
25/06/2025
পত্নীতলার ইতিহাসে এক গর্বের অধ্যায়।❤️
প্রফেসর ড. কুদরত ই জাহান (Kudrat Zahan) স্যার ""বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়""- এর প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন।
এ উপলক্ষে ❝পত্নীতলা উপজেলা সমিতি (পউস)❞, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পউসের বর্তমান সম্মানিত
__সভাপতি Mostafizur Rahman স্যার ও
__সাধারণ সম্পাদক Rahatul Islam এর উপস্থিতিতে স্যারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
স্যার, আপনার এই অর্জন শুধু আপনার নয় — এটি পুরো পত্নীতলা, পুরো নওগাঁ, আর পুরো এলাকার মানুষের গর্ব।
আপনার সাফল্যে আমরা অনুপ্রাণিত ও গর্বিত। 🌟