিযোগ করেন তারা অকারনে স্বামী-সন্তানের সাথে দুর্ব্যবহার করছেন কিন্তু তা থামাতে পারছেন না চেষ্টা করেও। পরবর্তীতে, নিজের ইগো ধরে রাখতে ব্যাপারটাকে তারা অস্বীকার করে বসেন। এতে কাউকে স্যরি বলা লাগে না বটে কিন্তু ভেতরে ভেতরে অপরাধবোধে ভুগতে থাকেন ঠিকই।

সাধারনত ওপরের সমস্যাগুলো দেহে প্রজেস্টেরনের অভাবজনিত কারনে হয়ে থাকে।

প্রজেস্টেরন উৎপাদন নানা কারনে কমে যেতে পারে, সবচে বড় কারন ম্যাগনেসিয়াম ও বি ভিটামিন-৬ ডেফিসিয়েন্সি। ম্যাগনেসিয়ামের অভাবে প্রজেস্টেরনের ঘাটতি মাঝে মাঝে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতও আচরন করে।

আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, প্রজেস্টেরন কম থাকলে থাইরয়েড গ্ল্যান্ডের ওপর আর প্রভাব পড়তে পারে। আবার যাদের হাইপোথাইরয়েডিজম আছে, তারা নিজেকে চাঙ্গা রাখতে দফায় দফায় কফি খান।

এই দুটো ব্যাপারই পরবর্তীতে আপনার প্রজেস্টেরন লেভেল আরো কমিয়ে দিতে পারে।

হরমোনাল ইমব্যালেন্সকে বুঝুন এবং স্ত্রীর মাথা ঠান্ডা রাখতে দক্ষ হয়ে উঠুন।

একজন স্মার্ট স্বামী এই খিটখিটে মেজাজকে শুধু কথা দিয়ে না সামলে স্ত্রীকে হেলদি লাইফস্টাইলে অভ্যস্ত করতে উৎসাহ দেন।
প্রজেস্টেরনের রিচ সোর্স হচ্ছে সমস্ত বীজ জাতীয় খাবার, খোলসওয়ালা প্রানীর গোশত, সবুজ শাক সবজি এবং গরু ও খাসীর গোশত।
এছাড়া, যাদের ভিটামিন ডি, ম্যাগনেসিয়ামের অভাব আছে, তারা এই ভিটামিন-মিনারেলগুলো নিউট্রিশিনিস্টের পরামর্শ অনুযায়ী ইনটেইক করলে মেজাজের খিটখিটে ভাব কমবে ইনশা আল্লাহ।

25/10/2025

প্রেগনেন্সিতে আমার স্বপ্ন🤰🤣🤣

24/10/2025

সময়মতো না ঘুমালে যে ক্ষতি হয়,
゚ ,

⚠️ মায়ের অবহেলায় শিশুর মৃত্যু 💔ওটা কেবল “রুচি কমে গেছে” ছিল না...ওটা ছিল মৃত্যুর শুরু।মা ভেবেছিলেন, খেতে চায় না তাই জ...
24/10/2025

⚠️ মায়ের অবহেলায় শিশুর মৃত্যু 💔

ওটা কেবল “রুচি কমে গেছে” ছিল না...
ওটা ছিল মৃত্যুর শুরু।

মা ভেবেছিলেন, খেতে চায় না তাই জোর করেননি—কৃমিনাশক ওষুধটাও এবার খাওয়ানো হয়নি।
কিছুদিন পর শিশুর পেট ফুলে উঠল, খেতে পারল না,
আর একদিন হাসপাতালের বিছানায়…
অপারেশন টেবিলে বের হলো শত শত জীবন্ত কৃমি

ডাক্তাররা বললেন — অন্ত্র পুরো বন্ধ!
আর সামান্য দেরিতেই সে চিরবিদায় নিতে পারত… অবহেলায় না খাওয়ানো কৃমিনাশক
একটি শিশুকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে।

‼️🙏কীভাবে বুঝবেন এখনই ঝুঁকির সিগন্যাল আছে? -এগুলো অবিলম্বে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার লক্ষণ:

🤚শিশুর পেট দ্রুত ফুলে যাওয়া ও তীব্র কলিকরকম ব্যথা,

🤚বারবার বমি করা (কখনও কখনও জীবন্ত কৃমি বমি হয়ে বেরোতেই পারে),

🤚২৪–৪৮ ঘণ্টায় মলত্যাগ না হওয়া/কনস্টিপেশন,

🤚অতিরিক্ত দুর্বলতা, তালুচিহ্ন কিংবা সারা দিন রাগ-চিন্তার মতো অস্বাভাবিক অচল অবস্থা,

🤚চোখের পাতলা ফ্যাকাশে হয়ে রক্তস্বল্পতা—এসব দেখা গেলে তা জরুরি সঙ্কেত।

👉 প্রতি ৬ মাস পরপর
ডাক্তারের পরামর্শে কৃমিনাশক ওষুধ দিন।
👉 শিশুর খাওয়া, ওজন, ও রক্তশূন্যতা খেয়াল রাখুন।
🌸মনে রাখবেন- শিশুর প্রতি একটু অবহেলাও বড় বিপদ ডেকে আনতে পারে 🙂।
❤️

24/10/2025

স্বামী বাসায় না থাকলে আমি😫😫আর বাসায় আসলে যা করি 🤣🤣🤣🤣

প্রথম সন্তান…জীবনের প্রথম প্রেমের মতোই — প্রথম ভয়, প্রথম দায়িত্ব, আর প্রথম পাগলামির নাম 💛যেদিন প্রথম মা হলাম, ভাবলাম — “...
24/10/2025

প্রথম সন্তান…
জীবনের প্রথম প্রেমের মতোই — প্রথম ভয়, প্রথম দায়িত্ব, আর প্রথম পাগলামির নাম 💛

যেদিন প্রথম মা হলাম, ভাবলাম — “এখন থেকে সব পারফেক্ট!
কিন্তু পরের দিনই বুঝলাম — পারফেক্ট মা নেই, আছে শুধু এক বিভ্রান্ত মা আর এক খুদে বস! 😂

ওর প্রথম কান্না শুনে বুক কেঁপে উঠেছিল,
আর এখন যখন ঘুমাতে চায় না তখন কাঁপে মাথা! 😅
তবুও কী অদ্ভুত — ওর একটুখানি হাসি সব ক্লান্তি গলিয়ে দেয়।

প্রথম সন্তান শেখায় কিভাবে এক হাতে খাওয়া যায়, আরেক হাতে বাচ্চা সামলানো যায় 🍚👶

আরো শেখায় ভালোবাসার মানে নিদ্রাহীন রাতেও ওর মুখের দিকে তাকিয়ে হাসা☺️

ও শুধু আমার সন্তান না,
ও আমার মা আর ধৈর্য্যশীল নারী হয়ে ওঠার গল্প ❤️

❤️

24/10/2025

প্রেগনেন্সিতে আপনি কি করবেন আর কি করবেন না 🤰😅😅😅

Address

Nawabganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anumoni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share