চাঁপাইগিরি

চাঁপাইগিরি হাঁরঘে চাঁপাইনবাবগঞ্জের মিষ্টি ভাষা সভারির সামনে তুল্যা ধরার লাগ্যাই এ পেজটা খুলা জি।
(11)

03/11/2025

চলেন লাইভে চাঁপাইগিরি খেলি | দুখান হেবি কঠিন শব্দ ধরেছি দেখি কে পারেন

নানা নানীরা 😍ম্যাল্যাদিন লাইভে আড্ডা হয়না। আজক্যা রাত ১১ টায় লাইভে ২খান শব্দ ধরবো ইনশাআল্লাহ। চ্যাতোন থাকলে আড্ডাতে আসিয়...
03/11/2025

নানা নানীরা 😍
ম্যাল্যাদিন লাইভে আড্ডা হয়না। আজক্যা রাত ১১ টায় লাইভে ২খান শব্দ ধরবো ইনশাআল্লাহ। চ্যাতোন থাকলে আড্ডাতে আসিয়েন 😍

ফটো ক্রেডিট Muhammad Dalowar Hossain

03/11/2025

লম্বা পোলার সেরা হাসি | চাঁপাইগিরি পর্ব ১৩৮

আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাষায় যারা একটু বেশী লম্বা তাদের মজা করে লোগঘু বলে। ভাইরে ভাই, এই ছেলেটা অনেক লম্বা। আমি নিজে ৬ফ...
03/11/2025

আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাষায় যারা একটু বেশী লম্বা তাদের মজা করে লোগঘু বলে।
ভাইরে ভাই, এই ছেলেটা অনেক লম্বা। আমি নিজে ৬ফিট হলেও উনার সাথে কথা বলার সময় মাথে উঁচু করে কথা বলতে হয়েছে।

উনাকে নিয়ে আজকের চাঁপাইগিরির একটা স্পেশাল পর্ব আসছে ঠিক দুপুর ২টায় জি নানা নানীরা 😍

আর হ্যাঁ, এরকম লোগঘু ব্যক্তিরা থাকলে কমেন্টে একটা করে ছবি দিয়ে যাইয়েন😍

আজকে আছি মোহনপুর, কামারপাড়া, রাজশাহীতে। ভালোবাসার ভাই ব্রাদার 😍ডানেBenjamin BatenMuhammad Dalowar HossainবামেFood Feriwa...
31/10/2025

আজকে আছি মোহনপুর, কামারপাড়া, রাজশাহীতে।
ভালোবাসার ভাই ব্রাদার 😍
ডানে
Benjamin Baten
Muhammad Dalowar Hossain

বামে
Food Feriwala

রাজশাহী কলেজে আজকের স্মৃতি ছিলো মস্তিষ্কের প্রতিটি নিউরনে গেঁথে  রাখার মতো! 😍Unique Teaching Method এর সকল ছাত্রছাত্রীদে...
29/10/2025

রাজশাহী কলেজে আজকের স্মৃতি ছিলো মস্তিষ্কের প্রতিটি নিউরনে গেঁথে রাখার মতো! 😍

Unique Teaching Method এর সকল ছাত্রছাত্রীদের জন্য অন্তরের গহীন থেকে ভালোবাসা রইলো 😍

22/10/2025

সে বাঁচতে চাই, সে আমাদের ই ভাই। আমাদের চাঁপাইনবাবগঞ্জের ছেলে।

এখনও প্রয়োজন প্রায় ৪১ লক্ষ টাকা। আপনার একটু সহযোগিতায় বেঁচে উঠতে পারে একটি প্রাণ, পেতে পারে একটি নতুন জীবন।

সাহায্য পাঠানোর তথ্য:

ব্যাংক তথ্য:

নাম: Arif Uz Zaman Biswas

ব্যাংক: AB Bank, Chapai Nawabganj Sadar

অ্যাকাউন্ট নম্বর: 4204347944308

নাম: Arif Uz Zaman Biswas

ব্যাংক: Prime Bank, Chapai Nawabganj Sadar

অ্যাকাউন্ট নম্বর: 3133211037407

বিকাশ / নগদ:

01783-234346

01402-701329

01746-686162

01789-422742

01760-639596

21/10/2025

আসল চাঁপাইয়া | চাঁপাইগিরি পর্ব ১৩৭

একটা পরামর্শের জন্য পোস্ট দেয়া। সম্ভব হলে জানাবেন। এক বিধবা মহিলাকে কিছুদিন আগে আমি কিছু অর্থ প্রদান করি। কয়েকদিন যেতে ন...
20/10/2025

একটা পরামর্শের জন্য পোস্ট দেয়া। সম্ভব হলে জানাবেন।
এক বিধবা মহিলাকে কিছুদিন আগে আমি কিছু অর্থ প্রদান করি। কয়েকদিন যেতে না যেতেই সেই মহিলা আবার আমার কাছে আসে।

আমি বললাম, অর্থ নিয়ে সেটা সরাসরি খরচ করে দিলে সেটা বেশিদিন থাকবেনা এটাই স্বাভাবিক। আপনি চাইলে আপনাকে কিছু অর্থ ব্যবসার জন্য দেই। ব্যবস্যা করলে সেটা ভালো হবে।

উনি অনেক উৎসাহ দেখিয়ে বললো যে কী ব্যবসা করা যায় বাবা?

আমি সেটার উত্তর দিতে পারিনি। সময় নিয়েছি কিছুদিন।
কী ব্যবসা দেয়া যায় তার সঠিক একটা পরামর্শ দিতে পারলে ভালো হয়।

বি.দ্র.
১।ছবিটি এ আই দিয়ে বানানো।
২। উনি অতোটাও বয়ষ্ক না। মিডিয়েম।

18/10/2025

সেই লেভেলের হাসির ভিডিও | চাঁপাইগিরি পর্ব ১৩৬

কয়েকদিন আগে চরবাগডাঙ্গাতে গিয়েছিলাম । সেখানে চাঁপাইগিরির যে এতো ফ্যান ফলোয়ার আছে জানা ছিলোনা। এখানে অবশ্য আচ্চা কাচ্চা ব...
18/10/2025

কয়েকদিন আগে চরবাগডাঙ্গাতে গিয়েছিলাম । সেখানে চাঁপাইগিরির যে এতো ফ্যান ফলোয়ার আছে জানা ছিলোনা। এখানে অবশ্য আচ্চা কাচ্চা বাচ্চা ফ্যান। বাজারে প্রবেশ করা মাত্র জুয়ান ফ্যানদের দেখে আরও অবাক হয়েছিলাম।

অবশ্য চাঁপাইগিরি খেলানোর কোনো প্রস্তুতি নিয়ে যায়নি। আমার বাম পাশের মুরব্বি ভাই বললেন যে, আজ চাঁপাইগিরি খেলাতেই হবে। সেই লেভেলের কথা বলে ভাই। ভিডিও আসছে আজ দুপুর ২টায় ইনশাআল্লাহ 😍

16/10/2025

২০১২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৩ বছর চট্টগ্রামে শিক্ষকতা করেছি। আর ২০২৪ সালের শেষের দিকে চাঁপাইগিরির যাত্রা শুরু।

চাঁপাইগিরিকে এতোটা ভালোবেসে সময় দিয়েছি যে, নিজের অন্য প্রতিষ্ঠান Unique Teaching Methodhod কে তেমন সময় ই দেইনি।

তবে চাঁপাইগিরির এই ১ বছরের যাত্রায় আপনাদের যে ভালোবাসা পেয়েছি তা অপরিমেয় 😍😍

রাস্তায় বের হলেই, ভাই! আপনি চাঁপাইগিরি করেন না?? তখন যে কতো ভালো লাগে তা ভাষায় প্রকাশ করার মতো না।

তবে এখন থেকে নিজের প্রতিষ্ঠানেও সময় দেয়া দরকার। তাই নতুনভাবে আমার শুরু করতে যাচ্ছি।

অন্তর থেকে দোয়া করবেন আপনাদের নানার জন্য😍

Address

Nawabganj
6321

Website

Alerts

Be the first to know and let us send you an email when চাঁপাইগিরি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category