Md. Zahirul islam

Md. Zahirul islam ...

সুতরাং আপনার জীবন ও সমাজকে রাঙিয়ে তুলুন।
11/07/2025

সুতরাং আপনার জীবন ও সমাজকে রাঙিয়ে তুলুন।

10/07/2025

সব সমস্যারই সহজ সমাধান থাকে। শুধু আমাদের বিকল্প খুঁজে নিতে হবে। কিন্তু অনেক সময়ই আমরা লক্ষ্যে পৌছাতে প্ল্যান A কেই বাস্তবায়ন করতে চাই এবং ব্যর্থ হই। কিন্তু প্ল্যান B ও C যদি ভেবে দেখতাম তবে সহজেই লক্ষ্যে পৌছাতে পারতাম।

তাই একটা কাজ করতে গেলে অবশ্যই সম্ভাব্য সকল প্ল্যান নিয়ে ভাবা উচিত।

10/07/2025

এস.এস.সি. ও এইচ.এস.সি. কোনোটাতেই জিপিএ ৫ পাইনি।

তবুও জীবন থেমে যায়নি। বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে দেশের প্রেক্ষাপটে তথাকথিত ভালো সরকারি চাকরিতে আছি।

আবার আমার সাথে আমার থেকেও খারাপ রেজাল্ট করে আমার থেকেও ভালো সরকারি -বেসরকারি চাকরিতে আছে।

যারা অনেকেই আমার পর্যন্ত লেখাপড়া করেনি তাদের অনেকেই শিল্পপতি /উদ্যোক্তা হয়ে কোটিপতি।

অন্যদিকে এস.এস.সি. তে জিপিএ ৫ পেয়েও অনেকে ইন্টারমিডিয়েট এ ঝড়ে গেছে।

তাই এখনি খুব বেশি উচ্ছ্বসিত হওয়ার বা ভেংগে পরার কিছু নাই। ভালো কিছুর জন্য লেগে থাকতে হবে। টার্গেট একটাই খারাপ হওয়া যাবে না। মানুষ মানে মনুষ্যত্ব থাকতে হবে। জীবনে সফলতা আসবেই।

সবার জন্য শুভকামনা।

10/07/2025

আজ এস.এস.এসি. পরীক্ষার ফলাফল প্রকাশ পাবে।

অনেক সময় ওয়েবসাইট ডাউন থাকে তাই নিচের দেওয়া IP এড্রেস দিয়ে ব্রাউজারে প্রবেশ করলে সহজেই রেজাল্ট দেখতে পারবেন।

103.230.104.203
103.230.107.235
103.230.107.233
103.230.104.222

সবার জন্য শুভকামনা রইলো।

মর্মান্তিক সহযোগিতার হাত বাড়ালে একটা প্রাণ বেঁচে যায়।বেঁচে যায় মানবতা।
10/07/2025

মর্মান্তিক
সহযোগিতার হাত বাড়ালে একটা প্রাণ বেঁচে যায়।
বেঁচে যায় মানবতা।

অনলাইনে পোস্ট দেওয়ার পর ছেলেটাকে আমরা কয়েকজন আজকে দেখতে গেছিলাম। অনলাইন সবাই যেভাবে বলতাছে বাস্তবে আমাদের তামিম এর অবস্থা অনেক খারাপ ছেলে টা উন্নত মানের চিকিৎসা দরকার। তামিম এর পরিবারের অবস্থাও খারাপ। আমি ওই জায়গা নিজের অজান্তে কান্না করে দিছিলাম 🥺।
ছেলে টা অনেক মেধাবী। ছেলে টার বাবা নেই।
আমাদের সবাই সবার অবস্থান থেকে এগিয়ে এসে তামিম পাশে দাড়ান।
ময়মনসিংহ মেডিকেলে (পুরাতন বিল্ডিং ৪ তলায় ১৬ নাম্বার ওয়ার্ডে) আছে।
ওর অবস্থা ভিষণ খারাপ,তার আম্মুর সাথে কথা বলে জানলাম সে বিগত ৫ দিন ধরে কিছুই মুখে নিতে পারে না,এবং ডাক্তার রা স্যালাইন দিয়ে বাচিঁয়ে রাখছে, ছেলেটা খুব অসহায় নেই বাবা, নেই কোন বড় ভাই বোন, একমাত্র বড় চাচা আর তার মা হাসপাতালে দৌড়াদৌড়ি করছে, অসহায় হয়ে বলছে বাবা তুমরা একটা কিছু করো, আমরা আশ্বাস দিয়েছি ইনশাআল্লাহ আন্টি ব্যবস্থা হবে।

আপনারা আগের পোস্টে হয়তো দেখেছেন ছেলেটার সম্পর্কে লেখেছিলাম সে ছোট থেকেই টিউশনি করে লেখাপড়া করেছে এবং PSC থেকে HSC পর্যন্ত টানা GPA, বর্তমানে সে চট্রগ্রাম ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগে চান্স পেয়েছে, কাল ওর সাথে কথা বলতে চেয়েছিলাম কথা বলতে পারেনি অনেক কষ্ট করে বলেছে কান্না করে যে ভাই আমি চট্রগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি আমার সাবজেক্ট আসছে অর্থনীতি, ভর্তি হতে পারিনি আমি দীর্ঘ ২১ দিন যাবত অসুস্থ টাকাও ছিল না যে ভর্তি হবো আমার কি সিট টা থাকবে, তখন আমি বলেছি চিন্তা করিও না সুস্থ হয়ে তুমি ভার্সিটিতে আবার যাবে,আমার এই পোস্ট যদি চট্রগ্রাম ইউনিভার্সিটির কারো চোখে পড়ে তাহলে অবশ্যই আপনারা ভার্সিটি থেকে একটা হেল্প ওর জন্য করবেন এতে খুব উপকার হবে ওর জন্য।

তার চাচার কাছে জানতে পারলাম, ডাক্তার বলেছে ব্লাড ক্যান্সার হয়েছে,এখনো রিপোর্ট আসেনি কত তম স্টেজে আছে, তবে সমস্যা টা হাল্কা দাতের ব্যথা থেকে শুর, জানতে পারলাম সে কিছু দিন যাবত দাতের ব্যথায় ভুগছিল উন্নত চিকিৎসা করার মতো টাকা না থাকার কারণে শ্যামগঞ্জ ( কর্নেল আবু তাহের হাসপাতালে) ডা. সুমি নামের এক মহিলা কোন প্রকার সার্জারী ছাড়াই দাত তুলে ফেলে তার থেকেই এতো বড় সমস্যা, জানতে পারলাম ওই মহিলা ডাক্তার নাকি এখনো পর্যন্ত খুজ নেয়নি,

কাল ডাক্তার এর সাথে কথা বলে একটা রুমের ভিতরের সিট এর জন্য বলে আসছি এবং ডাক্তার আশ্বাস দিয়েছে সর্বোচ্চ হেল্প করবে।

এখন আমাদের কথা হচ্ছে, ছেলেটার কেউ নাই এতো টাকাই চিকিৎসা করা সম্ভব না মানুষ মানুষের জন্য, আমরা চাই সবাই এগিয়ে আসুক, যার যার যায়গা থেকে ৫/১০/১০০ যা পারেন দিবেন, এবং পোস্ট টা দেখার সুযোগ করে দিবেন,

নিচের নাম্বার গুলোতে টাকা দিবেন,

বিকাশ : 01612563387
নগদ: 01612563387

08/07/2025

ব্যাটিং স্বর্গ কি বোলিং স্বর্গে পরিণত হতে চলছে?
BAN_VS_SRL

চীনের জিনান শহরে ৫০-মিটার উঁচু ইনফ্লেটেবল ডোম নির্মাণের ধুলো-শব্দ নিয়ন্ত্রণে এক যুগান্তকারী প্রযুক্তি, যা পরিবেশবান্ধব ...
08/07/2025

চীনের জিনান শহরে ৫০-মিটার উঁচু ইনফ্লেটেবল ডোম নির্মাণের ধুলো-শব্দ নিয়ন্ত্রণে এক যুগান্তকারী প্রযুক্তি, যা পরিবেশবান্ধব নগর উন্নয়নের চমকপ্রদ উদাহরণ। অন্যদিকে, বাংলাদেশে নির্মাণ সেক্টরে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, 2020 ও শ্রম আইন, ২০০৬-এর কঠোর নীতিমালা থাকলেও বাস্তব প্রয়োগে ব্যাপক ফাঁক রয়েছে।

আপনি রাস্তা হেটে যাচ্ছেন হুট করে আসমান থেকে কিছু একটা মাথায় পরে যেতে পারে। দেখবেন বেশিরভাগই কোনো সেইফটি নেট ব্যবহার করছে না। এসব কন্সট্রাকশন সাইটের পাশে যেতে মারাত্মক ভয় হয়।

আমাদের দেশে জীবনের মূল্য ইট-পাথরের চেয়েও কম।

03/07/2025

আমি চাকরি খুঁজি, মা-বাবা চাকরি চায়, শ্বশুর চাকরিওয়ালা জামাই চায়, সমাজ চাকরিওয়ালাকে গুরুত্ব দেয়, বাড়িওয়ালাও চাকরিজীবী ভাড়াটিয়া চায়,,,এ যেন এক চক্র।

দেশটা যেন একটা চক্রে আটকায় গেছে। কবে মুক্তি হবে এই চাকরি চক্র থেকে?

ধামাকা দেখিয়েছে বাংলাদেশ 🙏
02/07/2025

ধামাকা দেখিয়েছে বাংলাদেশ 🙏

২০ বছর পর এই প্রথম পঞ্চপাণ্ডব বিহীন বাংলাদেশদেখা যাক নতুন বাংলাদেশ কি করে!
02/07/2025

২০ বছর পর এই প্রথম পঞ্চপাণ্ডব বিহীন বাংলাদেশ
দেখা যাক নতুন বাংলাদেশ কি করে!

30/06/2025

আপনি কি জানেন চীনে বাংলাদেশ Mèngjiālā guó (মংচিয়া লা গুও - 孟加拉国) নামে পরিচিত? 😯

এই অকেজো সাবজেক্টগুলো বা ডিগ্রি ছাড়াও আরও অনেক অকেজো সাবজেক্ট আছে। এমনকি আমাদের উচ্চশিক্ষার সাথে কর্মক্ষেত্রের সম্পর্ক ন...
30/06/2025

এই অকেজো সাবজেক্টগুলো বা ডিগ্রি ছাড়াও আরও অনেক অকেজো সাবজেক্ট আছে। এমনকি আমাদের উচ্চশিক্ষার সাথে কর্মক্ষেত্রের সম্পর্ক নাই বললেই চলে!

এই অকেজো সাবজেক্টের মধ্যে আমি পড়েছি প্রত্নতত্ত্ব নিয়ে। আপনি কোন অকেজো সাবজেক্ট নিয়ে পড়েছেন?

Address

Nawabganj

Telephone

+8801762020005

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Zahirul islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share